জাতীয়

মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির কথা বলে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘বনবন্ধু’ পরিচয় দিয়ে জাহিদুর রহমান ইকবাল নামের এই ব্যক্তি প্রতারণা করে আসছিলেন। এ ছাড়া আরো একাধিক ভুয়া প্রতিষ্ঠানের প্রধান পরিচয় দিয়ে তিনি লোকজনের সঙ্গে প্রতারণা করছিলেন।

অবশেষে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজধানীর কারওয়ান বাজারের শাহ আলী ভবনে নিজের কথিত কার্যালয় থেকে জাহিদুর রহমান ইকবালকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ।

আজ বুধবার দুপুরে নিজের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হারুণ-অর-রশীদ জানান, গ্রেপ্তারের সময় ইকবালের কাছ থেকে ২৭০টি সিল, বিভিন্ন প্রতিষ্ঠানের ১৮৪টি ডকুমেন্টস প্রসেসিং ফাইল, মুজিববর্ষের লোগো ব্যবহার করা ও প্রধানমন্ত্রীর বাণীসংবলিত ৫০০টি চিঠি, দুটি সিপিইউ, দুটি প্রিন্টার, একটি স্ক্যানার, দুটি মনিটর, একটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোনসেট ও একটি টয়োটা করোলা গাড়ি জব্দ করা হয়।

পুলিশ কর্মকর্তা বলেন, ইকবাল মুজিববর্ষের লোগো, প্রধানমন্ত্রীর বাণী ব্যবহার করে গাছ লাগানোর কথা বলে প্রায় ৪০ হাজার ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে অনুদান চেয়ে চিঠি পাঠিয়েছেন।
তিনি আরো বলেন, ‘৩০ বছর ধরে জাহিদুর রহমান ইকবাল ওরফে বনবন্ধু জাহিদুর রহমান ইকবাল প্রতারণা করে আসছে। মুজিববর্ষের লোগো ও প্রধানমন্ত্রীর বাণী ব্যবহার করে এখন চলছিল তার মূল প্রতারণা।

এ ছাড়া সে নিজেকে কনসালট্যান্ট গ্রুপ লিমিটেড, এসএমই কনসালট্যান্ট লিমিটেড ও ইইএফ কনসালট্যান্ট লিমিটেড নামের তিনটি অবৈধ কম্পানির চেয়ারম্যান এবং সিইও দাবি করে। কিন্তু কম্পানিগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের নাম ভাঙিয়ে ঋণ পাইয়ে দেওয়ার কনসালটেন্সির কথা বলে অর্থ আত্মসাৎ করত এই প্রতারক।

অন্যদিকে এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড), আয়করের ভুয়া কাগজপত্র তৈরি করে ব্যাংক থেকে লোন প্রসেসিং, বাংলাদেশ ট্রি প্লান্টেশন ফাউন্ডেশন নামে অবৈধ প্রতিষ্ঠানের ব্যানারে বৃক্ষরোপণের কথা বলে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাত্ করে আসছিল।’

ইকবাল বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজের অনুমোদনসহ নানা ধরনের কনসালট্যান্সির নামেও বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। তিনি বলেন, ‘এ পর্যন্ত তার বিরুদ্ধে পাঁচ শ লোকের মৌখিক অভিযোগ এসেছে আমাদের কাছে। ধারণা করছি সে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আমরা তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করব। রিমান্ডে নিলে জানা যাবে সে কত লোকের কাছ থেকে কী পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।’

জাতীয়

একদিনের ব্যবধানে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু কমলো কয়েকগুণ। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৪২৮ জন।

বুধবার ( ২৪ ফেব্রুয়ারি) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া ৫ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৩৭৯ জনে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ১৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন ৪২৮ জন আক্রান্তসহ দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৪ হাজার ৫৪৪ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, একই সময় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯১১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৯৩ হাজার ৭৯৮ জন হয়েছে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৬৫ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৬৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।

জাতীয়

ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত বাস রুটের প্রথম পাইলটিং চলতি বছরের মধ্যে শেষ করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বর্তমানে যে গতিতে কাজ এগুচ্ছে তা অব্যাহত থাকলে এ বছরের মধ্যেই পাইলটিংটা শেষ করা সম্ভব হবে বলে জানান তিনি।

এমন বক্তব্য দিয়ে মেয়র আরও জানান, ঘাটারচর থেকে কাঁচপুর রুটে প্রতি কিলোমিটারের জন্য ২ টাকা ২০ পয়সা হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার দক্ষিণ সিটির নগর ভবনের বুড়িগঙ্গা হলে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো এবং যানজট নিরসনে গঠিত বাস রুট রেশনালাইজেশন বিষয়ক কমিটির ১৬তম সভা শেষে সাংবাদিকদের এস তথ্য দেন ডিএসসিসির মেয়র।

মেয়র বলেন, ‌‌‘প্রতি কিলোমিটার ২ টাকা ২০ পয়সা হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে। এখন এতে মন্ত্রণালয়ের সম্মতি লাগবে, অনুমোদন লাগবে। আশা করছি যেহেতু বিআরটিএ কার্যক্রম সম্পন্ন করেছে, মন্ত্রণালয়ও এটা নির্ধারণ করে দেবে। বিআরটিএ এরইমাঝে প্রস্তাবিত রুটের ভাড়া নির্ধারণ কার্যক্রম সম্পন্ন করে তা মন্ত্রণালয়ে প্রেরণ করেছে।’

কাজের অগ্রগতির বিষয়ে মেয়র তাপস বলেন, ‘আমরা সঠিক পথেই রয়েছি। এ বছরের মধ্যেই পাইলটিংটা শেষ করতে পারব। এই পাইলটিং শেষ করার মাধ্যমে প্রথম ধাপটা এগিয়ে গেলেই বাকি রুটগুলো আমরা এই রুটের সঙ্গে সন্নিবেশ করতে পারব।’

সভায় ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয়

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও খ্যাতিমান ব্যাংকার খোন্দকার ইব্রাহিম খালেদ আর নেই।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজউন)।

খোন্দকার ইব্রাহিম খালেদের ছেলে খোন্দকার সাঈদ বাংলানিউজকে বলেন, বাবা ভোর ৫টা ৪০ মিনিটে পিজি হাসপাতালের আইসিইউতে মারা গেছেন। সকাল ১১টায় সেগুনবাগিচার কচিকাচার মেলায় রাখা হবে তার মরদেহ। পরে বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে জানাজা শেষে গোপালগঞ্জ সদরে দাফন করা হবে।

গত মাসে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। পরে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে নিউমোনিয়া ধরা পড়ে।

খোন্দকার ইব্রাহিম খালেদ বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের এমডি) দায়িত্ব পালন করেছেন।

জাতীয়

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে জকির বাহিনীর প্রধানসহ তিনজন নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, তিনজনই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ শালবাগান পাহাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। জকির টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের হাজী আব্দুল আমিনের ছেলে। বাকি দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বাংলানিউজকে জানান, র‌্যাবের একটি দল টেকনাফ শালবাগান পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জকিরসহ তার বাহিনীর লোকজন র‌্যাবের ওপর গুলি ছোড়ে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ বন্দুকযুদ্ধ হয়। পরে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে জকির বাহিনীর প্রধানসহ তিনজনের মরদেহ উদ্ধার করে। এ সময় জকির আস্তানা থেকে দুইটি পিস্তল, দুইটি বন্দুক এবং পাঁচটি ওয়ান শুটার, ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। তাদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান মেজর মেহেদী হাসান।

জাতীয়

বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিস্ট, গবেষক, বুদ্ধিজীবী সৈয়দ আবুল মকসুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। হাসপাতালের কাস্টমার সার্ভিস অফিসার ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আবুল মকসুদের ছেলে নাসিফ মকসুক বলেন, ‘বাবা বাসায় অজ্ঞান হয়ে পড়ে যান। পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

সৈয়দ আবুল মকসুদ ১৯৪৬ সালের ২৩ অক্টোবর মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার এলাচিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ আবুল মাহমুদ ও মা সালেহা বেগম।

সৈয়দ আবুল মকসুদের সাহিত্যচর্চা শুরু হয় ষাটের দশকে কবিতা, গল্প ও প্রবন্ধ দিয়ে। তিনি নিয়মিত বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লিখতেন।

তাঁর রচিত বইয়ের সংখ্যা চল্লিশের ওপর। বাংলা সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি ১৯৯৫ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

জাতীয়

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৩৭৪ জন। নতুন করে ৩৯৯ জন শনাক্তসহ দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ১১৬ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের ১০ জন পুরুষ ও আটজন নারী। দেশে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৭৪৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

মঙ্গলবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ৮২৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯২ হাজার ৮৮৭ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়া হয়েছে। তবে কয়েক ধাপ বাড়ানোর পর ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ছিল। সেই ছুটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

জাতীয়

করোনা ভাইরাস প্রতিরোধে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে এলো ২০ লাখ করোনার টিকা। সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ভারতের স্পাইসজেট এসজি-০০৬৩ ফ্লাইটটি কোভিশিল্ড ভ্যাকসিনের ২০ লাখ ডোজের একটি চালান নিয়ে বিমানবন্দরে অবতারণ করে।

দ্বিতীয় চালানে আসা করোনা ভাইরাস প্রতিরোধী টিকার (কোভিশিল্ড) ২০ লাখ ডোজের সেম্পল (নমুনা) পরীক্ষার জন্য মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ওষুধ প্রশাসনে পাঠানোর কথা রয়েছে।

দ্বিতীয় চালানে আসা করোনা ভ্যাকসিন (কোভিশিল্ড) ফ্লাইট থেকে নামানোর পর বিমানবন্দর থেকে বিশেষ ফ্রিজার কাভার্ডভ্যানে করে নিয়ে যাওয়া হবে টঙ্গীতে অবস্থিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যারহাউজে (সংরক্ষানাগারে)।

এর আগে, করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের (কোভিশিল্ড) ২০ লাখ ডোজ বাংলাদেশকে উপহার দিয়েছে ভারত। এরপর গত ২৫ জানুয়ারি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনায় প্রথম চালানে ৫০ লাখ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন (টিকা) বাংলাদেশে নিয়ে আসা হয়।

গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নার্স রুনু ভেরোনিকা কস্তাকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা (কোভিশিল্ড) দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে টিকা দান কর্মসূচির উদ্বোধন হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

জাতীয়

আগামী ঈদুল ফিতরের পর ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।

তিনি আজ করোনাকালীন উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন,এছাড়া দেশের সব স্কুল ও কলেজ খোলার বিষয়ে চলতি মাসের ২৮ তারিখে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় খোলার প্রসঙ্গে তিনি বলেন, তবে শিক্ষার্থীদের সুবিধার্থে ১৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় খোলার আগে শিক্ষক,শিক্ষার্থী ও কর্মচারীদেরকে করোনা ভাইরাসের টিকা অবশ্যই গ্রহণ করতে হবে।

অন্যদিকে,করোনা ভাইরাসের কারণে এই সময়কালে গত ১১ মাস থেকে অনলাইনের মাধ্যমে যে প্রক্রিয়ায় শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাস চলেছিল তা অব্যাহত থাকবে।’

শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, বিশ্ববিদ্যালয় খোলার আগ পর্যন্ত কোন ধরনের পরীক্ষা নেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় খোলার পর পাঠদানের ভিত্তিতেই পরীক্ষা দেওয়ার নির্দেশনা দেন তিনি।

জাতীয়

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৭ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ৬৯২ জন।

এদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। গতকালও ৭ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৩৫৬ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ। গত ১৯ ফেব্রুয়ারি থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।

আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১১ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষায় ৩৬৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৩৯ জন বেশি শনাক্ত হয়েছে। গতকাল ১৪ হাজার ৩৬ জনের নমুুনা পরীক্ষায় ৩২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।

দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৩০ শতাংশ। আগের দিন এই হার ছিল ২ দশমিক ৩৩ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৯৭ শতাংশ বেশি।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৩৯ লাখ ৫৮ হাজার ৭৭৬ জনের নমুনা পরীক্ষায় ৫ লাখ ৪৩ হাজার ৭১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার ৩০ লাখ ৫৯ হাজার ৯৫৮টি হয়েছে সরকারি এবং ৮ লাখ ৯৮ হাজার ৮১৮টি হয়েছে বেসরকারি ব্যবস্থাপনায়। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৩ দশমিক ৭৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৬৯২ জন। গতকালের চেয়ে আজ ২১৭ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ৪৭৫ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৯২ হাজার ৫৯ জন।

আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৫০ শতাংশ। গতকাল এই হার ছিল ৯০ দশমিক ৪৩ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ০৭ শতাংশ বেশি।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ৫১ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৪ হাজার ২১২ জনের। গতকালের চেয়ে আজ ৩ হাজার ১৬১টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সরকারি ১৪৬টি ও বেসরকারি ৬৮টিসহ ২১৪টি পরীক্ষাগারে (এন্টিজেন টেস্টসহ) নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ১০৩ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৪ হাজার ৩৬ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ২ হাজার ৯৩৩টি কম নমুনা পরীক্ষা হয়েছে।