বিনোদন

বলিউড তারকা হৃতিক রোশন আর কারিনা কাপুর বড় পর্দায় যখনই জুটি বেঁধেছেন, ছবির ফলাফল বক্স অফিসে যেমনই হোক না কেন, জুটি একেবারে সুপারহিট! ২০০০ সালে ‘কাভি খুশি কাভি গাম’ ছবিতে অভিনয় করার পর থাকে হৃতিক আর কারিনার কেমিস্ট্রি নিয়ে জোর চর্চা শুরু হয় বলিউডে। সেসময় পরপর বেশ কয়েকটি ছবিতে জুটিতে কাজ করেছিলেন তারা– ইয়াদে (২০০১), ম্যায় প্রেম কি দিওয়ানি হু (২০০৩)।

কারিনা মাত্র ২০ বছর বয়সে ২০০০ সালে বলিউডে আত্মপ্রকাশ করেন। একই বছর আত্মপ্রকাশ করেন রাকেশ রোশনের ছেলে হৃতিক রোশন। ‘কহো না… প্যার হ্যায়’ ছবির মাধ্যমে অভিষেক হয় তার।

২০০০ সালে ‘কহো না… প্যার হ্যায়’ ছবিতে হৃতিকের বিপরীতে অভিষেক হয়েছিল অভিনেত্রী আমিশা প্যাটেলের। ছবিতে নিজের ছেলে হৃতিকের বিপরীতে সেই আমিশাকেই পছন্দ করেছিলেন রাকেশ। কিন্তু সেই ছবিতে আগে অভিনয় করার কথা ছিল কারিনার। শুটিংয়ের মাত্র তিন দিন আগে কারিনাকে সেট থেকে তাড়িয়েই দেন রাকেশ।

সম্প্রতি এক সাক্ষাতকারে আমিশা বলেন, ‘কারিনা নিজে ‘কহো না… প্যার হ্যায়’ ছবি থেকে সরে যাননি। রাকেশ আমাকে জানান, সৃজনশীল মতপার্থক্যের কারণে কারিনাকে ছবি থেকে বাদ দিয়েছিলেন তিনি।

তিনি আরও বলেন, ‘মাত্র তিন দিনের মাথায় আমাকে ‘সোনিয়া’ চরিত্রে চূড়ান্ত করেছিলেন তিনি (রাকেশ)।’

আমিশা আরও জানান, একটি বিয়ের অনুষ্ঠানে নাকি তাকে প্রথম বার দেখেছিলেন রাকেশ। প্রথম দেখাতেই ‘সোনিয়া’ হিসেবে তাকে মনে ধরেছিল রাকেশের। শুটিং শুরু হওয়ার মাত্র তিন দিন আগে নাকি ‘কহো না… প্যার হ্যায়’ ছবির প্রস্তাব পেয়েছিলেন তিনি।

বিনোদন

ঢালিউডের আলোচিত অভিনেত্রী শিরিন শিলা। বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনায় থাকেন এ নায়িকা। বিশেষ করে এক যুবকের প্রকাশ্যে চুমুকাণ্ডে ব্যাপকভাবে আলোচনায় এসেছিলেন এ অভিনেত্রী। এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছিল।

এ ছাড়া পরীমনি ও রাজের সঙ্গে ভিডিও করে কথা বলে কিছু স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করে ব্যাপক আলোচনা-সমালোচনায় এসেছিলেন শিরিন শিলা। এ ঘটনায় পরীমনির সঙ্গে সম্পর্ক টানাপোড়েনও চলছিল তার।

এবার পরীমনির সঙ্গে নিজেকে তুলনা করে নতুন করে আবার আলোচনায় এসেছেন অভিনেত্রী শিরিন শিলা।

শুক্রবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিরিন শিলা বলেন, আমাকে অনেকে পরীমনির সঙ্গে তুলনা করেন। আমি কাউকে অনুসরণ করি না। আমি আমার স্টাইলে চলি। আমি নিজেও জানি না পরীর কথা কেন আমাকে বলে। তবে হ্যাঁ, পরী আমার ভালো বান্ধবী।

শিলা আরও বলেন, আমি আর পরীমনি যমজ বোনের একটা ছবিতে অভিনয় করেছিলাম। সেটা ছিল মুশফিকুর রহমান গুলজার ভাইয়ের। ওই ছবিতে পরী ও আমি একসঙ্গে কাজ করেছি। যেহেতু যমজ বোন ছিলাম, তাই অনেকে আমাকে সেকেন্ড পরীমনি বলত। বাস্তব জীবনে আমি আসলে এ রকম না। পরীর লাইফস্টাইলটা একরকম, আমারটা অন্য রকম।

বিনোদন

মাত্র চার দিন আগে তরুণ অভিনেত্রী নিশাত আরা আলভিদা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, ‘পরের জন্মে শালিক হব’। তখনো কি তিনি ভেবেছিলেন, চার দিনের মধ্যেই সত্যি সত্যি তিনি মারা যাবেন।

হ্যাঁ সামাজিক যোগা‌যোগ মাধ্যমে (‌ফেসবু‌ক) লেখা স্ট্যাটাসকে সত্য প্রমাণ ক‌রে গত বৃহস্পতিবার রাতে ডেঙ্গু জ্বরে মারা গে‌ছেন ১৯ বছর বয়সী এই তরুণ অভি‌নেত্রী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এই তথ্য জানিয়েছেন তার কাছের বন্ধু মোহম্মদ হৃদয়।

জানা গেছে, চার দিন আগে হঠাৎই জ্বরে আক্রান্ত হন নিশাত। প্রথমদিকে প্রাথমিক চিকিৎসা নিলেও পরে হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তার প্লাটিলেট কমতে থাকে। এক দিনের মাথায় প্লাটিলেট আবার বাড়তে থাকে। কিছুটা সুস্থ বোধ করায় বাসায় চলে যান।

মোহম্মদ হৃদয় বলেন, আমার সঙ্গে নিয়মিত কথা হয়েছে। বুধবার রাতেও কথা হয়েছে। সে জ্বরকে সেভাবে গুরুত্ব দিচ্ছিল না, বলছিল ঠিক হয়ে যাবে। মনে করেছিল, ওষুধ খেলেই সেরে যাবে।

হৃদয় আরও বলেন, গত বুধবার সে হাসপাতাল থেকে বাসায় আসে। তখন সে অনেকটাই সুস্থ। অনেক সময় ধরে তার সঙ্গে কথা হয়। তার কিছুটা মন খারাপ ছিল। কারণ, আমরা একসঙ্গে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলাম। ও ঢাকায়, আমি নাটোরে। সর্বশেষ সে অ্যাকাউন্টিং পরীক্ষা দিয়েছে। জানতে চেয়েছিলাম, পরীক্ষা কেমন হয়েছে? সে শুধু বলেছিল খারাপ হয়েছিল। এরপর আর কোনো পরীক্ষা দিতে পারেনি। এর মধ্যে বৃহস্পতিবার দুপুরের দিকে শুনি, সে মারা গিয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টায় নিশাত বাসাতেই মারা যান। তার বেড়ে ওঠা নাটোর জেলায়। সেখান থেকে এসএসসি পাস করেন। নাটোরেই একটি কলেজে ভর্তি হয়ে পরে তিনি ঢাকায় চলে আসেন। থাকতেন মায়ের সঙ্গে।

ঢাকায় আসার পর নিশাত মনেপ্রাণে অভিনেত্রী হতে চেয়েছিলেন। সেই পথেই হাঁট‌ছি‌লেন। কয়েক মাস আগে থিয়েটারিয়ান নামের একটি নাট্যদলে কর্মশালা করেছিলেন। সে বুঝতে পেরেছিলেন, অভিনয় নিয়ে অনেক কিছু জানতে হয়। থিয়েটার শুরুর ইচ্ছা ছিল। আর কোনো জানার সুযোগ পেল না।

নিশাত কাজ করেছেন বেশ কিছু শর্ট ফিল্ম ও নাটকে। দীর্ঘ দুই বছর চেষ্টার পর সম্প্রতি একটা নাটকের মূল চরিত্রে সুযোগ পান এই অভিনেত্রী। তার আগে তাকে দেখা গেছে বিভিন্ন পার্শ্বচরিত্রে।

এদি‌কে নিশা‌তের মৃত‌্যু‌তে তার বন্ধু–সহকর্মীরা শোক প্রকাশ করছেন। বৃহস্প‌তিবরাই তার মরদেহ নাটোরে নিয়ে যাওয়া হয়। নাটোর হাফ রাস্তা এলাকার স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

বিনোদন

জনপ্রিয় মডেল, অভিনেত্রী তাসনিয়া ফারিন। বিশেষ করে নেটিজেনদের কাছে বেশ পরিচিত। তাকে দেখা গেছে জনপ্রিয় বেশ কিছু সিরিজ এবং ওয়েব ফিল্মে। সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তিনি।

সম্প্রতি জীবনের নতুন অধ্যায়ে পা দিয়েছেন। কেমন লাগছে?

অবশ্যই জীবনে এটা একটা বড় পরিবর্তন। তবে পরিবর্তনটা উপভোগ করার সময় পাইনি। কারণ শুটিং ব্যস্ততা ছিল। তার মাঝে কিছুদিন সময় নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা। এরপর আবার অস্ট্রেলিয়াতে চলে এসেছি। অর্থাৎ খুব বস্ততার মাঝে আনুষ্ঠানিকতা সেরেই আমি আর আমার স্বামী যে যার কাজে যোগ দিয়েছি।

বিয়ের পর নিজেকে সময় না দিয়ে শুটিং নিয়ে ব্যস্ত। কাজ করছেন দেশের বাইরে। অভিজ্ঞতা কেমন?

আসলে কাজকে তো গুরুত্ব দিতে হবে। তাই দেরি না করে কাজ শুরু করেছি। আর দেশের বাইরে কাজ করা বেশ আনন্দদায়ক এবং একই সঙ্গে খুব রিফ্রেশিং। আমি অস্ট্রেলিয়া এসেছি শিহাব শাহিনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নামে একটি ওয়েবফিল্মের শুটিং করতে। এটা আমার প্রথম অস্ট্রেলিয়া ভ্রমণ। এখানকার আবহাওয়া খুব সুন্দর। ঘুরে দেখার মতো অনেক জায়গা আছে। শুটিংয়ের ফাঁকে ফাঁকে সেসব জায়গা ঘুরতে যাচ্ছি।

ওয়েব ফিল্মটির সঙ্গে ব্যক্তিজীবনের মিল খুঁজে পান?

‘কাছের মানুষ দূরে থুইয়া’র সঙ্গে আমার ব্যক্তিজীবনের মিল রয়েছে। তবে তা শুধু লং ডিসটেন্স রিলেশনশিপের ব্যাপারটায়। আমি আট বছর লং ডিসটেন্স রিলেশনশিপে ছিলাম। এমনকি বিয়ের পরও কাজের জন্য আমার স্বামী আর আমি একসঙ্গে থাকতে পারছি না। তাই ইমোশনের জায়গা থেকে আমি বেশি কানেক্ট করতে পেরেছি। নিজের অভিজ্ঞতা শিহাব (নির্মাতা) ভাইয়ের সঙ্গে শেয়ার করেছি। কিছু কিছু জায়গায় নিজের ইনপুট দিয়েছি। সব মিলিয়ে এ কাজের অভিজ্ঞতা আমার বাকি কাজের চেয়ে ভিন্ন। একদম অন্যরকম কিছু একটা আসতে যাচ্ছে দর্শকদের জন্য।

কাজ এবং ব্যক্তিজীবন একসঙ্গে সামলাচ্ছেন কীভাবে?

সত্যি বলতে আমার জন্য একটু কঠিনই হচ্ছে। কারণ শুটিংয়ের মাঝে বিরতি দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা, তার পরপরই অস্ট্রেলিয়ায় চলে আসা সবকিছুই অতিদ্রুত ঘটেছে। সেভাবে চিন্তা করলে একটুও আরাম করার সময় পাইনি। কিন্তু কাজের প্রতি ভালোবাসা আছে তাই এভাবে ব্যস্ত থাকতেও ভালো লাগে। কাজ নিয়ে আমার পরিবারের কখনোই কোনো সমস্যা ছিল না। এমনকি আমার স্বামীও বরাবরই আমার কাজের ব্যাপারে ভীষণ সহযোগিতাপূর্ণ মনোভাব রেখেছে। তাই সব কিছুতেই মনোযোগ দিতে পারি।

নতুন আর কী কী কাজ করছেন?

এখন মূলত বেশ কয়েকটি ওয়েব ফিল্ম নিয়ে ব্যস্ত আছি। একটার শুটিং তো করছি। ঢাকা এসে মিজানুর রহমান আরিয়ানের ‘পুনর্মিলন’র কাজ শুরু করব। তারপর শিহাব ভাইয়েরই আরেকটা সিনেমা করার কথা রয়েছে। সেটার শিরোনাম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’। এ সিনেমায় বাবা হিসাবে আফজাল হোসেন ভাইকে পাচ্ছি আমি। এছাড়া আরও একটি সিনেমার কথা চলছে। তবে এসব সিনেমাগুলো ওটিটির জন্য।

বিনোদন

টিভি জগতের জনপ্রিয় অভিনেতা আনিকা কবির শখ। বিজ্ঞাপন, নাটক, সিনেমায় ছড়িয়েছিলেন সৌন্দর্যের দ্যুতি। কিন্তু হঠাৎ আড়ালে চলে যান। বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ফিরেছেন তিনি। ফিরেই জানালেন, প্রতিযোগিতা না থাকলে খেলে মজা পাওয়া যায় না।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

শখ বলেন, ‘ব্রেক নিয়েছি। আসলে আমার কিছু কাছের মানুষ ব্রেক নিতে বাধ্য করেছে। কারণ আমার সঙ্গে একটা ডিজাস্টার হয়ে গেছে। একই সঙ্গে আমার সেলফোন, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব হ্যাক হয়ে গিয়েছিল। সেগুলো ফিরিয়ে আনতে আনতে আমি আসলে হতাশ হয়ে গিয়েছিলাম। একটা সময় গিয়ে মনে হলো, ঠিক আছে বাদ দেওয়া যাক। তবে আমি বিশ্বাস করি কারও জায়গা কেউ নিতে পারে না। আর আমি এত ছোট থেকে কাজ শুরু করেছি যে, আমার বিশ্বাস ছিল— আমার দর্শক আমাকে ভুলে যাবে না।’

তিনি বলেন, ‘আমিও কারও সন্তান। আমারও সংসার, সন্তান আছে। ওই জায়গাটা তো ভুলে গেলে চলবে না। ওই জায়গাটাও আমার ঠিক রাখতে হবে। শুধু যে আমি একজন শিল্পী তা তো নয়। একটু ব্রেক নিয়ে আমার পারিবারিক জায়গাটাও আমি ঠিক রেখেছি।’

এর পর তিনি বলেন, ‘এখন আবার ফিরে এসেছি। নিয়মিত কাজ করব। আর উৎসব আয়োজনেও শখকে পাওয়া যাবে। কারণ খালি মাঠে সবাই গোল মারতে পারে। ভরা মাঠে পারে না। আমি গোল দিয়েছি ভরা মাঠে। আমি বিশ্বাস করি, যে প্লেয়ার সে সব সময় খেলতে পারে। তাকে যে মাঠে ছেড়া দেওয়া হোক না কেন। হ্যাঁ, প্রতিযোগিতা না থাকলে আসলে খেলে মজা পাওয়া যায় না। আমার মনে হচ্ছে মাঠটা খালি। প্লিজ কেউ আসো, আমার সঙ্গে প্রতিযোগিতায়।’

এ সময় শখ জানান, লম্বা সময় পর ফিরলেও নির্মাতা ও অভিনয়শিল্পীরা আগের মতোই গ্রহণ করেছেন তাকে। সেই সঙ্গে তার অভাব বোধ করার কথাও জানিয়েছেন, যা শখকে বেশ আপ্লুত করেছে।

বিনোদন

ঢালিউডে লম্বা সময় (প্রায় দুই দশক) পার করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এই লম্বা সময়ে উপহার দিয়েছেন বহু হিট সিনেমা। নায়িকাদের মধ্যে সর্বাধিক সিনেমা তার। সাফল্যের হারেও এগিয়ে। তবে গত এক বছর সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকছেন এই নায়িকা।

বছরখানেক আগে গুঞ্জন ওঠে তিনি নাকি ঠোঁটে সার্জারি করিয়েছেন। বিষয়টি নিয়ে আগেও কথা বলেছিলেন; তবে আরও একবার তার কথায় উঠে এলো সার্জারির কথা।

শনিবার ‘সামার ফেস্ট’ শীর্ষক একটি আয়োজনে অংশ নেন অপু। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হন আর নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলেন।

এই অভিনেত্রী বলেন, ‘আমার সামনের দাঁতটা বাঁকা। অনেক জায়গায় বলা হয়েছে যে, আমি ঠোঁটে সার্জারি করিয়েছি। যদি আমাকে সার্জারি করাতেই হতো, তাহলে প্রথমে আমার দাঁতটাকে সোজা করতাম।’

তিনি বলেন, ‘আমি কিন্তু শুরু থেকেই হেলদি। কখনো ছিপছিপে ছিলাম না। সুতরাং এই দুটো বিষয়ই (দাঁত ও স্বাস্থ্য) আমাকে মোকাবিলা করতে হয়েছে। আমার সেই চ্যালেঞ্জই ছিল, আমার যদি প্রতিভা থাকে, দর্শক যদি ভালোবাসে, তাহলে ভালো কাজ দিয়েই দর্শকের কাছে পৌঁছাব।’

অপু বলেন, ‘অনেকে চ্যালেঞ্জ ছুড়েছিল যে, অপু বিশ্বাস আর কাজে ফিরতে পারবে না। তবে আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি এখন এতটা ব্যস্ত, বোঝাতে পারব না।’

বিনোদন

নির্ধারিত সময়ের আগেই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। ভারতীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে অবতরণ করে এটি। এ নিয়ে গর্বিত পুরো ভারতবাসী।

আনন্দে ভাসছেন বলিউড তারকারাও। শাহরুখ থেকে আনুশকা-করণরা প্রকাশ করেছেন তাদের উচ্ছ্বাস। অনিল কাপুর, করণ জোহর, ভিকি কৌশল, কারিনা কাপুর খান, আল্লু অর্জুন, সারা আলি খান, কার্তিক আরিয়ান, ভূমি পেডুনেকর, শিল্পা শেঠিসহ তারকারা অভিনন্দন জানিয়েছেন।

ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়ে শাহরুখ খান সোশ্যাল মিডিয়ায় ‘ইয়েস বস’-এর গানের দু-কলি শেয়ার করে লেখেন- আজ ইন্ডিয়া আর ইসরোর গোটা বিশ্বে জয়জয়কার। সব বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের অভিনন্দন। পুরো টিম আমাদের দেশকে গর্বিত করেছে।

আলিয়া ভাট চন্দ্রযান-৩-এর ল্যান্ডিংয়ের ছবি শেয়ার করে লেখেন- বাকিটা ইতিহাস…।

অক্ষয় কুমার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন- কোটি কোটি ভারতবাসী ইসরোকে ধন্যবাদ জানাচ্ছে। আপনারা আমাদের গর্বিত করেছেন। ইতিহাসের সাক্ষী থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। চাঁদের মাটিতে ভারত, ভারতের চাঁদ জয়।

বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদে পা রাখল ভারত। মাত্র ৫১৫ কোটি টাকা খরচে সফল হলো এই অভিযান, যা এক বিরল কীর্তি। কিভাবে এটা সম্ভব করলেন, এ নিয়ে মুখ খুলতে নারাজ ইসরো চিফ এস সোমনাথ।

বিনোদন

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত অভিনয়ের থেকে নানা বিতর্কের কারণেই যেন সারা বছর আলোচনায় থাকেন। গত বছরই রাখি সাওয়ান্ত মুসলিম মতে বিয়ে করেন আদিল খান দুরানিকে। এরপর গত বছরের শেষের দিকে তার মায়ের মৃত্যুর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই বিভিন্ন অভিযোগ এনে আদিলের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও প্রাক্তন স্বামীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেই যাচ্ছেন রাখি। তারই ধারাবাহিকতায় এবার চমকে যাওয়ার মতোই এক অভিযোগ তুলে রাখি জানালেন, তার নগ্ন ভিডিও ৪৭-৫০ লাখ টাকায় বিক্রি করেছে প্রাক্তন স্বামী আদিল।

দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এক সাক্ষাৎকারে রাখি দাবি করেন, ‘আমার স্বামী আদিল খান দুররানি আমাদের হানিমুন চলাকালীন আমার নগ্ন ভিডিও শুট করেছিল। একটি টবে বসে, বাথরুমে গোসল করার সময়, তার সাথে বিছানায় এবং সমস্ত কিছু ভিডিও ধারণ করেছিল। সেটি আরবের এক লোকের কাছে বিক্রি করেছে। জানি না কে সে! তবে সেই ভিডিওর জন্য ৪৭-৫০ লাখ টাকা নিয়েছে আদিল। আমার নগ্ন ভিডিও, নিজের স্ত্রীর ভিডিও বিক্রি করেছে সে।’

আদিলের দিকে অভিযোগের তীর রেখে রাখি আরো বলেন, ‘এ রকম একাধিক ফুটেজ আছে আদিলের কাছে। যেখানে আমার পুরো শরীর নগ্ন দেখা যাচ্ছে। আমি তা-ও চুপ ছিলাম। আমি ওর বউ। আর ও আমাকেই ধর্ষণ করত। ভায়াগ্রা খেয়ে ঘণ্টার পর ঘণ্টা চলত অত্যাচার। ভয়াবহ যৌন সম্পর্ক স্থাপন করত সে।’

এদিকে জেল থেকে বেরিয়ে আদিলের অভিযোগ, তাকে ফাঁসানো হয়েছে। শুধু তা-ই নয়, রাখিকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন আদিল জেলের বাইরে এসে। সোমবার সংবাদ সম্মেলন করে রাখির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন আদিল। তিনি বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি। আমায় ফাঁসানো হয়েছে। রাখি তার মায়ের মাথায় হাত রেখে বলেছিল যে সে রীতেশকে বিয়ে করেনি। আমিও তাই বিশ্বাস করেছিলাম। এদিকে নভেম্বরে রাখি আমেরিকা গিয়েছিল, আমি দুবাইয়ে ছিলাম। ও ফিরে আসার পর আমি ভয়েস নোট দেখতে পাই, যেখানে রাখি রীতেশকে বলে, ও আমায় বিয়ে করে ভুল করেছে। এরপর রীতেশের থেকেও টাকা নিত শারীরিক সম্পর্কের জন্য।’

অভিযোগে আদিল আরো বলেন, তার আর রাখির কোনো বিয়েই হয়নি। রাখি মুসলিমও হয়নি। সবটাই ভাঁওতাবাজি রাখির। এমনকি রাখি নাকি নিজের জরায়ু পর্যন্ত বাদ দিয়েছেন। কোনো দিন মা হতে পারবে না সে! তবে রাখি এরপর আদিলের অভিযোগের জবাবে ডাক্তারের কাছে গিয়ে প্রমাণ দেন তার জরায়ু একদম ঠিক আছে। ডিম্বাণুও সংরক্ষণ করা আছে, যাতে ভবিষ্যতে মা হতে সমস্যা না হয়।

বিনোদন

সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে তৈরি ‘মুজিব: একটি জাতির রূপকার’। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটি শিগগিরই বিশ্বজুড়ে মুক্তি পাবে।

সিনেমা হলে মুক্তির আগে ‘মুজিব’ দেখানো হবে কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আগামী ৭-১৭ সেপ্টেম্বর টরন্টোতে বসবে ১১ দিনব্যাপী এই উৎসব। সেখানেই প্রথমবারের মতো প্রিমিয়ার হবে সিনেমাটির।

জানা গেছে, উৎসবে সিনেমার টিমের পক্ষ থেকে যোগ দিতে কানাডায় যাবেন অভিনেতা আরিফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশা।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন শুভ আর বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন তিশা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ গোলাম আজম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, উৎসব শুরুর দিন থেকে সেখানে অবস্থান করবেন অভিনয়শিল্পীদ্বয়।

এ বিষয়ে তিশা বলেন, ভিসা প্রসেসিং চলছে। আশা করছি, প্রিমিয়ারে আমরা উপস্থিত থাকতে পারব। তবে এখনই ফাইনাল কিছু বলা যাচ্ছে না।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার নির্মাতা শ্যাম বেনেগাল বলেন, টরন্টো উৎসবে প্রথমবারের মতো সিনেমাটির প্রিমিয়ার হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব আগ্রহী আন্তর্জাতিক কোনো চলচ্চিত্র উৎসবে সিনেটির উদ্বোধনী প্রদর্শনীর ব্যাপারে। বিশেষ করে কানাডার মতো দেশ, যেখানে অনেক বাংলাদেশির বসবাস।

শ্যাম বেনেগাল আরো জানিয়েছেন, এই উৎসবে প্রদর্শনীর পর আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে যেকোনো সময় বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পাবে সিনেমাটি। বিশ্বের আরও বেশ কয়েকটি দেশেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। বাংলা ভাষায় ‘মুজিব’ নির্মিত হলেও অন্যান্য ভাষাভাষীর সুবিধার্থে হিন্দি ও ইংরেজি সাবটাইটেল রাখা হয়েছে।

বিনোদন

সব ঝামেলা মিটিয়ে এখন থেকে স্ত্রী পরীমনি ও ছেলে রাজ্যকে নিয়ে থাকার অঙ্গীকার করেছিলেন অভিনেতা শরিফুল রাজ। কিন্তু শুক্রবারই গুরুতর জখম হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। এদিন মধ্যরাত থেকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে শরিফুল রাজের রক্তাক্ত মাথার একটি ছবি ছড়িয়ে পড়ে।

এ ছাড়া শুক্রবার সন্ধ্যায় জ্বর-ঠান্ডা নিয়ে রাজধানীর ওই একই হাসপাতালে ভর্তি হওয়ার খবর মেলে পরীমনির। কিন্তু পরে জানা যায় তিনি জ্বর না আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এ ছাড়া একই সময় ওই একই হাসপাতালে ভর্তি হয়ে ফেসবুকে পোস্ট করেন ঢাকাই সিনেমার আরেক অভিনেত্রী তমা মির্জা।

এর পরই বিনোদনপাড়ার গুঞ্জন— শুক্রবার রাজধানীর নিকেতনে এক নির্মাতার অফিসে মারামারি হয় রাজ-পরীমনির।

পরীমনিকে চিকিৎসা দেওয়া রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ার সূত্রে জানা গেছে, জ্বর নয়, কাটা হাত নিয়ে হাসপাতালে আসেন পরীমনি।

হাসপাতালের একাধিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, শুক্রবার সন্ধ্যায় কাটা হাত নিয়ে হাসপাতালে আসেন পরীমনি। সেলাই না লাগলেও ক্ষতস্থানে ড্রেসিং করাতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে পরীমনি বসুন্ধরায় তার নিজ বাসায় চলে যান।

অন্যদিকে একই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শরিফুল রাজ। সেখানে তার মাথায় চারটি সেলাই করতে হয়েছে। চিকিৎসা শেষে তিনিও তার বাসায় চলে গেছেন।

একই হাসপাতালে ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন তমা মির্জা। শোনা যাচ্ছে, জ্বর নয়, ওই দিন রাজ-পরীমনির মারামারি থামাতে গিয়ে আহত হন তমা।

তবে এসব বিষয় নিয়ে রাজ, পরীমনি কিংবা তমা কেউই কিছু নিশ্চিতভাবে না বলা পর্যন্ত এই ধোঁয়াশা কাটবে না।