আন্তর্জাতিক

মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে অবস্থিত ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির(এনএলডি) একাধিক কার্যালয় গুড়িয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মিয়ানমার সেনাবাহিনী কার্যালয়গুলোতে তল্লাশি চালানোর পর সেগুলো গুড়িয়ে দেয়।

ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির ফেসবুক পেজে বলা হয়, রাত ৯টা৩০-এর দিকে সেনারা তল্লাশি চালায় এবং এনএলডি-এর কয়েকটি হেডোয়ার্টার ভেঙে দেয়।

তবে এ নিয়ে বিস্তারিত আর সু চির দলের পক্ষ থেকে বলা হয়নি।

এদিকে জাতিসংঘের পক্ষ থেকে মিয়ানমারের সেনাবিরোধী বিক্ষোভে সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘ এই নিন্দা জানায়।

গত ১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। দেশজুড়ে ঘোষণা করা হয় এক বছরের জরুরি অবস্থা।

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ মার্কিন সেনাপ্রধান জেনারেল ম্যাকনভিলসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন। উল্লেখযোগ্য সামরিক স্থাপনাসমূহের মধ্যে রয়েছে ইউএস আর্মি সাইবার কমান্ড, ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি কমান্ড, ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড, ম্যানুভার সেন্টার অব এক্সিলেন্স, জরজিয়া, এবং জয়েন্ট রেডিনেস ট্রেনিং সেন্টার, লুসিয়ানা।

সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অফিস অব দ্যা সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি- সাউথ এন্ড সাউথইস্ট এশিয়া এবং ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সির প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র বরাবরের মতো বাংলাদেশের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান আশা প্রকাশ করেন। বিশেষভাবে, বঙ্গবন্ধু হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রাশেদ চৌধুরীকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে তিনি যুক্তরাষ্ট্রের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। গত মঙ্গলবার মার্কিন সেনাপ্রধান জেনারেল ম্যাকনভিল এর পক্ষ হতে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরে দুই দেশের সেনাপ্রধানের মধ্যে সৌজন্য সাক্ষাতে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দুই দেশের মধ্যে মিলিটারি এক্সপার্ট এক্সচেঞ্জ, জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষীদের মোতায়েন এবং কাউন্টার টেরোরিজম ও সাইবার ওয়ারফেয়ার বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে মার্কিন সেনাবাহিনীর সহযোগিতার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। ভবিষ্যতে মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন সামরিক প্রশিক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ বাড়বে বলে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান আশা প্রকাশ করেন। আইএসপিআর

আন্তর্জাতিক

পোপ ফ্রান্সিস ক্যাথলিক ঐতিহ্য ভেঙে পরামর্শ পরিষদে (সিনোদ অব বিশপস) ভোট দেওয়ার ক্ষমতাসম্পন্ন আন্ডারসেক্রেটারি পদে এই প্রথম একজন নারীকে নিয়োগ দিয়েছেন।

শনিবার সিনোদে দুজন আন্ডারসেক্রেটারি নিয়োগ দেওয়া হয়েছে। এর একজন ফরাসী নারী নেথালি বিকোয়ার্ত। সিনোদেই তিনি ২০১৯ সাল থেকে পরামর্শকের দায়িত্ব পালন করছিলেন।

এই নিয়োগকে চার্চের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অধিক হারে নারীর অংশগ্রহণে পোপের ইচ্ছার প্রতিফলন বলে উল্লেখ করলেন সিনোদের সেক্রেটারি জেনারেল কার্ডিনাল মারিও গ্রেচ।

তিনি আরও বলেন, সিস্টার নেথালি বিকোয়ার্তের নিয়োগ ও তাকে ভোটের ক্ষমতা দেওয়ার মধ্যদিয়ে দরজা খুলে গেলো।

বিশপ ও কার্ডিনালদের সমন্বয়ে পোপের পরামর্শ পরিষদ গঠিত হয়। তাদের ভোট দেওয়ার ক্ষমতা থাকে। এছাড়া পরিষদে কিছু বিশেষজ্ঞও থাকেন। তবে তাদের ভোটাধিকার থাকে না।

আর্জেন্টিনায় জন্ম নেয়া পোপ ফ্রান্সিস সিনোদ অব বিশপস এর সংস্কার এবং চার্চ পরিচালনায় নারীর ভূমিকা বাড়ানোর আভাস দিয়েছিলেন।

সিনোদ অব বিশপস এ অপর আন্ডারসেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন লুইস মারিন ডি সান মার্টিন।

নেথালি বিকোয়ার্ত (৫২) ফ্রান্স ভিত্তিক জাভিয়ার সিস্টার্স এর সদস্য এবং তিনি ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রী সম্পন্ন। এছাড়া তিনি বোস্টনেও লেখাপড়া করেছেন।

আন্তর্জাতিক

মিয়ানমারে সেনাবাহিনীর অবৈধ ক্ষমতা দখলের প্রতিবাদে সেনা সংশ্লিষ্ট পণ্য ও পরিষেবা না কেনার ডাক দেয়া হয়েছে।

স্টপ বায়িং জান্তা বিজনেস’ (সেনাপণ্য কেনা বন্ধ কর) কর্মসূচির মধ্যদিয়ে এই ডাক দিয়েছেন দেশটির খ্যাতনামা সাবেক ছাত্রনেতারা।

শুধু তাই নয়, চলমান অসহযোগ আন্দোলনের সমর্থনে কৃষক, শ্রমিক-মজুর ও ছাত্রছাত্রীদের সংগঠিত করছেন তারা। খবর মিয়ানমার টাইমস ও দ্য ইরাবতীর।

মিয়ানমারে গত সপ্তাহে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী।

সেই সঙ্গে দেশটির নেত্রী ও সরকারের স্টেট কাউন্সেলর অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ শীর্ষ নেতাদের আটক করেছে।

এছাড়া এক বছরের জরুরি অবস্থা জারি করেছে। সেনাবাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছেন দেশটির সাধারণ মানুষ।

সেনাশাসন প্রত্যাখ্যান ও গণতন্ত্রের দাবিতে অসহযোগ আন্দোলনে চালিয়ে যাচ্ছেন তারা। এই আন্দোলনে যোগ দিয়েছেন চিকিৎসক, শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সাধারণ জনগণকে সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কযুক্ত পণ্য ও পরিষেবা বয়কটের ডাক দিয়েছেন ছাত্রনেতারা।

৮৮ জেনারেশন পিস অ্যান্ড ওপেন সোসাইটি মিয়ানমারের সাবেক ছাত্রছাত্রীদের সবচেয়ে বড় সংগঠন।

ক্রমবর্ধমান অসহযোগ আন্দোলনের প্রশংসা করে এর প্রধান দুই সংগঠক কো মিন কো নাইং ও কো জিমি এক বিবৃতিতে বলেন, সেনাশাসনের প্রতিবাদে কৃষক, শ্রমিক-মজুর ও শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।

তারা আরও বলেন, মিয়ানমারের জনগণকে সেনাবাহিনীর অর্থের উৎসগুলোর দিকে নজর দিতে হবে।

সামরিক বাহিনী মিয়ানমারে তাতমাদো বলেও পরিচিত।

তাদের সঙ্গে খাদ্যদ্রব্য ও মদ-পানীয় জাতীয় সামগ্রী, বিনোদন ইন্ডাস্ট্রি, ইন্টারনেট পরিষেবা দেওয়া কোম্পানি, ব্যাঙ্ক, আর্থিক প্রতিষ্ঠান, হাসপাতাল, তেল কোম্পানি, পাইকারি ও খুচরা ব্যবসা করা সংস্থার সম্পর্ক আছে। সেগুলোই বয়কটের ডাক উঠেছে।

ছাত্রনেতারা বলেন, ‘জনগণের উচিৎ এখনই সেনা সংশ্লিষ্ট সকল পণ্য ও পরিষেবা কেনা বন্ধ করে দেয়া।’

আন্তর্জাতিক

ভারতের কৃষকদের দাবি-দাওয়ার প্রতি এবার সমর্থন জানিয়েছেন হলিউডের বিখ্যাত অভিনেত্রী সুসান সারান্ডন।

নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন সামাজিকমাধ্যম টুইটারে শেয়ার দিয়ে তিনি বলেন, ভারতের কৃষক আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছি। তারা কারা এবং কেন বিক্ষোভ করছেন, তা জানার পর এই সংহতি জানিয়েছি।

এ বিক্ষোভ নিয়ে জানতে ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন এই অস্কারজয়ী অভিনেত্রী।

এদিকে ভারতে আন্দোলনরত কৃষকদের সহায়তার উপায় বলে দিতে ‘প্রতিবাদী টুলকিটের’ লেখকদের বিরুদ্ধে একটি এফআইআর করার কথা জানিয়েছে দিল্লি পুলিশ। সেখানকার পুলিশের স্পেশাল কমিশনার (ক্রাইম) প্রবীর রঞ্জন বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছেন।

পুলিশের অভিযোগ, সরকারের বিরুদ্ধে অসন্তোষ ও বিদ্বেষ উসকে দেওয়ার পরিকল্পনা থেকে এটা করা হয়েছে। তবে এফআইআরে কারও নাম উল্লেখ করা হয়নি।

কৃষক আন্দোলনে সংহতি প্রকাশ করে পরিবেশ আন্দোলনকর্মী গ্রেট থুনবার্গ এই টুলকিট তার টুইটারে শেয়ার দিয়েছেন। ভারতের রাজধানী নয়াদিল্লির উপকণ্ঠে তাঁবু গেড়ে কয়েক হাজার কৃষক গত নভেম্বর থেকে বিক্ষোভ প্রদর্শন করছেন। বার্তা সংস্থা এএফপি, ডন ও আলজাজিরা এমন খবর দিয়েছে।

কৃষকদের ধ্বংস করে দিতে বড় কর্পোরেশনগুলোকে সুযোগ করে দেওয়া আইন বাতিলের দাবিতে তারা রাস্তায় নেমে আসেন। মঙ্গলবার পপ সুপারস্টার রিহান্না ও গ্রেট থুনবার্গ এই বিক্ষোভ নিয়ে সামাজিকমাধ্যমে পোস্ট করলে তা আন্তর্জাতিক রূপ নিয়েছে।

১৫৩এ ধারা (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা উসকে দেওয়া) এবং ১২০বি (ফৌজদারি ষড়যন্ত্র) ধারায় মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা প্রবীর।

পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা জানায়, কৃষকদের সমর্থন করে মঙ্গলবার রাতে টুইট করেছিলেন থুনবার্গ। ‘হ্যাশট্যাগ ফারমার্স প্রোটেস্ট’ ব্যবহার করে তিনি টুইট করেন, আমরা কৃষক আন্দোলনের পাশে আছি।

‘কৃষকদের পাশে দাঁড়াতে চাইলে ‘#স্ট্যান্ডউইথফার্মার্স #ফার্মার্সপ্রোটেস্ট’ হ্যাশট্যাগ সমর্থন করুন’ বলেও আরেকটি টুইট করেছিলেন এই কিশোরী।

আন্তর্জাতিক

অধিকৃত পশ্চিমতীরে ফিলিস্তিনের একটি বেদুইন গ্রাম গুঁড়িয়ে দেয়ার ঘটনায় ইসরাইলের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইউ)।

ফিলিস্তিনের ওই গ্রামটিতে গত ৩ মাসের মধ্যে দুই দফা অভিযান চালায় ইসরাইলি বাহিনী।

সেখানকার বাসিন্দারা প্রচণ্ড শীতে নারী-শিশুসহ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। খবর আনাদোলুর।

ইউরোপীয় ইউনিয়ন গত বৃহস্পতিবার ইসরাইলি এ বর্বতার নিন্দা জানায়।

এক বিবৃতিতে ফিলিস্তিনে নিয়োজিত ইউ’র বিশেষ দূত এসভেন কোহেন ভন বার্গসর্ডফ বলেছেন, সাম্প্রতিক সময়ে ইসরাইলিরা ফিলিস্তিনে যেভাবে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে, তা কোনোভাবেই আইনসম্মত নয়।

ইউ’র এ বিশেষ দূত সম্প্রতি ফিলিস্তিনের অধিকৃত হামসা আল বাকি নামে এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ আশতিয়াহ।

সেখানে বিধ্বস্ত বাড়ির সামনে গত বুধবার থেকে ৭টি অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছেন বাড়িঘর গুঁড়িয়ে দেয়া এ গ্রামটির ৬৬ জন।

অবৈধ ইহুদি বসতি নির্মানের জন্য বছরের পর বছর ধরে এভাবেই ফিলিস্তিদের বাড়িঘর দখল করে আসছে দখলদার ইসরাইল।

আন্তর্জাতিক

এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২১ বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করা হবে। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় ও সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের কারণে ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার সময় পিছিয়েছে। সেটি হবে জুলাই মাসে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পূর্ববর্তী মেলায় ঠিক হয়েছিল থিম কান্ট্রি বাংলাদেশ। প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি বিশেষ গুরুত্বপূর্ণ। কলকাতা বইমেলা কর্তৃপক্ষ এই বিষয়টি গুরুত্ব দিয়েছে। এবার মেলা উৎসর্গ করা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার নামে।

গিল্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের মেলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী ও সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ পালিত হবে।

কলকাতা বইমেলার আয়োজন নিয়ে তৎপর গিল্ড জানিয়েছে, সল্টলেকের সেন্ট্রাল পার্কেই হবে মেলা। গিল্ড বিজ্ঞপ্তি অনুসারে রাজ্যে ভোট পরবর্তী সময়েই হতে চলেছে মেলা।

আন্তর্জাতিক

রাশিয়াজুড়ে চলছে পুতিনবিরোধী বিক্ষোভ। দেশটির বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভালনিকে কারাদণ্ড দেওয়ায় এই বিক্ষোভ চলছে। এমন পরিস্থিতিতে রুশ একজন শীর্ষ বিশেষজ্ঞ দাবি করেছেন যে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির মতো পরিণতি হতে পারে পুতিনের।

ব্রিটিশ সংবাদমাধ্যম সান অনলাইনকে দেওয়া সাক্ষাতকারে রুশ ইতিহাসবিদ যুরি ফেলশটিনস্কি বলেন, এই আন্দোলনের মাধ্যমে পুতিন বুঝতে পেরেছে যে সে যদি ক্ষমতা ছাড়ে তাহলে তার মৃত্যু হতে পারে। সে ইতোমধ্যে ২০ বছর ধরে রাশিয়ার ক্ষমতায় রয়েছে।

যুরি ফেলশটিনস্কি আরও বলেন, ৬৮ বছর বয়সী পুতিন চাইছে বর্বরতা চালিয়ে করে হলেও ক্ষমতায় থাকতে। সে জানে যে অত্যাচার ছাড়া তার আর ক্ষমতায় থাকার কোনো উপায় নেই।

ইতোমধ্যে পুতিন ২০১১ সালের গাদ্দাফিকে হত্যার ভিডিও ফুটেজ বেশ কয়েকবার দেখেছেন বলেও দাবি করেছেন যুরি ফেলশটিনস্কি।

আন্তর্জাতিক

চীনের শিনজিয়াং প্রদেশে ১০ লাখের বেশি উইঘুর মুসলিমদের কথিত ‘পুনঃশিক্ষণ’ শিবিরে বন্দী করে রাখা হয়েছে। সেখানে মুসলিম নারীরা ধারাবাহিক ধর্ষণ, যৌন নিপীড়ন এবং নির্যাতনের শিকার হচ্ছেন। বিবিসির এই প্রতিবেদন প্রকাশ্যে আসার পর উদ্বিগ্ন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন।

মার্কিন সরকারি মুখপাত্র জানিয়েছেন, এই অত্যাচার বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো। এর প্রতিক্রিয়া তীব্র হতে বাধ্য।

এদিকে ব্রিটেনের মন্ত্রী নাইজেল অ্যাডামস পার্লামেন্টে বলেছেন, ‘রিপোর্টে যা বলা হয়েছে, তাতে বোঝা যাচ্ছে, এটা হলো শয়তানের কাজ।

এছাড়া অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দাবি, এই শিবিরে জাতিসংঘের প্রতিনিধিদের যেতে দিতে হবে।

চীনের উইঘুর ক্যাম্পগুলোতে আসলে কী হচ্ছে সে বিষয়ে নতুন করে বিস্তারিত তথ্য বিবিসির কাছে এসেছে। সেখানে ভুক্তভোগীরা জানান, চীনের লক্ষ্য হলো, উইঘুরদের সবাইকে শেষ করে দেওয়া।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে বিবিসির রিপোর্টকে পুরোপুরি মিথ্যা বলা হয়েছে।

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করার কয়েক সপ্তাহের মধ্যে সৌদি আরবকে বড়সড় ধাক্কা দিলেন জো বাইডেন। বাইডেন বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন করে গিয়ে ঘোষণা দিয়েছেন, ইয়েমেনের ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের ভয়াবহ আগ্রাসনের প্রতি সহযোগিতা বন্ধ হচ্ছে তার প্রশাসনের।

এর ফলে গত ছয় বছর ধরে সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালানোর ক্ষেত্রে আমেরিকার কাছ থেকে যে সামরিক ও গোয়েন্দা সহায়তা পেত তা আর পাচ্ছে না দেশটি।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি উল্টে দিয়ে বাইডেন ঘোষণা করেন, এই যুদ্ধের ইতি টানতে হবে।

তিনি আরও বলেন, আমরা প্রতিশ্রুতি অনুযায়ী ইয়েমেন যুদ্ধে অস্ত্র বিক্রিসহ আমেরিকার সব ধরনের সহযোগিতা বন্ধ করার ঘোষণা দিচ্ছি।

তবে সৌদি আরবের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার কাজে ওয়াশিংটনের সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি ঘোষণা করেন।

জো বাইডেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ করে বলেন, আপনারা বিশ্ববাসীকে জানিয়ে দিন আমেরিকা কূটনীতির টেবিলে ফিরে এসেছে।