যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেন তার হোয়াইট হাউস কমিউনিকেশন্স টিমের সদস্যদের নাম ঘোষণা করেছেন। টিমের সদস্য সবাই নারী। দেশটির ইতিহাসে এই প্রথম কেবল নারী সদস্য নিয়ে হোয়াইট কমিউনিকেশন্স টিম গঠন করা হলো।
এদের মধ্যে আছেন হোয়াইট হাউসের সাবেক প্রেসসচিব জেন সাকিও। বারাক ওবামার সময়ে কমিউনিকেশন্স টিমের সদস্য ছিলেন তিনি। খবর আল জাজিরার
বাইডেন ও কমলা হ্যারিস ২০ জানুয়ারির শপথ অনুষ্ঠানকে সামনে রেখে ভিন্ন ধরনের এই পদক্ষেপ নিলেন। এক বিবৃতিতে বাইডেন বলেছেন, এই প্রথম সব নারী নিয়ে কমিউনিকেশন্স টিম করতে পেরে আমি গর্ববোধ করছি। দেশ পরিচালনার কাজে সহায়তা করার জন্য অভিজ্ঞ ও জ্যেষ্ঠ নারী কর্মকর্তাদের নিয়ে এই টিম গঠন করা হয়েছে।
৪১ বছর বয়সী সাকি ছাড়াও এই টিমে রয়েছেন, কেট বেডিংফিল্ড, অ্যাশলে এটিয়েন্নে, সিমন স্যান্ডার্স, পিলি টোবার ও এলিজাবেথ আলেকজান্ডার। নিয়ম অনুযায়ী হোয়াইট হাউস কমিউনিকেশন্স টিমের এই সদস্যদের নিয়োগে সিনেটের অনুমোদন প্রয়োজন হবে না।
উল্লেখ্য, গোয়েন্দা প্রধান ও হোমল্যান্ড সিক্যুরিটি প্রধান হিসেবে এই প্রথম দু’জন নারীকে নিয়োগ দিয়েছেন বাইডেন।