জাতীয়

১৭ অক্টোবর ২০২৫ পর্যন্ত রাশিফল

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত খবর আপনার সময় উজ্জ্বলতর করে তুলবে। পারিবারিক শান্তি কোনো অপ্রত্যাশিত সমস্যায় বিঘ্নিত হতে পারে। তবে চিন্তা করবেন না, সময়ে এর সমাধান হয়ে যাবে। সপ্তাহের মাঝদিকে প্রেমের ব্যথা অনুভব করবেন। আর প্রেমমূলক কল্পনাকে স্বপ্নে দেখার প্রয়োজন নেই। স্বপ্নগুলো সত্যি হতে পারে। সপ্তাহের শেষদিকে স্বাস্থ্য-বিষয়ক ব্যাপারে নিজেকে অবহেলা না করার জন্য সতর্ক থাকুন। অপ্রীতিকর ও হতাশানজক পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে এ সময় করা বিনিয়োগ সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। কোনো কাছের আত্মীয় আরও বেশি মনোযোগ চাইলেও সহায়ক ও সৃজনশীল হবে। সঙ্গীর অনুপস্থিতিতে তার উপস্থিতি বোধ করার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝদিকে পরিবারের স্বার্থের বিরুদ্ধে যাবেন না। তাদের সঙ্গে আপনার মত নাও মিলতে পারে। তবে হঠাৎ আপনার ব্যবহারে মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে। সপ্তাহের শেষদিকে যদি বন্ধুদের সঙ্গে বাইরে যান তবে আপনার পক্ষে তাৎক্ষণিক প্রেম আসতে পারে। যাদেরকে ভালোবাসেন তাদের উপহার দেওয়া এবং তাদের থেকে উপহার নেওয়ার পক্ষে শুভ সময়।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে অত্যাধিক শক্তি ও অসাধারণ উদ্যম অনুকূলে ফলাফল আনতে পারে। গার্হস্থ্য উত্তেজনা প্রশমিত করতে পারেন। দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক ও মিউচুয়াল ফান্ডে নিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে। সপ্তাহের মাঝদিকে রসিক আত্মীয় স্বজন দুশ্চিন্তা দূর করবে আর কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ দেবে। এ সময় দেখা করতে আসা আত্মীয়রা, যা ভেবেছিলেন তার থেকে অনেক ভালো হবে। সপ্তাহের শেষদিকে জমি সংক্রান্ত সুবিধাগুলো ও বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটি অবস্থানে আছেন। কোনো কঠিন কাজ সম্পন্ন করতে পারায় ভূয়সী প্রশংসা পাবেন।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে খরচ বৃদ্ধি পাওয়াতে মন বিচলিত থাকবে। গৃহের পরিবেশ মনমতো নাও হতে পারে। কাজের সাথে সম্পর্কিত হলে তীক্ষ্ণ মন প্রধান অস্ত্র হয়ে উঠবে। নিজের কাজগুলো সহজেই সমাধান করতে পারবেন। সপ্তাহের মাঝদিকে ব্যবসা জোরদার করতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। যে কারণে নিকটবর্তী কেউ আর্থিকভাবে সহায়তা করতে পারেন। এ সময় করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। সপ্তাহের শেষদিকে একটি চিন্তা চেতনামূলক বই পড়ুনি ও চিন্তা ভাবনা উন্নতি করুন। সঙ্কটের মুহূর্তে আত্মীয়রা সাহায্য করবে।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে। সামাজিক অনুষ্ঠানগুলো আয়ের চেয়ে ব্যয় বেশি হতে পারে। ভুলবেন না অর্থ সাশ্রয় করা একটি ভালো অভ্যাস। সপ্তাহের মাঝদিকে উচ্চ ক্ষমতা এ সময় সদ্ব্যবহারে লাগানোর চেষ্টা করুন। কল্যাণকর সময়, আপনি হয়ত অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। এক পরিতৃপ্তি জীবনের জন্য মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন। সপ্তাহের শেষদিকে আর্থিক দিক সামলানোর সময় বাড়তি সতর্কতা ও যত্ন এই সময়ের প্রধান মন্ত্র বলে মনে হবে। শুধু বসে থাকার পরিবর্তে কেন এমন কিছুতে নিযুক্ত হচ্ছেন না যা উপার্জন ক্ষমতা উন্নত করবে।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে আধ্যাত্মিক শক্তি ও অসাধারণ উদ্যম নিয়ে কর্মে ঝাঁপিয়ে পড়ার সময়। কর্মক্ষেত্রে উন্নতির খুব ভালো সুযোগ পেতে পারেন। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সবার কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন। সপ্তাহের মাঝদিকে যারা অদ্যবধি অযথা অর্থব্যয় করছিলেন তারা বুঝবেন যে আর্থিক অভাবের মধ্যে হঠাৎ প্রয়োজনীয়তা দেখা দিবে। খরচ বৃদ্ধি মনকে ভাবিত করবে। সপ্তাহের শেষদিকে যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে দুর্দান্ত সময়। সামনে হয়ত অনেক কিছু জড়ো হয়ে থাকবে আর কোনটি এ সময় অনুসরণ করবেন সেটা নিয়ে সিদ্ধান্ত নিতে অসুবিধা হবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে কারও কারও জন্য ভ্রমণ ক্লান্তিকর হতে পারে। সঙ্গী প্রেম ও সংবেদনের আলাদা পৃথিবীতে রাজত্ব করাতে পারে। সাফল্য অর্জনের জন্য কর্মক্ষেত্রে অবিরাম কাজ করতে হবে। সপ্তাহের মাঝদিকে নিজের ও পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা করতে সময়টিকে কাজে লাগতে পারেন। এমন পরিকল্পনা করুন যাতে অন্যের কাছে দৃষ্টান্ত স্বরূপ হয়। সপ্তাহের শেষদিকে আবেগ নিয়ন্ত্রণে রাখা কঠিন হতে পারে। আপনার অস্বাভাবিক আচরণে চারপাশের মানুষেরা বিভ্রান্ত হবে। আর হতাশাগ্রস্ত অবস্থায় ছেড়ে চলে যাবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে শারীরিক মানসিক কিছু সমস্যা দেখা দিতে পারে। সতর্কতার সাথে যানবাহন চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে। কেউ কেউ দূরের যাত্রায় উদ্যোগী হবেন। যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে। সপ্তাহের মাঝদিকে বসের ভালো মেজাজ কর্মক্ষেত্রে এ সময় পরিবশেকে বেশ সুন্দর করে দিতে পারে। সহকর্মী ও ঊর্ধ্বতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার ঘটাবেন। তাই অফিসের কাজে গতি লাভ করবে। সপ্তাহের শেষদিকে যদি অন্যদের কথা মেনে বিনিয়োগ করেন তবে আর্থিক ক্ষতি হবে বলে মনে হচ্ছে। ইচ্ছাশক্তির মাধ্যমে পুরস্কৃত হতে পারেন। কারণ একটি পরিস্থিতির মোকাবিলা করবেন।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে এ সময় সত্যি চমৎকার দেখাচ্ছে। বিয়ে এ সময় সুন্দর মোড় নিবে। প্রেম ও রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন। কোনো অপ্রীতিকর ও হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এজন্য নিরুৎসাহিত হওয়া উচিত নয়। বরং এটি থেকে কিছু শিক্ষা নেওয়া উচিত। সপ্তাহের মাঝদিকে অত্যাধিক ভ্রমণ আপনাকে উন্মত্ত করে তুলবে। অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে এটা উৎকৃষ্ট সময়। সপ্তাহের শেষদিকে অনেক শিক্ষার্থী কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে সাফল্য পেতে পারেন। তাই বন্ধুদের সঙ্গে আড্ডা বা গল্প করার পরিবর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার করার পরামর্শ রইল।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে প্রিয়জন একটু বিরক্তিকর বলে মনে হবে, যা মনের ওপর চাপ সৃষ্টি করবে। স্বামী/ স্ত্রীর মধ্যে অভিমান শুধু মাত্র একটি মনোরম স্মৃতির জন্য থেকে যেতে পারে। তাই একটি উত্তপ্ত তর্কের সময় সুন্দর সময়ের কথা মনে রাখতে ভুলবেন না। সপ্তাহের মাঝদিকে রক্তচাপের রোগীরা ভিড় বাসে ওঠার সময় তাদের স্বাস্থ্যের যত্ন নিবেন। নয়ত দুর্ঘটনা ঘটতে পারে, অসুস্থ হতে পারেন। সপ্তাহের শেষদিকে সফর করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যতে লাভের জন্য ভালো ভিত্তিপ্রস্তর স্থাপন করবে। আইটি চাকুরিজীবীর বিদেশ থেকে কোনো ডাক পেতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে ভালোবাসার উচ্ছাসে স্বপ্ন ও বাস্তবতা এ সময়ে মিশে যাবে। এ সময় ভালোবাসা পূর্ণ চকলেট খেতে পারেন। ভুলভাব বিনিময় বা বার্তা সময়টি নিয়ন্ত্রণ করতে পারে। কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না। সপ্তাহের মাঝদিকে সেরকম একটি সময় যখন বিষয়গুলো নিজের ইচ্ছামাফিক চলবে। স্বামী/ স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম রোমান্সের রিওয়াইন্ড বোতাম টিপবেন। সপ্তাহের শেষদিকে বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন। তবে ড্রাইভিংয়ের সময় অতিরিক্ত যত্ন নিতে হভে। রাস্তায় থাকার সময় বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নেওয়া উচিত নয়।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে ঘরে উৎসবের বার্তাবরণ আপনার উত্তেজনা কম করবে। নিশ্চিত করুন যে নিজে নীরব দর্শক না হয়ে থেকে এতে অংশগ্রহণ করেছেন। সমগ্র মহাবিশ্বের উচ্ছাস দুজনের মধ্যে অনুষ্ঠিত হবে। যারা প্রেমে পড়েছে, হ্যাঁ আপনি সেই ভাগ্যবানদের মধ্যে একজন। সপ্তাহের মাঝদিকে যদি স্বাস্থ্যের যত্ন না নেন তবে চাপ অনুভব করতে পারেন। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। সপ্তাহের শেষদিকে কাজের চাপ বিবাহিত জীবনকে ব্যবহত করেছিল বলে যে অভিযোগ ছিল তা বিলীন হয়ে যাবে। সঙ্গী অনুপ্রাণিত করবে। এ সময় সঙ্গীর সঙ্গে জীবনের সেরা মুহূর্ত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *