আন্তর্জাতিক

সাবেক ভাইস প্রেসিডেন্টের ভাইকে হত্যা করেছে তালেবান

আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ’র ভাই রোহুল্লাহ আজিজীকে হত্যা করেছে তালেবান। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন নিহতের ভাগ্নে এবাদুল্লাহ সালেহ। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল পতনের পর পাঞ্জশির উপত্যকায় তালেবান বিরোধী লড়াইয়ে অন্যতম নেতা ছিলেন আমরুল্লাহ সালেহ। তালেবানরা অঞ্চলটি দখল করার কয়েকদিন পর সংবাদটি প্রকাশ্যে এলো।

লিখিত বার্তায় রয়টার্সকে এবাদুল্লাহ সালেহ বলেন, ‘তারা আমার চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছে। গতকাল তাকে হত্যা করেছে এবং তারা আমাদের তাকে দাফন করতে দেয়নি। তালেবান বলেছে, তার (রোহুল্লাহ আজিজী) শরীর পচা উচিত।’

এদিকে, তালেবান তথ্য পরিষেবা আলেমারা তাদের উর্দু ভাষার অ্যাকাউন্টে বলেছে, রিপোর্ট অনুযায়ী পাঞ্জশিরে যুদ্ধের সময় রোহুল্লাহ আজিজী সালেহ নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *