খেলাধুলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের পর্দা নামছে আগামীকাল। শুক্রবার সন্ধ্যা ৭টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। এবারের ফাইনালে থাকছে আকর্ষণীয় পুরস্কার।

অতীতের তুলনায় এবার প্রাইজমানি ২ কোটি টাকারও বেশি বাড়ছে। গত বছর চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল পেয়েছে দুই ও এক কোটি টাকা করে। এবার পাবে আড়াই ও দেড় কোটি টাকা করে।

আগামীকালকের ফাইনালের সেরা ক্রিকেটার পাবেন ৫ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের জন্য থাকবে ১০ লাখ টাকার অর্থ পুরস্কার। টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও তারকা ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম শেখ।

গতবারের মতো এবারও আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক পাবেন ৫ লাখ টাকা। এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৫১১ রান করা নাঈম শেখ অনেক এগিয়ে আছেন ফাইনালে ওঠা দুই দলের ব্যাটসম্যানদের চেয়ে।

প্রথম পর্বে বাদ পড়া দুর্বার রাজশাহীর হয়ে ২৫ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়ে তিনিই সেরা বোলার হওয়ার দৌড়ে এগিয়ে।

টুর্নামেন্টের সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা। ১২ ম্যাচে ১৩ ক্যাচ নিয়ে এই পুরস্কারে এগিয়ে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক আরিফুল হক।

এবারই প্রথম অন্তর্ভুক্ত করা হয়েছে ইমার্জিং ক্রিকেটার অব দা টুর্নামেন্ট পুরস্কার। যার জন্য থাকছে ৩ লাখ টাকা।

খেলাধুলা

ভোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। তবে প্রতিশোধ নিতে খুব বেশি সময় নেয়নি ছোটরা।

নারীদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে ক্যারিবীয় মেয়েদের রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ নারী দলকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে ৭ ওভার কমে যাওয়া এই ম্যাচে তারা কেবল ৫৪ রান করতে পারে; ৬ উইকেট হারিয়ে। এই রান তাড়া করতে নেমে ৮.৫ ওভার লাগে বাংলাদেশের।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যাট হাতে বেশিক্ষণ অবশ্য লড়তে পারেননি কেউই। নিশিতা আক্তার নিশি ও আনিসা আক্তার সোবার দারুণ বোলিংয়ে দ্রুতই উইকেট হারাতে থাকে তারা। ৬ উইকেটের মধ্যে স্রেফ তিন জন স্পর্শ করেছেন দুই অঙ্ক। আম্রিতা রামতাহাল ১৬, নাইজান্নি কাম্বারব্যাচ ১৩ ও আসাবি ক্যালেন্ডার করেন ১১ রান।

বাংলাদেশের পক্ষে ৩ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন নিশি। সমান ওভারে ১৩ রান দিয়ে দুই উইকেট নেন সোবা। ২ ওভারে ৬ রান দিয়ে এক উইকেট নেন জান্নাতুল মাওয়া।

রান তাড়ায় নামা বাংলাদেশ ব্যাট হাতেও দেখায় দক্ষতা। উদ্বোধনী জুটিতেই তারা নিশ্চিত করে ফেলে জয়। যদিও তাড়াটা হয় ধীরগতির। ২৮ বলে ৩ চারে ২৫ রান করে অপরাজিত থাকেন জুরাইয়া ফেরদৌস। ২৫ বলে ১৪ রানে অপরাজিত থাকেন ফাfcহমিদা ছোঁয়া।

খেলাধুলা

এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মতো তারকা ক্রিকেটারকে ছাড়িয়ে গেলেন তাসকিন আহমেদ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারের নতুন রেকর্ড গড়ার পথে সাকিব আল হাসানকে ছাড়িয়ে যান তাসকিন।

সাকিবের রেকর্ড ছুঁতে তাসকিনের আজ প্রয়োজন ছিল স্রেফ একটি উইকেট। সাকিবের রেকর্ড নিজের করে নিতে তাসকিনের প্রয়োজন ছিল ২ উইকেট। প্রথমটি করতে তাসকিন আহমেদের লাগল কেবল চারটি ডেলিভারি।

ইনিংসের প্রথম ওভারেই উইকেট নিয়ে সাকিব আল হাসানের পাশে জায়গা করে নিলেন তাসকিন। ম্যাচের শেষ দিকে ছাড়িয়ে গেলেন সাকিবকে। বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এখন দুর্বার রাজশাহীর পেসারের।

রোববার মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে স্টিভেন টেইলরের উইকেট নিয়ে সাকিবের রেকর্ডটি স্পর্শ করেন তাসকিন। পরে রকিবুল হাসানকে এলবিডব্লিউ করে সাকিবকে ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছান তাসকিন। এবারের বিপিএলে তার উইকেট এখন ২৪টি।

২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়েছিলেন সাকিব। তাকে ছাড়িয়ে যেতে তাসকিনের লাগল কেবল ১১ ম্যাচ।

এক আসরে ২২ উইকেট নেওয়ার নজির আছে ছয়টি। সেখানে আছেন তাসকিনও। ২০১৯ বিপিএলে ১২ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন তিনি সিলেট সিক্সার্সের হয়ে।

এই কৃতিত্ব প্রথম দেখিয়েছিলেন কেভন কুপার। ক্যারিবিয়ান এই পেসার ২০১৫ বিপিএলে বরিশাল বুলসের হয়ে ২২ উইকেট নিয়েছিলেন মাত্র ৯ ম্যাচ খেলেই।

পরে ২০১৭ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৩ ম্যাচে ২২ উইকেট নেন সাকিব, ২০১৯ আসরে রংপুর রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ২২টি নেন মাশরাফি বিন মুর্তজা, একই আসরে ঢাকা ডায়নামাইটসের রুবেল হোসেন ২২ উইকেট নেন ১৫ ম্যাচে। সবশেষ গত বিপিএলে দুর্দান্ত ঢাকার হয়ে ১২ ম্যাচে ২২ উইকেটের দেখা পান শরিফুল ইসলাম।

দেশি ম্যাজিকে রাজশাহীর জয়

বিদেশিবিহীন দল নিয়ে খেলতে নেমে টেবিল টপার রংপুর রাইডার্সকে হারিয়ে দিয়েছে দুর্বার রাজশাহী। মিরপুরে দুই দলের লো স্কোরিং ম্যাচ উত্তাপ ছড়িয়েছে। রাজশাহীর দেওয়া ১২০ রানের লক্ষ্য ছুঁতে ব্যাট করা রংপুরকে শেষ ওভারে ২৫ রান তুলতে হত। কিন্তু সে ওভারে তিন ছক্কা হাঁকিয়েও দলকে জয় এনে দিতে পারেননি সাইফউদ্দিন। শেষ পর্যন্ত ২ রানের জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে রাজশাহী।

বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই থরহরি কম্প অবস্থা রংপুরের। দলীয় রান ৫০ ছোঁয়ার আগেই ৭ উইকেট খুইয়ে বসে দলটি। তবে শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিনের বীরত্বে লক্ষ্যের কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয় তারা।

অবশ্য শেষ পর্যন্ত ৩১ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫২ রানের লড়াকু এক ইনিংস খেলেও দলকে জয় এনে দিতে পারেননি সাইফ। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১১৭ রানেই থামতে হয় তার দলকে।

রাজশাহীর বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ৪ ওভার বল করে এক মেডেনসহ ১৮ রান খরচায় ৪ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। দুটি করে উইকেট শিকার করেছেন অধিনায়ক তাসকিন আহমেদ ও মোহর শেখ।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা রাজশাহীকেও ভুগতে হয়েছে। রংপুরের দুই স্পিনার খুশদিল শাহ এবং রাকিবুল হাসানের ঘূর্ণিতে ২০ ওভারে ৯ উইকেটে ১১৯ রানে আটকে যায় তারা। প্রথম সারির ব্যাটারদের ব্যর্থতার দিনে সর্বোচ্চ ২৮ রান আসে স্পিনার সানজামুল ইসলামের ব্যাটে। তবে শেষ পর্যন্ত ওই রান তুলতে গিয়েই নাভিশ্বাস ছুটেছে রংপুরের।

এই জয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে রাজশাহী। ১১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১০। আর ১০ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে এখনো শীর্ষেই আছে টানা আট জয়ের পর ব্যাক-টু-ব্যাক হারের মুখ দেখা রংপুর।

খেলাধুলা

লড়াইটা ছিল পয়েন্ট টেবিলের ছয় আর একের মাঝে। যদিও ৩১তম ম্যাচে এসে প্রথমবার মুখোমুখি হয় দুদল। আর তাতেই জয়রথে ছোটা রংপুর রাইডার্সের লাগাম টেনে থামিয়ে দিল দুর্বার রাজশাহী। তাসকিন আহমেদদের বিপক্ষে ২৪ রানে হেরে টানা ৮ ম্যাচ পর প্রথম পরাজয়ের স্বাদ পেল নুরুল হাসান ব্রিগেড।

ঢাকার পর সিলেট হয়ে এখন চট্টগ্রাম— সবখানেই চলছিল রংপুরের জয়রথ। বিপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচের সবকটিতে জিতেছে রাইডার্সরা। প্লে অফও নিশ্চিত করে বসেছে। অন্যদিকে শেষ চারের আশা বাঁচানোর লড়াই ছিল টেবিলের ৬ নম্বরে থাকা রাজশাহীর।

বৃহস্পতিবার ৯ উইকেট হারিয়ে তারা তুলেছে ১৭০ রান। তাতে টানা নবম জয় পেতে তাসকিনদের বিপক্ষে ওভারপ্রতি ৯-এর কাছাকাছি রান তুলতে হবে রাইডার্সদের।

টস হেরে এদিন আগে ব্যাটিংয়ে নামা রাজশাহী অবশ্য ভালো শুরু পায়নি। তাদের ২৪ রানের জুটি ভাঙেন স্পিনার রকিবুল হাসান। এরপর সাব্বির হোসেন ও ইয়াসির আলী রাব্বির সঙ্গে দুটি ভালো জুটি গড়েন নেতৃত্ব হারানো এনামুল হক বিজয়।

এর মধ্যে সাব্বির ৩টি ছক্কা ও ৪টি চারে মাত্র ১৯ বলে ৩৯ করে আউট হলেও ঝোড়ো ফিফটি তুলে নেন পাঁচে নামা ইয়াসির আলী রাব্বি। সাব্বিরের তাণ্ডব ফুরানোর পর ইয়াসির আলী খেলেন ছয় ছ্ক্কার ইনিংস। ৩২ বলে ৬ ছক্কা ও ২ চারে ইয়াসির করেন দলীয় সর্বোচ্চ ৬০ রান।

আর এ দুজনের সঙ্গে যথাক্রমে ৫২ ও ৭৫ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়া এনামুল হক করেন ৩১ বলে ৩৪। তবে বাকি সবাই ধুঁকেছেন। ইয়াসির-সাব্বির-এনামুলের ব্যাটেই মূলত ৯ উইকেট হারিয়ে ১৭০ রান জমা করে রাজশাহী।

রংপুরের হয়ে ৩টি করে উইকেট নেন খুশদিল শাহ ও আকিভ জাভেদ। একটি করে শিকার রকিবুল ও নাহিদ রানার।

এদিকে টানা নবম জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে নুরুল হক সোহানের রংপুর রাইডার্স। তাসকিন-মেহরব-বার্লদের বোলিংয়ের সামনে নিয়মিত উইকেট হারিয়ে দলটি শেষ পর্যন্ত গুটিয়ে যায় ১৪৬ রানে।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান আসে সাইফ হাসানের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক সোহান করেন ২৬ বলে ৪১ রান। তবে তাতে কেবল পরাজয়ের ব্যবধানই কমাতে পেরেছে রংপুর।

রাজশাহীর হয়ে এদিন তাসকিন ও মেহরব শুরুটা করে দিলেও শেষটা করেন রায়ান বার্ল। ব্যাট হাতে এদিন শুন্যতে ফিরলেও বল হাতে মাত্র ২২ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। তাতেই মূলত ৪ বল বাকি থাকতেই গুটিয়ে গেছে প্রতাপশালী রংপুর।

অন্যদিকে ২৪ রানে জিতে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চারে উঠে বসল এনামুল-তাসকিনের দল।

খেলাধুলা

রনি তালুকদারের সঙ্গে অ্যারন জোনসের জুটি আশা দেখাচ্ছিল সিলেট স্ট্রাইকার্সকে। কিন্তু শেষ পর্যন্ত আর লক্ষ্য তাড়া করতে পারেনি।

তাদের ৬ রানে হারিয়ে আসরের দ্বিতীয় জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৯৬ রান করে ঢাকা। দুই ওপেনার মিলে শুরুটা ভালোই করেন। তবে ১৬ বলে ২২ রান করে তানজিদ হাসান তামিম বিদায় নিলে কিছুটা চাপে পড়ে যায় তারা। তবে একপ্রান্তে ঝড় বইয়ে দেন লিটন। ৪৮ বলে ৭০ রানের ইনিংস খেলেন তিনি। তার ব্যাট থেকে আসে ৪টি করে ছক্কা ও চার।

অন্য প্রান্তে অবশ্য নিয়মিত বিরতিতে আসা-যাওয়া চলছিল। সেটিও থামে সাব্বির রহমান (২১ বলে ২৪ রান) ও থিসারা পেরেরা (১৭ বলে ৩৭ রান) দাঁড়িয়ে গেলে।

পরে ব্যাটিংয়ে নেমে ৩২ রানেই দুই উইকেট হারায় সিলেট। তবে তৃতীয় উইকেটে জোনসকে নিয়ে ৮০ রানের জুটি গড়েন রনি। জোনস অবশ্য কিছুটা ধীর-সুস্থেই খেলেন। ৩২ বলে ৩৬ রানে আউট হন তিনি। এরপর থিসারা পেরেরা তুলে নেন রনিকে। ৪৪ বলে ৯ চারে ৬৮ রান করেন ডানহাতি এই ওপেনার।

তবুও লক্ষ্য নাগালের মধ্যেই ছিল সিলেটের। জাকের আলী ১৩ বলে ২৮ রান করেন। তিনি চলে যাওয়ার পর আস্থা থাকে আরিফুল হকের ওপর। কিন্তু শেষ ওভারে অধিনায়ক বিদায় নিলে সিলেটের হার তখন অবশ্যম্ভাবী। ১৩ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৯ রানে আউট হন আরিফুল। শেষ দুই বলে ১১ রানের প্রয়োজন হলেও ৭ উইকেটে ১৯০ রানেই থামে সিলেট।

এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠেছে ঢাকা। সমান পয়েন্টে সিলেট নেমে গেছে একদম তলানিতে।

খেলাধুলা

বাফুফের সভাপতি তাবিথ আউয়াল রাজনৈতিক কাজে লন্ডনে অবস্থান করছেন, বাফুফের সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ ঢাকায় ফেরার পথে লন্ডনে গেছেন। তাবিথ ও সবুজ, দুজনেই লন্ডন থেকে লেস্টারে গিয়েছিলেন। লেস্টার সিটির হোম গ্র্যাউন্ডে। লেস্টার সিটির খেলা ছিল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে, ২-০-তে হেরেছে হামজার দল। হামজা চৌধুরী এ ম্যাচ খেলেননি। শেষ তিন ম্যাচ খেলেননি হামজা।

পরশু রাতে কিং পাওয়ার স্টেডিয়ামের হামজার অতিথি হিসেবে হসপিটালিটি ফ্যামিলি লাউঞ্জে বসে তাবিথ ও সবুজ ফুটবল ম্যাচ উপভোগ করেন, একই সঙ্গে ছিলেন হামজার বাবা ও মা। রাত সাড়ে ৯টায় খেলা শেষ করে সাড়ে ১০টায় তাবিথদের সঙ্গে দেখা হয় স্টেডিয়ামেই। ইংলিশ লিগের ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে খেলতে মুখিয়ে আছেন।

বাফুফের সভাপতি তাবিথ আউয়াল এবং সদস্য ইমতিয়াজ হামিদ সবুজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে হামজা বাংলাদেশ নিয়ে অনেক কথা জানিয়েছেন। রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে তাবিথ-সবুজের। হামজা বাংলাদেশে খেলতে এলে সিলেটে যাবেন। সিলেটে তার মায়ের বাড়ি। এক রাত হলেও সেখানে তিনি থাকতে চান। লন্ডন থেকে সবুজ জানিয়েছেন, হামজা বাংলাদেশে এসে দেশের বাড়িতে এক দিন থাকার কথা বলেছেন।

বাংলাদেশের ফুটবল অনুশীলনে নামার আগে বাংলাদেশের ফুটবল ক্যাম্পে গিয়ে সবার সঙ্গে পরিচিত হওয়ার কথা জানিয়েছেন হামজা। সবুজ বলেন, ‘হামজা মনে করেন তিনি একজন নতুন ফুটবলার। আগে আমাদের দেশের কারো সঙ্গে খেলেননি। এখানে একটা জড়তা কাজ করবে। অনুশীলনে নামার আগে যদি সবার সঙ্গে পরিচিত হওয়া যায়, তাহলে অনুশীলনে নেমে ফুরফুরে মেজাজে খেলা যাবে। হঠাৎ করে মাঠে নেমে গেলে সবার সঙ্গে দূরত্বটা কমিয়ে আনতে সময় লেগে যায়।

হামজাই নাকি এ সব কথা বলেছেন খাবার টেবিলে। হামজার সঙ্গে ডিনার করেছেন বাফুফের সভাপতি তাবিথ। অনেকের ধারণা ছিল হামজা এসে একটু সময় দিয়েই চলে যাবেন। কিন্তু হয়েছে তার উলটো।’ সবুজ জানিয়েছেন প্রায় দুই-আড়াই ঘণ্টা বসে কথা বলেছেন হামজা।

ইংলিশ লিগের ফুটবলার। জন্ম ইংল্যান্ড। কিন্তু তার মুখে বাংলা শুনে কিছুটা অবাকই হয়েছেন তাবিথ এবং সবুজ। কোনো কথা ইংরেজিতে বললে হামজা বাংলায় জবাব দিয়েছেন। কথা বলার সময় হামজার বাবা-মা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। তারাও তাদের পরিকল্পনার কথা জানিয়েছেন। হামজা বাংলা খুব ভালো বলেন। সব কথা বাংলাতে বলার চেষ্টা করেছেন। বাংলাদেশের ফুটবলার নিয়ে, দেশে নিয়ে তার পরিবার, বাবা-মা সবাই আলোচনায় এসেছে। বাংলার সংস্কৃতি নিয়েও তার আগ্রহ বেশ। অনেক কিছুই জানা আছে; যা তাবিথ ও সবুজকে বিস্মিত করেছে।

হামজা যতক্ষণ ছিলেন, প্রত্যেকটা মুহূর্ত হাসিমুখে কথা বলেছেন। হামজা ও তার বাবা-মা বিদায় নিলে লেস্টার শহর থেকে ফিরতে পথে ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা লেগে যায়, রাত সাড়ে ৩টায় ঘরে ফেরেন। ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। শিলংয়ে হওয়ার কথা থাকলেও সেটি নিশ্চিত না। ম্যাচ নিয়ে কথা হয়েছে। কবে আসবেন হামজা, সেটি নির্ভর করছে দলবদলের ওপর। সবুজ জানিয়েছেন হামজা নতুন দলে যোগ দিতে পারেন। নতুন দলে যোগ দেওয়ার পর সিডিউল তৈরি হবে।

খেলাধুলা

রাত পোহালেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল আইসিসির কাছে জমা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দল এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। সে দলে কারা থাকছে, সে ব্যাপারেও কিছুটা ধারণা করাই যায়। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বড় কোনো চমক থাকার সম্ভাবনা নেই বললেই চলে।

নিয়মিত মুখদের রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল সাজাতে পারেন নির্বাচকরা। চমক হতে পারত তামিম ইকবাল বা সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি। তবে তামিম এরই মধ্যে অবসর নিয়েছেন, আর সাকিব দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও নিজের বোলিং অ্যাকশনকে ‘বৈধ’ প্রমাণ করতে পারেননি।

এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিবের থাকার সম্ভাবনা নেই বলেই ইঙ্গিত মিলেছে। তবে যদি সাকিব বোলিং অ্যাকশন শোধরাতে পারেন, তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে। এছাড়া যদি সাকিবকে শুধুই ব্যাটার হিসেবে খেলাতে চান নির্বাচকরা, সেক্ষেত্রেও ভাগ্য চমকাতে পারে সাকিবের।

এদিকে আগামীকাল আইসিসির কাছে ১৫ সদস্যের স্কোয়াড জমা দিলেও এই দল আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তনের সুযোগ থাকবে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ইনিংস শুরুর দায়িত্ব বর্তাবে তানজিদ হাসান এবং লিটন দাসের কাঁধে। সৌম্য সরকার চোট থেকে সেরে উঠলে দলে ফিরতে পারেন। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি টপ অর্ডারে ব্যাট করবেন নাজমুল হোসেন শান্ত।

এছাড়া অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজদের দলে থাকা নিয়ে আপাতত কোন শঙ্কা নেই। একইভাবে তাওহীদ হৃদয়, রিশাদ হোসেনের দলে থাকাটাও প্রায় নিশ্চিত।

চ্যাম্পিয়ন্স ট্রফির মূল ভেন্যু পাকিস্তানের কন্ডিশন বিবেচনায় চার পেসারকে রাখতে পারেন স্কোয়াডে নির্বাচকরা। সেক্ষেত্রে হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম বাদ পড়তে পারেন। চ্যাম্পিয়ন্স ট্রফির বিমানে চড়ার টিকিট পেতে পারেন তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।

আর সাকিব আল হাসানের না থাকায় বাঁহাতি স্পিনারের অভাব পুষিয়ে দিতে দলে জায়গা হতে পারে নাসুম আহমেদের।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড

তানজিদ হাসান, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ।

খেলাধুলা

কদিন আগে রাগঢাক না রেখেই তামিম ইকবাল জানিয়েছিলেন, জাতীয় দলে ফিরছেন না। আচমকা অবসর নেওয়া এবং অবসর ইস্যুতে আগেও কয়েকবার নাটকের জন্ম দেওয়া তামিম কি আদৈৗ ফিরবেন? বহুল কাঙ্ক্ষিত উত্তরটি মিলতে পারে আজ। বুধবার সকালে ঢাকা থেকে সিলেটে এসেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম খেলবেন কি খেলবেন না, সেই সিদ্ধান্ত জানতে তার সঙ্গে বসবেন একটি পাঁচ তারকা হোটেলে। আগে থেকেই আছেন আরেক নির্বাচক হান্নান সরকার। অবসর ভেঙে বিশ্বকাপের আগে ফেরা তামিমকে আট জাতির চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে কিনা, আজই আসতে পারে সিদ্ধান্ত।

২০২৩ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন তামিম। পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে ফেরেন ক্রিকেটে। তারপর দুটি ওয়ানডে খেললেও যাননি ওয়ানডে বিশ্বকাপ খেলতে। এরপর থেকেই জাতীয় দলের বাইরে আছেন তারকা এই ব্যাটার। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর নিলেও এখনও টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের সঙ্গে আছেন তামিম। তবে তার সিদ্ধান্ত জানতেই সিলেটে এখন বিসিবি নির্বাচকরা।

এ মাসের দ্বিতীয় সপ্তাহর মাঝেই আইসিসিকে জানাতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির দল। বিসিবি সূত্রের খবর, তামিমের পাশাপাশি সাকিব আল হাসানকেও চায় টিম ম্যানেজমেন্ট।

খেলাধুলা

একে তো একাদশে ছিলেন না দলের সেরা তারকা সুলেমান দিয়াবাতে। তার ওপর ম্যাচের ২২তম মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব।

কিন্তু সব শঙ্কা উড়িয়ে সাদা-কালোরা মাঠ ছাড়ল বড় এক জয় নিয়ে।
ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীকে ৫-১ গোলে হারিয়েছে মোহামেডান। ৬ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে তারা।

শুরুতে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় মোহামেডানের শাকিল আহাদ তপুকে। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ব্যবধানে। তবে দ্বিতীয়ার্ধে বদলে গেলো মোহামেডান। ৪৭ মিনিটে । মুজাফফরভের কর্নারে বুরকিনা ফাসোর ডিফেন্ডার মোনজির কলিদিয়াতি লাফিয়ে উঠে বল জালে জড়ান।

৫৪তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন ইমানুয়েল সানডে। ৬৩তম মিনিটে আর্নেস বোয়াটেংয়ের শট পোস্টে লেগে ফিরে আসার পর ফিরতি সুযোগ কাজে লাগিয়ে স্কোরলাইন ৩-০ করেন সৌরভ দেওয়ান।

৮৮ মিনিটে সানডের ক্রস ক্লিয়ার করতে গিয়ে বল নিজেদের জালে জড়িয়ে দেন চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার সেলিম রেজা। দুই মিনিট পর সৌরভ নিজের দ্বিতীয় ও দলের হয়ে পঞ্চম গোল উপহার দেন।

যোগ করা সময়ে চট্টগ্রাম আবাহনী পেনাল্টি থেকে এক গোল শোধ দেয়। ইমতিয়াজ সুলতান জিতু গোলকিপারের বিপরীত দিক দিয়ে জালে জড়িয়ে দলকে কিছুটা সান্ত্বনা এনে দেন। ছয় ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া চট্টগ্রাম আবাহনী আছে পয়েন্ট টেবিলের তলানিতে।

খেলাধুলা

অন্য দশজন ক্রিকেটারের যেমন স্বপ্ন থাকে, তাসকিন আহমেদও পুষছেন ঠিক তেমনই। নিজেকে ভেঙেছেন, নতুন রূপে গড়েছেন। কখনও চোখের জলে ক্যারিয়ারের পথ পিচ্ছিল করেছেন। তবুও থেমে যাননি। তাসকিন সেসবের পুরস্কারও পাচ্ছেন।

দীর্ঘদিন যাবত বাংলাদেশ দলের পেস আক্রমণের নেতৃত্ব দিয়ে আসছেন। আজ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বিপিএলে ছাপিয়ে গেছেন সবাইকে। অনেক কিছু পাওয়ার পর তৃপ্ত তাসকিন শুনিয়েছেন স্বপ্নের কথা।

মিরপুরে বৃহস্পতিবার দুর্বার রাজশাহীর হয়ে তাসকিন গড়েছেন বিপিএলের সেরা বোলারের রেকর্ড। তার আগে ১১ বিপিএলের ইতিহাসে কেউ এক ম্যাচে সাত উইকেট পাননি। তাসকিন পেছনে ফেলেছেন পাকিস্তারেন মোহাম্মদ আমিরকে (১৭ রানে ৬ উইকেট)। তবে বিশ্বের সেরা হতে পারেননি। যৌথভাবে হয়েছেন স্বীকৃত কোনো টি-টোয়েন্টি ম্যাচের সর্বোচ্চ উইকেট শিকারী। এমন দিনে সাংবাদিকদের সামনে অকপটে বলেছেন, ‘আমার স্বপ্ন লেজেন্ডারি ফাস্ট বোলার হয়ে ক্যারিয়ার শেষ করা।’

ঢাকার বিপক্ষে গতিতে ঝড় তুলে ১৯ রানে তাসকিন নিয়েছেন ৭ উইকেট। ইনিংসের শুরুর পর শেষটাও টেনেছেন তাসকিনই। ইনসুইং, বাউন্সার আর গতিতে ভুগিয়েছেন ঢাকার ব্যাটারদের। দুর্বার রাজশাহীর পেসার জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সেরা বোলার হওয়ারও কীর্তি গড়ার পর ম্যাচটি তাসকিন তার ছেলে তাসফিনকে উৎসর্গ করেছেন।

ঢাকাকে হারিয়ে তাসকিন বলেছেন, ‘দিনশেষে যখন ভালো করি বা উইকেট পাই আমার ছেলে আমার বাবা— এরা অনেক খুশি হয়। ওদের সমর্থনও অনুপ্রেরণা দেয়। যেদিন বোলিং ভালো করতে পারি না, সেদিন তাসফিন (ছেলে) অনেক মন খারাপ করে। আজকে আমি শিওর ও অনেক খুশি। তো এটা তাসফিনের জন্যই।’

নিজের বোলিং স্পেল ইতিহাসে স্থান পাওয়ার পরই নিজের স্বপ্নের কথা বলেছেন তাসকিন, ‘আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা ফাস্ট বোলাররা উন্নতি করতেছি। অনেকেই রেকর্ড গড়ছে দেশে বা বাইরে। এটা খুবই ভালো লক্ষণ। আমাদের যে উন্নতির ধারাবাহিকতা আছে সেটা বোঝা যাচ্ছে। আমার স্বপ্ন কিংবদন্তি ফাস্ট বোলার হয়ে ক্যারিয়ার শেষ করা। যাতে অনেক উইকেট পাই এবং অনেক কন্ট্রিবিউশন থাকে দেশকে জেতানোর পেছনে, আমারও এটাই লক্ষ্য থাকে।’