বিনোদন

গত বছর থেকে বিরল মায়োসাইটিস রোগে ভুগছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সম্প্রতি অভিনেত্রীকে নিয়ে ভুয়া খবর রটে। অভিযোগ উঠেছিল- সামান্থা নাকি নিজের চিকিৎসার জন্য এক তেলুগু সুপারস্টারের কাছ থেকে ২৫ কোটি টাকা ধার নেন। তবে কোন সুপারস্টার, তা জানা যায়নি। টাকা ধারের বিষয়ে নিন্দুকদের একহাত নিয়েছেন সামান্থা। শনিবার ইনস্টাগ্রামে ক্ষোভ ঝাড়েন তিনি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে- দক্ষিণী সুপারস্টার নাগা চৈতন্যের সঙ্গে ২০২১ সালের শেষের দিকে সামান্থার চার বছরের দাম্পত্য সম্পর্কের ইতি ঘটে। বিষয়টি নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। অসুস্থতার মধ্যে গত বছরের শেষ দিকে এই অভিনেত্রী নিজেই জানান যে, তিনি মায়োসাইটিস নামক একটি জটিল রোগে ভুগছেন।

এরই মধ্যে রটে যায় তিনি এক অভিনেতার কাছ থেকে ২৫ কোটি টাকা ধার নিয়েছেন। তিনি এ বিষয়ে ইনস্টাগ্রামে লিখেছেন- ‘মায়োসাইটিসের চিকিৎসা করাতে ২৫ কোটি রুপি! কেউ বোধ হয় খুব বাজে একটা চুক্তি করতে চেয়েছিল আপনার সঙ্গে। আমার তার থেকে কম টাকায় চিকিৎসা চলছে। আর আমার মনে হয় না, অভিনয় করে আমি কিছু কম টাকা আয় করেছি! তাই আমি নিজের খেয়াল নিজেই রাখতে জানি। ধন্যবাদ। ময়োসাইটিসে হাজার হাজার মানুষ ভোগেন। তাই দয়া করে এই রোগের চিকিৎসা নিয়ে ভুয়া খবর না রটিয়ে দায়িত্বশীল হোন।’

বিনোদন

নির্মাতা অনন্য মামুন বেশ কিছুদিন আগে জানিয়েছেন চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে ভারতের প্রযোজনায় একটি সিনেমা নির্মাণ করবেন। নায়িকাও নেওয়া হবে বলিউড থেকে-এমন কথাও জানিয়েছেন তিনি। শুরুতে বলা হয়েছিল এটি যৌথ প্রযোজনার।

সম্প্রতি জানালেন, আসলে এটি যৌথ প্রযোজনার সিনেমা নয়। ভারতের কলকাতার এসকে মুভিজের সঙ্গে মুম্বাইয়ের একটি প্রযোজনা সংস্থা মিলে সিনেমাটি প্রযোজনা করছে। অর্থাৎ এটি ভারতেরই সিনেমা। এ সিনেমায় শাকিবের নায়িকা কে হচ্ছেন এটা নিয়ে রয়েছে আলোচনা। অনন্য মামুন স্পষ্ট মুখ না খুললেও ভারতীয় গণমাধ্যমে বিভিন্ন নায়িকার নাম এসেছে।

তার মধ্যে রয়েছে শেহনাজ গিল, জেরিন খান, প্রীতি দেশাই, নেহা শর্মা। মামুনও ফেসবুকে স্টেটাস দিয়ে এসব নায়িকার নাম প্রচার করেছেন। তবে কে নির্দিষ্ট হয়েছে সেটা বলেন। শুধু বলেছেন, ‘ভারতীয় মিডিয়াতে যেসব নায়িকার নাম বলা হচ্ছে তাদের সবার কাছেই এ সিনেমার প্রস্তাব গেছে। শিগ্গির আমরা চূড়ান্ত নাম জানাব।’

এদিকে সিনেমাটিতে যে শাকিব খান অভিনয় করবেন সেটাও এখন চূড়ান্ত নয়। কারণ, মৌখিকভাবেই তার সঙ্গে কথা হয়েছে বলে নির্মাতা জানিয়েছেন। শাকিব এ মুহূর্তে আমেরিকায় আছেন অবকাশযাপনে। সেখান থেকে ফিরলে তার সঙ্গে লিখিত চুক্তি হবে বলে জানিয়েছেন নির্মাতা।

তবে এতে যে শাকিব অভিনয় করছেন সেটা মৌখিকভাবে জানিয়েছেন বলে নির্মাতার দাবি। তিনি আরও জানান, নাম ঠিক না হওয়া এ সিনেমা বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হবে। ভারতের বানারসে সেপ্টেম্বরে বেশিরভাগ শুটিং হবে বলে জানিয়েছেন নির্মাতা।

বিনোদন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সীমান্তের কাঁটাতার বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গকে বিভক্ত করলেও, আমাদের হৃদয় ও নাড়ির বন্ধন ছিন্ন করতে পারেনি।

তিনি বলেন, একই মাটির গন্ধ, একই নদীর জল, একই পাখির কলতান, একই মেঘমালার বৃষ্টি, একই সংস্কৃতিতে আমাদের জীবন।

দক্ষিণ কলকাতার নন্দন-১ প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

এ সময় দুই বাংলার চলচ্চিত্রকারেরা একসাথে কাজ করলে বাংলা চলচ্চিত্র বিশ্ব অঙ্গন দখল করবে, এমন প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই বাংলাদেশে চলচ্চিত্র শিল্পের সূচনা।

তিনি বলেন, চলচ্চিত্র এমন একটা মাধ্যম যা দেখে শত শত বছরের আগের অবস্থা জানা যায়, আবার ভবিষ্যতের ছবিও আঁকা যায়।

সবার সহযোগিতায় বিগত বছরগুলোতে কলকাতায় বাংলাদেশের চলচ্চিত্র উৎসব যেমন সফলতা পেয়েছে, এ বছরও তেমনি পাবে, আশাপ্রকাশ করেন তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিদ্যালয় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বিশেষ অতিথি হিসেবে চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ উপস্থিত ছিলেন।

ব্রাত্য বসু বলেন, আমাদের ভাষা এবং সংস্কৃতি আলাদা নয়। সেক্ষেত্রে আমি মনে করি এটা দুই বাংলার চলচ্চিত্র উৎসব। পঞ্চম বর্ষেও নিশ্চয়ই উৎসবের সিনেমা পশ্চিমবঙ্গবাসীকে আকৃষ্ট করবে। আমরাও চাই কলকাতার ছবি নিয়ে বাংলাদেশে উৎসব হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট মহলে কথাবার্তা চলছে।

বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য এরোমা দত্ত, অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ, কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস, অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেত্রী পূর্ণিমা, অরুণা বিশ্বাস, নুসরাত ফারিয়া, গায়ক রূপঙ্কর বাগচী ও প্রিয়াঙ্কা গোপ অনুষ্ঠানে যোগ দেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের আয়োজনে সেখানকার ঐতিহাসিক নন্দন-১ ও ২ প্রেক্ষাগৃহে ২৯ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত উৎসবে হাসিনা -আ ডটার’স টেল, জেকে-১৯৭১, বীরকন্যা প্রীতিলতা, লালশাড়ি, গেরিলা, দামাল, পরাণ, গুণিনসহ মোট ২৪টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে।

বিনোদন

ঢালিউডের সুপার স্টার শাকিব খান এবার অভিনয় করবেন বলিউডের নায়িকা জেরিন খানের সঙ্গে। এমনটিই শোনা যাচ্ছে ঢালিউড পাড়াই। তাকে নিয়ে ঢাকাই সিনেমার নির্মাতারা বুনছেন নতুন স্বপ্ন।

এদিকে নির্মাতা অনন্য মামুন বেশ কয়েক দিন ধরে বলে আসছেন, শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করছেন। সে সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিবের বিপরীতে অভিনয় করবেন বলিউডের কোনো একজন নায়িকা। কিন্তু কে হচ্ছেন সেই নায়িকা, সে ব্যাপারে কিছুই বলছেন না তিনি। আসলে কে নায়িকা?

একাধিক বিশ্বস্ত সূত্র বলছেন, শাকিবের বিপরীতে বলিউডের জেরিন খান অভিনয় করছেন। এরই মধ্যে জেরিন খানের সঙ্গে কথা বার্তা চূড়ান্ত হয়ে গেছে।

আগামী সেপ্টেম্বরে ভারতের বেনারস থেকে সিনেমাটির শুটিং হবে। শাকিব খানের নতুন এ সিনেমার নাম ‘দরদ’। বৃহস্পতিবার নির্মাতা অনন্য মামুন গণমাধ্যমকে বলেন, এখনি কোনো কিছু বলতে চাইছি না। তবে যা-ই হোক না কেন, তা কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হবে। আগামী ১০ সেপ্টেম্বরে ভারতে বেনারস থেকে সিনেমারটির শুটিং শুরু হবে। একটানা বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পাবে এই সিনেমা।

ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’ এখন প্রদর্শিত হচ্ছে দেশে ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি এখনো বেশিরভাগ প্রেক্ষাগৃহে হাউসফুল যাচ্ছে। এ সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল।

এদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়া ঝড় তুলছে।

বিনোদন

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানকে কেন্দ্র করে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্ব অনেক আগে থেকেই। তবে সেটি সাম্প্রতিক সময়ে সক্রিয় হচ্ছে। বেশ কিছু দিন ধরে শোবিজে আলোচনার কেন্দ্রবিন্দুতে চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।

ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘প্রিয়তমা’ এবং অপুর ‘লাল শাড়ি’ সিনেমার প্রচারণা করতে দেখা যায় একে অপরের। তা হলে কি সকল মান-অভিমান ভুলে শাকিব-অপুর সম্পর্ক আবার জোড়া লাগছে বলে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছে। ঠিক তখনই নতুন খবর আসে যে, ‘প্রিয়তমা’ সিনেমা আমেরিকায় মুক্তি পাওয়ায় সেখানে উড়াল দেন শাকিব খান। সেখানে যাওয়ার প্রায় দুই সপ্তাহ পর ছেলে জয়কে নিয়ে আমেরিকা যান অপু বিশ্বাস।

এর পর শাকিব-অপুর নিউইয়র্কে একসঙ্গে রাস্তায় দেখা হওয়া প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে। পাশাপাশি একটি ভিডিও ভাইরাল হয়েছে। এর পর একটি ঘরোয়া অনুষ্ঠানেও দেখা যায় তাদের। এ নিয়ে সামাজিক মাধ্যমে শাকিব-অপুর স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়েই বিভিন্ন আলোচনার মধ্যেই, বুবলীর প্রসঙ্গ উঠে আসে। গুঞ্জন শোনা যায়, আমেরিকার উদ্দেশে উড়াল দিয়েছেন তিনি। যেখানে অবস্থান করছেন তার স্বামী শাকিব খান।

এসব গুঞ্জনের মধ্যেই মঙ্গলবার দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুক পেজে নিজের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘আমার রাজপুত্রের সঙ্গে আমার সুন্দর পৃথিবী।’

বুবলীর স্ট্যাটাসের একদিন পর বুধবার (১৯ জুলাই) নিউইয়র্কের ম্যানহাটন সেন্ট্রাল বুকিং থেকে নিজের ফেসবুক পেজে ছেলে জয়ের দুটি ছবি পোস্ট করেন অপু বিশ্বাস, ক্যাপশনে লেখেন— ‘আমার প্রিয় স্থান তোমার আলিঙ্গনে।’

অপুর এ পোস্ট নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের। সেখানে নেটিজেনরা অপু বিশ্বাসের ছেলেকে নানা রিঅ্যাকশন এবং মন্তব্যে ভাসাচ্ছেন। আবার অনেক নেটিজেন কেউ কেউ শবনম বুবলীর পক্ষেও কথা বলছেন।

বিনোদন

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অভিনীত সিনেমা ‘মায়া’ চলতি মাসেই টালিউডের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ছবিতে তার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে দর্শক ও সমালোচক মহলে। এবার এই অভিনেত্রী শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলেন।

টালিউড নির্মাতা শুভ্রজিৎ মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরানী’কে বড় পর্দায় নিয়ে আসছেন। এটা অবশ্য পুরনো খবর। তবে নতুন খবর হলো- সিনেমাটির সংলাপ কোচ হিসেবে যুক্ত হয়েছেন মিথিলা। টালিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ খ্যাত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়দের ভাষা শেখাবেন এই অভিনেত্রী।

নির্মাতা শুভ্রজিৎ মিত্র এ ব্যাপারে বলেছেন, ‘দেবী চৌধুরানী’ সিনেমায় একেবারে প্রাচীন ভাষা তুলে আনলে সেটা সিনেম্যাটিক হবে না। তাই আমরা একটা মধ্যমপন্থা নেওয়ার কথা ভেবেছি। যেহেতু রংপুর থেকে এই গল্পটা শুরু হয়ে ক্রমশ বৃহত্তর বাংলায় ছড়িয়ে পড়ে, তাই পূর্ববঙ্গের ভাষার পাশাপাশি পশ্চিমের ভাষাও রাখতে হবে। সেজন্য পূর্ববঙ্গীয় ভাষা সংক্রান্ত ওয়ার্কশপ করাচ্ছেন মিথিলা এবং অন্যান্য তালিম দিচ্ছেন সোহাগ সেন।

এ বিষয়ে মিথিলা বলছেন, ছবিটার মূল পটভূমি হলো ব্রিটিশবিরোধী আন্দোলন। যা শুরু হয় বাংলাদেশের রংপুর থেকে। এর পর সেটা গোটা বাংলায় ছড়িয়ে পড়ে। সেই সুবাদে সিনেমার বেশ কিছু চরিত্র বাংলাদেশের আঞ্চলিক টোনে কথা বলবে। সেই চরিত্রগুলোর জন্য সংলাপ লেখা এবং শিল্পীদের উচ্চারণ অনুশীলন করানোই আমার মূল কাজ।

তিনি জানান, এখন চিত্রনাট্য লেখা চলছে, আমি ভয়েস ক্লিপ দিয়ে ইনপুট দিচ্ছি। অক্টোবর নাগাদ সরাসরি ওয়ার্কশপ করব। কাজটি করার সুযোগ পেয়ে আমার ভালোই লাগছে।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় ‘দেবী চৌধুরানী’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ধরা দেবেন ভবানী পাঠকের চরিত্রে। ছবিটি বাংলা ছাড়া আরও ছয়টি ভাষায় নির্মিত হবে। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে টালিউডের সবচেয়ে বড় বাজেটের এই সিনেমা।

বিনোদন

কিছু দিন ধরেই গুঞ্জন চলছে— দাম্পত্য বিচ্ছেদ ভুলে আবারও এক হচ্ছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও অপু বিশ্বাস। এ নিয়ে শাকিবের কোনো বক্তব্য পাওয়া না গেলেও সংবাদমাধ্যমে দেওয়া অপুর বেশ কিছু সাক্ষাৎকার সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে। এবার সেই গুঞ্জন আরও জোরালো হলো দুজনকে একসঙ্গে দেখে।

এ মুহূর্তে শাকিব-অপু দুজনেই রয়েছেন যুক্তরাষ্ট্রে। তবে অবাক হওয়ার মতো বিষয় হলো— দুজনকে একসঙ্গে দেখা গেছে নিউইয়র্কের রাস্তায়; এমনটিই দাবি করেছে দেশের একটি জাতীয় দৈনিক।

সংবাদমাধ্যমটি দাবি করেছে, নিউইয়র্কে শাকিব-অপুর ঘোরাঘুরির একটি ভিডিও ক্লিপ এসেছে তাদের হাতে। সেই ভিডিওতে দেখা যায়, বেশ ফুরফুরে মেজাজে গাড়ি চালাচ্ছেন শাকিব। ঠিক তার পাশের আসনে বসে আছেন অপু। আর পেছনের আসনে বসা তাদের সন্তান আব্রাম খান জয়।

গত ২ জুলাই যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব। এদিকে শাকিবের যাওয়ার ঠিক দুই সপ্তাহের মধ্যে ১৩ জুলাই রাতে ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে যান অপু। জানা গেছে, যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে অংশ নিতে গেছেন অপু।

নিউইয়র্কের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, স্থানীয় সময় গত বৃহস্পতিবার দুপুরে জয়সহ সেখানে পৌঁছান অপু। স্থানীয় সময় সেদিন রাতে এবং গতকাল (শুক্রবার) শাকিব-অপু এবং তাদের সন্তান জয়কে একসঙ্গে নানা জায়গায় ঘুরতে দেখা গেছে।

প্রসঙ্গত, হঠাৎ করেই ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে উপস্থিত হয়ে শাকিবের সঙ্গে নিজের গোপন বিয়ে ও সন্তানের খবর জানান অপু।

সেখান থেকেই জনসমক্ষে আসে যে, ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে হয় তাদের। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় শাকিব-অপুর ছেলে জয়ের। সেই সময় টেলিভিশনের পর্দায় সন্তান কোলে অপুর কান্নার ছবি দেশজুড়ে আলোড়ন তোলে। পরে দুজনের দ্বন্দ্বে বিচ্ছেদ ঘটে।

বিনোদন

একাধারে গায়িকা ও লেখিকা সুচিত্রা কৃষ্ণমূর্তি। ১৯৯৪ সালে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেন ‘কাভি হাঁ কাভি না’ সিনেমায়।

সেই সুচিত্রা আবারও নতুন করে খবরের শিরোনামে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন পরিচালকের কু-প্রস্তাবের বিষয়ে।
এনডিটিভিসহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সুচিত্রা জানিয়েছেন, একবার এক নামী পরিচালক তার সঙ্গে হোটেলে রাত কাটাতে চেয়েছিলেন। সেসময় তিনি এতোই ছোট যে পরিচালকের কু-প্রস্তাব বুঝতে পারেননি।

তার কথায়, সেসময় ওসব ঘটনা ছিল খুব সাধারণ। তবে আজকাল সামাজিকমাধ্যমের কারণে এমন ঘটনা বেশি উঠে আসে। আগের দিনে প্রকাশ পেত কম। এখনতো সবকিছু বেশ উন্নত, সাজানো-গোছানো।

সুচিত্রা কৃষ্ণমূর্তি বলেন, ওই পরিচালক-প্রযোজক আমাকে হোটেলে ডাকেন। জিজ্ঞাসা করেন, বাবা না-কি মা, কে বেশি কাছের? বললাম, বাবা। উনি আমাকে খুব ভালোবাসেন, স্নেহ করেন।

উনি বললেন, তাহলে বাবাকে ফোন করো। এখনই বলো আমি তোমায় কাল সকালে বাড়িতে রেখে আসব। বললাম, ঠিক বুঝতে পারলাম না। তখন উনি বললেন, তোমার সঙ্গে একটু সময় কাটাবো। আমি তখন ভাবছি, সকাল পর্যন্ত কী করবো এর সঙ্গে? তখন বাজে বিকেল ৪টা থেকে ৫টা। ভয়ে কেঁদে ফেললাম। জিনিসপত্র নিয়ে আসার কথা বলে সেখান থেকে পালালাম।

সবশেষ ২০১৯ সালে অভিনয়ে দেখা গিয়েছিল সুচিত্রাকে। ওই সময় তিনি অভিনয় করেছিলেন ‘অড কাপল’ সিনেমায়। এতে আরও অভিনয় করেন দিব্যেন্দু, বিজয় রাজ, প্রণতি রাই প্রকাশ, মনোজ পাহওয়া, সুমিত গুলাটিসহ অনেকে।

বিনোদন

শিবচরের আড়িয়াল খাঁ নদের পাড়ে সিডনির অপেরা হাউসের আদলে শেখ হাসিনা আধুনিক অপেরা হাউস ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

তিনি বলেন, সিডনির অপেরা হাউসের আদলে শেখ হাসিনা আধুনিক অপেরা হাউস ও সাংস্কৃতিক কেন্দ্র বাংলাদেশে করতে চাই।

ইতোমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অপেরা হাউসের সিদ্ধান্ত হয়েছিল ঢাকার হাতিরঝিলে। কিন্তু সেখানকার যে জনবসতি ও যানবাহন সেখানে এটি সামঞ্জস্য হচ্ছে না। সেই কারণেই প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা চিফ হুইপের সাহায্য চেয়েছি। সেই মোতাবেক আমরা বৃহস্পতিবার শিবচরের আড়িয়াল খাঁ নদের পাড় পরিদর্শনে এসেছি।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে এ প্রকল্পের জন্য শিবচরের সন্ন্যাসীর চর এলাকার আড়িয়াল খাঁ নদের তীরবর্তী এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, আমাদের কাছে এক্সপ্রেসওয়ে সংলগ্ন জায়গাটি অপেরা হাউসের জন্য একটি অসাধারণ জায়গা মনে হয়েছে। যে বিশাল জায়গা প্রয়োজন সেটা এখানে আছে।

কে এম খালিদ আরও বলেন, অপেরা হাউস দৃষ্টিনন্দন করতে জলাভূমি লাগে। এখানে আড়িয়াল খাঁ নদ রয়েছে। এই নদীতে জোয়ারভাটা হয়। সাংস্কৃতিক অঙ্গনের সবকিছু থাকবে এখানে। যেহেতু চিফ হুইপ মহোদয় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুমোদন চাইব। খুব দ্রুত সমীক্ষা করে এই সরকারের মেয়াদকালেই নকশার কাজ সম্পন্ন করব।

প্রকল্পটি রাজধানী ঢাকার হাতিরঝিলের পরিবর্তে মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদ ও এক্সপ্রেসওয়ে সংলগ্ন স্থানে হবে আশা প্রকাশ করেন তিনি।

এসময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এসময় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, এই এলাকাটি পদ্মা সেতুর পরেই আড়িয়াল খাঁ নদের পাড়ের সুন্দর একটি এলাকা। অনেক প্রকল্প প্রধানমন্ত্রী এখানে দিয়েছেন। এই প্রকল্পটি আমরা স্পোর্টস সিটির পাশেই করার চেষ্টা করছি। বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের কাজও এগিয়ে নিচ্ছি। সুন্দর পরিবেশের জন্য এটিই উপযুক্ত স্থান। রেল স্টেশনের পাশেই এটি নির্মিত হলে মানুষ অনেক সুবিধা পাবে। মন্ত্রী মহোদয় এ এলাকা পছন্দ করেছেন আমরা এ জায়গা দিতে প্রস্তুত আছি।

অন্যদের মধ্যে আরও ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম ,উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা প্রমুখ।

বিনোদন

বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে দেখে লোকজন বাঙালি ভাবেন! সম্প্রতি এমনটাই জানালেন এই অভিনেত্রী। এর পেছনে অবশ্য যথেষ্ঠ কারণও রয়েছে।

সেটি হচ্ছে- বিদ্যা বালানের পথ চলা শুরু হয়েছিল বাংলা সিনেমা ‘ভালো থেকো’র মাধ্যমে।
এরপর ২০০৫ সালে তিনি বলিউডে নাম লেখান, তাও আবার কিনা শরৎচন্দ্রের ‘পরিণীতা’ গল্পের প্রেক্ষাপটে তৈরি একই নামের সিনেমা দিয়ে। ফলে সেখানেও তাকে বাঙালির চরিত্রে দেখা গেছে। এছাড়া ‘কাহানি’ সিনেমা তো আছেই। ফলে একাধিক বাঙালি চরিত্রে অভিনয় করার দরুণ তাকে অনেকেই বাঙালি বলে ভুল করেন।

বম্বে জার্নিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদ্যা বালান জানান, আজও তাকে অনেকেই বাঙালি মনে করেন যেখানে তিনি আদতে একজন দক্ষিণ ভারতীয়।

অভিনেত্রী তার সাক্ষাৎকারে বলেন, অধিকাংশ লোকজন আমায় বাঙালি মনে করেন। তারা আমার সঙ্গে বাংলা ভাষাতেই কথা বলেন। আমি বাংলা ভাষাটা জানি বলে বলতে বা বুঝতে পারি। কিন্তু আমার পরিবার মাঝে মধ্যে হতবাক হয়ে যায় বিষয়টা দেখে।

তিনি আরও বলেন, আমাকে কেউ ভিদ্যা বললে আমি তাদের -বিদ্যা দিদি বলতে বলি।

সঞ্চালক তার সঙ্গে মশকরা করে বাংলায় কথা বললে অভিনেত্রী সেই কথার উত্তর ভাঙা ভাঙা বাংলাতেই দেন। বলেন, আমি মন থেকে বাঙালি।

তবে আপনি জানেন কি এই দক্ষিণ ভারতীয় অভিনেত্রী যতই ভালো বাংলা বলুন না কেন তার পছন্দের খাবার কী? তিনি দক্ষিণী খাবার খেতেই পছন্দ করেন।

অভিনেত্রীর কথায়, সব থেকে সেরা দক্ষিণ ভারতীয় খাবার আমার বাড়িতেই পাওয়া যায়। আমি বাইরের দক্ষিণ ভারতীয় খাবার একদম খেতে পারি না। কত কত সোডা দিয়ে দেয়, বাপ রে! ইডলি, ধোসার মতো ভালো জল-খাবার হয় না।

সাক্ষাৎকারে বিদ্যা বালান জানান, তিনি দক্ষিণ ভারতীয় বিয়ে বাড়িতে যান কেবল সেখানকার খাবারের জন্য। অভিনেত্রীর কথায়, দক্ষিণ ভারতীয় কারও বিয়েতে নিমন্ত্রণ পেলেই জলখাবার খেতে চলে যেতাম। জলখাবারটাই এতো ভালো হয় এসব জায়গায় যে লাঞ্চ বা ডিনার কিছুই আর করার প্রয়োজন হয় না।

তার পছন্দের জলখাবারের মধ্যে পাইনাপেল কেশরী, ধোসা, ইডলি থাকে বলেও জানান অভিনেত্রী।