রাজনীতি

ঢাকায় কমিটি গঠনের পর ছাত্রদলের উল্লাস

ঢাকা মহানগরের চারটি কমিটি গঠনের পর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা উল্লাস প্রকাশ করলেও পুলিশের তৎপরতায় বেশিক্ষণ দাঁড়াতে পারেনি।

গত ১৪ জুলাই ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ছাত্রদলের দুই সদস্য করে নতুন আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হয়।

শনিবার সকাল ১০টা থেকে বিভিন্ন থানা থেকে মিছিল নিয়ে নয়া পল্টনে জড়ো হয় ছাত্রদলের নেতা-কর্মীরা। সেখানে বিএনপি ভবনে কেন্দ্রীয় কার্যালয়ও রয়েছে।

মহামারীর মধ্যে সহস্রাধিক নেতা-কর্মী প্রথমে ফুটপাতে দাঁড়িয়ে নতুন কমিটির নেতাদের শুভেচ্ছা জানিয়ে স্লোগান দিতে থাকে। পরে সড়কেও অবস্থান নেয় তারা।

সেখানে আগে থেকেই পুলিশ অবস্থান নিয়ে ছিল। বেলা ১২টার দিকে পুলিশ তৎপর হয়ে উঠে ছাত্রদলের নেতা-কর্মীদের বিএনপি কার্যালয়ের সামনে থেকে সরে যেতে বলে। ছাত্রদলের নেতা-কর্মীরা তখন ফকিরাপুলের দিকে সরে যায়।

ছাত্রদলের নেতা-কর্মীদের অবস্থানের কারণে ১৫ মিনিটের মতো নয়া পল্টনের ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল।

ছাত্রদলের ঢাকা মহানগরের চারটি কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- দক্ষিণে আহ্বায়ক শাহ আলম (পাভেল শিকদার), সদস্য সচিব নিয়াজ মাহমুদ(নিলয়); উত্তরে আহ্বায়ক জসিম শিকদার রানা, সদস্য সচিব রুহুল আমিন সোহেল; পূর্বে আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন; পশ্চিমে আহ্বায়ক মহসিন সিদ্দিকী রবি ও সদস্য আশরাফুল ইসলাম মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *