রাজনীতি

চাঁদাবাজি-দখলদারি বন্ধ না হলে ফের মাঠে নামব: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দখলদারি ও মামলা বাণিজ্য বন্ধ না হলে ফের মাঠে নামব। নৈরাজ্য বন্ধ না হলে শহীদদের রক্ত ছুঁয়ে করা কসমের মর্যাদা রাখতে ফের মাঠে নামার হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরে শহীদ আবু সাইদ চত্বরের পথসভায় এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

পথসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক মাওলানা মমতাজউদ্দিন, কেন্দ্রীয় সুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর আমির এটিএম আজম খান, সেক্রেটারি আনোয়ার ইসলাম কাজল, তাজহাট থানার আমির মাওলানা রবিউল ইসলাম প্রমুখ।

জামায়াত আমির বলেন, জুলাই বিপ্লবে হত্যাকাণ্ডের জন্য কেবল সরি বললেই হবে না। বরং প্রত্যেকটি খুনের বিচার হতে হবে। খুনিদের ক্ষমা করার তারা কেউ নন। দেশবাসীকে রাষ্ট্র সংস্কার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এর আগেও রংপুর বিভাগে একাধিক পথসভা হলেও জুলাই বিপ্লবের টার্নিং পয়েন্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আশেপাশে প্রথমবার কোনো সমাবেশ করল জামায়াতে ইসলামী। এজন্য বিকেল থেকেই বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও শাখা থেকে কর্মী সমর্থকরা জড়ো হতে থাকে আবু সাঈদ চত্বরে। প্রধান অতিথির বক্তব্যের আগেই সভাস্থল পূর্ণ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *