জাতীয়

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে আশরাফ সিদ্দিকী বিটুর বিদায়

চুক্তির মেয়াদ শেষের আগেই তা বাতিল হওয়ায় প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে আর থাকছেন না মু আশরাফ সিদ্দিকী (বিটু)।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, “প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে নিয়োজিত জনাব মু.আশরাফ সিদ্দিকী (বিটু) এর আবেদনের পরিপ্রেক্ষিতে তার চুক্তিভিত্তিক নিয়োগ আগামী ২১ জুলাই ২০২২ তারিখ থেকে বাতিল করা হল।”

এই বিষয়ে জানতে চাইলে আশরাফ বিটু বৃহস্পতিবার রাতে বলেন, “২১ জুলাই থেকে আমার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের আদেশ কার্যকর হবে।”

কী কারণে তিনি প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এই চাকরি ছাড়লেন, তা জানা যায়নি।

২০১৭ সালে সর্বপ্রথম প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইংয়ে সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছিলেন আশরাফ বিটু। সবশেষ ২০২১ সালে তার চুক্তির মেয়াদ তিন বছর বাড়ানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *