বিনোদন

পরিবারসহ করোনা আক্রান্ত ফারুক

করোনা আক্রান্ত হলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় ঢাকাই সিনেমার কালজয়ী নায়ক আকবর হোসেন পাঠান ফারুককে।

গত ১৫ নভেম্বর করোনাভাইরাস ধরা পড়ে তার শরীরে। পরদিন সন্ধ্যায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে রয়েছেন তার স্ত্রী ফারহানা ফারুক ও তার মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান তুলসী।

ফারুকের দেখভাল করতে গিয়ে মা-মেয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তবে করোনা থেকে মুক্ত আছেন নায়ক ফারুকের একমাত্র পুত্র শরত্।

ফারুকের সঙ্গে হাসপাতালেই আছেন তার স্ত্রী। আর বাসায় আইসোলেশনে আছেন মেয়ে তুলসী। ফারুক বলেন, ‘আমার সেবা করতে গিয়ে মা-মেয়ে দুজনেই করোনায় আক্রান্ত হয়েছে। তবে করোনা আক্রান্ত হলেও ফারহানা ও তুলসীর অবস্থা নরমাল। তারা ভালো আছে। আশা করছি, এবার পরীক্ষায় তাদের রেজাল্ট নেগেটিভ আসবে।’

সম্প্রতি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন দেশের অভিনেতা ও জাতীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। দেশে ফিরে কিছুদিন বিশ্রাম নেওয়ার পর করোনায় আক্রান্ত হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *