আফগানিস্তানের অপর একটি বিনোদন পার্কে আগুন ধরিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ওই বিনোদন পার্কে স্ট্যাচু থাকায় তালেবান সদস্যরা সেখানে আগুন ধরিয়ে দেয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
আফগানিস্তানের শেবারগান প্রদেশের বেঘায় বোখদি বিনোদন পার্কে এই ঘটনা ঘটে।
ইহতেশাম আফগান নামে এক টুইটার ব্যবহারকারী ওই ঘটনার ভিডিও শেয়ার করলে তা ভাইরাল হয়। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, বোখদি বিনোদন পার্কে তালেবান সদস্যরা আগুন ধরিয়ে দিয়েছেন। ওই পার্কে স্ট্যাটু ছিল। যেকোনো ধরনের মূর্তি ইসলামে নিষিদ্ধ।
দুইদিন আগে বিনোদন পার্কে শিশুদের খেলনা ঘোড়া আর বাম্পার কারে চড়ার ভিডিও ভাইরাল হওয়ার একদিন পরই এ খবর সামনে এলো।
দীর্ঘ দুই দশক পর ফের আফগানিস্তানের শাসন ক্ষমতায় এসেছে তালেবান। রক্ষণশীল সংগঠনটি তাদের কঠোর মনোভাব থেকে অনেকটাই সরে এসেছে বলে দাবি করেছে।
এদিকে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর তালেবান যোদ্ধাদের কাবুলের রাস্তায় আইসক্রিম খাওয়া, জিমে কসরৎ আর বিনোদন পার্কে রাইড উপভোগসহ বেশ কয়েকটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।