আন্তর্জাতিক

জেলেনস্কির সেই শর্তের জবাবে যা বলল রাশিয়া

ইউক্রেনে আটক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে ঘনিষ্ঠ ও প্রভাবশালী মিত্র ভিক্টর মেদভেরচুককে শর্তসাপেক্ষে মুক্তি দিতে চায় ইউক্রেন।

পুতিনের মিত্রকে নিতে হলে রাশিয়ায় বন্দি ইউক্রেনীয়দের ছেড়ে দিতে হবে।

বুধবার স্থানীয় সময় সকালে এই শর্তের কথা জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্টের দেওয়া এমন প্রস্তাবের জবাব দিয়েছেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ। তিনি বলেছেন, ভিক্টর মেদভেরচুক একজন বিদেশী রাজনীতিবীদ এবং ইউক্রেনের নাগরিক। তার সঙ্গে বন্দি বিনিময় করার সুযোগ নেই।

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ভিক্টর মেদভেরচুকের মুক্তির বিষয়ে এমন মন্তব্য করে রাশিয়া মূলত তার সঙ্গে দূরত্ব রাখার বিষয়ে ইঙ্গিত দিল।

এদিকে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ভিক্টর মেদভেরচুককে ইউক্রেনের প্রেসিডেন্ট বানানোর পরিকল্পনা করেছিলেন ভ্লাদিমির পুতিন।

এ লক্ষ্য নিয়ে কিয়েভ দখল করার চেষ্টা চালিয়েছিল রুশ সেনারা। কিন্তু তাদের এ পরিকল্পনা ব্যর্থ করে দেয় ইউক্রেনের সেনারা। ফলে ভিক্টরকে আর ক্ষমতায় বসাতে পারেননি পুতিন।

ভিক্টর মেদভেরচুক ইউক্রেনীয় রাজনীতিবীদ হলেও তার সঙ্গে রাশিয়া ও পুতিনের শীতল সম্পর্ক ছিল।

রাশিয়ার সঙ্গে আতাত করার অভিযোগে ২০২১ সালের শেষ দিকে তাকে গৃহবন্দি করা হয়। রাশিয়া যখন ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে তখন তিনি বাসা থেকে পালিয়ে যান। কিন্তু মঙ্গলবার তাকে আটক করে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *