জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে তিনি এ তথ্য জানান।

ঢামেক পরিচালক বলেন, চিকিৎসক বোর্ডের তত্ত্বাবধানে নুরের চিকিৎসা চলছে। তিনি আইসিইউতে আছেন, তবে স্টাবল আছেন।

তিনি জানান, শুক্রবার রাজধানীর বিজয়নগরে মারধরের পরপরই নুরকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার একটি সিটি স্ক্যান করা হয়। শনিবার ঢাকা মেডিকেল হাসপাতালে তার আরও একটি সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় অন্যান্য শারীরিক পরীক্ষাও চলমান রয়েছে।

২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে এ ঘটনা ঘটে। পরে দুইপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করে। লাঠিচার্জে গণঅধিকার নেতা নুরুল হক নুর এবং দলের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।

রাজনীতি

দক্ষিণ এশিয়ার মানবাধিকার সংস্থা (এসএএইচআর)-এর একটি প্রতিনিধিদল আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন এসএএইচআর-এর সহ-সভাপতি রশ্মি গোস্বামী, পাকিস্তানের মানবাধিকার কর্মী সারুপ ইজাজ, শ্রীলঙ্কার দীকশ্য ইলাঙ্গাসিংহে ও অনুশায়া কল্লুরে এবং বাংলাদেশের সাঈদ আহমেদ।

এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস. মুরশিদ উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশসহ সমগ্র দক্ষিণ এশিয়ায় চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের ভবিষ্যৎ গঠনে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা সব স্তরে যুবসমাজের অংশগ্রহণ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছি। সংস্কার কমিশনে তরুণদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে, নীতি প্রণয়নসহ রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে। যারা একসময় হতাশায় ভুগেছিল, তারাই এখন গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশকে নেতৃত্ব দিচ্ছে। প্রবীণ প্রজন্ম হিসেবে তাদেরকে পথপ্রদর্শন ও সহায়তা করা আমাদের দায়িত্ব। এটি শুধু বাংলাদেশেরই নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য একটি চ্যালেঞ্জ।’

রশ্মি গোস্বামী বলেন, ‘এ মুহূর্ত শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার জন্যই একটি রূপান্তরমূলক সময়। আমরা এখানে সুশীল সমাজের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছি। এই সরকারের প্রতি প্রত্যাশা অনেক বেশি, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে। সেই প্রত্যাশা পূরণ করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।’

প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক পদক্ষেপ এবং মানবাধিকার নিশ্চিতের অঙ্গীকারের প্রশংসা করেন। একই সঙ্গে তারা গণতান্ত্রিক রূপান্তরকে মসৃণ করার জন্য সরকারের প্রচেষ্টারও প্রশংসা করেন।

রাজনীতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের জন্য একটি গোষ্ঠী চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকালে ময়মনসিংহ টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, দেশে একটা চক্রান্ত চলছে। ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী চেষ্টা করছে। একটি উগ্রবাদ গোষ্ঠী বিভিন্ন উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চাচ্ছে, বিভাজন সৃষ্টি করতে চাচ্ছে।

‘আমাদের সবার দায়িত্ব হবে- একসঙ্গে ঠিক একাত্তর সালে যেমন আমরা লড়াই করেছিলাম আমাদের ভূখণ্ডের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। সেইভাবে আমরা আজ আমাদের অধিকার রক্ষার জন্য কাজ করব, লড়াই করে যাব’।

বিএনপি মহাসচিব বলেন, আজ একটা ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ নির্যাতনের শাসনের পর একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ পেয়েছি নতুন বাংলাদেশ তৈরির। আমাদের বিশ্বাস আছে, আমাদের নেতা তারেক রহমান এখন পর্যন্ত যে কাজ করেছেন, তাতে জাতি ঐক্যবদ্ধ হয়ে সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারবে। তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে এবং সবার অধিকার প্রতিষ্ঠিত হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদগের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবুল, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপির আহ্বায়র অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের ভাইস চেয়ারম্যান সুভাস চন্দ্র বর্মণ প্রমুখ।

এর আগে দুপুরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। মূল অনুষ্ঠান শুরুর আগে ১৫ জন আদিবাসী তরুণীর একটি দল তাদের ঐতিহ্যবাহী পোশাকে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে।

এ সময় প্রধান অতিথি তারেক রহমানকে বিভিন্ন সমতল জনগোষ্ঠীর পক্ষ থেকে উত্তরীয় ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণীকেও উপহার তুলে দেওয়া হয়। পরে প্রধান অতিথির পক্ষ থেকে সমতলের নারীদের মাঝে ২৬টি সেলাই মেশিন তুলে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে ৩৭টি সমতল জনগোষ্ঠীর শিল্পীরা স্ব-স্ব এলাকার নৃত্য পরিবেশন করে। সমাবেশকে ঘিরে ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। সমাবেশে দেশের সমতল অঞ্চলের ১২টি জেলায় বসবাসরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সহ-সভাপতি বিধান কৃষ্ণ বর্মণ, অঞ্জন কুমার চিছাম, ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অখিল চন্দ্র কোচ, মৌলভী বাজার জেলা কমিটির সভাপতি পরিক্ষীত দেব বর্মা, সহ-সভাপতি হিরণ কুমার সিংহ, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক আদিবাসী লেখক সঞ্জিব দ্রং, আদিবাসী মুক্তিযোদ্ধা প্রমোদ চন্দ্র বর্মণ, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইউজিন নকরেক, ট্রাইব্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতি বিপুল হাজং, খাসিয়া জনগোষ্ঠী ও গবেষক, মানবাধিকার কর্মী হিরামন হেলেনা তারাং, বানাই জনগোষ্ঠী ও মানবাধিকার কর্মী রিপন চন্দ্র বানাই, বাংলাদেশ হদি কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সিংহ, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের হবিগঞ্জ জেলা সভাপতি সুমেন বেসরা, গাসু ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক জানকি চিসিম প্রমুখ।

খেলাধুলা

প্রায় দুই বছর পর দলে ফেরা সাইফ হাসানে অলরাউন্ড পারফরম্যান্স আর লিটন দাসের দাপুটে ব্যাটিং ও তাসকিন আহমেদের আগুনে বোলিংয়ের সুবাদে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তার সে সিদ্ধান্তের মান রাখেন তাসকিন-সাইফরা। ৩৮ রানের মধ্যে দুই ওপেনারকে সাজঘরের পথ দেখিয়ে স্বাগতিকদের দারুণ শুরু এনে দেন তাসকিন। এরপর এক ওভারেই ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস এবং তেজা নিদামানুরুকে বিদায় করেন স্পিনার সাইফ। নিজের তৃতীয় ও চতুর্থ ওভারে আরও দুই উইকেট শিকার করে ডাচদের বড় সংগ্রহের সম্ভাবনা নস্যাৎ করে দেন তাসকিন। ৪ ওভার বল করে ২৮ রান খরচায় ৪ উইকেট ঝুলিতে পোরেন তিনি।

বাংলাদেশের বোলারদের দাপুটে পারফরম্যান্সের মুখে সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ২৬ রান আসে নিদামানুরুর ব্যাটে।

১৩৭ রানের লক্ষ্য পেয়ে শুরু থেকেই টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালায় বাংলাদেশ দল। দলীয় ২৬ রানে ওপেনার পারভেজ ইমন ( ৯ বলে ১৫) ফিরলেও তাতে রান তাড়ার গতি শ্লথ হয়নি।

দ্বিতীয় উইকেটে ওপেনার তানজিদ তামিমকে নিয়ে ৩৯ বলে ৬৬ রানের বিস্ফোরক এক জুটি গড়েন অধিনায়ক লিটন। দশম ওভারে তানজিদ ২৪ বলে ২৯ রান করে ফিরলেও লিটন মনোযোগ হারাননি। তৃতীয় উইকেটে সাইফকে নিয়ে ৪৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তিনি। ২৬ বলে পেয়ে যান ব্যক্তিগত পঞ্চাশের দেখা। শেষ পর্যন্ত ২৯ বলে ৬ চার এবং ২ ছক্কায় ৫৪ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক।

১৯ বলে ১ চার এবং ৩ ছক্কায় ৩৬ রানে অপরাজিত থাকেন সাইফ।

বল হাতে ডাচ ব্যাটিং লাইনআপের কোমর ভেঙে দেওয়ার স্বীকৃতিস্বরূপ ম্যাচসেরার পুরস্কার জয় করেন তাসকিন।

আগামী ১ সেপ্টেম্বর একই মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।

জাতীয়

নির্বাচন বিলম্বিত করার সব ষড়যন্ত্র বানচাল করে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এ ব্যাপারে সরকার একনিষ্ঠভাবে অঙ্গীকারবদ্ধ বলেও জানানো হয়।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার নিন্দা জানিয়ে শনিবার (৩০ আগস্ট) অন্তর্বর্তী সরকারের দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ বিবৃতি গণমাধ্যমে পাঠায়।

অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়ভাবে নিশ্চিত করছে যে আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণের প্রতি এটি অন্তর্বর্তীকালীন সরকারের একনিষ্ঠ অঙ্গীকার।

নির্বাচন নিয়ে বিবৃতিতে আরও বলা হয়, নির্বাচন বিলম্বিত বা বানচাল করার জন্য সব ষড়যন্ত্র, বাধা অথবা প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার এবং আমাদের গণতন্ত্রপ্রেমী দেশপ্রেমিক জনগণ দৃঢ়ভাবে প্রতিহত করবে। জনগণের ইচ্ছা জয়ী হবে, কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না।

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, এই সংকটকালীন সময়ে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়। আমাদের সংগ্রামের অর্জন রক্ষা করতে, জনবিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করতে এবং গণতন্ত্রে আমাদের সফল উত্তরণ নিশ্চিত করতে সবার ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য।

বিবৃতিতে গণঅধিকার পরিষদের সভাপতি, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানায় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সরকার এ হামলাকে গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের ওপর আঘাত মনে করছে বলেও জানানো হয়েছে।

এতে বলা হয়, কেবল নুরুল হক নুরের ওপরই নয়, এই ধরনের সহিংসতা ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের ওপরও আঘাত বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার।

বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করছে যে, এই নৃশংস ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন করা হবে। প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন, জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না। স্বচ্ছতা এবং দ্রুততার সঙ্গে এর বিচার সম্পন্ন করা হবে।

নুরুল হক নুরের সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে তাঁদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে বলেও জানানো হয় বিবৃতি।

জাতীয়
খেলাধুলা

ভারতের রাজগিরে বসেছে এশিয়া কাপ হকির এবারের আসর। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

তবে দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ।
ম্যাচে জোড়া গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ, রকিবুল হাসান এবং আশরাফুল ইসলাম। অন্য দুই গোল এসেছে সোহানুর রহমান সবুজ এবং দলের অধিনায়ক রেজাউল বাবুর স্টিক থেকে। এই জয়ে দুই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

ম্যাচের শুরুতেই (৪ মিনিটে) আব্দুল্লাহর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৬ মিনিট পরে গোল শোধ করেন চাইনিজ তাইপের তিসং ইয়ং। দ্বিতীয় কোয়ার্টারে তিসং এর গোলে লিড নেয় চাইনিজ তাইপে। তবে আবারো দলকে সমতায় ফেরায় আবদুল্লাহ। ২-২ সমতায় থেকে হাফ টাইমে যাওয়া বাংলাদেশ শেষ দুই কোয়ার্টারে ঝড় তোলে।

শেষ দুই কোয়ার্টারে বাংলাদেশের সামনে দাড়াতেই পারেনি চাইনিজ টাইপ। তৃতীয় কোয়ার্টারে সবুজের গোলে ব্যবধান ৩-২ করে বাংলাদেশ। এর পর ২ মিনিটে রকিবুলের দুই গোলে লিড আরো বড় করে বাবু – রোমানরা। ৪৫ মিনিটে আশরাফুলের গোলে ৬-২ গোলের লিড নিয়ে তৃতীয় কোয়ার্টার শেষ করে বাংলাদেশ।

শেষ কোয়ার্টারে দলের অধিনায়ক রেজাউল বাবু গোলের খাতা খোলেন। ৫৮ মিনিটে চাইনিজ টাইপের কফিনে শেষ পেরেক ঠুকে দেন আশরাফুল ইসলাম। ৬০ মিনিটে চাইনিজ টাইপের হয়ে সান্ত্বনার গোলে ব্যবধান কমান টিসুং জেন।

আন্তর্জাতিক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ন্যায়ভিত্তিক বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় রাশিয়া ও চীন ঐক্যবদ্ধ। সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে চীন সফরের আগে এ মন্তব্য করেন তিনি।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে দেওয়া এক লিখিত সাক্ষাৎকারে পুতিন বলেন, মস্কো ও বেইজিংয়ের কৌশলগত অংশীদারত্ব বৈশ্বিক অঙ্গনে এক স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করছে এবং বিশ্ব রাজনীতি নতুনভাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, বারবার আমরা আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময়ের মাধ্যমে প্রমাণ করেছি—রাশিয়া ও চীন গুরুত্বপূর্ণ বিষয়ে অভিন্ন অবস্থান নেয়। আমরা ন্যায়ভিত্তিক, বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা গড়তে ঐক্যবদ্ধ, যেখানে ‘গ্লোবাল মেজরিটি’র দেশগুলো অগ্রাধিকার পাবে।

পুতিন আরও বলেন, ইউরেশিয়ার দুই প্রধান শক্তি হিসেবে আমরা আমাদের মহাদেশ ও বৈশ্বিক পর্যায়ের হুমকি ও চ্যালেঞ্জ থেকে নিরপেক্ষ থাকতে পারি না। বিষয়টি সবসময় আমাদের দ্বিপাক্ষিক রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।

রুশ প্রেসিডেন্ট বলেন, এবারের সফর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক মস্কো সফরের ধারাবাহিকতা। ওই সফর ছিল সোভিয়েত ইউনিয়নের নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে।

শি জিনপিংয়ের প্রশংসা করে পুতিন বলেন, তিনি নিজ দেশের ইতিহাসকে সর্বোচ্চ সম্মান করেন। তিনি দৃঢ়সংকল্প নেতা, যিনি কৌশলগত দৃষ্টিভঙ্গি ও বৈশ্বিক দৃষ্টি নিয়ে দেশের স্বার্থ রক্ষায় অবিচল। বৈশ্বিক পর্যায়ে শ্রদ্ধাশীল ও সমঅধিকারভিত্তিক সংলাপ কেমন হওয়া উচিত—শি জিনপিং তার একটি উজ্জ্বল উদাহরণ।

চীন সফর চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। সফরের প্রথম পর্বে তিয়ানজিনে এসসিও সম্মেলনে যোগ দেবেন পুতিন। পরে বেইজিংয়ে বিজয় দিবসের অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। এসময় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন পুতিন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, ইউক্রেন যুদ্ধ ও আসন্ন বহুপাক্ষিক সম্মেলন নিয়ে আলোচনা হবে।

এছাড়া সফরের ফাঁকে ইরান, ভারত, তুরস্কসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে রুশ প্রেসিডেন্টের।

আন্তর্জাতিক

দখলদার ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের হুথি গোষ্ঠীর প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাবি নিহত হয়েছেন।

ইয়েমেনের আল-জুমহুরিয়া চ্যানেলের বরাত দিয়ে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।

তারা জানায়, বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাজধানী সানায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলার সময় একটি অ্যাপার্টমেন্টে থাকা আল-রাহাবি নিহত হন।

এসময় তার সঙ্গে আরও কয়েকজন সহযোগী ছিলেন বলে জানিয়েছে এদেন আল-গাদ পত্রিকা।

টাইমস অব ইসরায়েল জানায়, হুথিদের নেতা আবদুল মালিক আল-হুথির পূর্বঘোষিত ভাষণ শুনতে সানার বাইরের একটি স্থানে জড়ো হয়েছিলেন গোষ্ঠীটির প্রতিরক্ষামন্ত্রীসহ ১০ শীর্ষ নেতা। এসময় তাদের টার্গেট করে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় বেশ কয়েকজন হতাহত হন।

এরপর প্রধানমন্ত্রী আল-রাহাবিরও মৃত্যুর খবর এলো।

গৃহযুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের একটি অংশ ইরানসমর্থিত হুথিদের নিয়ন্ত্রণে। আরেকটি অংশের সরকার চালায় সৌদি আরব, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সমর্থিত রাজনৈতিক গোষ্ঠী। এই অংশের প্রধানমন্ত্রী সালেম সালেহ বিন ব্রাইক।

বিনোদন

জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত নতুন সিনেমা ‘পরম সুন্দরী’। শুক্রবার (২৯ আগস্ট) মুক্তি পেয়েছে এটি।

প্রায় ৪৫ কোটি টাকার বাজেটে সিনেমাটি নির্মাণ করেছেন তুষার জালোটা। মুক্তির পর সমালোচক ও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ‘পরম সুন্দরী’।
সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ মলহোত্রা। এতে তিনি উত্তর ভারতীয় যুবক ‘পরম’-এর চরিত্রে অভিনয় করেছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই সিনেমার জন্য ১০ থেকে ১২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা।

এদিকে দক্ষিণ ভারতীয় মেয়ে ‘সুন্দরী’র চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। সিদ্ধার্থের সঙ্গে তার রসায়ন দর্শকদের বেশ পছন্দ হয়েছে। এই সিনেমার জন্য অভিনেত্রী ৪ থেকে ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবর।

সিদ্ধার্থ ও জাহ্নবী ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় কাপুর। খবর অনুযায়ী, তিনি ৫০ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন।

‘পরম সুন্দরী’ সিনেমায় সাপোর্টিং চরিত্রে ভূমিকায় অভিনয় করেছেন মনজোত সিং। তিনি নাকি পেয়েছেন ২৫ লাখ টাকা পারিশ্রমিক। সিনেমাটির আরেক চরিত্রে অভিনয় করা রেঞ্জি পনিক্কর পেয়েছেন ২৫-৩০ লাখ টাকা।