খেলাধুলা

এক গোল করলেই পেলেকে ছুবেন মেসি

ফুটবল ইতিহাসের সর্বকালের সেরাদের অন্যতম ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলে। আর বর্তমান সময়ের অন্যতম সেরা মেসি। অবশ্য অনেকেই মেসিকে সর্বকালের সেরাদের কাতারে রাখতে পছন্দ করেন। কারণটি অবশ্যই ভিত্তিহীন না। মেসির ঝুলিতেও আছে অগণিত রেকর্ড। এবার আরো এক রেকর্ড দরজায় কড়া নাড়ছে মেসির।

ফুটবল ইতিহাসে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এখনো পেলের দখলে। মেসি সেই রেকর্ডটি পেলে থেকে ছিনিয়ে নেয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন। লা লিগায় গতকাল (১৩ ডিসেম্বর) বার্সেলোনাকে আলো দেখালেন লিওনেল মেসি। এই আর্জেন্টাইনের করা একমাত্র গোলেই ঘরের মাঠ ন্যু ক্যাম্পে লেভান্তের বিপক্ষে জয় তুলে নেয় রোনাল্ড কোম্যানের শিষ্যরা। এই গোলের মাধ্যমে বার্সার জার্সিতে মেসির গোলসংখ্যা গিয়ে দাঁড়ালো ৬৪২ এ।

কিংবদন্তী পেলে ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব সান্তোসের হয়ে গোল করেছেন ৬৪৩টি। অর্থাৎ আর এক গোল করলেই পেলেকে ছুঁয়ে ফেলবেন মেসি। যদি পরের খেলায় দুই গোল করেন তাহলে ফুটবল ইতিহাসে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি মেসির ঝুলিতে চলে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *