আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির পক্ষে জাতিসংঘে ১৫৮ দেশের ভোট

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি এবং জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কার্যক্রমে সমর্থন জানিয়ে দুটি প্রস্তাবনা পাস হয় জাতিসংঘের সাধারণ পরিষদ।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি এবং জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর কার্যক্রমে সমর্থন জানিয়ে দুটি প্রস্তাবনা পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

আল-জাজিরা জানায়, বুধবার গাজায় অবিলম্বে নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতি দাবি করা প্রস্তাবের পক্ষে সাধারণ পরিষদের ১৯৩ টি দেশের মধ্যে ১৫৮টি দেশ ভোট দিয়েছে। ৯ সদস্য দেশ ভোট দেওয়া থেকে বিরত এবং ১৩টি সদস্য দেশ ভোটদানে বিরত ছিল।

আর জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)-একে সমর্থন জানিয়ে আনা প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৫৯ দেশ। ৯ দেশ বিপক্ষে ভোট দেয় আর ১১ দেশ ভোটদানে বিরত ছিল বলে জানিয়েছে আল-জাজিরা।

জাতিসংঘে স্লোভেনিয়ার রাষ্ট্রদূত বলেন, “গাজার আর অস্তিত্ব নেই। গাজা ধ্বংস হয়ে গেছে। বেসামরিক নাগরিকরা ক্ষুধা, হতাশা ও মৃত্যুমুখে দাঁড়িয়ে আছে। এই যুদ্ধ আর চলতে পারে না। আমাদের এখনই যুদ্ধবিরতি দরকার। আমাদের এখনই বন্দীদের বাড়ি ফেরানো দরকার।”

অন্যদিকে, জাতিসংঘে আলজেরিয়ার উপ-রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিনি ট্র্যাজেডির মুখে নীরবতা ও ব্যর্থতার মূল্য খুবই চড়া। কাল আরও চড়া হবে।”

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের হামলার পর থেকে গাজায় এই গোষ্ঠী বিরুদ্ধে অভিযানে নির্বিচারে বোমা ও স্থল হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তাদের হামলায় এ পর্যন্ত প্রায় ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *