আন্তর্জাতিক

সম্পত্তির দাম বাড়ানো মামলায় বড় ধাক্কা খেলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে ট্রাম্পের। ব্যাংকে এবং বিমায় নিজের সম্পত্তির দাম বাড়িয়ে দেখিয়েছেন ট্রাম্প।

মূলত ব্যাংক ঋণ সুবিধা পাওয়ার জন্য এই কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

মঙ্গলবার ৩৫ পাতার মন্তব্যে নিউইয়র্ক আদালতের বিচারক আর্থার এনগোরোন জানিয়েছেন, ট্রাম্পের কাগজপত্রে জালিয়াতি আছে।

তিনি বলেছেন, ‘নিজের ব্যবসার জন্য ট্রাম্প যে কাগজপত্র তৈরি করেছেন, তাতে স্পষ্ট গণ্ডগোল আছে।’ এখানেই শেষ নয়। তার বক্তব্য, ভাড়ার জন্য রেগুলেটেড অ্যাপার্টমেন্ট এবং আনরেগুলেটেড অ্যাপার্টমেন্টের মূল্য এক। সংরক্ষিত জমি এবং অসংরক্ষিত জমির মূল্য এক।

বিচারকের ভাষায়, ‘এ কেবল আরব্য রজনীতেই সম্ভব, বাস্তব জগতে নয়।’ নিউইয়র্কের আদালতে এ বিষয়ে মামলা দায়ের হয়েছিল। আদালত জানিয়েছেন, মামলাটি শোনা হবে। অর্থাৎ মামলাটি নিয়েছেন আদালত। এই মামলায় দোষী প্রমাণিত হলে নিউইয়র্কে ব্যবসা করার অধিকার হারাতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

২০২২ সালে ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা করা হয়েছিল। আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তাতে বলা হয়েছিল, ব্যাংকে এবং বিমা সংস্থাকে ট্রাম্প নিজের সম্পত্তির যে হিসাব দিয়েছেন, তাতে তার মূল্য অন্তত ২.২৩ বিলিয়ন ডলার বেশি দেখানো হয়েছে। লোন পেতে সুবিধা হবে বলেই এভাবে নিজের সম্পত্তির মূল্য বাড়িয়ে দেখিয়েছেন ট্রাম্প, যা বেআইনি।

আগামী সপ্তাহে দোষী প্রমাণিত হলে ট্রাম্পের বেশ কিছু ব্যবসার লাইসেন্স বাতিল হতে পারে। নিউইয়র্ক থেকে তাকে ব্যবসা গোটাতে হতে পারে। তবে এই মামলার জন্য আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

আন্তর্জাতিক

ভারতে আনুষ্ঠিত জি২০ সম্মেলনে অংশ নেওয়ার সময় নেশায় বুঁদ ছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এমনকি তার বিমানভর্তি ছিল কোকেন। সম্প্রতি এমন বিস্ফোরক মন্তব্য করেছেন এক ভারতীয় কূটনীতিক। খবর হিন্দুস্তান টাইমসের।

সুদানের ভারতের সাবেক রাষ্ট্রদূত দীপক ভোরা এক সাক্ষাৎকারে বলেন, ট্রুডো যখন এই মাসে জি২০’র জন্য ভারতে এসেছিলেন, তখন তার বিমানটি দৃশ্যত ‘কোকেনে পূর্ণ’ ছিল। ট্রুডো জি২০ নৈশভোজ মিস করেছেন কারণ তিনি নেশায় বুঁদ ছিলেন এবং দুই দিনের জন্য তার রুম থেকে বের হননি। একারণে তিনি জি২০ প্রোগ্রামেও যোগ দিতে পারেননি।

তিনি আরও বলেন, আমার স্ত্রী ট্রুডোকে দিল্লি বিমানবন্দরে দেখেছে। সে আমাকে জানায়, ট্রুডোকে তখন মানসিকভাবে চাপে রয়েছেন বলে মনে হয়েছে। আমরা এর কারণ জানি না। কেউ কেউ বলছেন ড্রাগ নেওয়ার কারণে তার কোনও হুঁশ ছিল না।

তবে ভারতীয় ওই কূটনীতিকের দাবি অস্বীকার করেছেন ট্রুডো। তার দপ্তরের তরফে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলা হয়েছে, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ ছড়ানো হচ্ছে। কীভাবে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর রিপোর্ট প্রকাশ করা যায়, এটা তার উদাহরণ।

খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং হত্যাকে ঘিরে ভারত-কানাডার সম্পর্ক তলানিতে থাকার এই উত্তেজনাপূর্ণ সময়টায় ট্রুডো সম্পর্কে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন। গত ১৮ই জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তির গুলিতে নিহত হন হরদীপ সিং।

আন্তর্জাতিক

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান জানিয়েছেন, আগামী বছর বাংলাদেশ সফর করবেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঢাকায় সৌদি দূতাবাসে ৯৩তম সৌদি জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে এ তথ্য জানান।

ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান বলেন, দূতাবাস আগামী বছর ক্রাউন প্রিন্সকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে -ইনশাআল্লাহ। বাংলাদেশ ‘আমাদের হৃদয়ে একটি বিশেষ স্থান’ রেখেছে। এ দেশের স্থিতিশীল সরকার ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে সম্পর্কটি আরও বেড়েছে।

সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে সৌদি কোম্পানির উপস্থিতি ইতো মধ্যেই উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।

বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ সুবিধা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসাও করেন তিনি।

এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান হজ উপলক্ষে মক্কায় এক সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বলেছিলেন, সৌদি আরব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সর্বাত্মক সহযোগিতা দিতে সর্বদা আগ্রহী।

সৌদি দূতাবাসের সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আন্তর্জাতিক

খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ড নিয়ে কানাডার অভিযোগের জবাবে ভারতের অসন্তুষ্টির স্পষ্ট বার্তা দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ভাষণে এ বিষয়ে কথা বলেন তিনি। জয়শঙ্কর বলেন, রাজনৈতিক স্বার্থে কখনো সন্ত্রাসবাদ, সহিংসতা ও উগ্রপন্থাকে সমর্থন করা উচিত নয়।

জয়শঙ্কর তার ভাষণে কোনো দেশের নাম নেননি। তবু বুঝতে অসুবিধা হওয়ার নয়, কানাডার অভিযোগের জবাবে ভারত আনুষ্ঠানিক যে জবাব দিয়েছিল, হরদীপ সিং হত্যায় ভারতের হাত থাকার অভিযোগ নিতান্তই রাজনৈতিক স্বার্থের কারণে, সেটাই জাতিসংঘের আসরেও বলেছেন তিনি। ভাষণে জয়শঙ্কর বলেন, টিকার (কোভিড-১৯) ক্ষেত্রে বর্ণবাদের মতো অবিচারের পুনরাবৃত্তি হতে দেওয়া যায় না। জলবায়ু সংকট মোকাবিলায় ঐতিহাসিক দায়িত্ব পালনকে এড়িয়ে যেতে দেওয়া যায় না। বাজার দখলের শক্তি খাটিয়ে দুর্বলদের অভুক্ত রাখা অনুচিত উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক স্বার্থকেও কখনো সন্ত্রাসবাদ, সহিংসতা ও উগ্রপন্থা মোকাবিলার বিষয়গুলো নির্ধারণ করতে দেওয়া যায় না।

জয়শঙ্কর আরো বলেন, আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নিজেদের সুবিধা অনুযায়ী ব্যবহার করা যায় না। মুখে যা বলা হচ্ছে, তার সঙ্গে বাস্তবের অমিল দেখা দিলে তা দেখানোর মতো সৎসাহস থাকা দরকার।

গত জুনের মাঝামাঝিতে কানাডায় দেশটির নাগরিক হরদীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ হত্যাকাণ্ড ঘিরে সম্প্রতি ভারত-কানাডা দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতিই শুধু ঘটেনি, বিশ্বাসের ঘাটতিও দেখা দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সে দেশের সংসদে এক বিবৃতিতে ওই হত্যায় ভারতের হাত থাকার বিষয়ে ঘোরতর সন্দেহ প্রকাশ করেন। পশ্চিমা মিত্রদের কাছ থেকে ওই বিষয়ে তথ্য পাওয়ার কথাও তিনি স্বীকার করেছেন। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, প্রকৃত সত্য উদ্‌ঘাটনে ভারত সহযোগিতা করবে।

ট্রুডোর অভিযোগ নাকচ করে একে ‘উদ্ভট ও রাজনৈতিক স্বার্থে পক্ষপাতদুষ্ট’ বলেছে ভারত সরকার। নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়, কানাডার কাছে উপযুক্ত তথ্যপ্রমাণ থাকলে তা দেওয়া হোক। বিষয়টি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্যে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এ পরিস্থিতিতে ট্রুডোর উপস্থিতিতে জাতিসংঘের বার্ষিক আসরে জয়শঙ্কর কী বার্তা দেন, সেদিকে অনেকের নজর ছিল।

ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের দাবিদার। এ পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে ট্রুডোর অভিযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জয়শঙ্কর তার ভাষণে কারও নাম উল্লেখ না করে সেই অভিযোগের জবাব দেওয়ার পাশাপাশি বর্তমান বিশ্বে ভারতের অবস্থানের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, যখন আমরা এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যতের কথা বলি, তখন তার লক্ষ্য থাকে গোটা পৃথিবী, সামান্য কয়েকজনের স্বার্থ নয়। প্রকৃত সংহতি ছাড়া বিশ্বাসের আধার তৈরি হয় না। এটাই দক্ষিণ গোলার্ধের অনুভূতি।

বিশ্ব বর্তমানে ভারতকে সমস্যার সমাধানকারী দেশ হিসেবে গণ্য করছে বলেও উল্লেখ করেন তিনি।

আন্তর্জাতিক

বেনিনে একটি জ্বালানি ডিপো বিস্ফোরিত হয়ে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বিস্ফোরণের ফলে কালো ধোঁয়ার কুণ্ডলী তৈরি হতে দেখা যায়।

শনিবার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা বলছেন, ওই ডিপোতে পাচার করা জ্বালানি রাখা হত। এর অবস্থান নাইজেরিয়া সীমান্তের কাছে সেমে পোদজি শহরে। গাড়ি, মোটরসাইকেল, তিন চাকার ট্যাক্সি এখান থেকে জ্বালানি মজুত করতে আসত।

প্রসিকিউটর আবদোবাকি আদম-বোঙ্গল এই বিবৃতিতে জানান, আগুনে দোকানটি পুড়ে যায়। প্রাথমিক মূল্যায়নে দেখা যায়, এক শিশুসহ অন্তত ৩৫ জনের প্রাণহানি ঘটেছে।

বিবৃতিতে বলা হয়, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্ভবত গ্যাসোলিনের ব্যাগ খালি করার সময় আগুনের সূত্রপাত হয়েছিল।

এই বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানান প্রসিকিউটর।

এই বিস্ফোরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আল জাজিরার যাচাই করা একটি ভিডিওতে দেখা যায়, কালো ধোঁয়ার কুণ্ডলী এবং আগুনের শিখা উপরের দিকে ছড়িয়ে পড়ছে। আশপাশে লোকজন নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে।

বেনিনের স্বরাষ্ট্রমন্ত্রী আলাসানে সেইদু বলেন, এই আগুনের কারণ পাচার করা জ্বালানি। অগ্নিকাণ্ডে যারা মারা গেছেন, তাদের দেহ বাজেভাবে পুড়ে গেছে।

তেল উৎপাদক নাইজেরিয়ার সঙ্গে লাগোয়া বেনিন সীমান্তে জ্বালানি চোরাচালান অনেকটা সাধারণ বিষয়। অবৈধ শোধনাগার, জ্বালানি ডাম্প এবং পাইপলাইনগুলো সীমান্ত শহরগুলোতে ছড়িয়ে রয়েছে, যা কখনও কখনও আগুনের কারণ হয়ে দাঁড়ায়।

আন্তর্জাতিক
(ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ করছেন বিক্ষোভকারীরা। ছবিটি ২০২০ সালের ২ জুনের- এপি)বিশ্বের সবচেয়ে সংঘাতপ্রবণ ৫০টি দেশের তালিকায় রয়েছে বাংলাদেশ। যেখানে একমাত্র পশ্চিমা দেশ হিসাবে আছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে গত এক বছরে রাজনৈতিক সহিংসতার মাত্রা নির্ধারণ করেছে এমন গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

সম্প্রতি গবেষণাপত্রটি প্রকাশ করে আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট (এসিএলইডি)। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা।

এসিএলইডি হলো যুক্তরাষ্ট্রের একটি উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও তালিকা প্রণয়ন বিষয়ক অলাভজনক সংস্থা। যুক্তরাষ্ট্রের এই তালিকায় আসার অন্যতম কারণ হিসাবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতা এবং উগ্র ডানপন্থি গোষ্ঠীগুলোর বিস্তার লাভকে উল্লে­খ করা হয়েছে। তালিকায় বাংলাদেশের অবস্থান ২২তম আর যুক্তরাষ্ট্রকে রাখা হয়েছে সবার নিচে। যুক্তরাষ্ট্রকে রাখা হয়েছে অশান্ত পর্যায়ের দেশের কাতারে।

এসিএলইডি ২০২২ সালের জুলাই থেকে এ বছরের জুলাই পর্যন্ত বিশ্বের ২৪০টির বেশি দেশ এবং অঞ্চল থেকে উপাত্ত সংগ্রহ করে। এ সময়ের মধ্যে সংস্থাটি বিশ্বব্যাপী রাজনৈতিক সহিংসতার ১ লাখ ৩৯ হাজারের বেশি ঘটনা নথিভুক্ত করেছে। এ সংখ্যা আগের বছরের তুলনায় ২৭ শতাংশ বেশি।

বেশিরভাগ দেশই কমপক্ষে একটি রাজনৈতিক সহিংসতার ঘটনার মুখোমুখি হয়েছে। তবে এই ৫০টি দেশকে উচ্চ মাত্রার সংঘাতের কারণে ‘চরম’, ‘উচ্চ’ ও ‘অশান্ত’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি সশস্ত্র গোষ্ঠী রয়েছে মিয়ানমারে। দেশটি ‘চরম’ পর্যায়ভুক্ত হয়ে তালিকার শীর্ষে রয়েছে। এরপরই রয়েছে সিরিয়া ও মেক্সিকো। লিবিয়া, ঘানা, চাদসহ আফ্রিকা ও এশিয়ার ১৯টি দেশও আছে এ তালিকায়।

এসিএলইডির যোগাযোগ বিভাগের প্রধান স্যাম জোনস বলেন, এই তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান প্রমাণ করে, রাজনৈতিক সহিংসতা শুধু দরিদ্র বা অগণতান্ত্রিক দেশেগুলোতেই সীমাবদ্ধ নয়।

আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার রোহিঙ্গাদের তাদের মাতৃভ‚মি মিয়ানমারে ফেরত পাঠানোকে অগ্রাধিকার দিচ্ছে। তিনি বলেন, আমাদের অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন করা।

বৃহস্পতিবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক, নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল উজরা জেয়া জাতিসংঘের ৭৮তম অধিবেশনের ফাঁকে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

বৈঠকে তারা বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন নিয়েও আলোচনা করেন। উজরা জেয়া বলেন, তারা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অহিংস নির্বাচন চান। বৈঠকে বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক সমস্যা নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে উজরা জেয়া প্রধানমন্ত্রীকে জানান, তারা রোহিঙ্গাদের পুনর্বাসনে বাংলাদেশ ও মিয়ানমারের জন্য ১১৬ মিলিয়ন ডলার বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জেয়া রোহিঙ্গাদের উন্নত জীবিকা নিশ্চিত করতে তাদের কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দেন।

যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি জেনারেল রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু করার আগে তাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী বলেন, যত তাড়াতাড়ি সম্ভব রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করা উচিত, অন্যথায় এই অঞ্চল নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে। কারণ রোহিঙ্গারা ইতোমধ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। যার মধ্যে রয়েছে হত্যা, আগ্নেয়াস্ত্র চোরাচালান এবং মাদক ব্যবসা। রোহিঙ্গারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, কারণ তাদের প্রত্যাবাসন দীর্ঘায়িত হচ্ছে এবং তারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। তারা এখানে কোনো ভবিষ্যৎ অনুভব করছে না।

শেখ হাসিনা গাম্বিয়ার আন্তর্জাতিক আদালতে (আইসিজে) দায়ের করা মামলায় আন্তর্জাতিক সমর্থনও চেয়েছেন।

সাতটি দেশ- ফ্রান্স, কানাডা, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, ডেনমার্ক ও মালদ্বীপ মামলার প্রতি সম্মতি দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী তার ব্রিফিংয়ে আরও বলেন, তারাও (বাংলাদেশ) অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান। জনগণের সমর্থন ছাড়া কোনো সরকার ক্ষমতায় থাকতে পারে না। মোমেন বলেন, সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য বিশেষ করে রাজনৈতিক দলগুলোর আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, আমরা জনগণের ভোটে বিশ্বাস করি। জনগণের ভোট ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারে না। ভোট কারচুপির মাধ্যমে কেউ ক্ষমতায় এলে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হবে। আগামী সাধারণ নির্বাচনের কয়েক মাস আগে অক্টোবরে যুক্তরাষ্ট্রের নির্বাচনি পর্যবেক্ষক পাঠানোর প্রশ্নের জবাবে মোমেন বলেন, নির্বাচনে আমরা বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাই। তিনি বলেন, বিদেশিরা কিছু ভালোভাবে বর্ণনা করলে ভালো হবে, অন্যথায় ভুল হবে। আমরা বিদেশিদের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে দেশ চালাতে চাই না।

গণহত্যা প্রতিরোধে জাতিসংঘের বিশেষ দূত অ্যালিস ওয়াইরিমু এনদেরিতুও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যাকে ‘গণহত্যা’ হিসাবে স্বীকৃতি দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। এছাড়া তিনি মিয়ানমারে গণহত্যার বিচার অব্যাহত রাখতে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন।

আন্তর্জাতিক

বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে শুক্রবার থেকে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

এসব ব্যক্তিদের মধ্যে বর্তমান এবং প্রাক্তন বাংলাদেশী কর্মকর্তা, আইন প্রয়োগকারী, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ক্ষমতাসীন দল এবং বিরোধী রাজনৈতিক দলের সদস্য অন্তর্ভুক্ত রয়েছে।

বিবৃতিতে জানানো হয়, এসব ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা জড়িত বলে প্রমাণিত হলে ভবিষ্যতে অন্যদের ওপরও এ নীতির অধীনে ভিসা নিষেধাজ্ঞা জারি হতে পারে।

এতে আরো বলা হয়, আমাদের আজকের পদক্ষেপগুলো শান্তিপূর্ণভাবে অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন করার জন্য এবং বিশ্বব্যাপী যারা গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় তাদের সমর্থন করার জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রতিশ্রুতির প্রতিফলন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গত ২৪ মে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের সহায়তার লক্ষ্যে নতুন ভিসানীতি ঘোষণা করেন।

গণতান্ত্রিক নির্বাচনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অর্থ হলো— ভোট কারচুপি, ভোটারকে ভয়ভীতি দেখানো, শান্তিপূর্ণ সভা-সমাবেশে বাধা দান, রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ, মিডিয়াকে মতপ্রকাশে বাধা দেওয়া। এসব কর্মকাণ্ডের জন্যও ভিসানীতির প্রয়োগ হতে পারে।

আন্তর্জাতিক

উমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরীতে অবস্থিত কাবা শরীফে আসা নারীরা কি ধরনের পোশাক পরতে পারবেন সেটি নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব।

দেশটির উমরাহ ও হজ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, উমরাহ পালনের সময় নারীরা চাইলে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো পোশাক পরতে পারবেন। তবে সেটি অবশ্যই নির্ধারিত নিয়ম-নীতির মধ্যে হতে হবে।

মন্ত্রণালয় আরও পরিষ্কার করে বলেছে, নারীরা যে পোশাকই পরেন না কেন, সেটি অবশ্যই ঢিলেঢালা হতে হবে, শরীরে কোনো ধরনের অলংকার থাকতে পারবে না এবং শরীর সম্পূর্ণভাবে ঢাকা থাকতে হবে।

শুক্রবার ( ১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

পবিত্র হজের সময় ব্যতিত যে কোনো সময় উমরাহ পালন করা যায়। তবে বছরের একটি নির্দিষ্ট সময় উমরাহ করতে বেশি মানুষের আগমন ঘটে। যেটিকে উমরাহর মৌসুম হিসেবে বলা হয়। যা হজের পরপরই শুরু হয়।

সে হিসেবে এ বছর ইতোমধ্যে উমরাহর মৌসুম শুরু হয়ে গেছে। আর এর মাঝেই দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয় মনে করিয়ে দিয়েছে, উমরাহ করতে আসা নারীদের অবশ্যই শালীন এবং ঢিলেঢালা পোশাক পরতে হবে।

এদিকে সৌদি আরব প্রত্যাশা করছে এবারের মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মক্কা নগরীতে ১ কোটিরও বেশি মুসল্লির আগমন ঘটবে।

এসব মুসল্লিরা যেন নির্বিঘ্নে উমরাহ পালন করতে পারে সেজন্য সৌদি আরব বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। এছাড়া উমরাহ প্রত্যাশীদের জন্য বিশেষ ভিসাও চালু করেছে দেশটি।

যারা আর্থিক ও শারীরিকভাবে হজ করতে যেতে পারেন না, তারা বছরের যে কোনো সময় গিয়ে উমরাহ করে আসেন।

আন্তর্জাতিক

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর)। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতি দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বিবৃতিতে গণতন্ত্র আজ হুমকির মুখে রয়েছে মন্তব্য করে জাতিসংঘ মহাসচিব বলেন, মানুষের অধিকার চর্চার জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে। গণতন্ত্র, আইনের শাসন এবং মানবাধিকারের প্রতি সম্মান হলো স্থিতিস্থাপক, অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ সমাজের ভিত্তি।

এবারের আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের প্রতিপাদ্য ‘পরবর্তী প্রজন্মের ক্ষমতায়ন’।

জাতিসংঘের মহাসচিব বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার যে প্রতিশ্রুতি, তা আমরা এ দিবসে উদযাপন করছি। একই সঙ্গে বর্তমানের অস্থির ও উত্তেজনাপূর্ণ সময়ে গণতন্ত্র যে হুমকির মুখোমুখি, তা স্বীকারও করে নিচ্ছি।

গুতেরেস বলেন, মিথ্যা ও অপতথ্য মানুষকে বিভ্রান্ত করছে, সমাজকে মেরুকরণের দিকে ঠেলে দিচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানগুলোর প্রতি যে আস্থা, সেটিও নষ্ট করে দিচ্ছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, বর্তমান সময়ে এবং ভবিষ্যতে গণতন্ত্রের সুরক্ষার ক্ষেত্রে শিশু ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ দিতে হবে। এ জন্য শিক্ষা, দক্ষতা ও জীবনের জন্য প্রয়োজনীয় শিখনে বিপুল বিনিয়োগ করে এই তরুণ ও শিশুদের সহযোগিতা করতে হবে।