বিনোদন

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির কার্যক্রম নিয়ে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছিল সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু এবং চিত্রনায়ক ও প্রযোজক জায়েদ খানের।

এর জেরে জায়েদ খানের সমিতির সদস্যপদ স্থগিত করা হয়েছিল চলতি মাসের প্রথমদিকে। এরপর জায়েদ খান প্রযোজক সমিতির বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ে সংগঠনটির কার্যক্রম প্রসঙ্গে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে নির্বাচন কাজ সম্পন্ন করেন খোরশেদ আলম খসরু। অভিযোগটি প্রমাণিত হওয়ায় প্রযোজক সমিতির বর্তমান কমিটি বিলুপ্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় মন্ত্রণালয় থেকে।

এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, প্রযোজক সমিতির বেশ কিছু অনিয়ম ছিল। যেগুলো আমি অভিযোগ আকারে বাণিজ্য মন্ত্রণালয়ে জানিয়েছিলাম। সেখান থেকে তদন্ত করে অভিযোগ প্রমাণিত হওয়ায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়া এ কমিটি আমার সদস্যপদ বাতিল করেছিল, প্রজ্ঞাপনের মাধ্যমে সেটিও বহাল রেখেছেন তারা। আমি সব সময় সত্য ও সুন্দরের পক্ষে। কোনো অনিয়ম কিংবা দুর্নীতির বিরুদ্ধে সব সময় কথা বলে আসছি। আমি বলব সত্যের জয় হয়েছে।

উল্লেখ্য, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তথ্য গোপন করে গত বছরের ২৭ জুলাই অনুষ্ঠিত প্রযোজক সমিতির নির্বাচনে অংশ নেন খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শামসুল আলম, মনতাজুর রহমান আকবর ও শরীফ উদ্দিন খান দিপু।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নূরুল হককে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে ১২০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির পর জায়েদ খান ঘনিষ্ঠরা বেশ উৎফুল্ল এবং আনন্দিত। আগামী নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় সেজন্য সার্বিক সহযোগিতা করার প্রত্যয়ও ব্যক্ত করেছেন চিত্রনায়ক জায়েদ খান।

বিনোদন

উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় রবিবার দুপুর সোয়া ১২টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। কিংবদন্তী এই অভিনেতার মৃত্যতে শোকাহত পুরো ভারত। সিনেমাপাড়া থেকে শুরু করে সেই শোকের বাতাস বইছে ভারতের রাষ্ট্রীয় ভবনেও।

বলিউডের কিংবদন্তী অভিনেতার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। টুইটারে তিনি লেখেন, ‘সৌমিত্র চ্যাটার্জি একজন কিংবদন্তি। ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম শক্তিশালী স্তম্ভ। তার চলে যাওয়ায় শোকাহত আমরা সকলেই। শেষবার তার সাথে দেখা হয়েছিল কলকাতার আইএফএফআইতে।’

এছাড়াও সৌমিত্রের মৃত্যুতে শোক জানিয়েছেন, মধুর ভাণ্ডাকর, রকর রিচা চদা, অনিল কাপুর, অনুপম খের, দক্ষিণের সুপারস্টার মোহনলাল, মাধবনসহ আরও অনেকেই।

 

বিনোদন

প্রকাশ পেলো সাবরীনা রহমান বাঁধনের নতুন গান ‘রংমহল’। ক্লোজআপ ওয়ান’খ্যাত এই শিল্পীর এ গানটি প্রকাশ করেছে আজব রেকর্ডস।

গানের কথা ও সুর করেছেন বাঁধন নিজেই। সংগীতায়োজন করেছেন জয় শাহরিয়ার। ‘রংমহল’র একটি গানচিত্র প্রকাশ পেয়েছে শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে।

এ প্রসঙ্গে শিল্পী বলেন, ‘এ বছরের মাঝামাঝি থেকে নিজের কথা ও সুরে মৌলিক কিছু গানের কাজ শুরু করেছি, যা আমার পরবর্তী অ্যালবামে থাকবে। ধারাবাহিকভাবে গানগুলো সিঙ্গেল হিসেবে প্রকাশ শুরু করেছি। রংমহল সেই ধারাবাহিকতায় তৃতীয় গান। ক্লাসিক্যাল ঢংয়ে গানটি গাইতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করেছি কারণ এ ধরণের গান আমার প্রিয়। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে এই আয়োজন। ’

জয় শাহরিয়ার বলেন, ‘এই গানটি আমার ঘরানার একদম বাইরে। তাই কাজটি করে বেশ ভালো লেগেছে। প্রাচ্য ও পাশ্চাত্যের যন্ত্রানুসঙ্গের মিশেলে সংগীতায়োজন বেশ উপভোগ্য ছিলো আমার জন্য। আশা করছি, যারা শুনবেন তাদের কাছেও ভালো লাগবে। ’

বিনোদন

দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে হার মানলেন সত্যজিৎ রায়ের ফেলুদা। মৃত্যুর কাছে পরাজিত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের একটা যুগ যেন শেষ হয়ে গেলো। বাঙালি অনুরাগীকুলের প্রার্থনা আর হাসপাতাল থেকে বাড়ি ফেরাতে পারলো না সৌমিত্র চট্টোপাধ্যায়কে।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। প্রবীণ অভিনেতার প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া বিনোদন জগতে।

হাসপাতালের পক্ষ থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর বিষয়টি অফিশিয়ালি ঘোষণা করা হয়। ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি জন্ম নেওয়া এ অভিনেতার বয়স হয়েছিল ৮৬ বছর।

শনিবার অর্থাৎ দীপাবলির দিনই চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন যে, চিকিৎসায় আর সাড়া দিচ্ছেন না সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর শরীরের একাধিক অঙ্গ-প্রতঙ্গই আর কাজ করেছে না। মাল্টি অর্গান ফেলিওরের পরই সম্পূর্ণ লাইফ সাপোর্টে রাখা হয়েছিল বর্ষীয়ান অভিনেতাকে। পূর্ণ মাত্রায় অক্সিজেন দেওয়া সত্ত্বেও তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা একেবারে কমে গিয়েছিল।

নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ অক্টোবর হাসপাতালে ভর্তি হন সৌমিত্র। তিনি একটা সময়ে ক্যানসারেও আক্রান্ত হয়েছিলেন। সেই অসুস্থতা স্বভাবতই তাঁকে পুরোপুরি ছেড়ে যায়নি। ফলে কখনও উন্নতি কখনও অবনতি, এই দোলাচলেই পার হচ্ছিল হাসপাতাল-বন্দি সৌমিত্রর সময়। এছাড়াও একাধিক কো-মর্বিডিটি ছিল তাঁর। ফলে সময়ের সঙ্গে পরিস্থিতির অবনতি হতে শুরু করে তাঁর। তবুও প্লাজমা থেরাপি, শ্বাসনালিতে অস্ত্রোপচারসহ নানা ভাবে অভিনেতাকে বাঁচানোর চেষ্টা করে আসছিলেন চিকিৎসকরা। কিন্তু, ব্যর্থ হলো সব চেষ্টা। ৪০ দিনের দীর্ঘ শারীরিক লড়াইয়ের পর হার মানলেন সৌমিত্র।

বিনোদন

গত কয়েক বছরে নতুন যারা বলিউডে এসেন তাদের মধ্যে অন্যতম তাপসী পান্নু। দক্ষিণী সিনেমা থেকে তিনি বলিউডেও নিজের অভিনয়ের মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে তিনি নিজের মধ্যে ভিন্নতাও বজায় রেখেছেন।

এক সাক্ষাত্কারে তাপসী বলেন, ‘আসলে ক্যারিয়ার কখন, কোথায় যায় সেটি তো বলতে পারি না। ক্যারিয়ার থেকে ছিটকেও পড়তে পারি। তাই প্রতিটি সিনেমার আগে সেখানে আমার চরিত্রের গুরুত্ব ও গল্প—এই দুটি নিয়ে আমাকে ভাবতে হয়।’

এই অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘রাশমি রকেট’-এর জন্য জোরসোর প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে। এই সিনেমাটিতে রাশমি নামের একজন গুজরাটি দৌড়বিদের চরিত্রে অভিনয় করছেন তাপসী। স্পোর্টস ড্রামা ঘরানার এই সিনেমায় তার চরিত্রের জন্য ফিটনেস খুবই জরুরি। তাই দীর্ঘ বিরতির পর আগের ফর্মে ফিরে যেতে এখন বাড়তি পরিশ্রম করতে হচ্ছে তাকে।

সেসব প্রস্তুতির ছবি ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে ভক্তদের আপডেট জানাতে মোটেও ভুল করেন না তাপসী। সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে তাকে যোগাসন করতে দেখা যায়।

ক্যাপশনে লেখেন, ‘তীর ও ধনুক।’ তিনি আরো জানান, এই প্রস্তুতি তার ‘রাশমি রকেট’ সিনেমার জন্যই। আকর্ষ খুরানার পরিচালনায় ‘রাশমি রকেট’ সিনেমাতে প্রিয়াংশু পেনুলিকে তাপসীর স্বামীর ভূমিকায় দেখা যাবে।

বিনোদন

অভিনয় ও সাংসদের দায়িত্বের মাঝে বেজায় ব্যস্ত সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান। সম্প্রতি ‘স্বস্তিক সংকেত’ ছবির জন্য উড়ে গিয়েছিলেন লন্ডনে। তারপরই দেশে ফিরে উৎসবের আমেজে কোমর বেঁধে ‘এসওএস কলকাতা’র প্রচারে নেমে পড়া। এই সবকিছুর মাঝেও নিজের জন্য সময় বের করেছেন নায়িকা।

ধনতেরাসের দিন সেই নুসরাত জাহান ফের সনাতনী। রানি সালোয়ারে জরির জমকালো কাজ। কাঁধ কামড়ে পড়ে থাকা হলুদ বেনারসির দোপাট্টা। কানে ঝুমকো। গলায় চওড়া হার। হাতের থালায় প্রদীপ নিয়ে অনুরাগীদের নুসরাত শুভেচ্ছা জানালেন ধনতেরাস, দীপাবলির। একই সঙ্গে বার্তা দিলেন, আতসবাজির বদলে আলোর দীপাবলি পালনের।

বিয়ের পর থেকেই নিজের ধর্মের পাশাপাশি স্বামীর ধর্মকেও সমান সম্মান দিয়েছেন সাংসদ। শ্রদ্ধা-সম্মানের সঙ্গে মেনে চলেছেন হিন্দু রীতি-রেওয়াজ। সমাজের বিতর্ককে পাশে সরিয়ে সিঁথিতে সিঁদুর পরা থেকে রথ টানা, দুর্গাপুজোয় ধুনুচি নাচ, অষ্টমীর অঞ্জলি, ঢাক বাজানো, দেবীবরণ, সিঁদুর খেলা– কিছুই বাকি রাখেননি তিনি।

তার এই সর্ব ধর্মসমন্বয় নিয়ে যদিও বারে বারে সোচ্চার হয়েছেন। তারকা অভিনেত্রী সবাইকে ধরাশায়ী করেছেন অকাট্য যুক্তিতে, ‘আমি ভগবানের স্নেহধন্য। তার বিশেষ সন্তান। ভালাবাসা আর মানবিকতার উপর কাউকে আমি জায়গা দিই না। আমি খুব খুশি। এবং কোনও বিতর্কেই আমার কিচ্ছু যায়-আসে না। আমার কাছে সব ধর্মই সমান।

বিনোদন

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেল বাংলাদেশের কিশোর সাদাত রহমান। অনলাইনে শিশু নির্যাতন বন্ধে সচেতনমূলক অ্যাপ বানানোর স্বীকৃতি স্বরুপ তাকে এ পুরস্কার দেয়া হয়।

শুক্রবার নেদারল্যান্ডসে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। নোবেলজয়ী মালালা ইউসুফজাই বিজয়ীর হাতে ভারচুয়ালি পুরস্কার তুলে দেন।

এবার পুরস্কারের জন্য ৪২টি দেশের ১৪২ জন শিশুর মনোনয়ন দেয়া হয়। সাদাতের সঙ্গে চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া অন্য দুজন হলো মেক্সিকোর ইভান্না ওরতেজা সেরেট ও আয়ারল্যান্ডের সিয়েনা ক্যাস্টেলন।

পুরস্কারের মঞ্চে সাদাত হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তার কার্যক্রম তুলে ধরেন। ১৭ বছর বয়সী সাদাত নড়াইল আবদুল হাই সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সাদাত রহমান ও তার দল সাইবার বুলিং ও সাইবার ক্রাইম থেকে শিশু-কিশোরদের রক্ষায় নানা কার্যক্রম পরিচালনা করছে।

বিনোদন

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে ইবুক-অডিওবুক সেবার অ্যাপ ‘বইঘর’।

‘জন্মবার্ষিকীতে হুমায়ূন স্মরণ’ শীর্ষক এই আয়োজনে থাকছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। তিনি পাঠ করেছেন লেখকের জনপ্রিয় একটি উপন্যাস। বহুল পঠিত ‘মিসির আলীর অমীমাংসিত রহস্য’ উপন্যাসের অডিও শোনা যাবে অভিনেত্রী মমর কণ্ঠে।

সম্প্রতি বাংলাঢোল স্টুডিওতে এর রেকর্ডিংয়ে অংশ নেন তিনি।

মম বলেন, ‘এটি শ্রুতি নাটক না হলেও দীর্ঘদিন পর শ্রুতি নাটকে কাজ করার মতো অভিজ্ঞতা হল। খুব আনন্দের সঙ্গে বইটি পড়েছি আমি। হুমায়ূন আহমেদের বই পড়ার প্রস্তাব পেয়েই রাজি হয়ে গেছি, কোনো ক্লান্তি বোধ করিনি পড়তে গিয়ে বরং আনন্দ পেয়েছি। ভবিষ্যতেও এমন কাজ করতে চাই। বইঘরের জন্য শুভকামনা।’

অন্যদিকে এক খণ্ড ও ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী। অঞ্জন আইচের পরিচালনায় ‘আগামীকাল’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন। যেটি মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া আরও কয়েকটি নতুন ছবিতে অভিনয়ের বিষয়ে কথা চলছে তার।

বিনোদন

রকিং থাউজেন্ডে ২৫০০ সংগীতশিল্পীর অনুষ্ঠানে অংশগ্রহণ করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন আলিফ আলাউদ্দীন ও কাজী ফয়সাল আহমেদ। রকিং থাউজেন্ড, বিশ্বের সবচেয়ে বড় ব্যান্ড পারফরম্যান্স অনুষ্ঠান যা এবার দুবাইতে অনুষ্ঠিত হয়।

২০১৫ সালে ইতালিতে এই আসর হয়েছিল। সে বছর ১০০০ শিল্পী অংশ নেন। কিন্তু, চলতি বছরের ৩০ অক্টোবর অনুষ্ঠিত হওয়া এবারের আসরে অংশ নেন ৭৯টি দেশের ২৫০০ শিল্পী। যার ফলে আয়োজনটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়। এই আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন কণ্ঠশিল্পী আলিফ ও লিড গিটারিস্ট ফয়সাল।

আলিফ বলেন, সমবেত সংগীতের গুরুত্বপূর্ণ দিক হলো, সবার কণ্ঠ ও সংগীত একসঙ্গে মিলতে হবে। এর প্রতিটি নোট স্ক্যান করা হয়। দেড় মাস চারটি গান টানা অনুশীলন করেছি আমরা। তারপর অনলাইনে ভিডিওটি পাঠাই। পুরো আয়োজনটি হয়েছে এবার অনলাইনে। এতো এতো দেশের সঙ্গে বাংলাদেশের নাম দেখে খুবই ভালো লেগেছে।’

আলিফ ও ফয়সাল দম্পতি, এরই মধ্যে অনলাইনে তাদের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। গ্লোবাল ভিলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়।

বিনোদন

পরনে লেংগিস ফিটনেস প্যান্ট আর স্পোর্টস ব্রা। মুখে মাস্ক পরে খালি পায়ে মেঝেতে দাঁড়িয়ে আছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। একটি স্থিরচিত্রে এমন রূপেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেছেন জনপ্রিয় এই নায়িকা। ক্যাপশনে লিখেন—‘যখন দ্বিধায় থাকি…ব্যায়াম।’ গত সোমবার নুসরাত ফারিয়া ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই নেটিজেনদের হাজার-হাজার মন্তব্যে ছয়লাভ হয়ে যায় তার কমেন্ট বক্স। আর এসব মন্তব্যের অধিকাংশই ‘নোংরা’ ও ‘অশালীন’ ভাষায় লেখা। যদিও আজ তার কমেন্ট বক্সে অল্প কিছু কমেন্ট বাদে বাকিসব মুছে দেওয়া হয়েছে।

আঁটসাঁট পোশাক পরায় নুসরাত ফারিয়ার রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন আমিনুল ইসলাম পিয়াল নামে একজন। তিনি লিখেছেন—‘কুকুরকে দেখেছেন কোনো দিন লজ্জা লাগতে? সরি, না বলে পারলাম না। কেউ কেউ আমাকে আচ্ছা ধুলায় দেবেন! হয়তো তারা পরিস্থিতির শিকার। কিন্তু রুচি থাকা দরকার।’

মুস্তাফিজুর নামে একজন লিখেছেন—‘যখন দেখি নিজের দেশের মানুষ, নিজের দেশের সেলিব্রেটিকে নিয়ে নিন্দা করে, তখন মনে মনে খুব হাসি পায়। কারণ এটাই তার পাপ্য।’

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবানা-শাবনূরের উদাহরণ টেনে পারফেক্ট বয় নামে একজন লিখেছেন—‘এখনকার নাম মাত্র নায়িকারা অভিনয় দিয়ে নয়, শরীর দেখিয়ে তারকা হতে চায়। শাবানা আপা, শাবনূর আপারা কী করে ফেমাস হয়েছেন, তা দেখিয়েন।’

মুস্তাফিজুর রহমান নামে আরেকজন লিখেছেন—‘দেখ বোন, এটা ইন্ডিয়া না এটা বাংলাদেশ। আর বাংলাদেশ মুসলিম দেশ। আর তুই ভাবছিস তোকে দেখতে হেব্বি জোস লাগছে! কিন্তু মূল বিষয় হচ্ছে, তর গেটাপ, ড্রেসআপ একদম চাপরাসির মতো।’

ছবিটি ঘিরে বিতর্কের মাত্রা আরও বেড়েই চলেছে। যদিও নেটিজেনদের এমন ‘হীন’ আচরণের জন্য এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি নুসরাত ফারিয়া।

প্রসঙ্গত, গত মাসে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানালে সমালোচনা জোয়ারে ভেসে যান ঢাকাই সিনেমার এই জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া মাজহার। মালোচনার জবাব দিয়ে নুসরাত ফারিয়া পরে আরও একটি স্ট্যাটাস দেন।

সেখানে তিনি লিখেন, ‘কেন একটি সহজ বিষয়কে এতোটা জটিল করে তুলতে হবে? যদি কারো কথা আমার অনুভূতিতে আঘাত করে তবে কি সেটা জানানোর আমার অধিকার নাই? নাকি অভিনেত্রী বলে আমার কোনো মতামতই থাকতে পারে না? ‘আমার ধর্ম আমার বিশ্বাস এবং আমার সহ্যসীমার বাইরে চলে যায় এমন কিছু নিয়ে কথা বলার ২০০ ভাগ অধিকার আমার আছে।’