আফগানিস্তানে তালেবান যোদ্ধারা কুন্দুজ এবং সার-ই-পুলের পর এবার দখলে নিয়েছে আরেকটি প্রাদেশিক রাজধানী তালোকান।
রোববার একদিনেই তালেবানের হাতে এই তিন নগরীর পতন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
এ নিয়ে গত শুক্রবার থেকে তালেবান যোদ্ধারা পাঁচটি প্রাদেশিক রাজধানী দখলে নিল। এর মধ্যে কুন্দুজ সবচেয়ে গুরুত্বপূর্ণ নগরী। কারণ, কুন্দুজের সঙ্গে অন্যান্য এলাকা বিশেষ করে রাজধানী কাবুলের খুব ভালো সংযোগ রয়েছে।
কুন্দুজ প্রদেশের রাজধানীর নাম কুন্দুজ। ওদিকে, সার-ই-পুল প্রদেশের রাজধানী নাম সার-ই-পুল। আর তালোকান হচ্ছে, তাখার প্রদেশের রাজধানী।
এই তিন নগরী দখলের আগে শনিবার জাওজান প্রদেশের রাজধানী শেবারগান নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে তালেবান। এর আগের দিন শুক্রবার নিমরোজ প্রদেশের রাজধানী জারাঞ্জ দখলে নেয় তালেবান যোদ্ধারা।
আফগানিস্তান থেকে বিদেশি সেনারা চেলে যেতে শুরু করার পরই সম্প্রতি কয়েকমাসে তালেবান দেশটির কয়েক ডজন জেলা এবং সীমান্ত পারাপার এলাকা দখলে নেওয়ার পর প্রাদেশিক রাজধানীগুলোতে চড়াও হয়েছে।
দেশের পশ্চিমাঞ্চলে আরেক প্রাদেশিক রাজধানী হেরাত এবং দক্ষিণের কান্দাহার ও লস্কর গা দখলে নিতেও লড়াই চালাচ্ছে তারা। সেখানে আফগান বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল লড়াই চলছে।
বিবিসি জানায়, রোববার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তিনটি প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে চলে যায়। কুন্দুজের এক বাসিন্দা ‘পুরোপুরি বিশৃঙ্খল’ পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন।
কুন্দুজের প্রাদেশিক পরিষদের এক আইনপ্রণেতা বলেন, নগরীর কেবলমাত্র একটি বিমানবন্দর এবং সেনাঘাঁটি ছাড়া আর সবই দখল করে নিয়েছে তালেবান। তবে খোয়া যাওয়া সব এলাকা পুনর্দখল করতে খুব শিগগিরই বড় ধরনের সেনা অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্র।
সার-ই-পুলেও তালেবান যোদ্ধারা প্রাদেশিক কর্মকর্তাদেরকে মূল নগরী থেকে হটিয়ে দিয়েছে। এই কর্মকর্তারা এখন কোণঠাসা হয়ে আছেন কাছের একটি সামরিক ঘাঁটিতে। প্রাদেশিক পরিষদের এক সদস্য জানিয়েছেন এমন কথাই।
ওদিকে, তাখার প্রদেশের পার্লামেন্টের এক প্রতিনিধি আশরাফ আয়ানি রোববার সন্ধ্যায় বলেন, তালেবানের হাতে প্রাদেশিক রাজধানী তালোকানের পতন হয়েছে। যোদ্ধারা সব সরকারি ভবনের নিয়ন্ত্রণ নিয়েছে এবং বন্দিদের মুক্ত করে দিয়েছে। সরকারি কর্মকর্তারা পালিয়ে আশ্রয় নিয়েছেন কাছের একটি জেলায়।
এ পরিস্থিতিতে তালেবান অবস্থানগুলোতে জোর বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। আফগান সেনাবাহিনীর কর্মকর্তারা বলছেন, এসব হামলায় তালেবান যোদ্ধারা নিতহ হয়েছে। তবে তালেবান বলছে, লস্কর গা নগরীতে দুটি হাসপাতাল এবং একটি স্কুলে বিমান হামলা হয়েছে। কারও দাবিই নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।
আফগানিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাস একের পর এক প্রাদেশিক রাজধানীতে তালেবানের নতুন নতুন হামলার নিন্দা করেছে। তালেবানের ‘জোর করে ক্ষমতা দখলের এমন পদক্ষেপ মেনে নেওয়া যায় না’, এক বিবৃতিতে বলেছে তারা।