ভারতীয় তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন এক সাক্ষাৎকারে বলেছেন, কোন ব্যাটসম্যান কীভাবে আমার বিরুদ্ধে শট খেলবে এবং তাদের কোন জায়গায় বল করতে হবে সবকিছু আমার নখদর্পণে আছে।
ভারতীয় জনপ্রিয় দৈনিক আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে অশ্বিন বলেন, অ্যাডিলেডে প্রথম টেস্ট শুরুর আগে আমি ৮ ঘণ্টা ল্যাপটপের সামনে বসে অজিদের ব্যাটিং দেখেছি। ওদের ভুলভ্রান্তি বোঝার চেষ্টা করছি। লকডাউনে আমি পুরনো দিনের প্রচুর ভিডিও দেখেছি। প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের অনুশীলনের ভিডিও আমি দেখি। কোন ব্যাটসম্যান কীভাবে আমার বিরুদ্ধে শট খেলবে এবং তাদের কোন জায়গায় বল করতে হবে সবকিছু আমার নখদর্পণে।
ম্যাচ জয়ের পর স্টাম্প সংগ্রহ করা প্রসঙ্গে ৭৭ টেস্টে ৪০১ উইকেট শিকার করা অশ্বিন বলেছেন, ক্যারিয়ারের শুরুর দিকে এগুলো নিয়ে এত ভাবতাম না কিন্তু বয়স বাড়ার সঙ্গে এ ব্যাপারেও যত্নবান হয়েছি।
তিনি আরও বলেন, ব্রিসবেন টেস্টের স্টাম্প নিজের কাছে না রাখলেও সিডনি ও শেষ দুই টেস্টের স্টাম্প নিজের কাছে রেখে দিয়েছি। তবে সবমিলিয়ে কত স্টাম্প আমার কাছে আছে এখন বলা সম্ভব নয়।