খেলাধুলা

স্পোর্টিং উইকেট নয়, জয়ের ধারাবাহিকতা চায় টাইগাররা

সদ্যই ঘরের মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠিত সবগুলো ম্যাচই হয়েছে লো-স্কোরিং। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেছেন নেটিজেনরা। তবে সৌভাগ্যবশত বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি থেকে কোনো ডিমেরিট পয়েন্ট পায়নি ভেন্যুটি।

আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও একই উইকেটে খেলতে পারে টাইগাররা। এমনই ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সাংবাদিকদের তিনি বলেন, স্পোর্টিং উইকেট নয় বরং এমন উইকেট খেলা হবে যেন সাকিব-মুশফিকরা জয়ের দেখা পান।

মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ক্রিকেট এমন এক খেলা যেখানে আপনাকে জয়ের ধারা ধরে রাখতে হবে। নয়তো আত্মবিশ্বাস পাবেন না। জয়ের পর যে আত্মবিশ্বাস পাওয়া যায় তা আর কিছুতেই আপনি পাবেন না। তাই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এটাই সবসময় পথ দেখায়।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে টাইগাররা ছন্দ ধরে রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ধারাবাহিকতা এবারও ধরে রাখতে চাই। আমরা ভালো করার ব্যাপারে আশাবাদী। ঘরের মাঠে খেলা হওয়ায় সবাই আত্মবিশ্বাসী।

আগামী ১ সেপ্টেম্বর থেকে উভয় দলের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ শুরু হবে। ১, ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। সবগুলোই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *