আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদপূর্তির আগেই আবারও অভিশংসনের মুখে পড়ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে আর কোনও প্রেসিডেন্ট দুইবার অভিশংসিত হননি।

ট্রাম্পের ক্ষমতার মেয়াদপূর্তির মাত্র ৯ দিন আগে সোমবার (১১ জানুয়ারি) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ডেমোক্র্যাটস হাউজ। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে বিদ্রোহে উস্কানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ প্রস্তাবনা আনা হচ্ছে।

চলতি সপ্তাহের শেষের দিকেই ট্রাম্পকে আবারও অভিশংসনের প্রস্তাব আনবে ডেমোক্র্যাটরা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনও প্রেসিডেন্টকে দুইবার অভিশংসন করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে এটা তাদের প্রথম উদ্যোগ।

সোমবার ডেমোক্র্যাটরা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করতে আবাহন করেন। তবে তাদের অনুরোধ ঠেকিয়ে দেন রিপাবলিকানরা।

স্পিকার ন্যান্সি পেলোসি জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট পেন্স যদি ২৫তম সংশোধনী প্রয়োগ না করেন তাহলে এ সপ্তাহেই অভিশংসন প্রস্তাবনা তোলা হবে।

আন্তর্জাতিক

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের খানাবাদ জেলায় শুক্রবার ফের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেশটির সরকারপন্থী ১৬ নিরাপত্তা বাহিনী এবং ১০ জন তালিবান নিহত হয়েছেন। জেলা ডেপুটি চিফ কুতরতুল্লাহ সাফি এই তথ্য জানিয়েছেন।

সাফি বলেছেন, সংঘর্ষে ১৬ জন সরকারপন্থী বাহিনী নিহত হয়েছেন। এদের মধ্যে কমান্ডার আব্দুল হাকিমও আছেন। সংঘর্ষে দুই পক্ষের আরও নয়জন আহত হয়েছেন।

গ্রামবাসীরা বলেছেন, শত শত তালেবান খানদাবাদ জেলার তেপা আক্তার অঞ্চলে সরকারি বাহিনীর ওপর হামলা চালায়। তিন ঘণ্টা ব্যাপী চলে এই সংঘর্ষ।

কুন্দুজ প্রদেশের প্রধান মোহাম্মদ ইউসুফ ঐ সংঘর্ষে কথা নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক

চীনের পূর্বাঞ্চলে একটি নির্মাণাধীন স্বর্ণ-খনিতে বিস্ফোরণের পর আটকা পড়েছেন ২২ শ্রমিক। প্রায় দু’দিন ধরে তারা সেখানে আটকে রয়েছেন বলে জানা গেছে।

ইয়ানতাই নগর কর্তৃপক্ষ জানায়, রবিবার বিকেলে শানডং প্রদেশের কিজিয়া নগরীর কাছে শানডং উকাইলং ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের মালিকাধীন একটি শহরের স্বর্ণ খনিতে বিস্ফোরণ ঘটে। এরপর সোমবার রাতে জানানো হয়, বিস্ফোরণে খনিতে থেকে বের হওয়ার মই এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় কর্তৃপক্ষ সেখানে আটকা পড়া শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না।

আটকা পড়া শ্রমিকদের সেখান থেকে বের করে আনতে কাজ করছে উদ্ধারকারী দল।

মূলত দুর্বল নিরাপত্তা ও আইন ব্যবস্থার কারণে চীনে প্রায় খনি দুর্ঘটনা ঘটে থাকে। গত ডিসেম্বরে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকিং নগরীতে একটি খনিতে আটকা পড়ার পর ২৩ শ্রমিক প্রাণ হারান।

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয় নিশ্চিত করলো মার্কিন কংগ্রেস। ফলে আগামী ২০ জানুয়ারি তার শপথ গ্রহণে আর কোনো বাধা থাকলো না।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ওয়াশিংটন ডিসির ক্যাপটল হিলে ট্রাম্পপন্থীদের হামলার পর কংগ্রেসের অধিবেশনে বাইডেনের জয়ের সিদ্ধান্ত নেওয়া হয় পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জয় চূড়ান্ত করেছে কংগ্রেস।

একইসঙ্গে জর্জিয়া ও পেনসিলভানিয়ায় জো বাইডেনের পাওয়া ইলেকটোরাল ভোট নিয়ে ট্রাম্পের চ্যালেঞ্জ খারিজ করে দিয়েছে কংগ্রেস। ট্রাম্পপন্থীদের হামলার কারণে থমকে গিয়েছিল কংগ্রেস অধিবেশন।

দেখুন:যুক্তরাষ্ট্রের আইনসভায় নজিরবিহীন হামলা

এ ঘটনায় ৪ জন নিহত হয়। নিহতদের মধ্যে একজন নারী আছেন। নিরাপত্তার স্বার্থে পুলিশ তাকে গুলি করলে তিনি মারা যান। বাকি ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কংগ্রেস আইনসভা বা ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছে ট্রাম্পপন্থী সমর্থকরা। ভবনের ভিতরে সংঘর্ষে গুলিতে নারীসহ চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

সংঘর্ষের কারণে ওয়াশিংটন ডিসির মেয়র সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত কারফিউ জারির নির্দেশ দিয়েছেন।

ওয়াশিংটনের পুলিশ প্রধান রবার্ট কন্টি বলেন, নিহতদের মধ্যে একজন নারী আছেন। নিরাপত্তার স্বার্থে পুলিশ তাকে গুলি করলে তিনি মারা যান। বাকি ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তিনি জানান, তারা ৫২ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছেন। তাদের মধ্য ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে কারফিউ ভঙ্গের অভিযোগে।

হোয়াইট হাউজ এবং পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটনে এবং এর আশেপাশের রাজ্যে জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুই হাজার ৭০০ এর বেশি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।

খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য দেশটির আইন প্রণেতারা যখন অধিবেশনে বসেছিলেন এসময় ট্রাম্পের শত শত সমর্থক ক্যাপিটলে ঢুকে পড়ে।

এসময় বিক্ষোভকারীরা ক্যাপিটল ভবনের দরজা জানালায় ভাংচুর চালায়। কয়েক ঘণ্টা ধরে একপ্রকার ক্যাপিটল দখল করে রাখে বিক্ষোভকারীরা। পুলিশ ক্যাপিটল ভবনে জারি করে লকডাউন। তবে শেষমেশ বিক্ষোভকারীদের হটাতে সক্ষম হয় পুলিশ।

আন্দোলনকে উস্কে দেয়ার অভিযোগে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।

ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্টের মাধ্যমে সহিংসতা উস্কে দেয়া হয়েছে। এমনই অভিযোগ করছে ব্যবহারকারীরা। এজন্য ট্রাম্পের টুইটার ১২ ঘণ্টা এবং ফেসবুক ২৪ ঘণ্টা বন্ধ রাখা হয়েছে।

তবে টুইটার এক্ষেত্রে আরও কঠোর বার্তা দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যদি ট্রাম্প বিতর্কিত টুইটগুলো মুছে না ফেলে তবে তার টুইটার অ্যাকাউন্ট সবসময়ের জন্য মুছে ফেলা হবে।

অপরদিকে ফেসবুক কর্তৃপক্ষ ট্রাম্পের পোস্ট সরানোর বিষয়ে বিবিসিকে জানিয়েছে, ওয়াশিংটনে সহিংস বিক্ষোভ দেশটির জন্য অপমানজনক। আমরা সবসময় উস্কানি নিষিদ্ধ করি এবং সহিংসতা বন্ধের আহ্বান জানাই।

এজন্য প্রেসিডেন্ট ট্রাম্পের পোস্টটি সরিয়ে নেয়া হয়েছে। তার অ্যাকাউন্ট ২৪ ঘণ্টা বন্ধ রাখা হয়েছে। এতে চলমান সহিংসতার ঝুঁকি হ্রাস করবে।

বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার নিন্দা জানিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই বিক্ষোভ একটি বিদ্রোহের সমতুল্য। এখনই ট্রাম্পের অবসান হওয়া উচিত। এই সময় আমাদের গণতন্ত্র এক নজিরবিহীন আক্রমণের মুখে।

ঘটনায় সমালোচনার ঝড় তুলেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের নেতারা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইটে বলেন, মার্কিন কংগ্রেসে লজ্জাজনক দৃশ্য। যুক্তরাষ্ট্র গণতন্ত্রের জন্য পুরো বিশ্বের উদাহরণ। তারা গণতন্ত্রের জন্যে পুরো বিশ্ব দৌড়ে বেড়ায়, কিন্তু ক্ষমতা হস্তান্তরের আগে এরকম একটি পরিস্থিতি সত্যি অগ্রণযোগ্য। নিয়ম অনুযায়ী ও শান্তি অব্যাহত রেখে এই প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজন।

আন্তর্জাতিক

বাংলাদেশে করোনার ভ্যাকসিন সরবরাহ করবে ভারত। এ বিষয়ে পুনরায় আশ্বস্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রমকুমার দোরাইস্বামী।

করোনার টিকা উৎপাদনকারী ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদার পুনাওয়ালার একটি টুইট নিজের অ্যাকাউন্টে শেয়ার দিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে সব ধরনের বিভ্রান্তির অবসান ঘটিয়েছেন ভারতীয় হাইকমিশনার।

যারা ভ্যাকসিন নিয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন, তাদের প্রতি আদার পুনাওয়ালার টুইটটি দেখার আহ্বান জানিয়েছেন বিক্রমকুমার দোরাইস্বামী। তিনি লিখেছেন, “ভ্যাকসিন নিয়ে যারা উদ্বিগ্ন, তারা এটি রফতানির বিষয়ে সেরামের সিইও’র বক্তব্য দেখুন।”

আদার পুনাওয়ালা টুইটারে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, ‘বাংলাদেশসহ সব দেশে ভ্যাকসিন রফতানির অনুমতি দিয়েছে ভারত। আমরা জানি, এ নিয়ে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে ভারত বায়োটেক সম্পর্কিত যেকোনও অপপ্রচারের বিরুদ্ধে বিবৃতি দেওয়া হবে।’

As just noted above .. for those who were concerned. Please see clarification by CEO on exports. @SerumInstIndia.

@ihcdhaka @albd1971 @AKAbdulMomen @MdShahriarAlam @MEAIndia @MoFA_Bangladesh @zapalak https://t.co/gdBrw3BDfN

— Vikram Doraiswami (@VDoraiswami) January 5, 2021

ভারতীয় হাইকমিশনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব, সেরাম ইনস্টিটিউট, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়ার টুইটার অ্যাকাউন্ট এবং তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ট্যাগ করেছেন টুইটটি।

সেরাম ইনস্টিটিউট ইতোমধ্যে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে, ভারত থেকে ভ্যাকসিন রফতানিতে কোনো নিষেধাজ্ঞা নেই। প্রতিষ্ঠানটির কাছ থেকে বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ টিকা আগামী মাসের শুরুতে পাবে বলে আশা করা হচ্ছে। প্রতি মাসে ৫০ লাখ ডোজ হিসেবে পুরো তিন কোটি টিকার জন্য অগ্রিম হিসেবে এরইমধ্যে ৬০০ কোটি টাকা সেরামের অ্যাকাউন্টে রবিবার জমা দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার।

আন্তর্জাতিক

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এখন পর্যন্ত চারবার চরিত্র পাল্টেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা । শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা সংক্রমণের পর থেকে একাধিক খবর তারা পেয়েছেন, যেখানে করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশে নতুন নতুন উপসর্গের রোগ দেখা দিয়েছে। আসলে সেগুলো ভাইরাসের নতুন চরিত্রের লক্ষণ।

২০২০ সালের জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির শুরুতে সার্স কোভ-২-এর একটি ভিন্ন চরিত্রের ভাইরাস, যার নাম ডি৬১৪জি পাওয়া যায়। তারপর বেশ কয়েক মাস ধরে এই চরিত্রের ভাইরাসটি বারবার চরিত্র পাল্টেছে বলে জানা গেছে। ২০২০ সালের জুন মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, করোনা সংক্রমণ যত পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, ততই চরিত্র পাল্টাচ্ছে এই ভাইরাস।

২০২০ সালের ডিসেম্বর মাসে ব্রিটেনে পাওয়া যায় করোনার নতুন এক চারিত্রিক বৈশিষ্টযুক্ত ভাইরাস। সেটির নাম দেওয়া হয় সার্স কোভ ২ ভিওসি ২০২০১২/০১। আগের করোনাভাইরাস সংক্রমিত হওয়ার পর থেকেই এই নতুন চরিত্রের ভাইরাসটি ব্রিটেনে ছড়িয়ে পড়তে থাকে। তবে কোথা থেকে এই নতুন চরিত্রের ভাইরাসের উৎপত্তি হয়েছে, তা স্পষ্ট করে বলা যায়নি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, দ্বিতীয় যে স্ট্রেন পাওয়া গিয়েছিল, সেটি আগের তুলনায় অনেক দ্রুত সংক্রমিত হতে পারে। কিন্তু সেটির প্রাণঘাতী ক্ষমতা আগের থেকে কম। চিকিৎসকরা জানান, এই নতুন স্ট্রেন মানুষের শরীরে আগের থেকে কম ক্ষতি করছে। এরপর তৃতীয় চরিত্রের স্ট্রেন যুক্ত ভাইরাস খুঁজে পাওয়া যায় ২০২০ সালের অগস্ট-সেপ্টেম্বর নাগাদ। ডেনমার্কে এই নতুন প্রকারের ভাইরাস খুঁজে পাওয়া যায়। সেখানে পশুর শরীরেও এই ভাইরাসের সন্ধান মেলে।

এ ছাড়াও, ডিসেম্বর মাসের ১৮ তারিখে দক্ষিণ আফ্রিকায় সার্স কোভ ২-এর নতুন এক চরিত্রের ভাইরাসের সন্ধান মেলে। সে দেশের তিনটি প্রদেশে এই নতুন চরিত্রের ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানায় প্রশাসন। দক্ষিণ আফ্রিকা নতুন চরিত্রের ভাইরাসের নাম দেয় ৫০১ওয়াই.ভি২। দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়া নতুন চরিত্রের ভাইরাসটি এখনও পৃথিবীর আরও চার দেশে পাওয়া গেছে।

 

আন্তর্জাতিক

মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে এবার নয়টি দেশ অবস্থান পাল্টে ফেলেছে। ২০১৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে মিয়ানমারের রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান না দিয়ে ‘অ্যাবস্টেনশন’ বা ‘অ্যাবস্টেইন’ ভোট দিয়েছিল ৯টি দেশ। দেশগুলো হলো- ক্যামেরুন, ইকুয়েটরিয়াল গিনি, নামিবিয়া, কেনিয়া, পালাউ ও সলোমন দ্বীপপুঞ্জ।

বৃহস্পতিবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের প্লেনারি অধিবেশনে প্রায় একই ধরনের প্রস্তাবে দেশগুলো ‘অ্যাবস্টেইন’ অবস্থান থেকে সরে এসে পক্ষে ভোট দিয়েছে। অপরদিকে বাংলাদেশসহ ১৩০টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। মিয়ানমার, চীন, রাশিয়া, বেলারুশ, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন, ভিয়েতনাম ও জিম্বাবুয়ে-এ ৯টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে। ভারত, নেপাল, ভুটান, শ্রীলংকা, জাপানসহ ২৫টি দেশ ‘অ্যাবস্টেইন’ ভোট দিয়েছে। প্রস্তাবটি ১৩০-৯ ভোটে গৃহীত হয়েছে।

সাবেক আনান কমিশনের সদস্য ও ডাচ কূটনীতিক লেটেশিয়া ভ্যান্ডেন অ্যাসাম এবারের ভোট বিশ্লেষণ করে টুইট বার্তায় লিখেছেন, ২০১৯ সালের সঙ্গে তুলনা করলে দেখা যাবে ৯টি দেশ তাদের অবস্থান বদলে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

আন্তর্জাতিক

মুম্বাই হামলার মাস্টারমাইন্ড এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইবার সদস্য জাকি-উর-রেহমান লাখবিকে গ্রেফতার করা হয়েছে।

এক কর্মকর্তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার (২ জানুয়ারি) পাকিস্তান থেকে লাখবিকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে অভিযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ সহায়তা দিয়েছেন তিনি।

মুম্বাই হামলার আসামি লাখবি ২০১৫ সাল থেকে জামিনে রয়েছেন। পাকিস্তানের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) তাকে গ্রেফতার করে। তবে তাকে কোথা থেকে গ্রেফতার করা হয়েছে সে তথ্য জানায়নি সিটিডি। গোপন সংবাদের ভিত্তিতে সিটিডি পাঞ্জাবের এক অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।

সিটিডি জানায়, ৬১ বছর বয়সী লাখবি সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ সহায়তা দেওয়ার এক মামলায় গ্রেফতার হন। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার তহবিল ব্যবহার করে ওষুধালয় চালাতেন এবং এ থেকে প্রাপ্ত অর্থও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যয় করতেন। লাখবি শুধু নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তাইবার সদস্যই ছিলেন না, তিনি জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী।

লাহোরে অ্যান্টি-টেরোরিজম কোর্টে তার বিচার হবে বলে জানায় সিটিডি।

আন্তর্জাতিক

ভাসানচর নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্বেগের পর এ বিষয়ে এক বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, সরকার পুনরায় গুরুত্বারোপ করছে যে, ভাসানচর সম্পূর্ণ নিরাপদ এবং বসবাসের উপযোগী। ৩০ বছর বয়সী এই দ্বীপে স্বাস্থ্যসেবা, পানি, অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রভৃতি রয়েছে। সেখানে রোহিঙ্গাদের জোরপূর্বক স্থানান্তর করা হয়নি। দ্বীপটিতে বসবাসের উপযোগী সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে।

দ্বিতীয় দফায় রোহিঙ্গাদের আরেকটি দলকে ভাসানচরে স্থানান্তরের পর বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, আমরা বার বার বলে আসছি, সমস্যা মিয়ানমার তৈরি করেছে এবং এর সমাধানও মিয়ানমারেই। এ কারণে বাংলাদেশের ওপর অযৌক্তিক ও অন্যায্য চাপ প্রয়োগ না করে জাতিসংঘসহ আন্তর্জাতিক এনজিও, মানবিক সহায়তা প্রদানকারী ও মানবাধিকার সংস্থাগুলোর উচিত, রোহিঙ্গারা মিয়ানমারে প্রজন্মের পর প্রজন্ম যে ভয়ানক মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে, তার ওপর দৃষ্টি নিবদ্ধ করা। জাতিসংঘের উচিত মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের পরিস্থিতি মূল্যায়ন এবং সেখানে প্রত্যাবাসন প্রস্তুতি দেখার জন্য একটি কারিগরি ও সুরক্ষা দল পাঠানো।

এতে বলা হয়, মিয়ানমার থেকে নিপীড়িত রোহিঙ্গাদের অস্থায়ীভাবে আশ্রয় দেয়ার পর অসংখ্য সমস্যা সৃষ্টি হওয়ার কারণে প্রায় ১ লাখ রোহিঙ্গাকে ভাসনচরে স্থানান্তরের পরিকল্পনা করতে বাধ্য হয় বাংলাদেশ। পরিকল্পনা অনুসারে, কক্সবাজার থেকে প্রথম দফায় গত ৪ ডিসেম্বর ১ হাজার ৬৪২ এবং দ্বিতীয় দফায় গত ২৯ ডিসেম্বর ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, যদিও ভাসানচরকে কেন্দ্র করে এবং স্থানান্তর প্রক্রিয়া নিয়ে বানোয়াট ও ভুল তথ্য ছড়ানোর কারণে হতাশ সরকার। এটা মনোবেদনার যে, বাংলাদেশের আন্তরিক প্রচেষ্টাকে স্বাগত না জানিয়ে একটি অংশ মিথ্যা তথ্য ছড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাঝে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করছে। বাংলাদেশ সরকার এই প্রক্রিয়ায় জাতিসংঘের সম্পৃক্ত হওয়ার বিষয়ে পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করছে এবং এক্ষেত্রে জাতিসংঘের অংশগ্রহণ বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত।

এতে আরও বলা হয়, মিয়ানমারের নির্বাচন এখন শেষ হয়ে গেছে। আমরা মিয়ানমারের বাস্তুচ্যুত ও নিপীড়িত নাগরিকদের তাদের স্বদেশে দ্রুততার সঙ্গে প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃশ্যমান কর্মতৎপরতার প্রত্যাশায় রয়েছি।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এটা মনে রাখতে হবে যে, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। বাংলাদেশ কেবলমাত্র মানবিক দিক বিবেচনায় নিয়ে তাদেরকে অস্থায়ীভাবে আশ্রয় দিয়েছে। বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য যে কার্যক্রমই নেয়া হোক, তা পুরোপুরি অস্থায়ী। রোহিঙ্গারা তাদের দেশ মিয়ানমারে ফেরত যেতে চায় এবং সবার উচিত হবে সেদিকে লক্ষ্য করে কার্যকর পদক্ষেপ নেয়া।