জাতীয়

ভিটে ছাড়া করা সেই পরিবারকে বাড়িতে তুলে দিল পুলিশ

সিংড়ায় ৮০ হাজার টাকা ঋণ নিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেও ঋণমুক্ত হতে না পেরে ভিটে ছাড়া করা সেই সংখ্যালঘু শ্রী মরু প্রামাণিকের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় মানবাধিকার ও পরিবেশ কর্মীরা। এর আগে ওই পরিবারকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নির্দেশে বাড়িতে তুলে দেয় পুলিশ।

শুক্রবার বিকাল ৫টার দিকে বাংলাদেশ মানবাধিকার কমিশন সিংড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. হাসান ইমামের নেতৃত্বে পাঁড়েরা গ্রামের ওই ভুক্তভোগী পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিতে যান মানবাধিকার ও পরিবেশ কর্মীরা। তাদের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, কাঁচা তরকারি, শুকনো খাবার বিতরণ এবং আইনগত সহায়তা প্রদানের আশ্বাস দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি ও মানবাধিকারের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী খান মো. শারফুল ইসলাম খোকন, পরিবেশ কর্মী হাসিবুল হাসান শিমুল প্রমুখ।

উল্লেখ্য, বুধবার দাদন ব্যবসায়ীর চাহিদা মতো সুদের টাকা পরিশোধ করতে না পারায় স্থানীয় দাদন ব্যবসায়ী শাহীন শাহ ও ইউপি সদস্য বেলাল হোসেন ওই সংখ্যালঘু পরিবারের বাড়ি দখল নেয়। পরে সারারাত পরিবারের ১১ জন সদস্যকে খোলা আকাশের নিচে কাটাতে হয়।

এদিকে গণমাধ্যম কর্মীদের কাছ থেকে বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহার নির্দেশে বাড়ি দখলমুক্ত করে ওই ভুক্তভোগী পরিবারের সদস্যদের বাড়িতে ফিরিয়ে দিয়েছেন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *