খেলাধুলা

যুক্তরাষ্ট্র-চীনকে পেছনে ফেলে পদক তালিকায় শীর্ষে জাপান

চলমান ‘টোকিও অলিম্পিক-২০২০’ এর আজ (২৬ জুলাই) তৃতীয় দিনে স্বর্ণপদক জয়ের তালিকায় শীর্ষে উঠে এসেছে স্বাগতিক জাপান। সবমিলিয়ে এখন পর্যন্ত সোনা জিতেছে ২৩টি দেশ। তবে সোমবার কোনো সোনা জেতেনি চীন। তারা এ দিনটি নিশ্চয়ই ভুলে যেতে চাইবে।

গতকাল রবিবার পর্যন্ত অলিম্পিকে স্বর্ণপদক জয়ের তালিকায় ১৬টি দেশের নাম ছিল। আজ আরও সাতটি দেশ যুক্ত হওয়ায় তা বেড়ে দাঁড়িয়েছে ২৩টিতে।

এদিন, নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সোনা জিতেছে ফিলিপাইন। ভারোত্তোলকে নারীদের ৫৫ কেজি ওজন শ্রেণিতে ২২৪ কেজি তুলে দেশকে প্রথম সোনা এনে দিয়ে ইতিহাস গড়লেন হিদিলিন দিয়াজ।

অন্যদিকে, রবিবার পর্যন্ত ৪০টি দেশ পদক পেয়েছিল। আজ নতুন করে আরও ১১টি দেশ এই তালিকায় যোগ হয়েছে।

শীর্ষে উঠে আসা জাপান এখন পর্যন্ত ৮টি সোনা ২টি রুপা ও ৩টি ব্রোঞ্জ জিতেছে। দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র জিতেছে ৭টি সোনা ৩টি রুপা ও ৪টি ব্রোঞ্জ। আর তৃতীয় স্থানে থাকা চীন জিতেছে ৬টি সোনা ৫টি রুপা ও ৭টি ব্রোঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *