খেলাধুলা

বুধবার বিকেল ৫টায় সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের অঘোষিত ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ দল।

ম্যাচের আগের দিন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেছেন, সবাই দায়িত্ব নিয়ে খেললে সিরিজ জয় সম্ভব।

তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় সেঞ্চুরিয়নে ৩১৪ রানের পাহাড় গড়ে ৩৮ রানে জয় পায় বাংলাদেশ। জোহানেসবার্গে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতায় ফেরে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। বুধবার শেষ ম্যাচে যারাই জিতবে সিরিজ তাদেরই হবে।

অঘোষিত ফাইনালের আগে মিরাজ বলেন, ওয়ানডে ক্রিকেটে রান খুব গুরুত্বপূর্ণ। ২০০ রান করে জেতা সম্ভব নয়, বিশেষ করে ওদের মাটিতে। আমরা যদি ভালো একটা স্কোর গড়ি, তাহলে জেতাটা সহজ হয়ে যায়। সবসময় আমরা খেলায় থাকব। সবশেষ উইকেট কিন্তু ওরকম ছিল না, রান করার মতো। অসমান বাউন্স ছিল, বল উঁচু-নিচু হচ্ছিল। এটা ব্যাটসম্যানদের জন্য অনেক কঠিন। উইকেট ভালো থাকলে অন্যরকম চিত্র হতে পারত।

মিরাজ আরও বলেন, সেঞ্চুরিয়নের উইকেট খুবই ভালো। আমরা যেহেতু প্রথম ম্যাচ খেলেছি, উইকেট ভালো থাকে এখানে, আমাদের আত্মবিশ্বাসও আছে যে তিনশর বেশি রান করেছি এখানে। সবাই দায়িত্ব নিয়ে খেললে অবশ্যই সিরিজ জয় সম্ভব। বোলারদের জন্য যদি ভালো একটা সংগ্রহ দিতে পারি দায়িত্ব নিয়ে খেলে, তাহলে বোলাররাও তা ডিফেন্ড করতে পারবে বলে আশা করি।

খেলাধুলা

দক্ষিণ আফ্রিকায় এবারের সফরে ২০ বছরের খরা কাটাল বাংলাদেশ। এ সফরেই দীর্ঘ দিনের জয়ের আক্ষেপ ঘুচাল টাইগাররা।

তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় ৩১৪ রানের পাহাড় গড়ে ৩৮ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। সেই জয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখা বাংলাদেশ বড় ব্যবধানে হেরে যায় দ্বিতীয় ম্যাচে। জোহানেসবার্গে ব্যাটিং বিপর্যয়ের কারণে বড় ব্যবধানে হারে টাইগাররা।

দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজে ১-১ সমতায় ফেরে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। যে কারণে সিরিজের তৃতীয় ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছে।

বুধবার সেঞ্চুরিয়নে বিকেল ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচে যারা নিজেদের সেরাটা উজার করে দিতে পারবে তাদের সিরিজ জয়ের হাতছানি রয়েছে। দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে হারাতে ২০ বছর অপেক্ষা করা বাংলাদেশ কি পারবে প্রথম জয়ের পাশাপাশি সিরিজ নিজেদের করে নিতে?

দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়ায় সিরিজের শেষ খেলায় বাংলাদেশ দলের একাদশে পরিবর্তন আসতে পারে!

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: জানেমান মালান, এইডেন মার্কওরাম, টিম্বা বাভুমা (অধিনায়ক), রিশি ভেন দার ডুসেন, কাইল ভেরেইন, ডেভিড মিলার, আন্দ্রেল ফাহালুকাওয়ে, মার্কু জেনসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।

খেলাধুলা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলাটা যেকোনো ক্রিকেটারের জন্য স্বপ্ন। এবার সেই স্বপ্ন পূরণে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ।

ইংলিশ পেসার মার্ক উডের ইনুজুরিতে তার স্থলে বাংলাদেশি এ পেসারকে পছন্দ আইপিএলের এবারের মৌসুমের নতুন দল লক্ষনৌ সুপার জায়ান্টস ফ্রাঞ্চাইজির।

তাসকিনকে চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফোনও করেন ফ্রাঞ্চাইজিটির মেন্টর গৌতম গম্ভীর।

তবে এ মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় জাতীয় দলের খেলায় ব্যস্ত এ পেসারকে ছাড়বে কি না বিসিবি সেটাই ছিল প্রশ্ন।

জানা গেছে, তাসকিনকে আইপিএল খেলতে দিতে আপত্তি নেই বিসিবির। তবে দক্ষিণ আফ্রিকায় সিরিজ চলাকালীন তাকে ছাড়ছে নারাজ বিসিবি। ওয়ানডে সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু ৩১ মার্চ থেকে। এদিকে আইপিএলের পর্দা উঠবে ২৬ মার্চ।

বিষয়টি মনে করিয়ে দিয়ে জোহানেসবার্গে দলের একজন কর্মকর্তা জানিয়েছেন, তাসকিনতে যেতে হলে তো ওয়ানডে সিরিজের পরপরই যেতে হবে। কিন্তু টেস্ট সিরিজের আগে আমরা আমাদের গুরুত্বপূর্ণ একজন বোলারকে কেন ছেড়ে দেব?।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বিষয়ও আরও পরিষ্কার করে বলেছেন, তাসকিন অনাপত্তিপত্র পাবে কি না, এ ব্যাপারে আইপিএলের একটি ফ্র্যাঞ্চাইজি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু আমাদের কাছে তো জাতীয় স্বার্থটা আগে। কেউ আইপিএলে খেললেও সেটা জাতীয় দলের খেলা বাদ দিয়ে নয়। এই মুহূর্তে তাসকিনের যাওয়ার কোনো সম্ভাবনা নেই। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর ও শ্রীলংকা সিরিজের মাঝের সময়টাতে কেউ তাসকিনকে আইপিএলে নিতে চাইলে সেটি বিবেচনা করে দেখা হবে।

উল্লেখ্য, আইপিএলের মেগা নিলামের সংক্ষিপ্ত তালিকায় ছিল তাসকিনের নাম। কিন্তু সেই নিলামে কোনো দল আগ্রহ দেখায়নি ৫০ লাখ রুপির এই পেসারের ওপর। এবার তাসকিনের কপাল খুললেও তিনি আইপিএলে যুক্ত হতে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

খেলাধুলা

দক্ষিণ আফ্রিকায় মাত্র একটি জয় পেতে অপেক্ষা করতে হয়েছে ২০ বছর। দীর্ঘ অপেক্ষার পর চলতি সফরে আফ্রিকার মাঠে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ দল।

শুধু বছরের হিসাবেই নয়, আফ্রিকার মাঠে স্বাগতিকদের বিপক্ষে জয় পেতে খেলতে হয়েছে ২০ ম্যাচ। বিশ ম্যাচ পর অধরা সেই জয়ের দেখা পেল টাইগাররা। এখন অপেক্ষা সিরিজ জয়ের। কাঙ্ক্ষিত সেই জয় কবে ধরা দেবে তা সময়ই বলে দেবে।

শুক্রবার সেঞ্চুরিয়নে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয়ের পর থেকেই সিরিজ জয়ের স্বপ্নে বিভোর টাইগাররা।

রোববার জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়ে যায় তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।

১২.৪ ওভারে মাত্র ৩৪ রানেই টপঅর্ডার ৫ ব্যাটসম্যান তামিম ইকবাল, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী ও মুশফিকুর রহিমের উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ দল।

দলের এমন কঠিন মুহূর্তে হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। এই জুটি স্কোর বোর্ডে জমা করে ৬০ রান। এরপর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন আফিফ। তাদের এই জুটিতেই দুইশ ছাড়িয়ে আড়াইশর কাছাকাছি রান সংগ্রহের সম্ভাবনা তৈরি হয়।

কিন্তু কাগিসো রাবাদার করা ৪৬তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে দুই সেট ব্যাটসম্যান আফিফ ও মিরাজ আউট হওয়ার পর লেজের ব্যাটসম্যানরা দলকে সেভাবে টানতে পারেননি। যে কারণে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

সহজ টার্গেট তাড়ায় কুইন্টন ডি কক ও কাইল ভারানির অনবদ্য ব্যাটিংয়ে ৭৬ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। দলের জয়ে ৬২ ও ৫৮ রান করেন ডি কক ও ভারানি।

সিরিজ নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার সেঞ্চুরিয়নে। অঘোষিত সেই ‘ফাইনালে’ যে দল নিজেদের সেরাটা উজাড় করে দিতে পারবে তারাই সিরিজ জিতবে।

খেলাধুলা

বাংলাদেশ দলকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় সেঞ্চুরিয়নে হেরে ব্যাকফুটে ছিল স্বাগতিকরা।

রোববার জোহানেসবার্গে ১৯৫ রানের সহজ টার্গেট তাড়ায় ৭৬ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা।

এদিন খেলা শেষে প্রোটিয়া অধিনায়ক টিম্বা বাভুমা বলেন, আজকের ম্যাচে দুরন্ত জয়ে আমরা আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। আমরা এ আত্মবিশ্বাস সিরিজের শেষ ম্যাচে অঘোষিত ‘ফাইনালে’ কাজে লাগাতে চেষ্টা করব।

সতীর্থদের অনেক জোরাজুরিতে বোলিং করেন টিম্বা বাভুমা। তার বলে সোজা ব্যাটে খেলেন আফিফ হোসেন। দ্রুতবেগে যাওয়া বলটি তালুবন্দি করতে বোলিং পজিশন থেকেই ডান দিকে ঝাঁপ দেন বাভুমা। বলটি তার আঙুলে আঘাত হানে। ব্যথায় মাঠ ছাড়েন প্রোটিয়া অধিনায়ক। পরে অবশ্য মাঠে ফিরে ব্যাট করেছেন।

নিজের চোট নিয়ে বাভুমা বলেন, আমার আঙুলে একটু ব্যথা হয়েছে, স্ক্যান করাতে হবে। সবাই আমাকে বল করতে অনুরোধ করেন। আমাদের বোলাররা ভালো বোলিং করেছেন। যে কারণে আমরা প্রতিপক্ষকে চাপের মধ্যে রাখতে পেরেছি।

খেলাধুলা

সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

ভারতের জামশেদপুরে অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের নিজেদের প্রথম ম্যাচে নেপালের মেয়েদের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশের মেয়েরা।

এ ম্যাচটিতে নেপালকে রীতিমতো বিধ্বস্ত করেছে বাংলাদেশ। হিমালয়ের কন্যাদের বাংলার মেয়েরা হারিয়েছে ৪-২ গোলের বড় ব্যবধানে।

বাংলাদেশের হয়ে ম্যাচটিতে প্রথমটি গোলটি করেছেন আফ্রিদা। ম্যাচ শুরু হওয়ার মাত্র ৪৬ সেকেন্ডের মাথায় বল জালে জড়াতে সমর্থ হন। বলা যায় নেপালের খেলোয়াড়রা ঠিকমতো প্রস্তুত হওয়ার আগেই লাল-সবুজের প্রতিনিদিদের এগিয়ে নেন আফ্রিকা।

বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোলটি করেন আকলিমা খাতুন। তিনি ৩৩ মিনিটের সময় বল জালে জড়ান। অবশ্য দ্বিতীয় গোলটি করার আগে বাংরাদেশ একটি গোল হজম করে বসেছিল।

এরপর ৩৫ মিনিটের সময় ইতি খাতুন দলের তৃতীয় গোলটি করেন। প্রথমার্ধের শেষ মূহুর্তে দলের চতুর্থ গোলটি করেন শাহেদা আক্তার রিপা।

বাংলাদেশ তাদের চারটি গোলের সবগুলোই পায় ম্যাচের প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে নেপালীদের জাল ভেদ করতে পারেননি লাল-সবুজের প্রতিনিধিরা। নেপাল শেষ দিকে আরেকটি গোল করে ব্যবধান কমায়।

এদিকে বাংলাদেশ তাদের পরের ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী ভারতের বিপক্ষে। স্বাগতিক ভারত নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৭-০ গোলের ব্যবধানে হারায়।

খেলাধুলা

বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, সাকিবের উপস্থিতি দলে ভারসাম্য আনে। তার মতো একজনকে পাওয়া দারুণ ব্যাপার। এখানে সাকিব আগেও খেলেছে। সে বিশ্বমানের ক্রিকেটার। তাকে পেয়ে ভালো লাগছে।

শুক্রবার দক্ষিণ আফ্রিকার মাঠে শুরু হচ্ছে টাইগারদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের আগে কোচ বলেছেন, ওয়ানডে দল নিয়ে আমি খুশি। দলে ভারসাম্য আছে। ব্যাটিংয়ে গভীরতা, টপঅর্ডারে অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার এবং দারুণ কিছু পেস বোলার আছে। ৫০ ওভারের ক্রিকেটে আমরা ভারসাম্যপূর্ণ একটি দল।

তিনি আরও বলেন, শুক্রবার ম্যাচের দিন আবহাওয়া ভালো থাকবে। যদিও বছরের এই সময়টায় ঝড়বৃষ্টি হয়। আশা করি, শুক্রবার রোদ উঠবে। দিবারাত্রির ম্যাচে মেঘাচ্ছন্ন আবহাওয়া খুব বেশি প্রভাব ফেলতে পারবে না। এটা বড় কোনো ফ্যাক্টর নয়।

ডমিঙ্গো বলেন, আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুশফিক দারুণ ইনিংস খেলেছে। সাকিবও ভালো বোলিং করেছে। আমার কাছে সিনিয়র-জুনিয়র বলে কিছু নেই। ওয়ানডে দল নিয়ে আমি খুশি। দলে ভারসাম্য আছে। ব্যাটিংয়ে গভীরতা, টপঅর্ডারে অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার এবং দারুণ কিছু পেস বোলার আছে। ৫০ ওভারের ক্রিকেটে আমরা ভারসাম্যপূর্ণ একটি দল।

তিনি বলেন, পারফর্ম করবে খেলোয়াড়রা। নিজেদের খেলা সম্পর্কে তারা জানে। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি যদি একজন কোচের ওপর নির্ভর করে ম্যাচের ১-২ দিন আগে বড় পরিবর্তন আনতে চান, তাহলে বিপদে পড়ে যাবেন।

খেলাধুলা

ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরের পর ইরানকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ।

এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ দল।

মঙ্গলবার জাকার্তার জেবিকে হকি ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে আশরাফুল ইসলামের হ্যাটট্রিকের সহায়তায় ইরানকে ৬-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। অপর তিনটি গোল করেন খোরশেদুর রহমান, মিলন হোসেন ও রোমান সরকার। ইরানের দুই গোলদাতা মোহাম্মদ আলী ও নাভিদ হোসাইন।

টুর্নামেন্ট শুরুর আগে ইরান ছিল বিশ্ব র‌্যাংকিংয়ের বাইরে। শুরুতে তারা খেলার ধারার বিরুদ্ধে গোল করে এগিয়ে যায়। তবে দমে যায়নি বাংলাদেশ। আক্রমণাত্মক খেলার ধারাবাহিকতা ধরে রেখে তুলে নিয়েছে টানা তৃতীয় জয়।

তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে বি-গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।

স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করে গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। পরের ম্যাচে জিমি-আশরাফুলরা সিঙ্গাপুরকে উড়িয়ে দেন ৭-০ ব্যবধানে।

খেলাধুলা

১৯৯৯ বিশ্বকাপ থেকে ২০২২। নর্দ্যাম্পটন থেকে হ্যামিল্টন। দুটি সময় আর দুই শহর একটা জায়গায় যেন বাংলাদেশ ক্রিকেটের জন্য মিলে গেল এক বিন্দুতে। ১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপে গিয়ে বাংলাদেশের ছেলেদের প্রথম জয় ছিল স্কটল্যান্ডের বিপক্ষে, তবে ক্রিকেট বিশ্বকে নাড়া দেয় তারা পাকিস্তানকে হারিয়ে। এবার মেয়েদের দল প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে গিয়েও হারিয়ে দিল পাকিস্তানকে। দারুণ এই জয়ের পর বাংলাদেশের মেয়েদের মনে পড়ছে ছেলেদের সেই স্মরণীয় জয়ের কথা।

খেলাধুলা

প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক মোটর রেসে চ্যাম্পিয়ন হলেন অভিক আনোয়ার।

শনিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপে এ সাফল্য পান অভিক। নিজের প্রতিষ্ঠিত বাংলাদেশ মোটর স্পোর্টস দলের হয়ে তিনি এই শিরোপা অর্জন করেন।

দুবাই অটো ড্রোমে অনুষ্ঠিত এ রেসে যুক্তরাষ্ট্র, কানাডা, বাংলাদেশ, ভারত, আরব আমিরাত ও ইউরোপের কয়েকটি দেশের ১৭ জন প্রতিযোগী অংশ নেয়।

প্রথম বাংলাদেশি হিসেবে এমন সাফল্য অর্জনের পর অভিক বলেন, প্রথম বাংলাদেশি রেসিং ড্রাইভার হিসেবে চ্যাম্পিয়ন হলাম। এটা আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে। এটি ছিল একটি মাল্টিক্লাস রেসিং প্রতিযোগিতা।

আরব আমিরাতের মোটর ক্রীড়ার নিয়ন্ত্রক সংস্থা এমিরেটস মোটর স্পোর্ট অর্গানাইজেশন (ইএসএমও) ন্যাশনাল রেসিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করে থাকে। অভিক আনোয়ার এই প্রতিযোগিতার ‘৮৬ ক্যাটাগরি’–তে চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি

অভিক আনোয়ার জানান, দুবাই অটো ড্রামের এই রেসিং ট্র্যাকের দৈর্ঘ্য ৪ দশমিক ৪ কিলোমিটার। রেসের সময়সীমা ৩০ মিনিট। প্রতি রেসে ১২ ল্যাপ করে সম্পন্ন করতে হয়েছে।