জাতীয়

ঈদ উপলক্ষে সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ের আগামী এক সপ্তাহ বিনা টিকেটে পর্যটকেরা ঢুকতে পারবেন।

বৃহস্পতিবার (৫ মে) জাফলংয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনার পর সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান এ ঘোষণা দিয়েছেন।

এছাড়া হামলার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাদের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।
পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে জানিয়ে জেলা প্রশাসক আরও বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ, টুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যাতে ঈদ উপলক্ষে আগামী ৭ দিন জাফলংয়ের প্রবেশ ফি উন্মোক্ত করে দেওয়া হয়। এ সংক্রান্ত নির্দেশনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমি দিয়েছি। এছাড়াও এ ঘটনার সঠিক তথ্য দিয়ে ইউএনওকে ঘটনাস্থলে গিয়ে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন তিনি।

এরআগে, বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুর ২টার দিকে প্রবেশ ফি নিয়ে পর্যটকরদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কাউন্টারে থাকা স্বেচ্ছাসেবকরা পর্যটকদের বেধড়ক লাঠিপেটা করে এবং নারীদের হায়ে হাত তুলে তাদেরও হেনস্তা করে। এসময় একজন তরুণী ও শিশু সন্তান কোলে নিয়ে এক নারী যুবককে এগিয়ে আসলেও তাদের ওপরও হামলা চালায় স্বেচ্ছাসেবকেরা।

এ ঘটনায় বিকেলে অভিযান চালিয়ে ৫ হামলাকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঘটনাস্থলে থেকে তাদের আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ।

এ ব্যাপারে সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তাৎক্ষণিকভাবে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। জাফলং পর্যটন কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিবি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ কাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।

জাতীয়

গুরুতর হাঁপানি রোগসহ বার্ধক্যজনিত কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে অক্ষম পিতা। কিন্তু ৭৫ বয়সী পিতা আবদুল হেকিমের ঈদুল ফিতরের জামাত আদায়ের ইচ্ছা ছিল প্রবল।

বাবার এমন ইচ্ছা পূরণে শেষপর্যন্ত মূষলধারে বৃষ্টির মধ্যে নিজের কাঁধে চড়িয়ে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত জামে মসজিদে নিয়ে গেলেন প্রিয় সন্তান দুলাল মিয়া (২৬)।

ঈদুল ফিতরের জামাত শেষে একই কায়দায় পিতাকে কাঁধে চড়িয়ে বাড়ি ফেরার সময় ক্যামেরাবন্দি হলে এ ছবি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে। মুখে মুখে ছড়িয়ে পড়ে পিতৃভক্তির এমন অনন্য দৃষ্টান্ত।

মঙ্গলবার ঈদুল ফিতরের দিনে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের সুখিয়া গ্রামের এ ঘটনা এখন ‘টক অব দ্য’ কিশোরগঞ্জ।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সুখিয়া সরকার বাড়ির প্রবীণ সদস্য আবদুল হেকিম। দীর্ঘদিন ধরে তিনি হাঁপানি ও বার্ধক্যজনিত রোগে ভুগছেন। অসুখ আর বয়সের ভারে স্বাভাবিক চলাফেরা করতে অক্ষম তিনি। কিন্তু জীবন সায়াহ্নে দাঁড়িয়ে অন্যান্য মুসল্লিদের সঙ্গে এবারের ঈদুল ফিতরের জামাত আদায়ের ইচ্ছা প্রকাশ করলেন আবদুল হেকিম। জামাতের আগে মূষলধারে বৃষ্টি শুরু হওয়ায় ঈদগাহের পরিবর্তে এলাকার প্রসিদ্ধ জামে মসজিদে জামাতের আয়োজন করা হয়। এমন পরিস্থিতিতে পিতার ইচ্ছা পূরণে একমাত্র সন্তান পিতাকে কাঁধে চড়িয়ে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত ওই জামে মসজিদে নিয়ে গেলেন।

ঈদুল ফিতরের জামাত শেষে একই কায়দায় পিতাকে কাঁধে চড়িয়ে গ্রামের মেঠোপথ ধরে বাড়ি ফেরার পথে কোনো একজন মোবাইল ক্যামেরায় বন্দি করেন এ দৃশ্য। আর মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে এ ছবি।

দুলাল মিয়ার সঙ্গে কথা হলে তিনি গণমাধ্যমকে বলেন, আমি মোটেও ভাইরাল হওয়ার জন্য এমন কাজ করিনি কিংবা কল্পনাও করিনি। আমি শুধু সন্তান হিসেবে আমার জন্মদাতা অসুস্থ-বয়োবৃদ্ধ পিতার মুসল্লিগণের সঙ্গে ঈদুল ফিতরের জামাত আদায়ের ইচ্ছা পূরণের জন্য একটি ছোট্ট দায়িত্ব পালন করেছি।

এ সময় তিনি আরও জানান, অসুস্থ বয়োবৃদ্ধ পিতার সেবায় এমনিতেই সার্বক্ষণিক নিয়োজিত থাকতে পারার সুযোগ লুফে নেন তিনি। সারা জীবন পিতার সেবা করে কাটিয়ে দিতে চান তিনি। এ সময় তার পিতার সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন পিতৃভক্ত সন্তান দুলাল মিয়া।

বৃহস্পতিবার দুপুরে সুখিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আবদুল হামিদ টিটুর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দুলাল মিয়ার পিতৃভক্তির এমন উদাহরণ এলাকার অন্যান্য সন্তানদের সামনে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এমন কর্তব্যবোধের কারণে তিনি এখন প্রশংসার জোয়ারে ভাসছেন। এমন দায়িত্ববোধ গর্ব ও অহংকারের। সব সন্তানদেরই বয়োবৃদ্ধ-অসুস্থ ও স্বাভাবিক চলাফেরা করতে অক্ষম বাবা-মায়ের প্রতি এমন যত্নবান হওয়া এবং তাদের সেবায় নিজেকে উৎসর্গ করা উচিত।

জাতীয়

এক দশকের রেকর্ড ভেঙে চট্টগ্রাম বন্দরে ঈদের দিন জাহাজ বার্থিং ও আনবার্থিং করা হয়েছে।

কালবৈশাখীর দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও মঙ্গলবার (৩ মে) দুপুর ১২টায় বন্দরের সিসিটি-১ জেটি থেকে লাইবেরিয়ার পতাকাবাহী ভেসি স্টার জাহাজটি ২০ ফুট লম্বা ১১৯৫টি কনটেইনার নিয়ে সিঙ্গাপুর-পোর্ট কেলাং বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এরপর একই জেটিতে আনা হয় ৯৩৮ কনটেইনারের সিঙ্গাপুরের পতাকাবাহী কোটা রাজিন জাহাজটি। জাহাজ দুইটিকে সহায়তা করে বন্দরে শক্তিশালী টাগ কাণ্ডারী ১০।

বন্দর ব্যবহারকারীরা জানান, আগে ঈদের দিন বন্দর জাহাজ আসা যাওয়ার কার্যক্রম বন্ধ থাকত। এবার প্রধানমন্ত্রী ঘোষিত ২৪ ঘণ্টা ৭ দিন বন্দর সচল রাখার নির্দেশনা বাস্তবায়নে ঈদের দিনও জাহাজ হ্যান্ডলিং হয়েছে।

বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, সদস্য কমডোর মো. মোস্তাফিজুর রহমানের পৃষ্ঠপোষকতায় ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলমের নেতৃত্বে ক্যাপ্টেন আবু সাঈদ মো. কামরুল আলম বহির্গামী জাহাজের পাইলটিং সম্পন্ন করেন। অন্যদিকে বহির্নোঙর থেকে অপর জাহাজটি জেটিতে আনেন পাইলট আবুল খায়ের।

জাতীয়

পবিত্র ঈদুল ফিতরের দিন ১৩ জেলায় পৃথক দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৪৫ জন।

মঙ্গলবার (০৩ মে) নান্দাইল সড়ক দুর্ঘটনায় ৩ জন, আড়াইহাজারে ১ জন, কুমিল্লায় ৩ জন, মানিকগঞ্জে ১ জন, সিরাজগঞ্জে ২ জন, গাইবান্ধায় ১ জন, ধনবাড়িতে ২ জন ও বজ্রপাতে ৩ জন, বরগুনায় বজ্রপাতে ১ জন, নোয়াখালীতে ১ জন, আজমিরীগঞ্জে ১ জন, আখাউড়ায় ১ জন ও ডিমলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্টদের পাঠানো খবর:-

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাত, বিদ্যুৎস্পৃষ্ট এবং সড়ক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ মে) মধ্যরাত থেকে ঈদের দিন সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদি কুড়েরপাড় গ্রামের আ. মালেক মাস্টারের ছেলে আল মামুন (২৫)। একই উপজেলার আচাঁরগাও ইউনিয়নের সুতারাটিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৪) ও ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত আ. ছামাদের ছেলে জাকারিয়া মিয়া (২০)। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়িতে ঈদের আনন্দ করতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় স্কুলপড়ুয়া দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। বিকেলে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার কুইচামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধনবাড়ি উপজেলার যদুনাথপুর ইউনিয়নের শ্রীহরিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে রিপন ওরফে আল আমিন (১৬) ও একই গ্রামের আব্দুল আছর উদ্দিনের ছেলে রিপন (১৬)। এসময় আহত হয়েছে আমিনুল ইসলাম (১৪)। ধনবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) ইআর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, কালিহাতী উপজেলায় ঈদের নামাজে যাওয়ার আগে গোসল করতে গিয়ে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ তিনজন মারা গেছেন। সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া এলাকায় নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে। নদীতে গোসল করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তারা। দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালেক ভুইয়া বিষয়টি নিশ্চিত করেন।

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলায় ঈদ আনন্দ করতে সারিয়াকান্দির প্রেম যমুনার ঘাটে যাওয়ার পথে ইঞ্জিনচালিত ভটভটি উল্টে ২০ শিক্ষার্থী আহত হয়েছে। দুপুরে উপজেলার পুনট ইউনিয়নের বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো- শাকিল, রবিউল, মারুফ, রিজভী, সুমন, সোহেল রানা, কাইয়ুম, রাশেদুল, হাসিবুল, সাকলাইন, আতিকুল, ফারুক, ওমর, অপুর্ব, আলি, মহসিন। তারা প্রত্যেকেই কালাই পৌর শহরের দুরুঞ্জ নওয়াপাড়া মহল্লার বাসিন্দা ও উপজেলা সদরের বিভিন্ন স্কুলের ৭ম থেকে ১০ম শ্রেণির ছাত্র। কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নীলফামারী: নীলফামারীর ডিমলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার উত্তর তিতপাড়া গ্রামের ফজলুল ইসলামের দেড় বছরের ছেলে ফাহিম এবং পাথরখুরা গ্রামের মিঠু ইসলামের তিন বছরের মেয়ে মাসুমা আকতার পানিতে ডুবে মারা যায়। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় ইকবাল হোসেন (২১) নাম এক ব্যক্তি নিহত হয়েছেন। সকালে উপজেলার বগাদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল উচিৎ পুরা ইউনিয়নের দাসিরদিয়া গ্রামের ইলিয়াসের ছেলে।  আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় অতিরিক্ত গতির কারণে সড়ক থেকে ছিটকে ৪০ হাত দূরের একটি গর্তে পড়ে প্রাইভেটকার। এ ঘটনায় প্রাইভেটকার চালক নিহত হন। বিকেল ৩টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম অংশের আমনগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মঞ্জুরুল হক (৩৫)। তিনি বরিশাল সদর উপজেলার বাসিন্দা। পেশায় একজন প্রাইভেটকার চালক। চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, ভোর ৪টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার যাত্রীসহ দু’জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন এক নারী। নিহতরা হলেন মাধাইয়া এলাকার সোহেল (২৫) ও নাজমা বেগম (৪৬)।  বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম চৌধুরী।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের পৌর এলাকার বেউথা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহিদুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। দুপুরে সদর উপজেলার বেউথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহিদুর রহমান সদর উপজেলার সরুন্ডি এলাকার মফিজুল ইসলামের ছেলে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) বাবলু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বরগুনা: বরগুনায় ঈদের নামাজের জন্য ওজু-গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মেহেদী হাসান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ।

গাইবান্ধা: বেপরোয়া গতিতে বাইক চালাতে গিয়ে চাকা পিছলে আহসান হাবীব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুর ১২টার দিকে দারিয়াপুর-গাইবান্ধা সড়কে স্থানীয় একটি মোটরসাইকেল ম্যাকানিকের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহসান সদর উপজেলার দক্ষিণ গিদারী গ্রামের ফকিরটারী এলাকার আঞ্জু ডাক্তারের ছেলে। গাইবান্ধা সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বাপ্পী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে গোসল করার সময় বজ্রপাতে শাহজাহান মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময় হাওরে গরু চড়ানোর সময় বজ্রপাতে আরেকজন আহত হন। সকালের দিকে পৃথক এ ঘটনা ঘটে। মৃত শাহজাহান আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের নোয়ানগর গ্রামের বাসিন্দা। আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা সালেহা সুমী বিষয়টি নিশ্চিত করেন।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাবার কবর জিয়ারতরত অবস্থায় বজ্রপাতে রনি মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকার দুর্গাপুরে এ দুর্ঘটনা ঘটে। রনি একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল রায় বিষয়টি নিশ্চিত করেন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৃথক ঘটনায় ব্যাটারিচালিত ইজিবাইকচাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে চৌহালী উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নের কোদালিয়া বাজার ও সন্ধ্যায় কামারখন্দ উপজেলার কামারখন্দ-উল্লাপাড়া আঞ্চলিক সড়কে এসব দুর্ঘটনা ঘটে। নিহত ফারহান (৫) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মো. সজিবের ছেলে ও শ্রাবন্তী (৪) কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ ও কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে, ঈদের দিনে ফাঁকা রাস্তায় বেপরোয়া মোটরসাইকেল ড্রাইভিংয়ে সিরাজগঞ্জে একাধিক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে দুইজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার মহিষলুটি, ৬টার দিকে একই মহাসড়কের সলঙ্গা থানাধীন রামারচর, সন্ধ্যা ৭টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেরখালী, বিকেল সাড়ে ৫টার দিকে একই সড়কের বরইচড়া এবং বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে সদর উপজেলার বনবাড়িয়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের আবু বক্কারের ছেলে মেহেদী হাসান (১৭) ও মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের মোজাহার হোসেনের ছেলে শাকিল আহমেদ (১২)।

আহতদের মধ্যে তাড়াশ উপজেলার রাকিব হোসেন (১৭), রনি আহমেদ (১৬), উজ্জ্বল (১৯), শহিদুল ইসলাম (১৮), গোলাম হোসেন (১৪), রায়হান আলী (৪০), জিম আহমেদ (১৮), রাকিব হোসেন (২৫) ও রায়গঞ্জের ভুঁইয়াগাতী গ্রামের রবিউল ইসলাম (৩৪)। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে আরও অন্তত ৭/৮ জন ভর্তি রয়েছেন। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।  তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বয়ারচর ইউনিয়নে বজ্রপাতে মো. জিহাদ হোসেন (৯) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাথি আক্তার (১২) ও নাদিয়া আক্তার (৫) নামের আরো দুই শিশু। দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব নবীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ হোসেন ওই গ্রামের সাহেদ উদ্দিনের ছেলে। আহতরা হলো, একই গ্রামের আকরাম হোসেনের মেয়ে সাথি আক্তার ও আকবর হোসেনের মেয়ে নাদিয়া আক্তার। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয়

কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১৫ জন।

সোমবার (০২ মে) সন্ধ্যায় কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে আওয়ামী লীগ নেতা কেরামত গ্রুপ ও ফজলু গ্রুপের মধ্যে শত্রুতার জের এবং আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পুলিশ।

নিহতরা হলেন- স্থানীয় আস্তানগর গ্রামের বাসিন্দা মৃত আজিজুল হকের ছেলে মতিয়ার রহমান (৪৫), দাউদ মণ্ডলের ছেলে লাল্টু মণ্ডল (৪২), আবুল কাশেম (৬৫) ও আব্দুর রহিম মালিথা (৭০)।

প্রথম তিনজন বর্তমান ঝাউদিয়া ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা মেহেদী হাসানের সমর্থক এবং আব্দুর রহিম মালিথা প্রতিপক্ষ সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কেরামত আলীর সমর্থক।

স্থানীয় প্রত্যদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে আস্তানগর বাজারে কেরামত আলীর সমর্থক আব্দুর রহিম মালিথার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মেহেদী হাসানের সমর্থকরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে রহিমের ওপর হামলা চালায়। এসময় লাঠির আঘাতে রহিম মাটিতে পড়ে যান। পরিস্থিতি বেগতি দেখে মেহেদী সমর্থকরা স্থান ত্যাগ করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। ইতোমধ্যে রহিমকে মারধরের সংবাদ পেয়ে কেরামত আলীর সমর্থকরা পাল্টা মেহেদী সমর্থকদের ওপর হামলা চালালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে মেহিদীর সমর্থকরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এই সুযোগে কেরামত আলীর সমর্থকরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে। এসময় মেহেদীর সমর্থক মতিয়ার, লাল্টু ও আবুল কাশেম গুরুতর জখম হয়।
পরে সংবাদ পেয়ে ইবি থানা পুলিশ আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

এছাড়া হাসপাতালে ভর্তি আহত ১৫ জনের মধ্যে আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আশরাফুল আলম।

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান রতন জানান, স্থানীয় আধিপত্য বিস্তার ও জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে কেরামত আলী সমর্থক ও মেহেদী হাসান সমর্থকদের মধ্যে পূর্ব থেকেই উত্তেজনা চলছিল। সোমবার দুই পক্ষের সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতির পুলিশের নিয়ন্ত্রণে। হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এদিকে সংঘর্ষের বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান মেহেদী হাসানের মোবাইল ফোনে কল দিলে তিনি তা রিসিভ করেননি।

ইউপি আওয়ামী লীগের সভাপতি কেরামত আলীর মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি জানান, বর্তমান ইউপি চেয়ারম্যান রাজনৈতিক প্রতিহিংসাবশত আমার বডিগার্ড রফিকুলের বাবা রহিম মালিথাকে হত্যা করেছে।

জাতীয়

দেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশনের মূল ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। মুক্তাসহ ঝিনুকের আকৃতিতে ছয় তলা এই ভবনের নির্মাণ শেষ হওয়ার পর এখন অন্যান্য প্রস্তুতি চলছে।

ভবনের চারিদিকে গ্লাস, ছাদের ওপর স্টিলের ক্যানোফি, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফায়ার ফাইটিং, স্যানিটারি আর বৈদ্যুতিক যন্ত্রপাতি বসালেই ব্যবহার উপযোগী হয়ে উঠবে সমুদ্রনগরের প্রথম এই রেলওয়ে স্টেশন।

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মাত্র তিন কিলোমিটার দূরে চলছে এই স্টেশনের কাজ। সদর উপজেলার চান্দের পাড়া গ্রামে পর্যটকদের অপেক্ষায় প্রস্তুত হতে যাচ্ছে দক্ষিণমুখী ছয়তলা ভবন। মূল রেলস্টেশন ভবনের পূর্বপাশে চলছে পদচারী সেতু ও প্ল্যাটফর্ম তৈরির কাজ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, দেশের একমাত্র আইকনিক রেলওয়ে স্টেশনটি ২৯ একর জমির ওপর নির্মিত হচ্ছে। ২০২৩ সালের জুন নাগাদ ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে এখানে ট্রেন চলাচল শুরু হবে। এর বিশেষ আকর্ষণ হবে, সকাল বেলা কক্সবাজার গিয়ে ব্যাগ ও লাগেজ স্টেশনে রেখেই ঘোরাঘুরি শেষে রাতের ট্রেনে ঢাকায় ফিরতে পারবেন পর্যটকরা। এতে পর্যটন শিল্পে নতুন দ্বার উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্মাণ সংশ্লিষ্টরা বলছেন, ছয়তলা ভবনটির নিচতলায় থাকবে টিকিট কাউন্টার, অভ্যর্থনা কক্ষ, লকার, তথ্যকেন্দ্র, মসজিদ, শিশুদের বিনোদনের জায়গা, প্যাসেঞ্জার লাউঞ্জ ও পদচারী–সেতুতে যাতায়াতের পথ। দ্বিতীয় তলায় থাকবে শপিং মল, শিশু যত্নকেন্দ্র, রেস্তোরাঁ ইত্যাদি। তৃতীয় তলায় ৩৯ কক্ষবিশিষ্ট তারকামানের হোটেল; চতুর্থ তলায় রেস্তোরাঁ, শিশু যত্নকেন্দ্র, কনফারেন্স হল ও কর্মকর্তাদের কার্যালয়।

স্টেশন ভবনের সামনে খোলা মাঠে তৈরি হচ্ছে ঝিনুকাকৃতির দৃষ্টিনন্দন একটি ফোয়ারা। এই ফোয়ারার পাশ দিয়েই স্টেশনে প্রবেশ করবেন যাত্রীরা। আর ট্রেন থেকে নেমে পাশের পথ দিয়ে বের হতে হবে। এ জন্য গমন ও বহির্গমনের আলাদা দুটি সড়ক নির্মাণকাজ চলছে। থাকছে গাড়ি পার্কিংয়ের তিনটি বড় জায়গা।

ভবনের পূর্বপাশে নির্মিত হচ্ছে ৮০ ফুট লম্বা পদচারী সেতু। এর সঙ্গে যুক্ত হবে পৃথক তিনটি চলন্ত সিঁড়ি। বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। ভবনের উত্তরে ৬৫০ মিটার দৈর্ঘ্য ও ১২ মিটার প্রস্থের তিনটি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। প্রতিটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ৬৫০ মিটার ও প্রস্থ ১২ মিটার।

দোহাজারী-কক্সবাজার রেল প্রকল্পের প্রকল্প পরিচালক মফিজুর রহমান বলেন, গত মার্চ মাস প্রায় ৬৯ শতাংশ কাজ এগিয়েছে এই প্রকল্পে। ইতিমধ্যে প্রায় ২৮ কিলোমিটার রেলট্রেক বসানোর কাজ শেষ হয়েছে। ছোট-বড় সেতু, কালভার্ট, লেভেল ক্রসিং ও হাইওয়ে ক্রসিংয়ের কাজও পুরোদমে চলছে। ১৫০ জন প্রকৌশলীসহ প্রায় ২ হাজার শ্রমিক এ প্রকল্পে দিন–রাত কাজ করছেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শিশির মণ্ডল বলেন, ‘মূল ভবনের কাজ শেষ। এখন চারদিকের গ্লাস ফিটিংস, ছাদের ওপর স্টিলের ক্যানোফি টানতে হবে। এগুলো চীন থেকে আমদানি করা লাগবে। দরজা-জানালা ফিটিংস, টাইলস, স্যানিটারি, বিদ্যুতের লাইন ও এসি লাগানোর কাজ চলছে।

রেলওয়ে প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক ফরহাদ হোসাইন বলেন, ‘মেয়াদের অন্তত দুই মাস আগেই যেন নির্মাণকাজ শেষ করা যায়, সে লক্ষ্যে কাজ চালানো হচ্ছে। একইসঙ্গে স্টেশন ভবনের পশ্চিম পাশে পাঁচতলা ২০টি ভবনের নির্মাণকাজ চলছে। ’

জাতীয়

দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী মঙ্গলবার (৩ মে)।

রোববার (২ মে) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ৬৪ জেলা থেকে ফাউন্ডেশনের উপ-পরিচালকরা চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছেন।

এ দিন বাদ মাগরিক বায়তুল মোকাররমে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

সভায় বলা হয়, রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। আগামীকাল সোমবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী মঙ্গলবার (৩ মে) থেকে ১৪৪৩ হিজরি সনের পবিত্র শাওয়াল মাস গণনা শুরু হবে। এ প্রেক্ষিতে আগামী মঙ্গলবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এনডিসি, প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মুশফিকুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. ছাইফুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহীদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয়

বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মানুষের শ্রদ্ধা-ভালবাসা আর রাষ্ট্রীয় সম্মানে সিক্ত হয়ে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

রোববার দুপুর ৩টার দিকে শহরের রায়নগর এলাকায় পারিবারিক গোরস্থানে বাবা অ্যাডভোকেট আবু আহমদ আবদুল হাফিজ এবং মা সৈয়দ শাহার বানু চৌধুরীর কবরের পাশে মুহিতকে সমাহিত করা হয়।

এর আগে দুপুর ২টা ১৮ মিনিটে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জানাজার নামাজে ইমামতি করেন আল্লামা মুহিবুল হক গাছবাড়ি। জানাজায় মানুষের ঢল নামে। আগে থেকেই অনেক মানুষ সেখানে অপেক্ষায় ছিলেন। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় নগরীর রায়নগরে মুহিতের পারিবারিক গোরস্থানে। সেখানে দুপুর পৌনে ৩টায় দাফন সম্পন্ন হয়।

জানাজার আগে সাবেক অর্থমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন পররাষ্ট্রমন্ত্রী এ‌ কে আব্দুল মো‌মেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সংসদ সদস্য মু‌হিবুর রহমান মা‌নিক, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, হা‌বিবুর রহমান হা‌বিব, হাফিজ আহমদ মজুমদার, আব্দুল মজিদ। এ সময় সি‌লেট সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে বর্ষীয়ান রাজনীতিবিদ আবুল মাল আবদুল মুহিতকে শেষবিদায় জানিয়েছেন সিলেটবাসী। রোববার বেলা ১২টার দিকে প্রয়াত অর্থমন্ত্রীর মরদেহ বিশেষ অ্যাম্বুলেন্সে করে শহিদ মিনারে আনার পর সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধার মাধ্যমে তাকে বিদায় জানান।

শেষ যাত্রায় বিভিন্ন রাজনৈতিক দলের সহকর্মী, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হলেন এই নেতা।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুহিতকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য সকাল থেকে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আসতে শুরু করেন। শ্রদ্ধা নিবেদনের জন্য শহিদ মিনার প্রাঙ্গণে কালো কাপড় দিয়ে বিশেষ মঞ্চ প্রস্তুত করা হয়। দুপুর ১২টার দিকে কফিনবাহী অ্যাম্বুলেন্স আসার পর বিভিন্ন স্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রথমেই সিলেট মহানগর পুলিশের একটি চৌকস দল ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবুল মাল আবদুল মুহিতের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে। এরপর প্রয়াতের প্রতি সম্মান দেখিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শুক্রবার রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন মুহিত।

জাতীয়

‘১৬ জুনের আওয়ামী লীগ অফিসে বোমা হামলা মামলার বাদী ছিলাম। বিএনপি-জামায়াত আমলে মৃত মায়ের চেহারা দেখা তো দূরে থাক, মুখাগ্নিও করতে পারিনি। ২৬ বছর ধরে দলের নির্বাচিত সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি। গত ২টি সিটি করপোরেশন নির্বাচনে আইভীর পক্ষে দিন-রাত এক করেছি। এখন মেয়র আইভীর মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পালিয়ে আছি, এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে ? কারণ, এখন তো হাইব্রিড আর কাউয়াদের দখলেই সবকিছু।’

টেলিফোনে কথাগুলো বলতে বলতে কণ্ঠ জড়িয়ে আসছিল নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভীর দায়ের করা মামলায় নিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় নিজের অভিব্যক্তি এভাবেই জানিয়েছেন অ্যাডভোকেট খোকন সাহা।

এদিকে ‘খোকন দা’ নামে সুপরিচিত এই ‘পোড়খাওয়া ত্যাগী’ নেতার বিরুদ্ধে দলেরই একজন নেত্রীর দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ইস্যু নিয়ে পুরো জেলার আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে ক্ষোভ আর সমালোচনার ঝড়।

এদিকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষোভ শুরু হয়েছে জেলা আদালত পাড়ায়ও।

জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল জানান, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির একাধিকবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন খোকন সাহা। গত দেড় যুগ ধরে নারায়ণগঞ্জ আদালতের রাজনীতিতে আওয়ামীপন্থীদের জয়ের নেপথ্যে যে ৩-৪জন আইনজীবী নেতার ভূমিকা সবচেয়ে বেশি তার মধ্যে খোকন সাহা একজন। বিএনপি-জামাত আমলে যখন আওয়ামী লীগ নেতাদের আইন পেশা চালিয়ে যাওয়া ছিল দুষ্কর, তখন খোকন সাহা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তার বিরুদ্ধে এমন মামলা আর ওয়ারেন্ট ইস্যুর ঘটনা দলের জন্য অশনি সংকেত।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল জানিয়েছেন, আমি ওয়ারেন্ট ইস্যু হওয়ার কথা শুনে খুবই হতবাক হয়েছি। শত শত নেতাকর্মীরা আমাকে ক্ষোভ জানাচ্ছেন, নিন্দা জানাচ্ছেন। খোকন সাহা মহানগর আওয়ামী লীগের ২৬ বছর যাবত সেক্রেটারির দায়িত্ব পালন করছে। তার বিরুদ্ধে যে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এটা আমরা কোন ভাবেই মানতে পারছি না।

তিনি আরও বলেন, সিটি নির্বাচনের পূর্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এসব মামলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ পালন করে নাই বরং ওয়ারেন্ট বের হয়েছে। এটা একেবারেই উচিত হয়নি। আমরা এ বিষয়ে কেন্দ্রে জানাবো। বাকি সিদ্ধান্ত তারা নিবেন।

মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম ক্ষোভ জানিয়ে বলেন, এ নতুন কিছু নয়। নারায়ণগঞ্জে ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে মেয়র আইভী আরও মামলা করেছেন। আইভীর দায়ের করা মামলা মাথায় নিয়ে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন মারা গেছেন কয়েক মাস আগে। নারায়ণগঞ্জ আওয়ামীলীগের মূল ধারা কিংবা ত্যাগীদের শায়েস্তা করার জন্য বিএনপি-জামাতের প্রয়োজন নেই। মেয়র আইভীই যথেষ্ট। কিন্তু দুঃখের বিষয় এই কথাটি কেন্দ্রীয় অনেক নেতাই বুঝেও নীরবতা পালন করেন।

মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা জানান, আইভী নির্বাচনের আগে কথা দিয়েছিলেন নির্বাচনের পর মামলা তুলে নিবেন কিন্তু তিনি উল্টো গ্রেফতারি পরোয়ানা জারি করালেন। মহানগর আওয়ামীলীগ এতে ব্যথিত ও মর্মাহত।

বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ জানান, বাংলাদেশের আইনে দেবোত্তর সম্পত্তি ক্রয় বিক্রিয়ের নিয়ম না থাকলেও দেওভোগে মেয়র আইভীর পরিবারের সদস্যরা নিজেদের নামে একটি দেবোত্তর সম্পত্তি লিখিয়ে নিয়েছেন। সেই পুকুর দখল মুক্ত করতে সামাজিক-ব্যবসায়িক-আইনজীবীসহ ২২টি সংগঠনের সঙ্গে আন্দোলন করতে গিয়ে মামলার আসামী হন অ্যাডভোকেট খোকন সাহা। সেই মামলায় এখন ওয়ারেন্ট জারি হয়েছে। এসব ঘটনা দলকে দুর্বল করবে, হাইব্রিডরা শক্তিশালী হবে। আমরা এই ঘটনার নিন্দা জানানোর ভাষা পাচ্ছি না।

এ বিষয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল বলেন, আমাদের দলের একজন নেতার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হওয়াতো কোনো ছোট বিষয় না। এতে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বলেছিলেন তারা এটি সমাধান করে দিবেন কিন্তু এখনো তা করা হয়নি। প্রয়োজনে আমরা কেন্দ্রে যাব এবং এটির সমাধান করার জন্য একশবার আবেদন করবো।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান বলেন, ওয়ারেন্ট ইস্যু হওয়ার বিষয়টি শুনে আমি খুবই বিস্মিত হয়েছি। কেননা তারা একসঙ্গে বসে আলোচনা করে বিষয়টির সমাধান করতে পারতেন। তবে তা না করে ওয়ারেন্ট ইস্যু হওয়া খুবই দুঃখজনক। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আগে যখন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা নারায়ণগঞ্জে এসেছিলেন তখন এক মিটিংয়ে এই মামলার কথা বলা হয়েছিল।

ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বলেন, আমরা মনে হয় দল হিসেবে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি। না হলে কেন আমার দলের এক নেত্রীর দায়ের করা মামলায় আমার দলের এক নেতা যিনি ২৬ বছর ধরে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে। এতে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট ছাড়া আর কিছু হচ্ছে না।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা ও সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ বলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা একজন সংগ্রামী নেতা। ছাত্রজীবন থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতি করছে। তিনি একজন নিবেদিত প্রাণ আমাদের জন্য। এমন একজন কর্মীবান্ধব নেতার বিরুদ্ধে, আওয়ামী লীগের একজন জনপ্রতিনিধি এভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করাবে এটা বোধগম্য নয়। আমি ছাত্রদের পক্ষ থেকে এই ঘটনা নিন্দা জানাই। এটা খুবই লজ্জাজনক বিষয়।

অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সমর্থকরা বলছেন, ক্ষমতাশীল দলের একজন শীর্ষ নেতার মামলায় আরেকজন শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়াটা ভালো দেখায় না। নেতায় নেতায় মতপার্থক্য থাকতেই পারে, তারা নিজেদের মধ্যে আলোচনা করে এটির সমাধান করে নিলে ভালো হতো। তারা গত সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা করতে আসা কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ কওে বলেছেন, কেন্দ্রীয় নেতারা নির্বাচনের সময়েই বিষয়টি সুরাহা করতে পারতেন।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালত। বৃহস্পতিবার রাতে ছড়িয়ে পরলে নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ দেখা গেছে। শুক্রবার পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে ক্ষোভ জানিয়ে স্ট্যাটাস ও মন্তব্য করেছেন কয়েক হাজার নেতাকর্মী।

জাতীয়

শুক্রবার ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে সকল সদস্যদের নাজানানুর অভিযোগ উঠেছে এবং সাধারন সদস্যগণের মধ্যে তিব্র ক্ষোব সৃষ্টি হয়েছে ।

জানাব আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আরও বেশি মনোযোগী হোন, গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসইসির সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, বিএফইউজের আরেক অংশের মহাসচিব নুরুল আমিন রোকন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ডিইউজের আরেক অংশের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ডিএসইসির সাবেক সভাপতি কায়কোবাদ মিলন, শাহ মুতাসিম বিল্লাহ, আল মামুন, নাসিমা আকতার সোমা, সাবেক সাধারণ সম্পাদক সুমন ইসলাম, আবুল কালাম আজাদ প্রমুখ।

অনুষ্ঠানে ডিএসইসির নবনির্বাচিত নেতারা অতিথিদের হাত থেকে অভিষেক স্মারক গ্রহণ করেন।

উল্লেখ্য নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে অধিকাংশ সদস্যকে দাওয়াত দেওয়া হয়নি এতে করে অনেক দায়িত্বশীল সদস্যগণের মাঝে মিশ্রপ্রতিকৃয়া দেখা গেছে ।