বিনোদন

ঐশ্বরিয়ার সম্পদ কত ?

মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী ঐশ্বরিয়া রাই রূপে ও অভিনয়গুণে সবার হৃদয় জয় করে নিয়েছেন। পর্দায় ঐশ্বরিয়ার উপস্থিতি জাদুর মতো। ছিল ভক্তদের চোখ না সরানোর মতো মুহূর্ত।

যদিও অভিনেত্রীকে আগের মতো সিনেমায় দেখা যায় না। তবুও তার সাফল্যের গল্প থেমে থাকেনি। অভিনয়ের শুরু থেকে নিজের উপার্জনকে টেকসই বিনিয়োগে রূপান্তরিত করেছেন ঐশ্বরিয়া। বর্তমানে দাঁড়িয়ে আছেন এক অবিশ্বাস্য মাইলফলকের দোরগোড়ায়।

ঐশ্বরিয়ার মোট সম্পত্তি এখন ১০০০ কোটি রুপির ঘরে; যা বাংলাদেশি মূল্যে প্রায় ১৩৮৮.৬ কোটি টাকা। পর্দার রানী ঐশ্বরিয়া যেন আসীন হচ্ছেন অর্থের সিংহাসনে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য থেকে জানা যায়, ভারতের অন্যতম ধনী অভিনেত্রী হতে চলেছেন ঐশ্বরিয়া। বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকাদের মধ্যে একজন তিনি। ঐশ্বরিয়া নাকি সিনেমা প্রতি প্রায় ১০ কোটি রুপি পারিশ্রমিক নেন।

এছাড়া অভিনয়ের পাশাপাশি, উচ্চ মানের ভারতীয় এবং আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে প্রমোট করার জন্য ৬ থেকে ৭ কোটি রুপি আয় করেন ঐশ্বরিয়া। এ শক্তিশালী ব্র্যান্ড প্রেজেন্স অভিনেত্রীকে বিশ্বব্যাপী জনপ্রিয়তা বজায় রাখতে সাহায্য করেছে। যার মাধ্যমে তার মোট সম্পত্তি ৯০০ কোটি রুপি ছাড়িয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিনয় এবং ব্র্যান্ড এনডোর্সমেন্ট ছাড়াও, ব্যবসার দুনিয়ায় পদার্পণ করেছেন বলিউডের এ বিউটি কুইন। নিজস্ব বুদ্ধিমান বিনিয়োগের কারণে, বলিউডের অন্যতম সফল ব্যবসায়ী নারী হিসেবে পরিচিত ঐশ্বরিয়া।

এছাড়া রিয়েল এস্টেট ব্যবসার কথাও শোনা যায়। ঐশ্বরিয়া একাধিক বিলাসবহুল ফ্ল্যাটের মালিক। মুম্বাইয়ের বান্দ্রায় একটি বিরাট বাংলোতে বসবাস করছেন ঐশ্বরিয়া। যার মূল্য ৫০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এছাড়া দুবাইয়ের একটা ভিলার মালিক অভিনেত্রী।

এদিকে বলিউডে পা রাখার সময়েই মিস ওয়ার্ল্ড খেতাব জয় করেছিলেন ঐশ্বরিয়া। এখন সিনেমায় অভিনয়ের কাজ তিনি ছেড়ে দিয়েছেন। তবে শুরুর দিকে যে টাকা উপার্জন করেছিলেন। সেটাকে বিনিয়োগ করে বহুগুণ করে তোলার অঙ্কে এই অভিনেত্রী যে পাকা, সেটা বুঝতে কারও অসুবিধা হয় না। এ কারণে ঐশ্বরিয়ার মোট সম্পত্তি খুব শিগগির পৌঁছে যাবে ১০০০ কোটি টাকার ঘরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *