বিনোদন

বিরতি শেষে শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি তিনি শেষ করলেন ‘পুতুল পুতুল খেলা’ নামে একটি নাটকের শুটিং। এটি পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ফাহমি।

কাজ শুরু প্রসঙ্গে সাদিয়া বলেন, ‘আন্দোলন, বন্যায় দেশের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। পরিস্থিতি বিবেচনায় কাজ করা হয়নি। ফাহমি ভাইয়ের পরিচালনায় একটি নাটকের শুটিং শেষ করলাম। কাজটি করে বেশ ভালো লেগেছে। আশা রাখি দর্শকদের ভালো লাগবে।’

ছাত্র-জনতার পক্ষে আন্দোলনে সরব থাকায় বেশ ধকল পোহাতে হয়েছে সাদিয়া আয়মানকে। হুমকি পাওয়ার ঘটনাও ঘটেছে এই অভিনেত্রীর জীবনে। তবে এসব কিছুকে গুরুত্ব না দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছেন।

আন্দোলনের সময়গুলোর কথা স্মরণ করে তিনি বলেন, ‘সে সময়ে লেখালেখি করায় আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কী, আমি কে, এসব জানতে চাওয়া হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া যে সেই সরকারের পতন হয়েছে। তা না হলে আমিসহ আরও অনেককেই বিপদে ফেলত ওরা। মানুষ তাদের চিনতে পেরেছে। কিছু শিল্পীর মুখোশ উন্মোচন হয়েছে। তাদের আসল চেহারা প্রকাশ পেয়েছে।’

বিনোদন

গত মাসে কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার ঘটনায় ভারতের রাজপথে নেমে এসেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। অপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন করছেন তারা।

অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, শ্রীলেখা মিত্র থেকে শুরু করে শুভশ্রী গাঙ্গুলী-শ্রাবন্তী চট্টপধ্যায়রাও বিচার দাবি করেছেন।

সম্প্রতি আজমির শরিফে গিয়ে পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসার প্রার্থনা করেছেন অভিনেত্রী শ্রাবন্তী। একইসঙ্গে ন্যায়বিচারের প্রার্থনা করেছেন তিনি। এসময় নায়িকার সঙ্গে দেখা গেছে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে।

সম্প্রতি ইনস্টাগ্রামে আজমির শরিফে যাওয়ার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন শ্রাবন্তী। যেখানে মাথায় ওড়না দিয়ে প্রার্থনা করতে দেখা গেছে নায়িকাকে।

আজমির শরিফে প্রার্থনার সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, ‘শান্তি ফিরুক। ন্যায়বিচারের জন্য প্রার্থনা করলাম।’

বিনোদন

আর জি কর কাণ্ডের পর থেকে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা। এর মাঝেই আরও এক লজ্জাজনক ঘটনা ঘটলো সেখানে।

এবার অভিযোগ উঠেছে এক তরুণী মডেলকে শ্লীলতাহানির।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গেল মঙ্গলবার। সেই অভিযুক্তর মেকআপ অ্যাকাডেমি রয়েছে। সেখানেই ওই তরুণী মডেলকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ।

রোববার পুলিশ সূত্রে বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়, ওই মডেলের অভিযোগের ভিত্তিতেই দায়ের হয়েছিল এফ আই আর। ইতোমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

নির্যাতিতার অভিযোগ, মঙ্গলবার বেলা পৌনে ১২টা নাগাদ মডেলিংয়ের জন্য তিনি ওই মেকআপ অ্যাকাডেমিতে যান। পৌঁছনোর পরই ওই প্রতিষ্ঠানের মালিক তাকে বিবস্ত্র করেন। শ্লীলতাহানির ঘটনা ঘটার পরই ওই মডেল স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানান। তার ভিত্তিতেই একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ।

পুলিশ সূত্রের বরাদে প্রতিবেদনে আরও জানানো হয়, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২), ৭৪, ৭৬, ৩৫১(২), ৭৯ এবং ১১৫(২) ধারায় মামলা রুজু হয়েছে। প্রাথমিক তদন্তে শুরু করে পুলিশ জানতে পারে অভিযুক্ত কলকাতারই বাসিন্দা। তরুণী মডেলের অভিযোগের ভিত্তিতেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গেল মঙ্গলবারও কলকাতাজুড়ে প্রতিবাদী মিছিল হয়েছে। লালবাজারের সামনে আন্দোলনে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। বুধবারও রাত দখল কর্মসূচী ছিল। কলকাতা যখন আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ফুঁসছে, তখনও এ ধরনের ঘটনা ঘটছে শহরটিতে।

বিনোদন

জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।

মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে রাস্তায় থাকার সময় বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নেওয়া উচিত নয়। কিছু আঘাতের সম্মুখীন হলে চরম সাহস ও শক্তি প্রদর্শন করা উচিত। সপ্তাহের মাঝদিকে একটি আনন্দ সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা আপনার শক্তি ও আবেগকে আবার নতুন করে তুলবে। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। সপ্তাহের শেষদিকে পেশা সংক্রান্ত বিষয়ে পরিবর্তন করার সময়, যা আপনি করতে চেয়েছেন। চোখ কখনও মিথ্যা বলে না। সঙ্গীর চোখের বিশেষ কিছু এ সময় আপনাকে বলবে।

বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবাহিত জীবনের কৌতুকময় অধ্যায় চলতে পারে। তবে সত্যি আবেগ প্রবণ হয়ে যাবেন যখন বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাগে আসতে থাকবে। সপ্তাহের মোঝদিকে দুর্ঘটনা সামান্য কাটা বা আঘাত ও ক্ষত হওয়ার সম্ভাবনা। তাই ধারালো জিনিসগুলো হাতে নেওয়ার সময় বা যানবাহন চালানোর সময় বা কোনো খেলাধুলা করার সময় সতর্ক থাকুন। সপ্তাহের শেষদিকে যদি দীর্ঘযাত্রায় যাওয়ার পরিকল্পনা করেন তবে স্বাস্থ্য ও শক্তি সংরক্ষণের অভ্যাস জরুরি প্রমাণিত হবে। ভ্রমণের শিক্ষামূলক বিষয় সচেতনতা বাড়িয়ে তুলবে।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে কেউ ক্ষতি করার চেষ্টা করতে পারে। এমন কোনো কাজ করা উচিত নয় যা আপনাকে সামনা সামনি মোকাবিলার জন্য নিয়ে যাবে। সপ্তাহের মাঝদিকে বিবাহিত জীবন আগে এত রঙিন ছিলনা, স্বামী/ স্ত্রীর সঙ্গে একটি গভীর ভাবপূর্ণ খোশগল্প করবেন। কোনো নতুন ব্যবসার জন্য চিন্তা করতে পারেন। সপ্তাহের শেষদিকে দুরাচার লোকদের থেকে নিজেকে দূরে রাখুন। রাস্তায় যানবাহনে সতর্কভাবে চলাফেরা করুন। বহুমুখি কর্মকাণ্ডে দৈহিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে কাজের চাপে মন দখল করে থাকায় প্রিয়জন অপরিমেয় রোমান্টিক আনন্দ দেভে। উপলব্ধি করতে পারবেন সঙ্গী কতটা ভালোবাসে। সপ্তাহের মাঝদিকে কিছু অনিবার্য পরিস্থিতির কারণে অস্বস্তি বোধ করতে পারেন। তবে নিজের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন। সপ্তাহের শেষদিকে স্বামী/ স্ত্রীর মধ্যে মিল ঘটানোর পক্ষে একটি ভালো সময়। পরিবারে জড়িত দুজন ব্যক্তি তাদের ভালোবাসার প্রতি সম্পূর্ণভাবে দায়বদ্ধ হওয়া উচিত। ব্যবসার কারণে ভ্রমণ হতে পারে।

সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে যারা রিয়েল এস্টেটের ব্যবসার সাথে জড়িত তারা অপ্রত্যাশিত মুনাফা অর্জন করতে পারেন। পরিবার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এ সময় পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। সপ্তাহের মাঝদিকে প্রেমে বেদনায় আপনাকে ঘুমাতে দেবে না। গভীরভাবপূর্ণ ভালোবাসার উচ্ছাস অনুভূত হবে। এরজন্য সময় বের করতে কার্পণ্য করবেন না। প্রেমের স্মৃতি এই সময়ে দখল করে থাকবে। সপ্তাহের শেষদিকে ঘরের উত্তেজনা আপনাকে ক্রুদ্ধ করবে। সেগুলো চেপে রাখার কারণে শারীরিক সমস্যা বাড়াবে। শারীরিক কাজকর্মের সাথে এটি হাত থেকে মুক্তি পান।

কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে দীর্ঘ সময় ধরে কথা বলতে চেয়েছেন এমন কারও কাছ থেকে একটি ফোন কল পেতে পারেন। বন্ধু ও আত্মীয় স্বজনের ওপর নিজের মত চাপাবেন না। এতে নিজের স্বার্থহানী হবে আর তারা হবেন বিরক্ত। সপ্তাহের মাঝদিকে কোনো পুরানো বন্ধুর সাথে দেখা করে সময়টা উজ্জ্বল করুন। পারিবারিক অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ সমারোহের জন্য শুভ সময়। সপ্তাহের শেষদিকে উৎসাহময় সময় যেহেতু ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন। প্রেমের জীবন গতিশীল হবে। সঙ্গী বিচলিত হতে পারে যদি তার প্রতি যথেষ্ট মনোযোগ না দেন। ভালোবাসার ছলনা এ সময় আবদ্ধ করে রাখবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে পরিচিত মানুষের মাধ্যমে উপার্জনের নতুন উৎস তৈরি হবে। সাফল্যের সূত্র হল এমন মানুষের উপদেশে পয়সা খাটানো যার উদ্ভাবনীমূলক ও ভালো অভিজ্ঞতা আছে। সপ্তাহের মাঝদিকে আত্মীয়দের কাছে ছোট সফর নিজের ক্লান্তিকর দৈনিক কাজের সূচী থেকে আরাম ও হালকা মুহূর্ত আনবে। মনে রাখবেন সহযোগিতাই জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত। সপ্তাহের শেষদিকে ঘরে উৎসবের বার্তাবরণ আপনার উত্তেজনা কম করবে। নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে এতে অংশগ্রহণ করছেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে যারা শিল্প ও নাটকের সাথে জড়িত আছেন তারা সৃষ্টিশীলতার সেরা স্তরে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু নতুন সুযোগ পাবেন। নিজের চেহারা ও ব্যক্তিত্ব ঠিক রাখার চেষ্টা আপনাকে সন্তুষ্ট করবে। সপ্তাহের মাঝদিকে কমিশন ডিভিডেন্ট বা রয়্যাল্টি থেকে লাভ পাবেন। সামান্য জিনিসে মন দেবেন না। এ সময় করা বিনিয়োগ সমৃদ্ধি ও আর্থিক নিরাপত্তা বাড়িযে তুলবে। সপ্তাহের শেষদিকে যদি কমনীয়তা ও বুদ্ধি ব্যবহার করেন তবে মানুষদের আপনার নিজের পথে নিয়ে আসতে পারবেন। আপনার সোনালি দিনগুলো মনে করার সাথে সাথে শৈশবের স্মৃতিগুলো রোমন্থন করবেন।

ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে সতর্ক থাকুন কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে। একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থ অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে। সপ্তাহের মাঝদিকে কোনো কিছুর ঘটার অপেক্ষায় থাকবেন না। নতুন সুযোগের সন্ধান করুন। উজ্জ্বল দিতে তাকান আর নিজের বিবেচনার ভিত্তিতে নির্দিষ্ট পরিবর্তন দেখেতে পাবেন। সপ্তাহের শেদিকে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে আর্থিক লেদেনের ক্ষেত্রে। এ সময় করা যৌথ উদ্যোগ অবশেষে লাভদায়ক হবে তবে অংশীদারদের কাছ থেকে কিছু উল্লেখযোগ্য বিরোধিতার সম্মুখিন হতে পারেন।

মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে উচ্চ প্রোফাইলের মানুষের সঙ্গে দেখা করতে ঘাবড়াবেন না। এটা স্বাস্থ্যের জন্য যেমন, তেমনি ব্যবসার মুনাফার জন্যও জরুরি। সামাজিক অনুষ্ঠানে অংশ নিলে সবার কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন। সপ্তাহের মাঝদিকে কাউকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না। বন্ধুদের উদারতার সুযোগ নিতে দেবেন না। খরচ বৃদ্ধি মনকে ভাবিত করে তুলবে। সপ্তাহের শেষদিকে নতুন ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করার এটাই আদর্শ সময়। সাফল্যে পৌঁছানোর আগে উদ্দেশ্যগুলো প্রকাশ করবেন না।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে কাজের পরিকল্পনায় কেউ ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে। তাই চারপাশে কী ঘটছে সেটার প্রতি সজাগ দৃষ্টি রাখুন। শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত সময় কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে হবে। সপ্তাহের মাঝদিকে নিজের সিদ্ধান্তে অভিভাবকের সহায়তা আপনাকে সাহায্য করবে। আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ মেজাজ চাঙা করে তুলবে। ধ্যান পরিত্রাণ আনবে। সপ্তাহের শেষদিকে যদি কেনাকাটা করতে যান তবে বেশি অপব্যায়ী হওয়া এড়ান। হাওয়ার প্রাসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না। বরং উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে দূরের আত্মীয়রা যোগাযোগ করতে পারেন। প্রেমঘটিত যোগাযোগ বাড়বে। এমন একটি সময় যখন রোমন্টিক ভ্রমণে যেতে পারেন। সপ্তাহের মাঝদিকে ব্যাংকিং করবার সতর্কতার সাথে সামলাতে হবে। কর্মক্ষেত্রে শক্রুরা শুধুমাত্র একটি ভালো কাজের জন্য আপনার সাথে বন্ধুত্ব করতে পারে। বাবা-মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে আর তারা আপনার ওপর ভালোবাসা বর্ষণ করবেন। সপ্তাহের শেষদিকে কোনো সামাজিক কারণে সেচ্ছাসেবকের কাউকে সাহায্য করা আপনার ক্ষেত্রে আশ্চর্য টনিকের মতো শক্তি বাড়িয়ে তুলতে পারে। দান করার মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে। কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন।

বিনোদন

ভারতীয় বাংলা সিনেমার পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। ইস্টার্ন ইন্ডিয়া ডিরেক্টর বোর্ড থেকে তার সদস্যপদ স্থগিত করা হয়েছে। পরিচালক জানিয়েছেন, তাকে না জানিয়ে সদস্য পদ স্থগিত করা হয়েছে।

অভিনেত্রী তার বিরুদ্ধে অভিযোগ করে জানিয়ে ছিলেন, কাজ দেওয়ার কথা বলে অভিনেত্রীদের শ্লীলতাহানি করতেন সেই পরিচালক।

অরিন্দম শীল মহিলা কমিশনের কাছে, ক্ষমা চেয়ে একটি চিঠি লিখেছিলেন। সেখানে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন, কোন অভিনেত্রী যদি তার আচরণে কষ্ট পেয়ে থাকেন তাহলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।

তিনি বললেন, ‘সেদিন একটি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং ছিল। কোনরকম বেড সিন বা লিপলক না থাকলেও, সেটি এক কথায় ঘনিষ্ঠ দৃশ্য। যেখানে দেখা যাবে অভিনেতা চেয়ারে বসে এবং তার কোলের উপরে অভিনেত্রী। কিভাবে শুটিং করা হবে সেটা বোঝাতেই অভিনেত্রীর সঙ্গে রিহার্সাল করতে শুরু করি। আমি অভিনেত্রীকে বলি আমার কোলের উপর বসতে। আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম যে ওর কোন অসুবিধা আছে কিনা? আমি ওকে বারবার প্রশ্ন করেছিলাম, কোনও অসুবিধা নেই তো তোর? সব ঠিক আছে তো?’

পরিচালক বলেন, ‘কোনভাবে সেই অভিনেত্রীর গালে আমার মুখ লেগে যায়। যদিও সেটা অনিচ্ছাকৃত। পুরোটাই অ্যাক্সিডেন্ট।’

অভিনেত্রী অভিযোগ করে বলেন, বিতর্কিত সেই ঘটনার দিন ফ্লোরে অনেকেই উপস্থিত ছিলেন, তারা জানেন আসলে কি ঘটেছিল।

গতকাল রাতে ইস্টার্ন ইন্ডিয়া ডিরেক্টর বোর্ড থেকে অরিন্দম শীলের সদস্যপদ স্থগিত হওয়ার পর, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছিলেন, পাপের ঘড়া উল্টোয়। ভেবেছিলাম এই জীবনে দেখতে পারব না। কিন্তু কুড়ি বছর পরে হলেও ভগবান যে এইটুকু কথা রেখেছেন তাই অনেক।

বিনোদন

বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক নক্ষত্রের নাম সালমান শাহ। নব্বই দশকের ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক তিনি। খুবই অল্প সময়ে দর্শকের হৃদয় জয় করে নিয়েছিলেন। লাখো ভক্তের কাছে তিনি ছিলেন স্বপ্নের নায়ক।সে সময়ে তার স্টাইল আর ফ্যাশন সেন্স চমকে দিয়েছে দর্শকদের।

আজ (শুক্রবার) তার মৃত্যুর ২৮ বছর হয়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে চলে যান এই নায়ক। কিন্তু তাতেও এক বিন্দু জনপ্রিয়তা কমেনি। ইন্টারনেটের এই যুগে দর্শকদের হৃদয়ে এখনো তিনি বেঁচে আছেন সেই স্বপ্নের নায়ক হয়েই।

প্রিয় নায়কের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে তাকে স্মরণ করছেন ভক্তরা।

এরইমধ্যে সালমানের স্মৃতিচারণ করলেন তার সহশিল্পী নায়িকা ববিতা। তিনি বলেন, মৃত্যুর এত বছর কেটে গেলেও সালমান তার অভিনয় আর ফ্যাশনের ভিন্নমাত্রা দিয়ে দর্শকের হৃদয়ে গেঁথে আছে। সালমান এমনভাবে সংলাপ বলত, এক্সপ্রেশন দিত যে বোঝার উপায় থাকত না, এটা অভিনয় নাকি সত্যি।

ববিতা বলেন, আমার সঙ্গে সালমানের বেশ কয়েকটি সিনেমায় কাজ হয়েছে। সালমান আমাকে প্রায়ই বলত, আপনি আমার আপন মা না হলেও আপনি আমার সুইট মা। আমাকে সে মা বলেই ডাকত।

সালমানের দেওয়া একটি চিরকুটের স্মৃতিচারণ করে ববিতা বলেন, যখন প্রথম মোবাইল ফোন বাজারে এলো- সাইজে সেটা বেশ বড় ছিল। আমি সেই মোবাইল ব্যবহার করতে পারতাম না। সালমানই আমাকে একটি চিরকুটে লিখে দিয়ে মোবাইল ব্যবহার করা শিখিয়েছিল। সালমানের নিজের হাতের লেখা সেই চিরকুটটি এখনো আমার কাছে বেশ যত্নে রাখা আছে। সেই চিরকুটের মাঝেই আমি সালমানকে খুঁজে বেড়াই।

ববিতার সঙ্গে সালমান ৪টি সিনেমায় অভিনয় করেছিলেন। এগুলো হলো- বাদল খন্দকারের ‘স্বপ্নের পৃথিবী’, দীলিপ সোমের ‘মহামিলন’, শিবলী সাদিকের ‘মায়ের অধিকার’ ও জাকির হোসেন রাজুর ‘জীবন সংসার’। দুটি ছবিতে সালমানের মায়ের ভূমিকায় ও দুটিতে সালমানের ভাবির ভূমিকায় অভিনয় করেন ববিতা।

বিনোদন

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এর এবারের পর্ব ধারণ করা হয়েছে শেরপুরে। শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় এলাকায় অবস্থিত দৃষ্টিনন্দন মধুটিলা ইকোপার্কে এ অনুষ্ঠানের মঞ্চ নির্মাণ করা হয়েছে। সীমান্তবর্তী এই পার্কে রয়েছে সবুজের সমারোহ। এখানে বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে মোড়ানো মঞ্চে ধারণ করা হয় এ পর্ব।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

ইত্যাদির নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর ইত্যাদির এ পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে।

অনুষ্ঠানের বিভিন্ন পর্ব ধারণ করা হয় জুলাই মাসের শুরুর দিকে। গত ২৬ জুলাই এ অনুষ্ঠান প্রচারের কথা থাকলেও বিদ্যমান পরিস্থিতির কারণে প্রচার করা যায়নি।

ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নসম্পদ, মুক্তিযুদ্ধের গৌরবময় স্থান, আকর্ষণীয় পর্যটনকেন্দ্র, প্রাকৃতিক সৌন্দর্য ও জনগুরুত্বপূর্ণ স্থানগুলো সম্পর্কে জানাতে দেশের বিভিন্ন স্থানে গিয়ে ‘ইত্যাদি’ ধারণ করা হয়। নালিতাবাড়ীতে ধারণ হলেও দর্শকরা আসেন ৫০ থেকে ১০০ কিলোমিটার দূরের বিভিন্ন উপজেলা থেকে।

এবারের অনুষ্ঠানে শেরপুরের পালাগানের শিল্পী তারা বয়াতী এবং পান্থ কানাই একটি ভিন্ন রকম লোকসংগীত পরিবেশন করেছেন। গানটির কথা লিখেছেন কবির বকুল।

মনিরুজ্জামান পলাশের কথায় শেরপুর জেলার পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন শেরপুরের স্থানীয় শতাধিক বাঙালি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নৃত্যশিল্পী। নাচটির কোরিওগ্রাফি করেছেন কমল কান্তি পাল, কণ্ঠ দিয়েছেন রাজীব ও তানজিনা রুমা।

দুটি গানেরই সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী।

দর্শক পর্বের নিয়ম অনুযায়ী ধারণ স্থান শেরপুর জেলা ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মধ্য থেকে বিভিন্ন সম্প্রদায়ের চারজন দর্শক নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকদের সঙ্গে অংশগ্রহণ করেন বৃহত্তর ময়মনসিংহের সংগীতশিল্পী অনিমেষ রায়।

শিকড়সন্ধানী ‘ইত্যাদি’ সব সময়ই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রচারবিমুখ, জনকল্যাণে নিবেদিত মানুষদের তুলে ধরার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের অচেনা-অজানা বিষয় ও তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করে আসছে। সেই ধারাবাহিকতায় এবারের পর্বেও রয়েছে কয়েকটি প্রতিবেদন।

এ পর্বে শেরপুরের ওপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন রয়েছে। শেরপুরের বিভিন্ন দর্শনীয়, আকর্ষণীয় পর্যটনকেন্দ্র ও প্রত্নসম্পদের ওপর প্রতিবেদন ছাড়াও এখানকার জিআই পণ্য তুলসীমালা চাল ও ধান–গবেষক চাটকিয়া গ্রামের কৃষক সেন্টু কুমার হাজংয়ের ওপর রয়েছে একটি প্রতিবেদন।

সহিদুল ইসলামের এক অপ্রচলিত শখের দুর্লভ সংগ্রহের ওপর রয়েছে একটি প্রতিবেদন। শেরপুরে হাতি-মানুষের ‘দ্বন্দ্ব’ দীর্ঘদিনের। এ বিষয়েই ইত্যাদির এবারের পর্বে রয়েছে একটি তথ্যভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন।

বিদেশি প্রতিবেদন পর্বে রয়েছে চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত চীনের কেন্দ্রীয় টেলিভিশন ভবন, চায়না টাওয়ার ও বিশ্বের মহাবিস্ময় চীনের মহাপ্রাচীরের ওপর একটি তথ্যবহুল প্রতিবেদন।

এ ছাড়া শেরপুরের মঞ্চে যথারীতি সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে রয়েছে নানি-নাতির কথার মাতামাতি। এ ছাড়া প্রতিবারের মতো এবারও রয়েছে বিভিন্ন সামাজিক অসংগতি ও সমাজ সংস্কারের ওপর সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু নাট্যাংশ। নাটক এখন নামে আটক, ফুড ব্লগার, প্রেমে ভিউর প্রভাব, ভিক্ষাবৃত্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, স্বামীর অবৈধ আয়ের দায়, দুর্নীতির গতি ও নীতির দুর্গতি, চোরের মন ছাগল ছাগল, স্বামী চেনার সহজ উপায়, মুখোমুখি দাতা ও গ্রহীতাসহ বিভিন্ন বিষয়ের ওপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ।

এবারের ইত্যাদিতে সোলায়মান খোকা, জিয়াউল হাসান, সুভাশীষ ভৌমিক, মাসুম বাশার, জিল্লুর রহমান, শবনম পারভীন, আঞ্জুমান আরা বকুল, আমিন আজাদ, মুকিত জাকারিয়া, আনন্দ খালেদ, তারিক স্বপন, জামিল হোসেন, জাহিদ শিকদার, সাদিয়া তানজিন, আনোয়ারুল আলম সজল, বেলাল আহমেদ মুরাদ, সঞ্জীব আহমেদ, সিয়াম নাসির, নিপু, কামাল বায়েজীদ, সাবরিনা নিসা, নাদিয়া হক, সুবর্ণা মজুমদার, মতিউর রহমান, আনোয়ার শাহী, বিনয় ভদ্র, বিলু বড়ুয়া, সুজাত শিমুল, তাসনোভা নিঝুম প্রমুখ শিল্পী অংশ নিয়েছেন বিভিন্ন পর্বে।

বিনোদন

আওয়ামী লীগ সরকার পতনের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিদেশে পাড়ি দিতে বিমানবন্দরে গিয়ে আটক হয়েছেন অনেক নেতাকর্মী।

সেই ধারাবহিকতায় এবার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিমানবন্দরে।

জানা গেছে, চলতি সপ্তাহে বিমানবন্দরে গিয়েছিলেন মাহি। সেখানে এই নায়িকাকে দেড় ঘণ্টা অপেক্ষায় রেখে বিশেষভাবে চেক করা হয় তার নথিপত্র। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার নাম আছে কি না, তা খতিয়ে দেখা হয়েছে। সামাজিকমাধ্যমে একটি ভিডিও বার্তায় বিষয়টি নিজেই জানিয়েছেন মাহি।

ওই ভিডিওতে মাহি বলেন, এক থেকে দেড় ঘণ্টা হবে, আমি জাস্ট বসেছিলাম। কারণ, কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না। ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরই ফ্লাই করতে পেরেছি।

মূলত একদিনের জন্য দেশের বাইরে গিয়েছিলেন মাহি। এরপর সেখানের কাজ সেরে আবারও ঢাকায় ফিরেছেন এই নায়িকা।

অভিনেত্রী পরিচয়ের বাইরেও রাজনীতিতে বেশ সরব ছিলেন মাহি। আওয়ামী লীগের হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু দলের সমর্থন না পাওয়ায়, স্বতন্ত্র প্রার্থী হয়েও খুব একটা সুবিধা করতে পারেননি এই চিত্রনায়িকা। ষেণ পর্যন্ত নির্বাচনে বড় ব্যবধানেই হেরেছেন তিনি।

বিনোদন

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সহ-সভাপতির দায়িত্বে ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে সে পদ থেকে অব্যাহতি দিয়েছে টেলিপ্যাব। এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন দোদুল।

দোদুল জানান, শিগগিরই শৃঙ্খলাভঙ্গের কারণে প্রাচীকে সহ-সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।

এই বিষয়ে রোকেয়া প্রাচী এখনো কোনো মন্তব্য করেননি। সহ-সভাপতির পদ হারালেও অবশ্য সাধারণ সদস্য হিসেবে টেলিপ্যাবে থাকবেন প্রাচী।

পরীমনির কাছে ‘হারলেন’ সাকিব

জানা গেছে, গত ৮ জুন রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে ২০২৪-২৬ মেয়াদে আরশাদ আদনান ও সাজ্জাদ হোসাইন দোদুলকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে টেলিপ্যাব। এই কমিটিতে সহ-সভাপতি পদে ছিলেন রোকেয়া প্রাচী।

গত ১৫ আগস্ট ধানমণ্ডি ৩২ নম্বরে শোক দিবসের শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেন রোকেয়া প্রাচী। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত প্রাচী বরাবরই রাজনীতির অঙ্গনে বেশ সক্রিয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন (ফেনী-৩) থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেও দল থেকে মনোনয়ন পাননি তিনি।

বিনোদন

দেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বন্যাদুর্গতদের উদ্ধারে ইতোমধ্যেই সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে।

সহযোগিতার হাত বাড়িয়েছেন দেশের সকল শ্রেণি পেশার মানুষের পাশাপাশি চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, ইউটিউবার, ইনফ্লুয়েন্সারাসহ সংগীত শিল্পীরাও।
তাদেরই একজন ‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী মডেল-অভিনেত্রী রাফাহ নানজিবা তোরসা। বন্যার্তদের সহায়তায় টিম নিয়ে এই অভিনেত্রী ছুটে গেছেন চট্টগ্রামের ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চলে।

শনিবার (২৪ আগস্ট) থেকে বন্যার্তদের উদ্ধারের পাশাপাশি শুকনা খাবার, কাপড়, পানি এবং ঔষধ নিয়ে তাদের পাশে দাঁড়ালেন তোরসা। তার টিমের কয়েকজন ফেনী ও নোয়াখালীতে গেল দুই দিন ধরে অবস্থান করছে বলে জানিয়েছেন তিনি। বন্যাকবলিত চট্টগ্রামের কয়েকটি উপজেলায় বানভাসিদের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিচ্ছেন।

বন্যাকবলিত এলাকা থেকে তোরসা বলেন, আমরা ভয়ংকার সময় পার করছি। স্বাধীনতা পাওয়ার চেয়ে রক্ষা করা অনেক কঠিন। ভারত পানি ছাড়ার বিষয়টি আগে থেকে জানালে সবাই সতর্ক থেকে মেকাবেলার প্রস্তুতি নেওয়া যেত। তিস্তার বাঁধ নিয়ে বছরের পর বছর আমরা ভোগান্তির শিকার। কিন্তু আমাদের দমানো যাবে না। যেকোনো দুর্যোগ আমরা হাসিমুখে প্রতিহত করতে পারি।

তিনি বলেন, আমরা যেমন রাজপথে দুহাত মেলে বুকে গুলি নিতে পারি, তেমনি বন্যার ছোবল থেকে আমাদের দেশটাকে বাঁচিয়েও আনতে পারি। এই মুহূর্তে হালদার কাছাকাছি অবস্থান করছি। যেখানে গাড়ি যাওয়ার সুযোগ নেই। একেবারে ভেতরে কিছু মানুষ আটকে আছে। আমরা তাদের জন্য কিছু করার চেষ্টা করছি। আশা রাখছি, অচিরেই আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব। উপদেষ্টাদের কাছে অনুরোধ থাকবে তিস্তার বাঁধে নজর দেওয়ার।