জাতীয়

পুলিশের সঙ্গে সংঘর্ষের পর রাজুতে অবস্থান আন্দোলনকারীদের

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা।

পরে তারা শাহবাগ মোড় থেকে ব্লকেড তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে অবস্থান নেন।

তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে বিকেল ৪টায় মিছিল নিয়ে ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে তারা শাহবাগ মোড়ে যান।

সংঘর্ষের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, শাহবাগে ব্লকেড পালন করা আন্দোলনকারীদের আমরা প্রথমে অনুরোধ করেছি, তারা যেন মানুষের যাতায়াতে বিঘ্ন না ঘটান। পরে তাদের কয়েক দফা সময় দিয়েছি। হঠাৎ করে কয়েকজন ছেলে পুলিশের বেশ কয়েকজন সদস্যকে আহত করে।

মাসুদ আলম আরও বলেন, আমরা বারবার বলি যে কারো দাবি দাওয়া থাকতেই পারে। শাহবাগে এসে ১০ মিনিট থেকে চলে যেতে পারে। কিন্তু এখানে ঘণ্টার পর ঘণ্টা থেকে তো লাভ নেই।

আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সালেহীন সিয়ন বলেন, আমরা শাহবাগ থেকে রাজু ভাস্কর্যের দিকে চলে আসছিলাম। হঠাৎ পুলিশ পেছন থেকে ধাক্কা দেওয়া শুরু করে। এতেই সংঘর্ষ শুরু হয়।

আন্দোলনকারীরা রাজু ভাস্কর্যের পাদদেশে এসে ঘোষণা দেন, ৪৪তম বিসিএস-এ পদ সংখ্যা বৃদ্ধি, চূড়ান্ত ফলাফলের সাথে লিখিত ও ভাইভার নম্বর প্রকাশ, চূড়ান্ত ফলাফল প্রদানের পূর্বে ক্যাডার চয়েস সংশোধনের সুযোগ দান, একই ক্যাডারে একই ব্যক্তিকে দ্বিতীয়বার সুপারিশ না করা, নন-ক্যাডার বিধিমালা-২০২৩ বাতিল বা সংশোধনপূর্বক ভাইভায় উত্তীর্ণ সব প্রার্থীকে চাকরি প্রদান, যেসব প্রার্থীর স্নাতকে পঠিত বিষয়ের বিষয় কোড নেই, তাদেরও সংগতিপূর্ণ নন-ক্যাডার পদে আবেদনের সুযোগ প্রদানসহ বিভিন্ন দাবি না মানলে রাজু ভাস্কর্যে রাত-দিন অবস্থান কর্মসূচি পালন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *