খেলাধুলা

নিউজিল্যান্ড থেকে সুখবর দিলেন খালেদ মাহমুদ

স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনাক্রান্ত হওয়ার দুঃসংবাদ বুধবার পেয়েছিল পুরুষ ক্রিকেট দল। এ কারণে আইসোলেশনে রাখা হয়েছিল অধিনায়ক মুমিনুল হকসহ দলের নয় সদস্যকে।  একদিন পর বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন নিউজিল্যান্ড থেকে দিলেন সুখবর।

বৃহস্পতিবার সকালে সুজন জানিয়েছেন, নতুন করে আর কোনো করোনা পজিটিভ নেই বাংলাদেশ দলে। তাই কোয়ারেন্টিন থেকে বের হয়ে অন্য হোটেলে চলে যেতে পারবেন তারা।

ভিডিওবার্তায় বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের টিম ডিরেক্টর বলেন, বিজয়ের পঞ্চাশ বছরে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কিছু ভালো খবর আছে এখানে। আমরা মাশাআল্লাহ্ সবাই নেগেটিভ এসেছি আজকের রিপোর্টে। আমাদের সবাইকে অনুশীলনের সুযোগ দিয়েছে। আমি ও টিম ম্যানেজার নাফিস ইকবাল এ বিষয়ে ওদের সঙ্গে কথা বলেছিলাম যে কীভাবে কী করবো। তো ওরা আজকে আমাদের পজিটিভ নিউজ দিয়েছে। আজকে প্র্যাকটিসেও গিয়েছিলাম, তবে বৃষ্টির কারণে অনুশীলন করতে পারিনি। এখন আমাদের জিম সেশন হবে।

সুজন আরও বলেন, শুক্রবার আমরা এখান থেকে বের হয়ে আইসোলেশনে চলে যাবো অন্য হোটেলে। যারা ইয়োলো ব্যান্ড ছিল তারা ২০ তারিখ পর্যন্ত এখানে থাকবে। কাল থেকে তারা জিম ব্যবহার করতে পারবে। পরে ২১ তারিখ আমাদের সঙ্গে যোগ দেবে। রঙ্গনা হেরাথকে কোয়ারেন্টিন সেন্টারে নেওয়া হয়েছে। বাকি সবাই সুস্থ এবং নেগেটিভ আছি আলহামদুলিল্লাহ।

বুধবার জানা যায়, নিউজিল্যান্ডে করোনা আক্রান্ত হয়েছেন বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। হেরাথ শ্রীলঙ্কা থেকে নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছিলেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে চলতি বছর দ্বিতীয়বারের মতো নিউ জিল্যান্ডে গেল জাতীয় দল।

এ বছরের ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ সীমিত ওভারের ম্যাচ খেলতে নিউ জিল্যান্ড গিয়েছিল। সে সময় তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *