খেলাধুলা

খুলনাকে ধসিয়ে ফাইনালে ঢাকা মেট্রো

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির ফাইনালে যেতে ১২০ রানের লক্ষ্য পেয়েছিল খুলনা বিভাগ। অথচ সে রান তুলতেই তাদের ত্রাহি অবস্থা। কোনোমতে ৮১ রানে পৌঁছুতেই সব উইকেট খোয়া যায় দলটির। এতে ৩৮ রানের জয় তুলে নিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেছে ঢাকা মেট্রো। ফাইনালে তাদের প্রতিপক্ষ রংপুর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা মেট্রো। তবে খুলনার বোলিং তোপে শুরু থেকেই তটস্থ থাকতে হয় তাদের।

দলটির হয়ে ব্যাট হাতে মাঠে নামা ১০ ব্যাটারের মধ্যে তিন অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল তিন জন। এর মধ্যে দলের প্রায় অর্ধেক রানই এসেছে একা অধিনায়ক নাঈম শেখের ব্যাটে। তার ৫৩ বলে ৫৭ রানের ইনিংসকে একপাশে রাখলে ভয়াবহ ব্যাটিং দুর্দশার চিত্রই ফুটে ওঠে। শেষ পর্যন্ত নাঈমের ফিফটিতে চড়েই ২০ ওভার শেষে তাদের রান দাঁড়ায় ৮ উইকেটে ১১৯।

খুলনার পক্ষে সমান দুটি করে উইকেট নেন মাসুম খান, পারভেজ জীবন ও মেহেদী হাসান।

কিন্তু মামুলি লক্ষ্য পেয়েও খুলনার ব্যাটাররা সুযোগ কাজে লাগাতে পারলেন কই! প্রথম ওভারেই খুলনার দুই ব্যাটার আজিজুল হাকিম তামিম (০) ও ইমরুল কায়েসকে (০) সাজঘরের পথ চেনান ঢাকা মেট্রোর স্পিনার রাকিবুল হাসান।

পরের ওভারে মিঠুন রানআউটের ফাঁদে পড়লে মুহূর্তেই ২ রানে ৩ উইকেট খুইয়ে বসে তারা। সে বিপর্যয় থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাটে এসেছে দলীয় সর্বোচ্চ ২২ রান।

মোসাদ্দেক-রাকিবুলের ঘূর্ণিতে শেষ পর্যন্ত ১৭.৪ ওভারে ৮১ রান অলআউট হয়ে যায় খুলনা।

ঢাকা মেট্রোর পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সৈকত, দুটি করে উইকেট যায় রাকিবুল ও মারুফ মৃধার ঝুলিতে।

আগামী ২৪ ডিসেম্বর সিলেট স্টেডিয়ামে এনসিএল টি-টোয়েন্টির ফাইনালে মুখোমুখি হবে রংপুর ও ঢাকা মেট্রো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *