বিনোদন

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেল লাইন-৬ এর ডিপোতে। গত ১৬ জুলাই দেশের প্রথম দূর নিয়ন্ত্রিত বৈদ্যুতিক মেট্রোরেলের প্রথম গন্তব্যস্থল সুবিশাল ওয়ার্কশপে ধারণ করা হয় এই পর্বটি। করোনার কারণে এই প্রথম স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে কোন দর্শককে আমন্ত্রণ জানানো হয়নি। সেই হিসাবে এটিই হচ্ছে ইত্যাদির দর্শক শুণ্য প্রথম অনুষ্ঠান।

মেট্রোট্রেনের সঙ্গে সাদৃশ্য রেখে নির্মাণ করা আলোকিত মঞ্চে ইত্যাদির এই ধারণ অনুষ্ঠান চলে বিকাল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত।

এবারের অনুষ্ঠানে গান রয়েছে দুটি। খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামানের কথায়, মনোয়ার হোসেন টুটুলের সুরে, শিল্পী সাবিনা ইয়াসমিন গেয়েছেন একটি দেশাত্মবোধক গান। সম্প্রতি একটি গান সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় তুলেছে। তৈরি হয়েছে ধূম্রজাল।

ইত্যাদির এবারের পর্বে সেই গানটির প্রকৃত ইতিহাস তুলে ধরার পাশাপাশি মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছে সেই চিকিৎসকদের, যাদের নৃত্যে গানটি আকাশচুম্বি জনপ্রিয়তা পেয়েছে। পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে শিল্পী তসিবাকে। সংগৃহীত কথা ও সুরে ইত্যাদির এবারের পর্বে তসিবার জন্য একটি গান নুতনভাবে রেকর্ড করা হয়। গানটির র‌্যাপ অংশ গেয়েছেন মাহমুদুল হাসান (দাদু)। গানটির সংগীতায়োজন করেছে তরুণ সংগীত পরিচালক নাভেদ পারভেজ। গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্য শিল্পীরা।

এবারের ইত্যাদিতে মেট্রোট্রেনের ইতিহাস, অগ্রগতির বিভিন্ন কারিগরী দিক, সুবিধাসমূহের উপর রয়েছে তিনটি তথ্যভিত্তিক প্রতিবেদন। রয়েছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার প্রকৌশলী মো. আমিনউল্লাহ’র উপর একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন।

ইত্যাদির দর্শকপর্বের নিয়ম অনুযায়ী প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে ৪ জন দর্শক নির্বাচন করা হয়। কিন্তু এবারের ইত্যাদিতে কোন আমন্ত্রিত দর্শক না থাকার পরও করা হয়েছে ইত্যাদির নিয়মিত দর্শক পর্ব। কিন্তু দর্শক ছাড়া কিভাবে দর্শক পর্ব? মামা, প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুর পর ভাগ্নে আফজাল শরীফকে এই প্রথম দেখা যাবে ইত্যাদিতে। কিন্তু সেখানে তার ভূমিকা কি থাকবে? এই সব প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে ৩০ জুলাই প্রচারিত ইত্যাদিতে।

নিয়মিত পর্বসহ এবারও রয়েছে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কিছু সরস অথচ তীক্ষ্ণ নাট্যাংশ। পাত্রী দেখার একাল সেকাল, কৌশলী স্বামীর কৌশল, প্রশ্ন আছে উত্তর নেই, শিশু মনস্তত্ত্বে প্রযুক্তির প্রভাব, সেলফাইটিস, নাটকের নাম নিয়ে নোংরামী, প্রযুক্তিমুক্ত পরিবেশসহ বিভিন্ন বিষয়ের উপর রয়েছে বেশ কয়েকটি নাট্যাংশ। বরাবরের মত এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম।

এবারের ইত্যাদিতে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন-মাসুম আজিজ, আমিরুল হক চৌধুরী, সোলায়মান খোকা, জিয়াউল হাসান কিসলু, শবনম পারভীন, আফজাল শরীফ, সুভাশিষ ভৌমিক, আমিন আজাদ, কামাল বায়েজিদ, লাভলী ইয়াসমিন, লিনা, নিপু, জামিল হোসেন, জিয়াউল হক পলাশ, শামীম, আনন্দ খালেদ, সজল, সাজ্জাদ সাজু, গুলশান আরা, নজরুল ইসলাম, সুবর্না মজুমদার, ইমিলা, তিন্নি গ্লোরিয়া, ইরা, আসমা, মতিউর রহমান, রিমু, নিসা, তানিয়া, পাপিয়াসহ আরো অনেকে। পরিচালকের সহকারী হিসাবে ছিলেন যথারীতি রানা ও মামুন।

গণমানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে আগামী ৩০ জুলাই, শুক্রবার-রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ইত্যাদি স্পন্সর করেছে যথারীতি কেয়া কসমেটিকস লিমিটেড।

বিনোদন

স্ত্রী মান্যতা দত্তের জন্মদিনে উজাড় করা ভালোবাসা প্রকাশ করলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার (২২ জুলাই) তার স্ত্রী পা দিয়েছেন ৪৩ বছরে।

বিশেষ এই দিনে স্ত্রীকে ভালোবাসা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি ফটো কোলাজ ভিডিও প্রকাশ করেছেন ‘মুন্না ভাই’। যার সঙ্গে একটি রোম্যান্টিক গানও জুড়ে দিয়েছেন তিনি।

ভিডিওটির ক্যাপশনে সঞ্জয় দত্ত লেখেন, তুমি আমার পরিবারের মেরুদণ্ড এবং আমার জীবনের আলো। আমার কাছে তোমার গুরুত্ব কতটা, তা শব্দে প্রকাশ করা সম্ভব না। সেটা তুমি ভালো করেই জানো। ধন্যবাদ সব সময় পাশে থাকার জন্য তোমাকে। শুভ জন্মদিন।

মান্যতা দত্ত হচ্ছেন সঞ্জয় দত্তের দ্বিতীয় স্ত্রী। তাদের মধ্যে বয়সের পার্থক্য ১৯ বছরের। কিন্তু বয়স কখনো দু’জনের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

অভিনয়ের করতে গিয়ে সঞ্জয়ের সঙ্গে মান্যতার পরিচয় হয়। এরপর বন্ধুত্ব থেকে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি ভারতের গোয়ায় বিয়ে করেন এই তারকা দম্পতি। তাদের যমজ সন্তান ইকরা এবং শরণ।

কঠিন সময় থেকে মিষ্টি মুহূর্ত, সবসময় সঞ্জয়ের পাশে থেকেছেন মান্যতা। গত বছর ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন সঞ্জয় দত্ত। সেই সময়ও ছায়ার মতো মান্যতা তার পাশে ছিলেন।

বিনোদন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। পর্নগ্রাফি ফিল্ম তৈরির অভিযোগে সোমবার (১৯ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

মুম্বাই পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পর্নোগ্রাফি সিনেমা তৈরি এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করা নিয়ে গত ফেব্রুয়ারিতে একটি মামলা দায়ের করেছিল ক্রাইম ব্রাঞ্চ। তদন্তের পর আমরা রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছি। যিনি এই মামলায় মূল ষড়যন্ত্রকারী বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে আমাদের কাছে পর্যাপ্ত তথ্য আছে।’

এক পুলিশ কর্মকর্তা এ প্রসঙ্গে জানিয়েছেন, সোমবার কুন্দ্রাকে ডেকে পাঠায় মুম্বাই পুলিশের প্রপার্টি সেল। রাত আটটা নাগাদ তিনি হাজিরা দেন। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়েছে।

ইতোপূর্বে এই মামলায় আরও নয়জনকে গ্রেফতার করা হয়েছে বলা জানা গেছে। উমেশ কামাত নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হলে তিনি জানান, রাজ কুন্দ্রার প্রতিষ্ঠানেই তিনি কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি একজন মডেল ও একজন অভিনেত্রী গ্রেফতার হয়েছিলেন। তাদের কাছ থেকেই উমেশ কামাতের নাম পাওয়া যায়। যিনি ওই মডেলের কাছ থেকে পর্ন ভিডিও নিতেন এবং সেগুলো পাঠাতেন ব্রিটেনের একটি প্রতিষ্ঠানে। এরপর ভিডিওগুলো ‘হটশটস’ নামের একটি অ্যাপে উন্মুক্ত করা হতো।

গত ফেব্রুয়ারিতেই এই পর্নগ্রাফি চক্রের সন্ধান পায় পুলিশ। এরপর অভিযান চালিয়ে এক এক করে অভিযুক্তদের পাকড়াও করেন তারা।

প্রসঙ্গত, রাজ কুন্দ্রা একজন ভারতীয়-ব্রিটিশ ব্যবসায়ী। ২০০৯ সালে বলিউড তারকা শিল্পা শেঠি তাকে বিয়ে করেন। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

বিনোদন

বিশাল চমক! কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণ পাম জিতলো ফরাসি নারী নির্মাতা জুলিয়া দুকুরনোর ‘তিতান’। ২৮ বছর পর কোনো নারী পরিচালকের হাতে উঠলো এই সম্মান। পুরস্কারটি তুলে দেন অভিনেত্রী শ্যারন স্টোন ও এবারের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান আমেরিকান কৃষ্ণাঙ্গ পরিচালক স্পাইক লি।

পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে শনিবার (১৭ জুলাই) সন্ধ্যায় পুরস্কার বিতরণী পর্বের শুরুতে সেরা অভিনেতা বিভাগের পরিবর্তে ভুল করে ‘তিতান’কে স্বর্ণ পাম জয়ী ঘোষণা করেন স্পাইক লি। মুহূর্তেই তিনি নিজের কথা ফিরিয়ে নেন। তবে শেষ পর্যন্ত যে সেটি উত্তেজনা ধরে রাখার জন্য ছিলো তা প্রমাণ হলো ‘তিতান’-এর জয়ে।

কানের ইতিহাসে ১৯৯৩ সালে নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন ‘দ্য পিয়ানো’ ছবির মাধ্যমে প্রথমবার নারী পরিচালক হিসেবে স্বর্ণ পাম জিতেছিলেন। সেই বিরল তালিকায় যুক্ত হলো জুলিয়া দুকুরনোর নাম।

এবার মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণ পামের জন্য মনোনীত হয় ২৪টি ছবি। সেগুলোর মধ্যে ‘তিতান’কে সমালোচকরা বলা যায় গোনাতেই ধরেননি! কিন্তু কানের বিচারকরা প্রতিবারই চমক জাগানিয়া রায় দেন। স্পাইক লি’র নেতৃত্বে বিচারক প্যানেলে ছিলেন চার নারী। ফলে এবার একজন নারী নির্মাতার স্বর্ণ পাম জয়ের আশা দেখেছেন অনেকে।

কিন্তু ইতিহাস কথা বলছিলো না মূল প্রতিযোগিতায় থাকা চার নারী পরিচালকের পক্ষে। কিন্তু ৩৭ বছর বয়সী জুলিয়া দুকুরনো নতুন ইতিহাস রচনা করে ফেললেন। মূল প্রতিযোগিতায় এবার সবচেয়ে কম বয়সী পরিচালক ছিলেন তিনিই।

১ ঘণ্টা ৪৮ মিনিট ব্যাপ্তির ‘তিতান’ ছবির গল্প বাবা-ছেলের সম্পর্ককে ঘিরে। ব্যাখ্যাতীত বেশকিছু অপরাধ সংঘটিত হওয়ার পর ছেলের সঙ্গে দেখা হয় বাবার। তার এই ছেলে ১০ বছর ধরে নিখোঁজ ছিলো। চিত্রনাট্য লিখেছেন জুলিয়া দুকুরনো নিজেই। তার আগের ছবি ‘র’ ২০১৬ সালে কানে ফিপ্রেসকি পুরস্কার জিতেছিলো।

গত ৬ জুলাই কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের পর্দা ওঠে। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনী আয়োজনের মাস্টার অব সিরিমনিস ফরাসি অভিনেত্রী দোরা তিলিয়ের।

এবারের আয়োজনের অফিসিয়াল পোস্টারে মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের সভাপতি স্পাইক লি’কে সম্মান জানানো হয়েছে। ১২ দিনের এই উৎসবকে ঘিরে নতুন সব ছবি ও নানান আয়োজনে মুখর ছিলো দক্ষিণ ফরাসি উপকূলীয় শহর কান।

বিনোদন

মুক্তি পেয়েছে ওপার বাংলার খ্যাতনামা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের রহস্য সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’র টিজার। আর এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র ‘মুসকান জুবেরী’ ভূমিকায়  অভিনয় করেছেন আজমেরি হক বাঁধন।

পশ্চিমবঙ্গে প্রথম কাজ বাঁধনের। আর প্রথমবারেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন। বাঁধন জানান, করোনার মধ্যে হঠাৎ সৃজিতের হোয়াটসঅ্যাপ ম্যাসেজ পান। কিন্তু তিনি বিশ্বাস করতে পারেন নি। পরে সৃজিত বাংলাদেশের এক প্রযোজকের মাধ্যমে  বাঁধনের সাথে যোগাযোগ করেন।

‘মুসকান জুবেরীর’ মত একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের আগে মোহাম্মদ নাজিমউদ্দিনের লেখা উপন্যাসটি বাঁধনকে পাঠান সৃজিত। প্রকাশিত টিজারে আলো-আঁধারিতে সেই চরিত্র মাত করেছে দর্শকহৃদয়।

অদ্ভুত রেস্তোরাঁকে ঘিরে গড়ে উঠেছে ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ সিরিজের গল্প।  রয়েছে অদ্ভুত সব খাবার। আর এসব খাবারের খ্যাতি ছড়িয়ে যায় চারিদিকে। তখন অনেক মানুষ সেখানে খেতে যেতেন। কিন্তু কেন? সেই রহস্য খুঁজতে গিয়ে বেরিয়ে আসে অনেক আশ্চর্য তথ্য।

ওয়েব সিরিজটিতে বাঁধন ছাড়া আরোও অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, অঞ্জন দত্ত, রাহুল বোস, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ। হইচই-এর ব্যানারে আগামী ১৩ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে সিরিজটি। বাঁধনের অভিনয়ে খুশি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। কারণ বাংলা ওয়েব সিরিজে ‘ক্যানিবালিজম’ নিয়ে কাজ সম্ভবত এই প্রথম।

এদিকে সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে প্রথম বাংলা সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত  ‘রেহানা মরিয়ম নূর’।

বিনোদন

সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের কর্ণধারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক মডেল ও অভিনয় প্রত্যাশী। ওই মডেলের অভিযোগ, ছবিতে কাজ করার মিথ্যা প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়।  এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

শুক্রবার ডিএন নগর থানায় ৩০ বছর বয়সী ওই নারী টি-সিরিজের ব্যবস্থাপনা পরিচালক ভূষণ কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে পুলিশ এখনো তাকে গ্রেফতার করেনি।

মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে।  ভূষণ কুমার টি-সিরিজের প্রতিষ্ঠাতা গুলশান কুমারের ছেলে।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মিথ্যা প্রলোভন দিয়ে আন্দেরির ওই বাসিন্দাকে ভূষণ কুমার ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ধর্ষণ করেছে।

ভূষণ কুমারের বিরুদ্ধে এটিই প্রথম অভিযোগ নয়। এর আগেও এক নারী তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন। ওই নারী অভিযোগ করেছিলেন, ভূষণ কুমার তিনটি ছবি চুক্তির বিষয়ে তাকে ডাকবাংলোয় ডেকে পাঠান। সেখানে প্রযোজকের আপত্তিকর প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই নারীর ক্যারিয়ার ধ্বংসের হুমকিও দেওয়া হয়। তবে ভূষণ কুমার এ অভিযোগ অস্বীকার করেছেন।

বিনোদন

স্বামী স্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য না থাকলে সুখ নাও মিলতে পারে।

দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে চড়াই উৎরাই থাকবেই। অধিকাংশ সময় পরস্পরের মধ্যে সুসম্পর্ক থাকাটাই মূখ্য।

পরস্পরের প্রতি আস্থা, সম্মান, বিশ্বস্ততা ইত্যাদি মিলেই সুস্থ ও সুন্দর সম্পর্ক গড়ে ওঠে।

তবে গবেষণা বলছে আরেকটি বিষয়ের কথা, যা সকল সুখী দম্পতিদের মাঝে দেখা যায়। আর সেটা হল সংসারে তাদের ব্যক্তিগত প্রভাব বা দাপট।

জার্মানির ‘মার্টিন লুথার ইউনিভার্সিটি হালো-উইটেনবার্গ (এমএলইউ)’ এবং ‘ইউনিভার্সিটি অফ ব্যামাবার্গ’ মোট ১৮১টি দম্পতির সঙ্গে আলোচনার করেন এই গবেষণার জন্য।

গড় হিসাবে এই দম্পতিদের প্রত্যেকের সম্পর্কের বয়স আট বছর। আর তারা সবাই কমপক্ষে এক মাস ধরে একই ছাদের নিচে বসবাস করছেন।

১৮ থেকে ৭১ বছর পর্যন্ত সব বয়সের মানুষ এই গবেষণায় ছিলেন।

গবেষণায় আলোচনা করা হয় তাদের দাম্পত্য জীবনে পরস্পরের প্রতি আস্থা, যৌন জীবনে সন্তুষ্টি, অত্যাচারের শিকার কি-না, পারিবারিক বিধিনিষেধ, প্রতিশ্রুতিবদ্ধতা, সম্পর্ক ধরে রাখতে পরস্পরের চেষ্টার মাত্রা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে।

স্বামী–স্ত্রীর মধ্যকার সম্পর্কে কে বেশি ক্ষমতাবান, সেই ক্ষমতা আসলেই আছে নাকি কেউ একজন ‍শুধুই ভাবছে যে তার ক্ষমতা আছে এবং সম্পর্কের ওপর এদের প্রভাব কী রকম সেটা জানাই ছিল গবেষকদের উদ্দেশ্য।

ড. রবার্ট কোর্নার এমএলইউ’য়ের ‘ইন্সটিটিউট অফ সাইকোলজি’ একজন গবেষক।

তার বিবৃতিতে অনুসারে বেস্টলাইফ ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, “দাম্পত্য জীবনে স্বামী–স্ত্রীর ক্ষমতার ভারসাম্য কোথায় সেটাও আমরা বের করেছি। ক্ষমতার সেই ভারসাম্য বজায় থাকলে দুজনেই দুজনার প্রতি একই রকম আচরণ করতে দেখা গেছে।”

গবেষণার দেখা যায়, “যদি স্বামী-স্ত্রী দুজনেই তাদের সম্পর্কে ক্ষমতাবান হয় কিংবা মনে করে যে তাদের ক্ষমতা সমান, তবে সেই সম্পর্ক সুখের হয়। এখানে ক্ষমতা মানে হল একজন সঙ্গী অপর সঙ্গীকে কতটুকু নিয়ন্ত্রণ করতে সক্ষম এবং সম্পর্ক বহির্ভূত কোনো ব্যক্তির নিয়ন্ত্রণের চেষ্টাকে ওই নারী কিংবা পুরুষ কতটুকু প্রতিহত করতে পারে।”

“অর্থাৎ সংসারের বিভিন্ন সিদ্ধান্তে যার মতামতের গুরুত্ব ও প্রভাব থাকে, যার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ সিদ্ধান্তকে প্রভাবিত করে সেই সম্পর্কে ক্ষমতাবান।”

আরেক গবেষক, অ্যাস্ট্রিড শুটজ বলেন, “আসলে কতটুকু ক্ষমতা আছে তার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল একজন মানুষ তার কতটুকু ক্ষমতা আছে বলে বিশ্বাস করে।”

“সুস্থ সম্পর্কে গড়ে তোলার জন্য যা প্রয়োজন তার সঙ্গে এই মতবাদ সাংঘর্ষিক মনে হলেও আসলে তা না হওয়া সম্ভব। কোথায় বেড়াতে যাবেন সেটা যদি স্ত্রী নির্ধারণ করেন, তবে কোথায় খাবার খাওয়া হবে সেই সিদ্ধান্ত থাকবে স্বামীর ওপর।”

“ক্ষমতার ভারসাম্য এভাবেই বজায় থাকবে। স্বামী-স্ত্রী দুজনেই যদি দাম্পত্য জীবনে কিছু না কিছু সিদ্ধান্ত নেন তবে দুজনেই ক্ষমতা রাখেন, আর সুসম্পর্ক গড়তে এইটুকু ক্ষমতাবান অনুভূতিই যথেষ্ট।”

কোর্নার বলেন, “সম্পর্ক সুখের হতে হলে দুই পক্ষেরই সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা ও যোগ্যতা দুটোই থাকা উচিত। অন্যথায় একপক্ষ নিজেকে অবহেলিত মনে করবে। আর বৈবাহিক সম্পর্কের মান নির্ধারণে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক বড় ভূমিকা পালন করে।”

কোর্নার আরও বলেন, “আগেকার সমাজ ব্যবস্থায় পুরুষই ছিল পরিবারের সকল সিদ্ধান্তের মালিক। তবে আধুনিক সমাজ ব্যবস্থায় এর অনেকটাই বদলে গেছে। বিশেষ করে পাশ্চাত্য সমাজে প্রেমের সম্পর্ক থেকে বৈবাহিক সম্পর্কে রূপ নেওয়া সম্পর্কগুলো দুজনেরই সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা থাকে সমান।”

“লিঙ্গভিত্তিক দায়িত্বের ধারণায় পরিবর্তন আসলেও তা সমাজের সকল শ্রেণীকে স্পর্শ করতে পারেনি। পুরুষ আজও অনেক পরিবারের সর্বেসর্বা। আর সেই প্রেক্ষাপটগুলোতে পুরুষ শিক্ষা ও উপার্জনের দিক থেকে সবার ওপরে। আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার চাহিদা পুরুষেরই বেশি।”

গবেষকরা আরও জানান, তবে এই বিষয়গুলো সম্পর্কের মানকে খুব কমই প্রভাবিত করে। অনেক নারী সম্পর্কের ক্ষমতাধর ব্যক্তির মর্যাদা তার স্বামীর হাতে তুলে দিয়ে সুখী আছেন। তার মানে এই নয় যে সংসারে স্ত্রীর সিদ্ধান্ত মূল্যহীন।

বিনোদন

কে বলবে শ্যারন স্টোনের বয়স ৬৩ বছর! রঙ-বেরঙের ফুলে সাজানো কাঁধখোলা নীল গাউন পরা এই অভিনেত্রী পা রাখতেই ঝলমল করে উঠলো লালগালিচা। তার দিকে চোখ আটকে গেলো সবার। তাই আলোকচিত্রীদের ক্যামেরার ঝলকানি যেন আর থামতে চায় না!

কান উৎসবের ৭৪তম আসরে মূল প্রতিযোগিতা বিভাগে থাকা ‘দ্য স্টোরি অব মাই ওয়াইফ’ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার শুরুর আগে লালগালিচায় হাস্যোজ্জ্বল শ্যারন স্টোনকে দেখা গেলো। গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ঢোকার আগে দূরে সড়কের ধারে দাঁড়িয়ে থাকা দর্শকদের উদ্দেশে হাত নেড়েছেন তিনি। হলিউডের এই তারকার কানে ছিলো হীরার দুল।

এইডস গবেষণায় সহায়তা প্রদানে জমকালো আমফার গালা সঞ্চালনা করতে কানসৈকতে এসেছেন শ্যারন স্টোন। বন্ধু ও অভিনয়ের কোচ রয় লন্ডনের মৃত্যুর পর নব্বই দশক থেকেই আমফার-এর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন তিনি। অন্তিবে ভিলা এইলেনরকের চত্বরে খোলা আকাশের নিচে এবারের অনুষ্ঠান হবে শুক্রবার সন্ধ্যায়।

‘বেসিক ইনস্টিঙ্কট’ ছবির সুবাদে সারাবিশ্বে জনপ্রিয় শ্যারন স্টোন। এর পরিচালক পল ভারহোভেনের নতুন ছবি ‘বেনেদেত্তা’ কানের এবারের আসরে মূল প্রতিযোগিতায় স্বর্ণ পামের জন্য লড়ছে।

বর্ণাঢ্য ক্যারিয়ার ও তিন সন্তানের মা হওয়ার পরও এমন আকর্ষণ কীভাবে ধরে রেখেছেন শ্যারন স্টোন? তার উত্তর— সকালের নাশতায় তরমুজ, হারবাল চা, দুপুরে সাঁতার, আর্নিকা ও লবণ মিশ্রিত পানি দিয়ে স্নান, রাতে আট ঘণ্টার ঘুম, প্রতিদিন স্কোয়াট ও প্ল্যাঙ্ক। একদশক আগে কেনা বেভারলি হিলসের বিলাসবহুল বাড়িতে থাকেন তিনি। র‌্যাপার আরএমআর-এর সঙ্গে ইদানীং তার প্রেমের গুঞ্জন চলছে।

বিনোদন

ছয় বছর ধরে দুজনে আলাদা। তবে রাহুলের সঙ্গে দাম্পত্যের জটিলতা বিন্দুমাত্র টের পেতে দেয়নি ছেলে সহজকে। ছেলেকে আগলে রেখেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। বাবা রাহুলের সঙ্গেও সহজের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। টালিগঞ্জের নামি অভিনেত্রী প্রিয়াঙ্কা। পাশাপাশি তিনি যে একজন মা-ও। তাই তো কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবন দুটোই সমানতালে সামলে এগিয়ে চলেন।

টলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী হিসেবে পরিচিত প্রিয়াঙ্কা সরকার। সাহসী ফটোশুটের জন্য নেটমাধ্যমে তিনি থাকেন চর্চায়। জীবন বাঁচেন নিজের শর্তে। অথচ বাড়ি ফিরলে কিন্তু একজনকে উত্তর দিতে তিনি বাধ্য। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী খোলসা করেন, ছেলে সহজ তাঁর সাহসী ফটোশুট নিয়ে কোনো কথা বলে না। তবে কেন তাঁকে নিয়ে যাওয়া হয়নি, কোথায় শুট করলেন তিনি? এসব জানতে চায়।

প্রিয়াঙ্কার কথায়, তিনি একজন সম্পূর্ণ নারী। তাই যেকোনো বিষয়ে স্বাধীন তিনি। কাজের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। বছর ৭-এর সহজ যেন মা-কে বুঝতে পারে তিনি সেটাই চান। আরো বলেন, ও যেন বুঝতে পারে, ছোট জামা পরলেই মেয়েরা খারাপ হয়ে যায় না। ও যেন আমার পরিশ্রমকে সম্মান দেয়, স্বীকৃতি জানায়।

আরো বলেন, তিনি সহজের কথা ভেবে এমন কিছু করেন না যাতে সহজ আহত হয়। তাই তাঁর মধ্যেও কোনো অপরাধবোধ নেই। তারকা সন্তান হিসেবে সহজকে তিনি মানুষ করছেন না। প্রায়শই ছেলে সহজের সঙ্গে মিষ্টি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন প্রিয়াঙ্কা। মা-ছেলের আদুরে ছবি বেশ পছন্দ অনুরাগীমহলেও।

বিনোদন

কান উৎসবের ৭৪তম আসরে মূল প্রতিযোগিতা বিভাগে রয়েছে ২৪টি চলচ্চিত্র। এর মধ্যে তিনটিতে কাজ করেছেন ফরাসি অভিনেত্রী লেয়া সিদু। ফলে সংবাদ সম্মেলনে নিয়মিতই তার দেখা পাওয়ার কথা। কিন্তু কোভিড-১৯ পজিটিভ হওয়ায় এই আয়োজনে হয়তো আসতে পারবেন না তিনি। আপাতত প্যারিসে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে তাকে।

করোনা প্রতিরোধক টিকার দুই ডোজ নিয়েও লাভ হলো না লেয়া সিদুর। তাছাড়া ৩৬ বছর বয়সী এই তারকার মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি।

লেয়া সিদু অভিনীত ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফ্রেঞ্চ ডিসপাচ’, ইলদিকো আনিয়েদির ‘দ্য স্টোরি অব মাই ওয়াইফ’ এবং ব্রুনো দুমোর ‘ফ্রান্স’ স্বর্ণ পামের জন্য লড়ছে। এছাড়া প্রতিযোগিতা বিভাগের বাইরে রয়েছে আরনো দিপ্লিশাঁর ‘ডিসিপশন’। আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এগুলোর প্রদর্শনী হবে।

লেয়া সিদু তার কান ভ্রমণ বাতিল করেছেন কিনা তা জানা যায়নি। যদিও কয়েকটি সংবাদমাধ্যম বলছে, চিকিৎসকদের অনুমতি পেলে কান উৎসবে অংশ নেবেন এই ‘জেমস বন্ড’ তারকা। ২০১৩ সালে ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’ ছবির সুবাদে কানে সেরা অভিনেত্রী হন তিনি।

ফরাসি উপকূলীয় শহরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র উৎসবটিতে সশরীরে অংশগ্রহণ করছেন তারকা, চলচ্চিত্রকর্মী ও সংবাদকর্মীরা। আয়োজকদের দাবি, সংক্রমণ এড়াতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে। উৎসবে অংশগ্রহণকারীরা বিনামূল্যে নমুনা পরীক্ষা করাতে পারছেন।

গুঞ্জন আছে, কান বন্ধ হয়ে যেতে পারে! তবে উৎসবটির পরিচালক থিয়েরি ফ্রেমো জোরালোভাবে তা অস্বীকার করেছেন। শনিবার তিনি গণমাধ্যমকে বলেন, ‘গতকাল শুক্রবার ব্যাজধারীদের মধ্যে তিন হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে, কিন্তু কাউকে পজিটিভ পাওয়া যায়নি। আমাদের বলতে হচ্ছে, কান মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার গুজব ভিত্তিহীন।’

করোনা মহামারির প্রতিকূলতা কাটিয়ে দুই বছরেরও বেশি সময় পর গত ৬ জুলাই কানের ৭৪তম আসরের উদ্বোধন হয়। গতকাল পঞ্চম দিনেও ছিলো নানান আয়োজন।