খেলাধুলা

মিরাজ দলে ফেরায় চিন্তিত শ্রীলংকা

শ্রীলংকা সফরের শুরুতে গল টেস্টে দারুণ খেলেছে বাংলাদেশ। স্বাগতিকদের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করে দাপটের সঙ্গে ড্র করেছে টাইগররা। আগামীকাল থেকে শুরু হবে কলম্বো টেস্ট। জ্বরে আক্রান্ত থাকার কারণে গল টেস্টে খেলতে পারেননি।

বুধবার থেকে শুরু হতে যাওয়া কলম্বো টেস্টে মেহেদি হাসান মিরাজের সার্ভিস পাবে বাংলাদেশ। মিরাজ ফেরায় বাংলাদেশ দলের জন্য স্বস্তির খবর। কলম্বোয় উইকেট বরাবরই স্পিনবান্ধব। শেষ দিকে বল ঘোরার প্রবণতা, আর প্রতিপক্ষের মূল ব্যাটারদের বিপক্ষে তার সাফল্যের ইতিহাস-সব মিলিয়ে এই ম্যাচে মিরাজ বড় পার্থক্য গড়ে দিতে পারেন।

কলম্বো টেস্টে মিরাজের ফেরা প্রসঙ্গে প্রতিপক্ষ শ্রীলংকার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা বলেছেন, ‘মিরাজকে সেভাবে থ্রেট হিসেবে ভাবছি না। সে আমাদের বিপক্ষে বাংলাদেশের মাটিতে খেলেছে। দেশের হয়ে সে দারুণ খেলছে। খুব বড় হুমকি হিসেবে দেখছি না। তবে লড়াইটা ভালো হবে।’

তবে শুধু মিরাজই নন, বাংলাদেশ দল নিয়েও ধনঞ্জয়া সতর্ক, ‘বাংলাদেশ দারুণ দল। গত কয়েক সিরিজ ধরে তারা খুবই ভালো করছে। এমন উইকেট কাজে লাগাতে হয়। আমরা আর্লি ব্রেক থ্রুর পরও শান্ত ও মুশফিক খুব ভালো করেছে, প্রয়োজনীয় রান তুলে ম্যাচে দাপট দেখিয়েছে।’

কলম্বোতে উইকেট কেমন হবে? সে ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন শ্রীলংকান অধিনায়ক। তিনি বলেন, ‘আমার মনে হয় ফ্ল্যাট উইকেট হতে যাচ্ছে। সাধারণত ফ্ল্যাট উইকেটে শেষ দিনগুলোতে টার্ন হয়।’

কলম্বোয় ম্যাচ যত গড়াবে, স্পিনারদের গুরুত্ব তত বাড়বে। আর সেখানেই মিরাজ হয়ে উঠতে পারেন বাংলাদেশ দলের সেরা অস্ত্র!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *