রাজনীতি

জাপান গার্ডেনের ০৭ নং ভবনের নির্বাচন স্হগীত

জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক কল্যান সমিতির ০৭ নং বিল্ডং কমিটির নির্বাচন স্হগীত করেছে  জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক কল্যান সমিতির নির্বাচন কমিশন । আজ ২৪/০৬/২০২১ জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক কল্যান সমিতির  প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ আবু বকর ছিদ্দিক,  নির্বাচন কমিশনার মোঃ হারুন নকিব ও নির্বাচন কমিশনার প্রকৌঃ আহসানুল কবির এক যৌর্থ স্বাক্ষরীত বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন স্হগীতের ঘোষনা দেন ।

করোনার প্রদুর্ভাব বৃদ্ধি এবংঈদ-উল-আযহা অতি নিকটবর্তী হওয়ার কারনে নির্বাচন কমিশন কতৃক নির্বাচন স্হগীতের যুগোপযুগি সিদ্ধান্তের জন্য  ০৭ নং বিল্ডিংয়ের ভোটার জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক কল্যান সমিতির কেন্দ্রিয় কমিটির সাবেক সভাপতি অধ্যাপক নূরুল আমিন ,এ্যাড্ঃ আব্দুর জব্বার তাফাদার , অধ্যক্ষ খালেকুজ্জান-সহ বহু ফ্ল্যাট মালিক প্রতিবেদকের কাছে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

তবে দু-একজন পাকিস্হানী এবং বিহারী বংসবুত বিএনপি পনি্হ ফ্ল্যাট মালিক এর বিরোধিতা করছে এবং ন্যয়নিষ্ট নির্বাচন কমিশনকে ভয়ভীতি প্রর্দশন করছে ।

নির্বাচন কমিশনের স্বাস্হবান্ধব এ সিদ্ধান্তের জন্য কেন্দ্রিয় কমিটির বর্তমান যুগ্ন- সাধারন সম্পাদক সিনয়ার সাংবাদিক রফিক আহমেদ মুফদি ( মুফদি  আহমেদ ) এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান-সহ বেশকিছু কেন্দ্রিয় নেতা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *