ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।
তারা দাবি করেছে, বিমান হামলার মাধ্যমে সানার একটি টেলিযোগাযোগ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এই টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে হুথি বিদ্রোহীরা ড্রোন হামলা পরিচালনা করত।
বৃহস্পতিবার সৌদি আরবের আবহা বিমানবন্দরে ড্রোন হামলা চালায় হুথিরা।
এরপর সৌদ জোটের পক্ষ থেকে বলা হয় তারা সানায় হুথিদের ড্রোন স্থাপনাগুলোতে বিমান হামলা চালাবেন।
আগে থেকেই বিষয়টি জানিয়ে দিয়ে ইয়েমেনের রাজধানী সানা থেকে বেসামরিক লোকদের সরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয় সৌদি জোটের পক্ষ থেকে।
গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, উত্তর সানার একটি স্যাটেলাইট স্টেশন লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। স্যাটেলাইট স্টেশনটি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কাছে অবস্থিত।
এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না এ বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানাতে পারেনি কোনো পক্ষ।
এদিকে ইয়েমেনে ২০১৪ সালে ইয়েমেনে শুরু হয় গৃহযুদ্ধ। সে বছর ইয়েমেনের সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করার চেষ্টা করে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।
আর বিদ্রোহীদের দমন করার জন্য ২০১৫ সাল থেকে সৌদি জোট ইয়েমেনে অভিযান পরিচালনা করছে।