বিনোদন

ভারতীয় অভিনেত্রী দিয়া মির্জা, লারা দত্ত ও প্রিয়াঙ্কা চোপড়ারা যখন মিস ইন্ডিয়াসহ বিভিন্ন খেতাব অর্জন করেন তখন তারা নামিদামি একাধিক পুরস্কার পান।

কিন্তু মিস ইন্ডিয়া হওয়ার পরও অদিতি গোবিত্রিকর তেমন কোনো পুরস্কার পাননি। যে কারণে তিনি হতাশ। তাইতো সম্প্রতি এ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মিস ইন্ডিয়া হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন অদিতি গোবিত্রিকর। ভারতীয় ইন্ড্রাস্ট্রিতে দিয়া মির্জা, লারা দত্ত এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার সম্পর্কের কথাও তুলে ধরেন অভিনেত্রী।

মডেলিংয়ের হাত ধরে কর্মজীবন শুরু করেছিলেন অদিতি। ২০০০ সালে মিস ইন্ডিয়া খেতাব জিতেছিলেন তিনি। অদিতি মিস ইন্ডিয়া খেতাব জয়ের পর শুরু করেন অভিনয়। অভিনয়ের পাশাপাশি নিজের পড়াশোনাও চালিয়ে গিয়েছেন অতিদি, করেছেন পিএইচডি।

অদিতি জানিয়েছেন- প্রিয়াঙ্কা চোপড়া, লারা এবং দিয়ারা মডেলিংয়ে ক্যারিয়ার গড়ার পর, প্রত্যেকেই নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। তারা জেতেন বিভিন্ন খেতাব। তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে তাদের জয় উদযাপন করেন, কিন্তু এত কিছুর পরও তাদের মধ্যকার সম্পর্ক অটুট।

অদিতি জানান, যখন প্রিয়াঙ্কা, লারা এবং দিয়া বাড়ি-গাড়ির মতো দামি-দামি সব পুরস্কার পেয়েছিলেন, তখন মিস ইন্ডিয়া হিসেবে শুধুমাত্র একটি ফুলের তোড়া পেয়েছিলেন অদিতি। মজার ছলে তিনি বলেছিলেন, তিনি তাদের পুরস্কারের জন্য ঈর্ষান্বিত বোধ করেছেন।

বিনোদন

অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া বলিউডের পাশাপাশি হলিউডেও সমানতালে কাজ করছেন। এ মুহূর্তে তিনি সাফল্যের শিখরে অবস্থান করছেন। তিনি এখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকা। বলিউড ছেড়েছেন প্রায় বছর দশেক হলো। এখন তার কর্মভূমি হলিউড। সেখানে পায়ের নিচে শক্ত ঘাঁটি গেড়েছেন এ সাবেক বিশ্বসুন্দরী।

২০১৩ সালে বাবাকে হারান প্রিয়াংকা চোপড়া। তার বাবা ক্যানসারে আক্রান্ত হন। বাবার অনুপস্থিতি এখনো অনুভব করেন অভিনেত্রী। বাবার সঙ্গে প্রিয়াংকা চোপড়ার গভীর সম্পর্ক সবসময়েই ভক্ত-অনুরাগীদের মুগ্ধ করে। অভিনেত্রী একাধিক সাক্ষাৎকারে বাবাকে নিয়ে কথা বলেছেন। এমনকি বাবা অশোক চোপড়ার প্রয়াণের পর তার স্মৃতিতে প্রিয়াংকা হাতে বিশেষ ট্যাটুও করিয়েছিলেন। এই কঠিন সময়ের স্মৃতিচারণা করেছেন প্রিয়াংকার মা মধু চোপড়া।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, বাবা ক্যানসারে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য অশোককে আমেরিকার বস্টনে যেতে হতো। চিকিৎসকরা জানিয়ে দেন, সেরে ওঠার সুযোগ কম। কিন্তু সেই সময়ে বিমানে যাত্রার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তখন চোপড়া পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন অভিনেতা হৃত্বিক রোশন ও তার বাবা রাকেশ রোশন।

মধু চোপড়া বলেন, সেই সময় প্রিয়াংকা হৃত্বিকের সঙ্গে ‘কৃশ’ ছবিটির শুটিং করছিলেন। প্রিয়াংকা খুবই টেনশনে ছিলেন তখন। তিনি বলেন, হৃত্বিক ওকে জিজ্ঞাসা করেন— তুমি কাঁদছ কেন? যাবতীয় বিষয় জানতে পেরে হৃত্বিক ও রাকেশ এগিয়ে আসেন।

প্রিয়াংকার মা বলেন, তার স্বামীর ইচ্ছে ছিল, চিকিৎসা যেন গোপনেই হয়। তাই বিষয়টি আরও বেশি আবেগপূর্ণ হয়ে ওঠে। কিন্তু সমস্যার কথা জানতে পেরে যেভাবে রোশন পরিবার তাদের পাশে দাঁড়িয়েছিল, তাতে তিনি কৃতজ্ঞ।

বিনোদন

রাজনৈতিক ও বাণিজ্যিক দখলদারিত্বের মতোই দেশে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের ষোলকলা পূর্ণ হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। কনসার্ট থেকে শুরু করে চলচ্চিত্র, সর্বমহলে বাংলাদেশ যেন পরিণত হয়েছিল ভারতীয় শিল্পীদের রমরমা বাজার।

তবে গেল ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই চিত্র পাল্টে গেছে।
এই সময়ে দেশে বেশ কয়েকটি বড় বড় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। যেখানে দেশি-বিদেশি শিল্পীরা অংশ নিয়েছেন। এসব আয়োজনে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের কদরও।

চলতি বছরের দুইবার ঢাকার শ্রোতাদের মাতিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। গেল এপ্রিলে রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে লেট’স ভাইবের আয়োজনে অনুষ্ঠিত কনসার্টে পারফর্ম করেন তিনি। সবশেষ শুক্রবার (২৯ নভেম্বর) ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের গানের আসরে গান গেয়েছেন এই গায়ক। রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই কনসার্টটি অনুষ্ঠিত হয়েছে।

এর আগে আতিফ ২০১৩ সালে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে প্রথমবার ঢাকায় আসেন। এরপর ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় অংশ নিতে দ্বিতীয়বার বাংলাদেশ সফর করেন। শুক্রবারের কনসার্টসহ মোট চারবার বাংলাদেশে গাইলেন আতিফ আসলাম।

এদিন ঢাকার মঞ্চে দাঁড়িয়ে আতিফ বলেন, ‘বাংলাদেশ আমার সেকেন্ড হোমের মতো। আর আপনারা আমার সবচেয়ে ভালো শ্রোতা। এই রাতটি সত্যিই ম্যাজিকাল। ’

এদিকে, একই কনসার্টে গেয়েছেন পাকিস্তানের তরুণ গায়ক আব্দুল হান্নান। এটিই তার প্রথম ঢাকা সফর। উপস্থিত দর্শক-শ্রোতাদের নিজের জনপ্রিয় কয়েকটি গান গেয়ে শোনান তিনি। এর ফাঁকে জানান, ‘এটা তার জীবনে সবচেয়ে বেশি দর্শক নিয়ে করা কোনো শো। ’

চলতি বছরের আরেক আলোচিত কনসার্ট ছিল ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’। কারণ দেশের পট-পরিবর্তনের পর এটিই ছিল কোনও বড় গানের আসর। তবে এ নিয়ে নাটকীয়তাও কম হয়নি। কনসার্টটি ২৭ সেপ্টেম্বর পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কনসার্ট শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে তা স্থগিত করে আয়োজক প্রতিষ্ঠান।

পরে ওইদিন সন্ধ্যা জরুরি সংবাদ সম্মেলন করেন আয়োজকরা। তবে সেখানে কনসার্টটি কবে এবং কোথায় হবে সে সম্পর্কে জানাতে পারেনি। তবে ওইদিন রাতেই জানানো হয়, কনসার্টটি (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। কথামতো ২৮ সেপ্টেম্বর যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে অনুষ্ঠিত হয় কনসার্টটি। এই কনসার্টে মূল আকর্ষণ ছিল পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড দল ‘জাল’। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা ও শিল্পী গওহর মুমতাযের গায়কীতে সেদিন মুগ্ধ হয়েছিল ঢাকার শ্রোতারা।

এর মধ্য দিয়ে ১৪ বছর পর ঢাকায় কনসার্ট করেছে ব্যান্ড ‘জাল’। এর আগে ২০১০ সালে প্রথমবার ঢাকায় এসেছিল দলটি। এর মাঝে বাংলাদেশের আর কোনো কনসার্টে দেখা যায়নি তাদের।

এদিকে, চলতি বছরের ডিসেম্বর মাসেই ঢাকায় আসন্ন কয়েকটি বড় কনসার্টে একাধিক পাকিস্তানি শিল্পী ও ব্যান্ডদল অংশ নেবে বলে জানা গেছে। এরমধ্যে উল্লেখযোগ্য উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান। বিনা পারিশ্রমিকে গান পরিবেশন করবেন তিনি।

আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টে গাইতে দেখা যাবে তাকে। কনসার্ট থেকে আয়কৃত অর্থ যাবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের তহবিলে। শুক্রবার (২৯ নভেম্বর) কনসার্টটির আয়োজক ‘স্পিরিটস অব জুলাই’ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে।

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ডদল ‘কাভিশ’। ‘ঢাকা ড্রিমস’ শিরোনামের কনসার্ট দিয়ে তাদের বাংলাদেশ যাত্রা হতে চলেছে প্রথমবারের মতো। এই আয়োজনের আয়োজক প্রতিষ্ঠান ‘ব্লু ব্রিক কমিউনিকেশন’। প্রতিষ্ঠানটির সিনিয়র এক্সকিউটিভ ব্র্যান্ডিং শারাফ আনজুম হিলিদিতা জানিয়েছেন, ঢাকা সফর নিয়ে ‘কাভিশ’ ব্যান্ডের সঙ্গে তাদের কথাবার্তা চূড়ান্ত হয়েছে। শিডিউলও নেওয়া হয়েছে। এই বছরের ডিসেম্বরে বা জানুয়ারির একদম শুরুতে কনসার্টটি হবে।

এখানেই শেষ নয়, পাকিস্তানের আরেক জনপ্রিয় ব্যান্ড ‘বায়ান’কে নিয়ে নতুন কনসার্ট করতে যাচ্ছে সিক্সবেজ মার্কেটিং এজেন্সি নামের একটি প্রতিষ্ঠান। রোববার (০১ ডিসেম্বর) এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তাদের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি জানান, ব্যান্ডটিকে প্রথমবারের মতো আনছে দেশের এই প্রতিষ্ঠান। তাদের কনসার্টটি আগামী ১৭ ডিসেম্বর আর্মি অডিটোরিয়াম, সেনাপ্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। কনসার্টের টিকিট খুব শিগগিরই অনলাইনে ছাড়া হবে।

পাকিস্তানের সংগীত জগতের আলোচিত ব্যান্ড বায়ান। ‘দ্য সফর ট্যুর’ শিরোনামে তারা পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করবে। এই ট্যুরের অংশ হিসেবেই বাংলাদেশে আসছে দলটি। তাদের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘নেহি মিলতা’, ‘মেরা মুসাফির’, ‘সুনো’, ‘ফারদা’, ‘কাহা যাউ’ ইত্যাদি।

বিনোদন

কখনও ডিভোর্সের গুঞ্জন, কখনও দূরত্ব কমার আভাস। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বৈবাহিক সম্পর্ক নিয়ে এমন নানা জল্পনা-কল্পনা চলছেই।

এর মধ্যেই ‘আপস’ না করার বার্তা দিয়ে ভিডিও শেয়ার করলেন ঐশ্বরিয়া।
সোমবার ছিল নারীদের প্রতি হওয়া হিংসাত্মক ঘটনার অবসান ঘটানোর আন্তর্জাতিক দিবস। সেই উপলক্ষেই এই ভিডিও পোস্ট করেছেন সাবেক এই বিশ্ব সুন্দরী।

একটি নামী প্রসাধনী সংস্থার সঙ্গে যুক্ত নায়িকা। সেই সংস্থার হয়েই ভিডিওটি তৈরি করেছেন তিনি। যেখানে সমস্ত নারীদের মাথা উঁচু করে বাঁচার বার্তা দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেছেন, নিজের মর্যাদার সঙ্গে কখনও আপস করবেন না।

বেশ কিছুদিন ধরেই অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়াকে একসঙ্গে কোনও অনুষ্ঠানে তেমন দেখা যাচ্ছে না। এমনকী অনন্ত-রাধিকার বিয়েতেও আলাদাই ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন। তবে আম্বানিদের অনুষ্ঠানের ভিডিওতে মেয়ে আরাধ্যার সঙ্গে হাসিমুখেই দেখা যায় তাদেরকে। তাতেই মনে করা হয়েছিল, দুই তারকার বিচ্ছেদের খবর কেবলই রটনা।

তবে কিছুদিন আগেই আবার ঐশ্বরিয়া-অভিষেকের সঙ্গে নিমরত কৌরের নাম জড়িয়ে যায়। বলিউডে গুঞ্জন, নিজের ‘দশভি’ সিনেমার নায়িকা নিমরত কৌরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অভিষেক। এর জেরেই ঐশ্বরিয়ার সঙ্গে অশান্তি চরমে এবং মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যান নায়িকা। যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিষেক। কিন্তু তাতে ঐশ্বরিয়ার সঙ্গে অমিতাভপুত্রর দূরত্ব কমেনি।

এদিকে, এ বিষয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া না দিলেও ‘সিটাডেল হানি বানি’ সিরিজের স্পেশাল স্ক্রিনিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিমরত বলেন, আমি সিঙ্গেল। কোনও সম্পর্কে নেই।

বিনোদন

অভিনেত্রী হানিয়া আমিরকে আবারও দেরিতে বিয়ে করার পরামর্শ দিয়েছেন ব্রিটিশ-পাকিস্তানি সাংবাদিক ও চলচ্চিত্র প্রযোজক রেহাম খান।

তরুণ এই অভিনেত্রীকে প্রথমে ক্যারিয়ার গড়ার দিকেই মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

সম্প্রতি একটি পডকাস্টে উপস্থিত হয়ে রেহাম খান তার পূর্ববর্তী মন্তব্যের পেছনের কারণটাও ব্যাখ্যা করেছেন।

এর আগে, ২০১৬ সালেও প্রথম বার হানিয়া আমিরকে একই কথা বলেছিলেন অভিনেত্রীর প্রথম চলচ্চিত্র প্রযোজনা করা রেহাম খান। তিনি তখন তার বিয়ের আগে আর্থিক স্থিতিশীলতা এবং ব্যক্তিগত উন্নতির গুরুত্ব তুলে ধরেন।

রেহাম খান বলেন, ‘আমি বিশ্বাস করি, একজন মানুষকে তখনই বিয়ে করা উচিত, যখন সে মনে করবে যে, ‘আমি এখন জীবনে একটা স্থানে পৌঁছেছি এবং এখন একজন সঙ্গীর প্রয়োজন’।

ব্রিটিশ-পাকিস্তানি এই সাংবাদিক আরও বলেন, নারীরা প্রায়ই তাদের ২০ বা ৩০-এর দশকে তার জৈবিক সময়সীমা ও সামাজিক প্রত্যাশার চাপে পড়ে যান। তবে বিয়ে সবসময় প্রত্যাশিত স্বাধীনতা নিয়ে আসে না।

তিনি নারীদের সতর্ক করে বলেন, ‘অনেক মেয়েই মনে করে, বিয়ের পর তারা স্বাধীনতা পাবে। কিন্তু এটি সবসময় সত্য নয়। কেবল সমাজের চাপের কারণে বা শুধু বিয়ের জন্য বিয়ে করা উচিত নয়। এটি হওয়া উচিত একটি পছন্দ, প্রয়োজন হওয়া উচিত নয়’।

রেহাম খান এ সময় শেয়ার করেন যে, এই একই পরামর্শ তিনি তার নিজের মেয়েদেরও দেন। তিনি আর্থিক এবং মানসিক স্বাবলম্বীতা অর্জনের ওপর গুরুত্ব দেন।

তিনি স্পষ্ট করে বলেন, ‘আমি বিয়ের মতো সামাজিক বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থার বিপক্ষে নই। কিন্তু আমি বিশ্বাস করি যে, এটি সবার জন্য উপযুক্ত নয়। আপনাকে প্রথমে ক্যারিয়ারে শক্ত অবস্থান তৈরি করতে হবে, তারপর যদি ইচ্ছা হয়, সঙ্গীর কথা ভাবুন’।

রেহাম খান এর আগেও হানিয়া আমিরকে তার সফল ক্যারিয়ারের দিকে মনোযোগ দিতে বলেছিলেন এবং আশা প্রকাশ করেছিলেন যে, তিনি ভবিষ্যতে বলিউডেও কাজ করবেন।

পাকিস্তানি এই চলচ্চিত্র প্রযোজক আরও বলেন, সামাজিক নিয়ম প্রায়ই নারীদের দ্রুত বিয়ের জন্য চাপ দেয়। একই সঙ্গে তিনি তরুণ নারীদের তাদের ব্যক্তিগত এবং পেশাগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন।

এদিকে ভারতীয় র‍্যাপার বাদশার সঙ্গে হানিয়া আমিরের সম্পর্ক নিয়ে যে গুজব রটেছে- তা নিয়েও কথা বলেন রেহাম খান। তিনি জানান, তারা শুধুই ঘনিষ্ঠ বন্ধু এবং তাদের সম্পর্ক সম্পূর্ণ প্লাটোনিক।

যদিও বাদশা পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে তার সম্পর্ককে একটি ‘অসাধারণ সংযোগ’ বলে উল্লেখ করেছেন। তবে এটি কেবল বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ বলেও জোর দেন তিনি।

ভারতীয় এই র‍্যাপার বলেন, যদিও তারা একে অপরের সঙ্গ উপভোগ করেন। তবে এ নিয়ে তাদের বন্ধুত্বকে প্রায়ই ভুল ব্যাখ্যা করা হয়। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

বিনোদন

প্রয়াত সাহিত্যিক চলচ্চিত্রকার হ‌ুমায়ূন আহমেদের গল্প নিয়েও আগামীতে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন মানসমুকুল।

বিনোদন

ভারতীয় তারকা জুটি তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেমের গুঞ্জন এখন ‘টক অফ দ্য টাউন’। রেস্তরাঁ থেকে সিনেমার পার্টি, সর্বত্রই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করছেন তারা।

নিজেদের প্রেমের সম্পর্ক কোনোদিনই গোপন রাখেননি এই তারকাযুগল। তবে এবার নতুন খবর হল, তামান্না ও বিজয় বর্তমানে মুম্বাইয়ে হন্যে হয়ে বাড়ি খুঁজছেন।

মাসখানেক আগেই শোনা গিয়েছিল, অভিনেত্রীর বাড়ি থেকে নাকি বিয়ের জন্য চাপ দিচ্ছে। তামান্নার ঘনিষ্ঠমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, শিগগিরই নাকি তাই বিজয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। এবার বাড়ি খোঁজা শুরু করতেই সেই খবর নতুন করে আলোচনায়!

সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ২০২৫ সালে তামান্না এবং বিজয় বিয়ে করছেন। ইতোমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু করেছে দুই পরিবার। তাই বিয়ের পর সংসার পাতার জন্য আপাতত বিলাসবহুল বাড়ির খোঁজে এই তারকা যুগল। আরও চমকপ্রদ বিষয়, বিয়ের প্রসঙ্গ উঠতেই তামান্না বা বিজয়ের কেউই কিন্তু ‘না’ বলেননি।

কীভাবে বিয়ের প্ল্যানিং করেছেন তারা? সূত্রের খবর, কোনও ডেস্টিনেশন ওয়েডিং নয়। বরং, ভারতের মধ্যে ছিমছাম বিয়ে করার পরিকল্পনা তামান্না ও বিজয়ের।

বিনোদন

রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটি এলাকায় কুকুর ও বিড়াল মেরে ফেলার ঘটনায় বিনোদন জগতের তারকা ছাড়াও ক্ষুব্ধ নেটদুনিয়া। এ নিয়ে খেপেছেন সালমান মুক্তাদির, জ্যোতিকা জ্যোতি, অভিনেত্রী জয়া আহসান। অবলা প্রাণীগুলোর এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান মুক্তাদির লিখেছেন— আমাদের সঙ্গে এসব কি ঘটছে? আমাদের আত্মা বলতে কিছু নেই, অনুভূতি নেই। মানুষ নিজেই জানোয়ার। পশুপাখিদের জানোয়ার ডাকার কোনো পয়েন্ট নেই এখন আর। তিনি বলেন, আমরা জানোয়ার হয়ে গেছি। প্রাণী হওয়ার জন্য প্রাণের প্রতি মায়া থাকতে হবে। আল্লাহর গজব পড়ুক তোদের ওপর। তোরাও যখন মরবি, প্রতিটা নিঃশ্বাসে যেন তোদের এটা মনে করিয়ে দেয়। আমি আশা করি, তোরাও এভাবে ভুগবি।

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি তার ফেসবুকে লিখেছেন— মানুষ এতটা অমানুষ কীভাবে হয়? এতটা বিবেকহীন? জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন ছয়টি কুকুর আর একটি বিড়ালকে খাবারের সঙ্গে বিষ দিয়ে মেরে ফেলেছে। আরও আগে থেকেই তারা এটি করতে চেয়েছিল, পারেনি। এবার করেই ফেলল।

প্রতিবাদ জানিয়ে অভিনেত্রী জয়া আহসান করুণ চোখে তাকিয়ে থাকা একটি মৃত কুকুরের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন— বিষ খাওয়াতে হলে বন্ধু রূপেই আসতে হয়। মানুষই পারে এই রূপ ধারণ করতে। আমার রূপ একটাই— ক্ষুধার্ত তবু বন্ধু। ছবিটির ক্যাপশনে মৃত কুকুরের কারণও ব্যাখ্যা করেছেন জয়া।

অভিনেত্রীর স্ট্যাটাসটি পাঠকদের কাছে হুবহু তুলে ধরা হলো— ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়ালো বিষ! ছয়জন কুকুর ও একজন বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। প্রায় ৫ বছর ধরে এটি তারা চেয়েছিল। পারেনি স্থানীয় প্রাণীপ্রেমীসহ বিভিন্ন প্রাণীকল্যাণ সংস্থার প্রতিবাদে। আজ ঘটনা ঘটিয়ে দিল তারা।

উল্লেখ্য, রাজধানীর মোহাম্মাদপুরের জাপান গার্ডেন সিটি এলাকায় বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে এসব প্রাণীর প্রতি একরকম তিক্ত অভিজ্ঞতার শিকার হচ্ছেন সেখানকার বাসিন্দারা। সামাজিক যোগাযোগমাধ্যমে কুকুরের প্রতি বিভিন্ন অভিযোগ এনে পোস্ট করেছেন অনেকেই। এতে দেখা যায়, সেখানকার শিশুদের কুকুর কামড়েছে বলে অভিযোগ আনা হচ্ছে।

এমন অবস্থায় দীর্ঘদিন ধরেই জাপান গার্ডেন সিটিবাসীর পক্ষ থেকে বেওয়ারিশ কুকুর নিধনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা ছিল। এবার সেটাই ঘটানো হয়েছে।

বিনোদন

রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির ভেতর খাবারে বিষ মিশিয়ে কুকুর মেরে ফেলার অভিযোগে পশুপ্রেমীরা মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে এই ঘটনা প্রকাশ পেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়।

জাপান গার্ডেন সিটিতে বেশ কয়েকটি কুকুর ও একটি বিড়াল মেরে ফেলা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগ করে কুকুর-বিড়াল হত্যা করা হচ্ছে বলে ফেসবুকে পোস্ট করেন একজন ব্যবহারকারী। এ সময় সেখানকার কুকুর-বিড়ালগুলো বাঁচাতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। এ সংক্রান্ত কিছু ভিডিও এবং ছবিও পোস্ট করেন তিনি। মুহূর্তের মধ্যে সেটি ভাইরাল হয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে রাতে জাপান গার্ডেন সিটিতে ছুটে যান অনেকে।

ঘটনা প্রসঙ্গে জানা যায়, বেশ কিছুদিন ধরে জাপান গার্ডেন সিটিতে একদল বসবাসকারী ‘জেজিসি লাইফ সেফটি’ নামের ব্যানার ব্যবহার করে বেওয়ারিশ কুকুর নিধনের পক্ষে প্রচারণা চালিয়ে আসছিলেন। জাপান গার্ডেন সিটির ভেতরে এ সংক্রান্ত কিছু ব্যানার-ফেস্টুন পাওয়া যায়। সেখানে লেখা ছিল—‘সকল বেওয়ারিশ কুকুর প্রাণিপ্রেমীদের বাসায় পাঠিয়ে দেওয়া হোক’, ‘জাপান গার্ডেন সিটির পরিচ্ছন্নতার স্বার্থে কুকুরের উচ্ছিষ্ট খাবার, মল-মূত্র কুকুরপ্রেমীদের বাসায় প্রেরণ করা হোক’, ‘বেওয়ারিশ কুকুর নিধন করো, এনজিও ব্যবসা বন্ধ করো। ’

রাতে ঘটনাস্থলে ছুটে যান একদল প্রাণিপ্রেমী। এ সময় আদাবর থানা থেকে পুলিশ কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন। সেখানে দেখা যায়, জাপান গার্ডেন সিটির ফ্ল্যাট মালিক সমিতির সদস্যরা খোলা একটি জায়গায় বসে আছেন। কয়েকজনকে পুলিশসহ আসতে দেখে সেখান থেকে অনেকে উঠে চলে যান।

২২ নম্বর বিল্ডিং ফ্ল্যাট মালিক, জাপান গার্ডেন সিটি  ফ্ল্যাট মালিক কল্যান সমিতির সাধারন সম্পাদক  শাহানুর ভুঁইয়া সেখানে উপস্থিত ছিলেন, এ সময় তিনি আগত প্রাণিপ্রেমীদের বোঝানোর চেষ্টা করেন ও বলেন, আমি নিজেও কুকুরগুলোকে খাবার দেই, আমার বাসা থেকেও দেয়। তাদের প্রতি এক ধরনের মায়া জন্মে গেছে। তবে এখানে কুকুরে কামড়ানোর মতো নেতিবাচক ঘটনাও আছে। এই কুকুরগুলোর কোনো মালিক নেই। কুকুর নিয়ে অনেকে অভিযোগ দেয় । নিরাপত্তারক্ষীদের  আমাদের কমিটি থেকে সিদ্ধান্ত দেওয়া আছে  যে, কুকুর দেখলে বের করে দিতে। আমরা কুকুরকে এখান থেকে বের করে দেই। তবে আজকের ঘটনা দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আমি সিটি কর্পোরেশনকে চিঠি দেব আপনারা যথাযথ ব্যবস্থা নেন।

এদিকে জাপান গার্ডেন সিটির এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী জয়া আহসান। এক ফেসবুক পোস্টে তিনি জানান, ‘ক্ষুধার্ত কুকুরকে খাবার সেধে খাওয়ালো বিষ। ছয়টি কুকুর ও একটি বিড়ালকে বিষ প্রয়োগে মেরে ফেলেছে জাপান গার্ডেন সিটি বিল্ডিং কমিটির লোকজন। প্রায় ৫ বছর ধরে এটি তারা চেয়েছিল। পারেনি স্থানীয় প্রাণিপ্রেমীসহ বিভিন্ন প্রাণিকল্যাণ সংস্থার প্রতিবাদে। আজ ঘটনা ঘটিয়ে দিলো তারা। ’

এর ঠিক আগের পোস্টে তিনি উল্লেখ করেন, ‘গণমাধ্যমের বন্ধুদের অনুরোধ করছি, বিষয়টি গুরুত্ব দিয়ে আপনারা বরাবরের মতোই পাশে থাকুন। এই বর্বরতা মেনে নেওয়া যাবে না। এটি কেবল কুকুর হত্যা নয়, বিষ প্রয়োগে কাউকে হত্যা মানে মধ্যযুগীয় বর্বরতাকে মনে-প্রাণে ধারণ করা একটা সমাজের বিরুদ্ধে লড়াই। ’

এ ঘটনায় প্রাণীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন জাপান গার্ডেন সিটি ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছেন।

বিনোদন

সৌদি প্রবাসীদের গানে গানে মাতালেন নগরবাউল জেমস।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে রিয়াদের আল-সুওয়াইদি পার্কে বাংলাদেশ উৎসবে একের পর এক গান গেয়ে মাতিয়ে তোলেন প্রবাসীদের।

এর আগে আল-সুওয়াইদি পার্ক বাংলাদেশি প্রবাসীদের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

জেমস তার জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান। এসব গানের মধ্যে ছিল ‘মা’, ‘আসবার কালে আসলাম একা’, ‘দুষ্ট ছেলের দল’, ‘বিজলী চলে যেওনা’, ‘বেদের মেয়ে জোছনা’, ‘সুন্দরীতমা আমার’, ‘মীরা বাঈ’, ‘পাগলা হাওয়ার তোড়ে’, ‘না জানি কোহি’ প্রভৃতি।

স্থানীয় সময় রাত ৮ টার দিকে মঞ্চে উঠেন জেমস। এসময় তার মাথায় ছিলো লাল গামছা বাঁধা। পরনে কালো টি-শার্ট আর নীল জিন্স। গান শেষে জেমস বলেন,’‘তোমরা আমার জান। বেঁচে থাকলে আবার দেখা হবে। ’

জেমসের গানের তালে তালে মেতে উঠেন লাখো প্রবাসীরা।

আয়োজকরা জানিয়েছেন আল-সুওয়াইদি পার্কে ১০ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি যোগ দেন।

জানা গেছে, দেশের বাইরে বিশ্বের নানা জায়গায় কনসার্ট করেছেন জেমস। তবে সৌদি আরবে কখনো তিনি কনসার্টে অংশ নেননি। এই প্রথম বারের মতো সৌদি আরবে কনসার্ট করলেন জেমস।

সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে ‘বাংলাদেশ উৎসব’। সৌদি আরবের ভিশন- ২০৩০ লক্ষ্য অর্জনের জন্য দেশটির মিডিয়া মন্ত্রণালয় ‘জীবনের গুণমান’ কর্মসূচির অংশ হিসেবে ‘গ্লোবাল হারমনি’ ইনিশিয়েটিভ চালু করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে সৌদির মিডিয়া মন্ত্রণালয় ও সাধারণ বিনোদন কর্তৃপক্ষের সাথে যৌথভাবে এই ইভেন্টের আয়োজন করেছে। শুক্রবার ছিল উৎসবের তৃতীয় দিন। আগামীকাল শনিবার এই উৎসব শেষ হবে।