আন্তর্জাতিক

বিজয়ের ৫০ উদযাপনে ভারতের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ

আগামী ১৬ ডিসেম্বর বিজয়ের ৫০ বছর উদযাপন করবে বাংলাদেশ। সেই উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এখনো আমন্ত্রণ গ্রহণের ব্যাপারে জবাব দেয়নি নয়াদিল্লি। সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দুর্গাপূজার সময় বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ভারতের সঙ্গে ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা প্রভাব পড়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এর মাঝেই রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দকে আমন্ত্রণ জানিয়েছে শেখ হাসিনা সরকার।

ঢাকা বিশ্বাস করে, ভারতীয় রাষ্ট্রপতির বাংলাদেশ সফর উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে পরবর্তী লেভেলে নিয়ে যাবে। এর আগে গত মার্চে ঢাকা সফর করে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চলতি সপ্তাহের শুরুতে বৈঠকে বসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। সেখানেই জনাব রামনাথ কোভিন্দের সফর নিয়ে আলোচনা করা হয়েছে।

সূত্র দ্য প্রিন্টকে জানিয়েছে, ভারত এখনো সফর নিশ্চিত করেনি। তবে শিগগিরই সাড়া দেবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *