আন্তর্জাতিক

আগামী ১৬ ডিসেম্বর বিজয়ের ৫০ বছর উদযাপন করবে বাংলাদেশ। সেই উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এখনো আমন্ত্রণ গ্রহণের ব্যাপারে জবাব দেয়নি নয়াদিল্লি। সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দুর্গাপূজার সময় বাংলাদেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ভারতের সঙ্গে ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা প্রভাব পড়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এর মাঝেই রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দকে আমন্ত্রণ জানিয়েছে শেখ হাসিনা সরকার।

ঢাকা বিশ্বাস করে, ভারতীয় রাষ্ট্রপতির বাংলাদেশ সফর উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে পরবর্তী লেভেলে নিয়ে যাবে। এর আগে গত মার্চে ঢাকা সফর করে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চলতি সপ্তাহের শুরুতে বৈঠকে বসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা এবং দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। সেখানেই জনাব রামনাথ কোভিন্দের সফর নিয়ে আলোচনা করা হয়েছে।

সূত্র দ্য প্রিন্টকে জানিয়েছে, ভারত এখনো সফর নিশ্চিত করেনি। তবে শিগগিরই সাড়া দেবে বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ২০২৬ সালের জাতিসংঘের সাধারণ অধিবেশনের সভাপতি প্রার্থী হয়েছে বাংলাদেশ।

রবিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে জাতিসংঘ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, আমরা এ লক্ষ্যে কাজ করছি।

ঢাকাবাসী আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলা করছে। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের জন্য রোহিঙ্গা সংকট ঝুলে আছে। বিশেষ করে চীন ও রাশিয়ার কথা বলতে চাই। তবুও আমরা প্রত্যাশা করছি এ সংকটের সমাধান হবে।

তিনি বলেন, জাতিসংঘের অবদান কোনোভাবেই অস্বীকার করা যাবে না। জাতিসংঘ সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রেখেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কামরুল ইসলাম এমপি বলেন, হাজার বছর ধরে এ অঞ্চলের হিন্দু-মুসলমানরা এক সঙ্গে বসবাস করছে। তবে এখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের গভীর চক্রান্ত চলছে।

আন্তর্জাতিক

অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হলেন ইরানের এক গভর্নর। একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় দর্শকের আসন থেকে উঠে এসে এক ব্যক্তি তার গালে কষে চড় মেরেছেন। চড় খেয়ে গভর্নর বেশ খানিকটা পেছনে ছিটকে পড়েন। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সবাই হতবাক হয়ে গেলেন।

ইরানের উত্তরাঞ্চলীয় আজারবাইজান প্রদেশের গভর্নর পদে নিয়োগ পাওয়া জেইনোল আবেদিন খোররামের সঙ্গে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে মঞ্চে। এই ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

জানা গেছে, সম্প্রতি ঐ প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন খোররাম। এই উপলক্ষ্যে তার সম্মানে শনিবার তাবরিজ শহরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। হঠাত্ দর্শকের সারি থেকে মঞ্চে উঠে আসেন এক ব্যক্তি।

খোররাম ভেবেছিলেন লোকটি তাকে হয়তো অভিনন্দন জানাতে আসছেন। কিন্তু তিনি কাছে এসে চড় কষতেই তার ভুল ভেঙে যায়। চড় মারার পর নিরাপত্তা রক্ষীরা ঐ ব্যক্তিকে আটক করে। এই ঘটনার জেরে অনুষ্ঠান বাতিল করা হয়। আটককৃত ব্যক্তির নাম আইয়ুব আলিজাদেহ। তিনি ইরানের সশস্ত্র বাহিনীর সদস্য বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঐ ব্যক্তি পুলিশকে বলে?ছেন, করোনার টিকা দেওয়ার একটি কেন্দ্রে নারীর পরিবর্তে তার স্ত্রীকে টিকা দেন একজন পুরুষ। মর্মাহত হয়ে তিনি এই ঘটনা ঘটিয়েছেন।

আন্তর্জাতিক

২০৬০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা করেছে সৌদি আরব। এই লক্ষ্যে পৌঁছাতে ১৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে রাষ্ট্রটি। শনিবার (২৩ অক্টোবর) এখবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, এসব জানিয়েছেন খোদ সৌদি আরবের যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি জানান, আরও কয়েক দশক ধরে তেল উৎপাদন চালিয়ে যাবে এই দেশ।

আর কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে কপ-২৬ জলবায়ু পরিবর্তন সামিট। সম্মেলনের আগেই কার্বন নিঃসরণ শূন্যে নামানোর ঘোষণা দিলো সৌদি। তারা এখন ১০০টিরও বেশি দেশের সঙ্গে যোগ দিয়েছে যারা শূন্য নির্গমনে পৌঁছানোর প্রতিশ্রুতিবদ্ধ।

আন্তর্জাতিক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘোষণা দিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সসহ দশটি দেশের রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা করে তাদের সেদেশ থেকে বহিষ্কার করতে যাচ্ছেন। তিনি তাদের কূটনৈতিক মর্যাদা ও অধিকার প্রত্যাহার করে নিচ্ছেন।

এই দশজনের বিরুদ্ধে তার অভিযোগ, (তুরস্কে জন-হিতৈষীকর কাজের জন্য সুপরিচিত) মানবাধিকার কর্মী ওসমান কাভালার মুক্তি দাবি করে তারা বিবৃতি দিয়েছিলেন। এটি তুরস্কের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর সামিল। রাষ্ট্রদূতরা চাকরি করতে এসে তাদেরকে ‘নির্দেশ’ জারির সাহস দেখাতে পারেন না বলে এরদোয়ান উল্লেখ করেছেন।

উল্লেখ্য, চলতি সপ্তাহে বিনা বিচারে কাভালাকে আটকের বিরুদ্ধে যৌথভাবে এই বিবৃতি দিয়েছিল যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ফিনল্যান্ড, ডেনমার্ক, জার্মানি নেদারল্যান্ডস. নিউজিল্যান্ড, নরওয়ে এবং সুইডেনের রাষ্ট্রদূতরা। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর তাদেরকে তলব করে বিবৃতির বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে। ‘সরকার বিরোধী বিক্ষোভে’ অর্থ জোগানো এবং ২০১৬ সালে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে কাভালা ২০১৭ সাল থেকে কারাগারে আছেন। তবে তিনি দোষী সাব্যস্ত হননি।

আন্তর্জাতিক

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও অস্ত্রের ব্যবসা বন্ধ করতে প্রয়োজনে গুলি করা হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। একইসঙ্গে রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার তাগিদ দেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিভিন্ন ক্যাম্পে মাদক ও অস্ত্র বাণিজ্য বন্ধে প্রয়োজনে গুলি ছুড়তে হবে।

শুক্রবার দুপুরে সিলেটে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, রোহিঙ্গা ক্যাম্প ও ক্যাম্পের বাইরে আইনশৃঙ্খলা আরও কীভাবে উন্নত করা যায়, সে নিয়ে একটা বড় সভা গতকাল করেছি।

‘এটা তো খুবই আতংকের বিষয়। অনেক লোক (মিয়ানমারে) ফেরত যেতে চায় না, তাদের স্বার্থে আঘাত লাগে। তারা হয়তো এসব অঘটন ঘটাচ্ছে। আমি ঠিক জানি না, জানতে হবে।’

মুহিবুল্লাহ হত্যা এবং আজকের ঘটনার পেছনে যোগসাজশ আছে কিনা- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিভিন্নজন বলছে, ওখানে ড্রাগের ব্যবসা হয়…আবার কেউ কেউ তথ্য দিয়েছেন কিছু উইপেন, কিছু বন্দুক-টন্দুকও আনা হয়। আমরা এসব নিয়ে কাল আলোচনা করেছি। আমার প্রস্তাব হলো, এই ড্রাগ ও অস্ত্র পুরোপুরি বন্ধ করার জন্য প্রয়োজনে গুলি ছুড়তে হবে।’

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, চীন যদি তাইওয়ানে আক্রমণ করেন তাহলে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে। শুক্রবার (২২ অক্টোবর) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের একটি আইন আছে যার জন্য তাইওয়ানকে আত্মরক্ষায় সহায়তা করতেই হবে মার্কিনীদের। বাইডেনের মন্তব্য প্রসঙ্গে এখনো নিজেদের প্রতিক্রিয়া জানায়নি চীন।

অবশ্য তাইওয়ানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছে চীন। তাইওয়ানকে নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং। অন্যদিকে চীনের প্রদেশ নয়, বরং নিজেকে একটি সার্বভৌম রাষ্ট্র বলে মনে করে থাকে তাইওয়ান।

তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। গত এক বছরেরও বেশি সময় ধরে চীন বার বার তাদের আকাশসীমা লঙ্ঘন করছে বলে অভিযোগ করে আসছে দ্বীপটি।

আন্তর্জাতিক

জান্তাবিরোধী দলগুলোর সঙ্গে সংঘর্ষে মিয়ানমারের সামরিক বাহিনীর অন্তত ৩০ সদস্য নিহত হয়েছে। গত সোমবার (১১ অক্টোবর) দেশটির সাগাইং অঞ্চলে জান্তা সেনাদের অভিযান শুরুর পর সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

দেশটির সামরিক জান্তাবিরোধী গ্রুপ পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) এক সদস্যের বরাত দিয়ে আরেকটি সংবাদমাধ্যম রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, সোমবার সকালে পেল শহরের বাইরে অভিযান চালাতে আসা সামরিক বাহিনীর একটি কনভয় ল্যান্ডমাইনের কবলে পড়ে। এ বিস্ফোরণে একজন কমান্ডারসহ অন্তত ৩০ সেনা সদস্য নিহত হন।

পিডিএফের ওই সদস্য আরও জানান, রবিবার থেকেই ওই কনভয় আসার অপেক্ষায় ছিল পিডিএফ যোদ্ধারা। কনভয়ে একজন সিনিয়র কমান্ডার থাকবেন বলেওও তাদের কাছে তথ্য ছিল।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটি মারাত্মক গোলযোগের মধ্যে পড়েছে। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে।

আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরিজীবীরা রেকর্ড গতিতে চাকরি ছেড়ে দিচ্ছেন। দেশটির শ্রম বিভাগের সর্বশেষ জরিপে এমন চিত্রই দেখা গেছে। তারা জানিয়েছে, গত আগস্টে ৪৩ লাখ কর্মী চাকরি ছেড়েছেন। যুক্তরাষ্ট্রের মোট চাকরিজীবীর দুই দশমিক ৯ ভাগ হচ্ছে এই সংখ্যা। মঙ্গলবার (১২ অক্টোবর) এসব জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, এসময়ে যুক্তরাষ্ট্রে নতুন চাকরি সৃষ্টি হয়েছে এক কোটি তিন লাখ। উচ্চ চাকরি ত্যাগের হার ইঙ্গিত দেয়, আমেরিকান কর্মীরা তাদের চাকরির সম্ভাবনা সম্পর্কে কতটা আত্মবিশ্বাসী। কিন্তু তথ্যের গভীরে গেলে বোঝা যায়, করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়েই সরে যাচ্ছেন তারা।

চাকরি ছেড়ে চলে যাওয়া মানুষ এবং শূন্যপদের সংখ্যা দেশটির অর্থনীতির গতি ফিরিয়ে আনার পথে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কর্মীদের আকর্ষণ করতে কোম্পানিগুলো জয়েনিং বোনাস এবং বেতন বৃদ্ধির মতো প্রণোদনা প্রদান করে আসছে। প্রায় ৪২ শতাংশ ছোট ব্যবসার মালিক বলেছেন, তারা গতমাসে খরচ বাড়িয়েছেন।

আন্তর্জাতিক

নেপালের উত্তর পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। কাঠমান্ডু পোস্ট বলছে, বাসটিতে মোট ৪৫ জন যাত্রী ছিলেন। ৩২ জন নিহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় এই ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে নেপালের গণমাধ্যমগুলো। মঙ্গলবার দেশটির মুগু জেলায় একটি বাসে করে ভ্রমণ করছিলেন বহু যাত্রী। পাহাড়ি পথে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং প্রায় ১ হাজার ফুট (৩০০ মিটার) নিচে পড়ে যায়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরের ঠিক পরপরই এই দুর্ঘটনা ঘটে বলেও জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

স্থানীয়রা জানান, রাস্তা থেকে বাসটি ৩০০ মিটার গভীর খাদে পড়ে যায় বলে। পুলিশের ধারণা, ব্রেক কাজ না করায় এবং চাকা পাঙচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

রম বাহাদুর মাহাত আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।

তিনি বলেন, দুর্গম এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে, যার কারণে প্রাণহানি বেশি হয়েছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, ব্রেক কাজ না করার কারণে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে বিস্তারিত জানতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মুগু জেলা পুলিশ কার্যালয় জানায়, বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে ২৪ জন ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে চারজনের মৃত্যু হয়।

আহত ১২ জনেরও বেশি যাত্রীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে হেলিকপ্টারে করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।