আন্তর্জাতিক

ফিলিপিন্সে টাইফুন ভ্যামকোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অনেকে।

তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে দেশটির পুলিশ এবং সেনা সদস্যরা।

ফিলিপিন্সের পর ঘুর্ণিঝড়টি অগ্রসর হচ্ছে ভিয়েতনামের দিকে। শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে এটি ভিয়েতনামের উপকূলীয় অঞ্চলে আঘাত করতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী এনগুইন জুয়ান ফুক টাইফুন ভ্যামকোকে একটি শক্তিশালী টাইফুন হিসেবে আখ্যায়িত করেছেন। একইসাথে দেশটির উপকূলীয় অঞ্চল থেকে প্রায় পাঁচ লাখ মানুষে সরিয়ে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

এর আগে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার নিকটবর্তী মালিনাও উপকূলে আঘাত হানে শক্তিশালী টাইফুন ভ্যামকো। উপকূলে আঘাত হানার পর এটি কিছুটা দুর্বল হয়ে রাজধানী ম্যানিলা অতিক্রম করে। টাইফুনের প্রভাবে রাজধানীর নিকটবর্তী মারিকিনা সিটি ও আশাপাশের এলাকায় ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দেখা দিয়েছে আকস্মিক বন্যা। কোথাও কোথাও ভূমিধসের খবরও পাওয়া গেছে।

আন্তর্জাতিক

মিশরের আড়াই হাজার বছর পুরনো অন্তত ১০০টি কফিন উদ্ধার করেছে দেশটির পর্যটন ও প্রত্নতত্ত্ব কর্তৃপক্ষ। রাজধানী কায়রোর দক্ষিণে অবস্থিত প্রসিদ্ধ সাক্কারা নেক্রোপলিসের কবরস্থান থেকে এসব কফিন উদ্ধার করা হয় বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

জানা যায়, কফিনগুলোর মধ্যে বেশ কয়েকটিতে অক্ষত মমি পাওয়া গেছে যা ভালোভাবে কাপড় দিয়ে মোড়ানো। অন্তত ৪০টি কফিনে স্বর্ণের প্রলেপ দেয়া। গবেষণার জন্য কফিন ও মমিগুলো এক্স-রে ল্যাবে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রী খালেদ এল-আনানী বলেন, প্রাপ্ত কফিনগুলো পলিমেইক শাসনামলের। তারা ৩২০ খ্রিষ্টপূর্ব থেকে ৩০ খ্রিষ্টপূর্ব পর্যন্ত প্রায় ৩০০ বছর শাসন করেছে। উদ্ধারকৃত মমি ও কফিন আমরা কায়রোর ৩টি জাদুঘরে প্রদর্শন করবো। মিশরের বিখ্যাত গ্র্যান্ড জাদুঘর এর মধ্যে একটি।

তিনি বলেন, সাক্কারা নেক্রোপলিসের কবরস্থানে আরো একটি আবিষ্কার হয়েছে। বছরের শেষ দিকে সেটা হয়তো সবাইকে জানানো হতে পারে।

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সর্বশেষ তথ্য অনুযায়ী ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি। জর্জিয়া অঙ্গরাজ্যের ফলাফল প্রকাশের পর বাইডেন আরো এগিয়ে গেলেন।

জানা যায়, দুই প্রার্থীর মধ্যে সামান্য ব্যবধানের কারণে জর্জিয়ায় ভোট পুনর্গণনা করা হয়। ডেমোক্র্যাটরা দাবী করছে,এতে ফলাফলে কোনো পরিবর্তন হবে বলে তারা মনে করে না। শেষ পর্যন্ত তাই হলো। ২৮ বছর পর ডেমোক্র্যাটদের দখলে গেল জর্জিয়া।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে ২৭০ ইলেকটোরাল ভোট নিশ্চিত করতে হয়। জো বাইডেন সেই লক্ষ্য পূরণ করে অনেক দূরে এগিয়ে গেলেও তার জয় এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি মার্কিন প্রশাসন।

গত ৩ নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। বাংলাদেশ সময় গত শনিবার রাতে পেনসিলভেনিয়া রাজ্যে জয়ের মাধ্যমে ২৭০ ইলেক্টোরাল ভোটের ম্যাজিক ফিগার পার করেন বাইডেন । আর এর মাধ্যমেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার জয় নিশ্চিত হয়। নির্বাচনের জয় নিশ্চিত হওয়ার পর ইতিমধ্যেই প্রশাসন গুছানোর কাজ শুরু করে দিয়েছেন বাইডেন। এদিকে নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি এখনো চাপা উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যেই আছে।

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জয়ী হওয়ায় সঙ্কটে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবসায়ীরা। তাই ধারণা করা হচ্ছে, বাইডেন শপথ নেয়ার আগেই দেশটিতে বেড়ে যেতে পারে অস্ত্র বিক্রি। হতে পারে নতুন রেকর্ড। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

জানা যায়, যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইন সংশোধনের জন্য দীর্ঘদিন মন্তব্য করে আসছেন বাইডেন। বাইডেনের মতে, অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলো ডেমোক্র্যাটিক দলের শত্রু। কারণ ডেমোক্র্যাটিক দল দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অস্ত্রের ব্যবহার কমিয়ে আনার প্রচেষ্টা করছে। কিন্তু তা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলো বার বার বাঁধা সৃষ্টি করছে।

বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অস্ত্র বিক্রি বেড়ে যেতে পারে এমন অনুমান করে মার্কিন প্রতিষ্ঠান এজিস ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক রমেল ডিয়োনিসো বলেন, যুক্তরাষ্ট্রে অস্ত্র আইন সংশোধন ও এর ব্যবহার কমিয়ে আনার অঙ্গীকার করেছেন বাইডেন। তাই তার শপথ নেয়ার আগেই অস্ত্র বিক্রি বাড়িয়ে দিতে পারে অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলো। হতে পারে নতুন রেকর্ড।

তিনি বলেন, অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলো এখন আতঙ্কে আছে। কারণ বাইডেন ক্ষমতায় যাওয়ার অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক আইনের সংশোধন অবশ্যই করবেন।

গত ৩ নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। বাংলাদেশ সময় গত শনিবার রাতে পেনসিলভেনিয়া রাজ্যে জয়ের মাধ্যমে ২৭০ ইলেক্টোরাল ভোটের ম্যাজিক ফিগার পার করেন বাইডেন । আর এর মাধ্যমেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার জয় নিশ্চিত হয়। এদিকে নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ফলে যুক্তরাষ্ট্রের পরিস্থিতি এখনো চাপা উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যেই আছে।

আন্তর্জাতিক

প্রায় ৩০ বছর পর আর্মেনিয়ার হাত থেকে নাগোরনো-কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর শুশা দখলমুক্ত করেছে আজারবাইজান। ওই শহরটিতে বুধবার প্রথমবারের মতো আজান দেয় আজারবাইজান।

তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, শুশা শহরের ঐতিহাসিক ইউখারি গভহার আগা মসজিদে আজারবাইজানের এক সেনাবাহিনীর সদস্য আজান দিচ্ছেন। এরপর মসজিদ থেকে শহরের বেশ কিছু অঞ্চল দেখানো হয়।

১৯৯২ সালের ৮মে শুশা অধিগ্রহণ করে আর্মেনিয়ার বাহিনী। এই অঞ্চলটি আপার কারাবাখ এলাকার কৌশলগত গুরুত্বপূর্ণ শহর। যদিও এই অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত।

এর আগে ৮ নভেম্বর আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভে আর্মেনিয়ার হাত থেকে শুশা শহরটি দখলমুক্ত করা হয়েছে বলে ঘোষণা দেন।

ওই সময় সামরিক পোষাক পরে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে প্রেসিডেন্ট ইলহাম বলেন, ২৮ বছর পরে শুশায় আযান শোনা যাবে।

আজারবাইজান ও আর্মেনিয়ার সীমান্তে ২৭ সেপ্টেম্বর থেকে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি চলে আসছিল। রাশিয়ার মধ্যস্থতায় মাঝে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও কাজের কাজ তেমন কিছু হয়নি। দুই পক্ষের রক্তক্ষয়ী এ লড়াইয়ে বেসামরিক নাগরিকসহ বহু প্রাণহানি ঘটেছে।

দুই দেশের সংঘাতের মূলে ওই নাগরনো-কারাবাখ অঞ্চল। এলাকাটি জাতিগত আর্মেনীয় অধ্যুষিত। সোভিয়েত ইউনিয়নের পতনের সময় ভোটাভুটিতে অঞ্চলটি আর্মেনিয়ার সঙ্গে থাকার পক্ষে রায় দেয়। এরপর বিষয়টি নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ বেধে যায়। ১৯৯০ সালের ওই যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। সেই যুদ্ধ থামে ১৯৯৪ সালের এক যুদ্ধবিরতির মাধ্যমে।

এরপর থেকে এলাকাটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত। কিন্তু আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে। তাদের সমর্থনে আর্মেনিয়ার সরকার। আন্তর্জাতিক পরাশক্তিগুলোর মধ্যস্থতায় দশকের পর দশক আলোচনা হলেও শান্তিচুক্তি অধরা থেকে গেছে।

সবশেষ গত মঙ্গলবার থেকে আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন হয়। এতে বিরোধীয় কারাবাখ অঞ্চলে রাশিয়ার শান্তিরক্ষীবাহিনী পর্যবেক্ষণ করার কথা রয়েছে। এদিকে বুধবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ঘোষণা দেন, রাশিয়ার সঙ্গে সমঝোতা স্বারকে স্বাক্ষর হয়েছে তুরস্কের। এতে করে মস্কোর সেনাবাহিনীর সঙ্গে আঙ্কারার সেনাবাহিনী পর্যবেক্ষণ করবে।

আন্তর্জাতিক

 

ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইজার কোম্পানির কাছ থেকে ৩০ কোটি ডোজ করোনা-ভ্যাকসিন কিনতে ঐক্যমত্যে পৌঁছেছে। এই কোম্পানির ভ্যাকসিন এখন পর্যন্ত শতকরা ৯০ ভাগ কার্যকর বলে খবর প্রকাশিত হওয়ার পর এ ঘোষণা দিল ইউরোপীয় ইউনিয়ন।

ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ্য বিষয়ক কমিশনের প্রধান স্টালা ক্রাকিডিস বলেছেন, ফাইজারের সঙ্গে এরিমধ্যে ইইউ সমঝোতায় পৌঁছেছে এবং এই কোম্পানিকে ভ্যাকসিনের অর্থ অগ্রিম পরিশোধ করা হবে। তবে প্রতি ডোজ ভ্যাকসিন কত টাকায় কেনা হচ্ছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।

যুক্তরাষ্ট্রেরই বায়োএনটেক কোম্পানির সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন উৎপাদন করেছে ফাইজার। এই কোম্পানির ভ্যাকসিনের খবর প্রকাশিত হওয়ার পর বিশ্বব্যাপী সাড়া পড়ে গেছে এবং এখন পর্যন্ত স্বেচ্ছায় ৪৩ হাজার ৫০০ মানুষ পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন করেছেন এবং তাতে এর ৯০ ভাগ কার্যকারিতা প্রমাণিত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের এ কোম্পানি ঘোষণা করেছে, তারা চলতি বছরের শেষ নাগাদ ইউরোপীয় ইউনিয়নকে করোনা-ভ্যাকসিন সরবরাহ শুরু করতে পারবে।ফাইজার ও বায়োএনটেক চলতি নভেম্বর মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিষয়ক সংস্থা- এফডিআই’র কাছে এই ভ্যাকসিন বিক্রির লাইসেন্সের জন্য আবেদন করবে।

আন্তর্জাতিক

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা মারা গেছেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। বুধবার টুইটারে রাজপ্রাসাদ থেকে এক ঘোষণায় এ খবর জানানো হয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আরব নিউজ বলেছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে তার মৃতদেহ দেশে আনা হবে। তার মৃত্যুতে বাদশা হামাদ বিন ইসা আল খলিফা এক সপ্তাহের সরকারি শোক ঘোষণা করেছেন। বৃহস্পতিবার থেকে সব মন্ত্রণালয় এবং সরকারি অফিসগুলো বন্ধ থাকবে তিন সপ্তাহের জন্য।

উল্লেখ্য, বিশ্বে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী হলেন শেখ খলিফা বিন সালমান আল খলিফা।

১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে বাহরাইন। তার এক বছর আগে ১৯৭০ সাল থেকে তিনিই সেখানকার প্রধানমন্ত্রী। তার জন্ম ১৯৩৫ সালের ২৪ শে নভেম্বর। এর আগে তিনি দেশের স্টেট কাউন্সিলের প্রধান এবং সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের প্রধান ছিলেন।

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। যদিও আনুষ্ঠানিকভাবে এখনো ক্ষমতা গ্রহণ করেননি তিনি।

শপথ গ্রহণের সময় দেশটির সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হবেন জো বাইডেন। এখন তার বয়স ৭৭। রাজনীতির দীর্ঘ ক্যারিয়ারে প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা তিনি কম করেননি।

প্রকাশ্যে অন্তত তিনবার তেমন ইচ্ছা প্রকাশ করেছেন। আর তৃতীয়বারের চেষ্টায় তিনি সফল হয়েছেন।

রোববার ডেলওয়ার রাজ্যের উইলমিংটনে নিজের বাড়িতে কাটিয়েছেন বাইডেন। বাড়ির পাশের গির্জায় তিনি প্রার্থনা করেছেন।

এরপর তার জীবনে বয়ে যাওয়া ক্ষত স্মরণ করতে বাড়ির পাশে কবরস্থানে যান তিনি। সেখানে সমাহিত প্রথম স্ত্রীকে তিনি স্মরণ করেন।

একই কবরস্থানে সমাহিত বাইডেনের এক ছেলে ও এক মেয়ে। সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে প্রার্থনা করেন।

নির্বাচন ঘিরে বিভক্ত যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার কাজ শুরু করেছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
করোনাভাইরাস মহামারীসহ যেসব সমস্যার মধ্য দিয়ে দেশকে যেতে হচ্ছে, সেসব মোকাবেলার জন্য তিনি পরিকল্পনা নিতে যাচ্ছেন। এতে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে করোনাভাইরাস মহামারী মোকাবেলা।

২০২১ সালের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাইডেন ক্ষমতা গ্রহণ করবেন। তার শিবির থেকে জানানো হয়- করোনাভাইরাসের পরীক্ষা অনেক বেশি বাড়িয়ে দেয়া হবে এবং মার্কিন নাগরিকদের মাস্ক পরতে বলা হবে।

সেই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নেয়া নীতিমালাগুলো যত দ্রুত সম্ভব সংস্কারের উদ্যোগ নেয়া হবে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশকিছু নীতিও বদলে দেয়ার পরিকল্পনা করছেন বাইডেন।

আন্তর্জাতিক

খারাপ থেকে খারাপ হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়। শত চেষ্টায়ও প্রেসিডেন্সি টিকিয়ে রাখতে পারেননি। জো বাইডেনের কাছে হেরে গেছেন। সেই ক্ষতই শুকায়নি। এরইমধ্যে তার দাম্পত্য জীবনে ফাটলের ইঙ্গিত। তুমুল গুঞ্জন, ট্রাম্পের মেয়াদ শেষ হলেই না-কি স্ত্রী মেলানিয়া ট্রাম্প তাকে ডিভোর্স দেবেন। খবর ডেইলি মেইলের

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প হেরে গিয়ে লাঞ্ছিত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু এতেই শেষ নয়। তাদের ঘনিষ্ঠ সূত্রের খবর যদি বিশ্বাস করা হয়, তাহলে অদূর ভবিষ্যতে তার পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

কথিত আছে, ২০১৬ সালে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তখন কান্নায় ভেঙে পড়েছিলেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তার এক বন্ধু বলেছিলেন, ‘মেলানিয়া কখনও ট্রাম্পের জয় আশা করেননি’।

সেই থেকে এই দম্পতির একটি ঘনিষ্ঠ সূত্র তাদের ‘অদ্ভুত’ সম্পর্কের কথা বলে আসছে। কিন্তু এখন সূত্রটি দাবি করছে আরও বড় কিছু। বলছে, ট্রাম্পের পরাজয় আর জো বাইডেনের জয় প্রেসিডেন্টের দাম্পত্য জীবনে আরও প্রভাব ফেলেছে। মেলানিয়ার বিচ্ছেদের দরজার দিকে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

ডেইলি মেইল বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক সহযোগী এবং দ্য অ্যাপ্রেন্টিস তারকা ওমোরোসা ম্যানিগল্ট নিউম্যান দাবি করেছেন, ১৫ বছরের একটি বৈবাহিক জীবনের অবসান হচ্ছে। মেলানিয়া সময় গুনছেন ট্রাম্প কখন হোয়াইট হাউস ছেড়ে যাবেন। এরপরই তাকে ডিভোর্স দেবেন তিনি। ওমোরোসা ট্রাম্প প্রশাসন এবং প্রেসিডেন্টের তৃতীয় বিয়ের নিপথ্যে একটি ‘বিস্ফোরক’ বইও লিখেছেন। সেখানেও তাদের ‘অদ্ভুত’ সম্পর্কের কথা বলেছেন তিনি।

একই দাবি করেছেন মেলানিয়া ট্রাম্পের সাবেক পরামর্শদাতা স্টেফানি ওয়ালকফেরও। তিনি বলেন, তাদের বিচ্ছেদ এখন সময়ের ব্যাপার মাত্র। সময় গুনতে শুরু করে দিয়েছেন মেলানিয়া। এছাড়া হোয়াইট হাউসে তাদের শয়নকক্ষও আলাদা হয়ে গেছে। কথাও হয় না বললেই চলে।

খবরে বলা হয়, প্রেসিডেন্ট থাকা অবস্থায় ডিভোর্স দিলে ক্ষমতার অপব্যবহার করে ক্ষতি করতে পারেন ট্রাম্প। এমন আশঙ্কায় মেয়াদ শেষ হলেই তাকে ডিভোর্স দেবেন মেলানিয়া।

আন্তর্জাতিক রাজনীতি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেছেন, স্পষ্টত আমাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এই নির্বাচনে আমরা জয়ী হতে চলেছি। প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে আমি সবচেয়ে বেশি ভোট পেয়েছি। প্রতিনিয়ত তা বাড়ছে।

বাইডেন বলেন, আমরা প্রায় ৩০০ ইলেকটোরাল কলেজ ভোট পেটে যাচ্ছি। এই প্রতিযোগিতায় আমরা বেশ ভালোভাবেই এগিয়ে আছি এবং তা জিততে যাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে আমি সবচেয়ে বেশি ভোট পেয়েছি। ৭ কোটি ৪০ লাখের বেশি মার্কিন নাগরিক আমাকে ভোট দিয়েছে। এখনো আমাদের ভোটসংখ্যা বাড়ছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনায় আমরা ৪০ লাখ ভোটে এগিয়ে আছি। যা প্রতিনিয়ত বেড়ে চলেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বাইডেন পেয়েছেন ৪ কোটি ৪৮ লাখ ১১ হাজার ৩৭৮ ভোট। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ৭ কোটি ৫ লাখ ৫৪ হাজার ৫৩৭ ভোট।

এদিকে, ২৮ বছর পর জর্জিয়া ও ২৪ বছর পর অ্যারিজোনা অঙ্গরাজ্য আমাদের দখলে আসতে যাচ্ছে। এক টুইটে এ কথা বলেন বাইডেন।

তিনি বলেন, আমরা এই প্রতিযোগিতায় জিততে যাচ্ছি। একবার দেখুন আপনারা গতকাল থেকে কী হচ্ছে। ২৪ ঘণ্টা আগেও আমরা জর্জিয়ায় পিছিয়ে ছিলেম। কিন্তু এখন আমরা এগিয়ে এবং আমরা সেখানে জিততে যাচ্ছি। ২৪ ঘণ্টা আগে আমরা পেনসিলভানিয়াতেও পিছিয়ে ছিলাম। সেখানেও আমরা জিততে যাচ্ছি। অ্যারিজোনাতেই একই অবস্থা। পিছিয়ে থাকার পর গতকাল আমরা এগিয়ে গেছি।

দ্য গার্ডিয়ানের সর্বশেষ তথ্য অনুসারে এখন পর্যন্ত ২৬৪টি ইলেক্টোরাল ভোট নিয়ে এগিয়ে আছেন বাইডেন। জয়ের জন্য বাইডেনের প্রয়োজন আর মাত্র ৬টি ভোট। নেভাডা, জর্জিয়া, পেনসিভেনিয়া এই তিন রাজ্যেই এগিয়ে আছেন বাইডেন। ট্রাম্প পেয়েছেন ২১৪টি।