আন্তর্জাতিক

হত্যাচেষ্টার পরও দেশকে এগিয়ে নেয়ায় শেখ হাসিনার প্রশংসায় রামনাথ

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার ‘বিদ্রোহী’ এর সঙ্গে তুলনা করেছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ প্রশংসা করেন।

বক্তব্যের শুরুতেই ভারতের রাষ্ট্রপতি বাংলায় বাংলাদেশের মানুষকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, ‘আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’

সামরিক সরকারের যাঁতাকল আর বার বার হত্যাচেষ্টার পরও দৃঢ়তার সঙ্গে দেশকে এগিয়ে নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন রামনাথ।তিনি বলেন, ‘কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’ এর মতো বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে সাহসিকতার সঙ্গে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

বক্তব্যের একপর্যায়ে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার কয়েক চরণ আবৃত্তি করেন।

‘মহা-বিদ্রোহী রণক্লান্ত

আমি সেই দিন হব শান্ত,

যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল, আকাশে-বাতাসে ধ্বনিবে না

অত্যাচারীর খড়্‌গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না-বিদ্রোহী রণ-ক্লান্ত

আমি সেই দিন হব শান্ত!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *