আন্তর্জাতিক

ঢাকায় আসছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়া।

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সূত্র জানায়, সৌদি মন্ত্রী পাকিস্তান থেকে তিন দিনের সফরে ঢাকায় আসছেন। ঢাকা সফরকালে হজ ও ওমরাহ পালনকারীদের আরও বেশি সুবিধা কীভাবে দেওয়া যায়, তাদের যাত্রা কীভাবে সহজ করা যায় তা নিয়ে আলোচনা করবেন তিনি। তাছাড়া সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যেও তিনি এ সফর করছেন।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রী ঢাকা সফরকালে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে বৈঠক করবেন।

ঢাকার সৌদি দূতাবাসের আয়োজনে ঢাকায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে হজ ও ওমরাহ সংক্রান্ত অ্যাপস নুসুক নিয়ে হজ এজেন্সিগুলোকে নিয়ে একটি মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার উদ্বোধন করবেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী।

আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে  যোগদানের পাশাপাশি একাধিক সদস্য দেশের সরকার প্রধান অথবা রাষ্ট্র প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন একথা জানান।
তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘এই (দ্বিপাক্ষিক বৈঠক) বিষয়টি এখন শেষ পর্যায়ে রয়েছে,

অবশ্য এ ধরণের বৈঠকের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসে শেষ মূহূর্তে। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সিরিল রামাফোসার আমন্ত্রনে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আগামী ২২ আগস্ট যোহানেসবার্গের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ পর্যন্ত প্রায় ২২টি দেশ ব্রিকস-এর সদস্য হতে আগ্রহ দেখিয়েছে এবং ৫টি আদি সদস্য দেশ নতুন সদস্য নেওয়ার ব্যাপারে নিজেদের মধ্যে মতৈক্য পৌঁছানোর প্রচেষ্ট চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘আমরা জানি না কখন নতুন সদস্যরা যোগ দেবে।’

সাম্প্রতিক ভারতের গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঐ বিষয়ে তাদের কোন ‘মন্তব্য নেই’।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতে পরিপক্ক গণতন্ত্র রয়েছে, সেই সঙ্গে রয়েছে একটি পরিপক্ক সরকার ব্যবস্থা। তারা আঞ্চলিক স্বার্থে কিছু বলতেই পারে।

বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনা প্রেসিডেন্ট জি জিনপিং এ সপ্তাহে দক্ষিণ আফ্রিকা সফর করবেন।

প্রধানমন্ত্রীর এই সফর প্রসঙ্গে মোমেন বলেন, দক্ষিণ আফ্রিকা সফরকালে প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত সময় কাটাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট  ডেভেলপমেন্ট অথোরিটি (বিআইডিএ) এর যৌথ আয়োজনে ‘বাংলাদেশ ট্রেড এন্ড বিজনেস সামিট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

অতপর প্রধানমন্ত্রী আফ্রিকার দেশসমূহে থাকা বাংলাদেশী রাষ্ট্রদূতদের আয়োজনে ‘রিজিওনাল এনভয়েস কনফারেন্স’ অনুষ্ঠানে অংশ নেবেন।

একই দিনে প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাসহ কয়েকটি ব্রিকস সদস্য দেশের সরকার প্রধান ও রাষ্ট্র প্রধানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

প্রধানমন্ত্রী সন্ধ্যায় ব্রিকস’র বর্তমান সভাপতি এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রনে ‘রাষ্ট্রীয় ভোজসভায়’ অংশ নেবেন।

প্রধানমন্ত্রী ২৪ আগস্ট ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অব ব্রিকস’ এবং ‘ব্রিকস-আফ্রিকা আউটরিচ এন্ড দ্য ব্রিকস প্লাস ডায়ালগ’ এর নতুন সদস্য হিসাবে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন। ৭০টি দেশের প্রতিনিধিবৃন্দ এখানে উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রী একই দিন সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে মিলিত হবেন।

এই সফরকালে ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ এর প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে ‘ব্রিকস- আফ্রিকা আউটরিচ এন্ড দ্য ব্রিকস প্লাস ডায়ালগ’ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান  এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নেবেন।

প্রধানমন্ত্রী ২৬ আগস্ট স্বদেশের উদ্দেশ্যে জোনেসবার্গ ত্যাগ করবেন।

আন্তর্জাতিক

শেখ হাসিনা জানুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে হারলে বাংলাদেশ দীর্ঘ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু এক বিশ্লেষণ প্রতিবেদনে এ আশঙ্কা প্রকাশ করেছে।

সাংবাদিক প্রণয় শর্মার ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ক্ষমতা থেকে বিদায় কেবল ভারতের জন্য উদ্বেগের নয়, এতে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহিংসতা ও অস্থিরতা বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

প্রণয় শর্মা লিখেছেন, প্রতিবেশীদের মধ্যে যে ভারতবিরোধী মনোভাব আছে, সেখানে শেখ হাসিনার সরকার খুব সম্ভবত ভারতের সবচেয়ে নির্ভরশীল ও ঘনিষ্ঠ মিত্র। যদিও ভারতকে দক্ষিণ এশিয়ায় ‘বিগ পাওয়ার’ হিসাবে ধরা হয় কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের এই অবস্থানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে চীন। আর দক্ষিণ এশিয়ায় চীন দিনের পর দিন তার অবস্থান শক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বাংলাদেশের গণতান্ত্রিক ধারা বিনষ্টকারীদের বিরুদ্ধে এক গুচ্ছ শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দিয়েছে এবং জানুয়ারিতে একটি সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচন নিশ্চিত করতে চাইছেন। এর অংশ হিসাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর নির্বাচনে কারচুপির চেষ্টাকারীদের ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বর্তমান ও সাবেক বেশ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। র‌্যাবের বিরুদ্ধে গত নির্বাচনে আওয়ামী লীগের জয়ে সহায়তা করার অভিযোগ রয়েছে। ২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নির্বাচনে কারচুপি এবং রাজনৈতিক বিরোধীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। এর মাধ্যমে তিনি নিজের অবস্থান শক্ত করেছেন এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকার রেকর্ড গড়েছেন।

শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে সবসময় সুষ্ঠু নির্বাচন হচ্ছে। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য দলীয় নেতাকর্মী, সরকারি সংস্থা ও কর্মকর্তাদের লাগাম টেনে ধরতে তার ওপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। এর প্রমাণ পাওয়া যায় ঢাকার উপনির্বাচনে। যেখানে নির্বাচনে অংশ নেওয়া এক প্রার্থীর ওপর হামলা চালিয়েছিল আওয়ামী লীগের সমর্থকরা। ওই হামলার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কড়া ভাষায় সরকারের সমালোচনা করে বিবৃতি দিয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে আয়োজিত গণতান্ত্রিক সম্মেলন থেকে বাংলাদেশকে বাদ দিয়েছেন। যেখানে ভারত-পাকিস্তানসহ অন্যান্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়া মে মাসে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন গেলে বাইডেন প্রশাসন তাকে উপেক্ষা করেছে।

শেখ হাসিনাও মনে করেন, বাইডেন বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা ধ্বংস করতে উঠেপড়ে লেগেছেন। সংসদে তিনি একবার বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বের যে কোনো দেশের সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারে, বিশেষ করে সেটা যদি মুসলিম দেশ হয়।’

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কারণে বাংলাদেশের বিরোধী দলগুলোকে পুনরুজ্জীবিত করেছে। দেশের সবচেয়ে বড় বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখন অবাধে সমাবেশ করে সরকারের কঠোর সমালোচনা করছে।

বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি বক্তব্য তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। আমির খসরু বলেছেন, ‘যদি নির্বাচন সুষ্ঠু হয়, তাহলে আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে।’ প্রকৃতপক্ষে জামায়াত ও তাদের সমমনা দলগুলো নিয়ে বিএনপি বাংলাদেশে শাসন পরিচালনা করবে-এমন সম্ভাবনা ঢাকা ও দিল্লিতে উদ্বেগ ও শঙ্কা তৈরি করেছে।

হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় এক দশক ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি শক্তিশালী, বিশ্বস্ত এবং নির্ভরতার সম্পর্ক তৈরি করেছেন, যা দুই দেশ এবং এ অঞ্চলের জন্যই মঙ্গলজনক। ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির নেতাদের মুসলিম-বিদ্বেষী এবং বাংলাদেশবিরোধী বক্তব্যকে শেখ হাসিনা যে পাত্তা দেননি-এর মাধ্যমে প্রমাণ হয়েছে দুই পক্ষের মধ্যে শক্তিশালী ও বিশ্বস্ত সম্পর্ক বিদ্যমান রয়েছে।

প্রতিবেদনে সংসদ-সদস্য সাবের হোসেন চৌধুরীর একটি বক্তব্য উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ থেকে একটি সহযোগিতা এবং নিরাপত্তামূলক সম্পর্কে পরিণত হয়েছে। যেই সম্পর্কে মানুষের সঙ্গে মানুষের সরাসরি যোগাযোগ একটি প্রভাবক হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’ সাবের হোসেন চৌধুরী আরও বলেছেন, বাংলাদেশ ও ভারত সরকার দুই পক্ষের মধ্যে একটি উইন-উইন পরিস্থিতি সৃষ্টি করেছে এবং উভয় দেশের সরকারই অগ্রগতি, উন্নতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে একে-অপরের ওপর নির্ভরশীল।

দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই সম্পর্কের মাধ্যমে দিল্লি এমন একটি উদাহরণ তৈরি করতে সম্মত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে প্রতিবেশীরা কীভাবে সুফল পেতে পারে।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত অগ্রগামী ভূমিকা পালন করেছে। কিন্তু পরবর্তীতে দ্বিপক্ষীয় সম্পর্কে চিড় ধরে। বাংলাদেশের বেশ কয়েকটি শাসক গোষ্ঠী সক্রিয়ভাবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতবিরোধী তৎপরতায় উৎসাহ দিয়েছে। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় এসে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থিতিশীল করেছেন এবং দেশ থেকে ভারতবিরোধী সত্তা উপড়ে ফেলেছেন। তবে নয়াদিল্লি এবং ঢাকা আশঙ্কা করছে বাংলাদেশের বিরুদ্ধে নেওয়া বাইডেন প্রশাসনের সম্প্রতিক পদক্ষেপ সেই সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে পারে।

প্রতিবেদনের শেষ দিকে বলা হয়েছে, শেখ হাসিনা যদি নির্বাচনে হেরে যান, তাহলে বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা দীর্ঘায়িত হতে পারে। এমনকি আবারও বাংলাদেশ উগ্রবাদীদের আঁতুড় ঘরে পরিণত হতে পারে। ফলে আওয়ামী লীগের প্রস্থানের বিষয়টি শুধু ভারত নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়াবে।

আন্তর্জাতিক

অধিকৃত পশ্চিম তীরে সন্দেহভাজন এক ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে ২ ইসরাইলি নিহত হয়েছে। ইসলাইলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, নিহত দুজনের মধ্যে একজনের বয়স ৬০ ও আরেকজনের বয়স ২৯ বছর।

ফিলিস্তিনের হুয়ারা নামক গ্রামের নিকটে তাদের গুলি করা হয়। খবর আল-জাজিরার।

অ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্র জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে দুজনই অচেতন হয়ে পড়েন।

ইসরাইলি সেনাবাহিনীর মুখপত্র আরবি ভাষার একটি গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। এতে ফিলিস্তিনি সন্দেজভাজনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বলা হয়, হুয়ারায় বেশ কয়েকজন ইসরায়েলি নাগরিককে লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে, যার ফলে দুজন নিহত হয়েছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সন্দেহভাজনদের ট্র্যাক করছে এবং এলাকায় চেকপয়েন্ট স্থাপন করেছে।

প্রসঙ্গত, পশ্চিম তীরের অবস্থা গত ১৫ মাস ধরে মারাত্মকভাবে অস্থির। অভিযানের নামে ফিলিস্তিনি শিবিরগুলো দখল করে নিচ্ছে ইসরাইলিরা। সেই তুলনায় ফিলিস্তিনিদের গুলিতে ইসরাইলিদের নিহতের ঘটনা ঘটে না বললেই চলে।

আন্তর্জাতিক

বাংলাদেশকে শক্তিশালী গণতান্ত্রিক দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মত দিয়েছেন মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের নতুন সদস্য কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো।

বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের নতুন সদস্য হয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো। কংগ্রেশনাল এই ককাস বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে।

যুক্তরাষ্ট্রের মূলধারার প্রবীনতম রাজনীতিক মোরশেদ আলমের নেতৃত্বে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ নামে একটি সংগঠন শুক্রবার, নিউইয়র্কের লং আইল্যান্ডে, ককাসের নতুন এই সদস্যকে সংবর্ধনা জানায়।

মতবিনিময় সভায় বাংলাদেশ সম্পর্কে কংগ্রেসম্যানকে অবহিত করেন কমিউনিটির বিশিষ্টজনেরা। এসময় বাংলাদেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ উল্লেখ করে অ্যান্ড্রু গারবারিনো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিগত ১৪ বছর ধরে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনেও বাংলাদেশ সরকারের ভূমিকার প্রশংসা করেন তিনি। আলোচনায় উঠে আসে বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রসঙ্গ।

কমিউনিটির নেতৃবৃন্দ জানান, যুক্তরাষ্ট্র সরকার একপেশে অবস্থান নিচ্ছে। তারা রোহিঙ্গাদের পুনর্বাসনে ব্যাপক সহায়তা দিলেও বঙ্গবন্ধুর খুনীকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে আগ্রহী নয়।

কংগ্রেসম্যান অ্যান্ড্রু গারবারিনো মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভূমিকায় হতাশা প্রকাশ করেন। একইসঙ্গে বাংলাদেশ যেন সব ক্ষেত্রেই ন্যায়বিচার পায় এজন্য কাজ করবেন বলেও জানান তিনি।

আগামী নির্বাচনের আগে বাংলাদেশ ভ্রমণের আগ্রহ দেখালে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান এবং সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন।

আন্তর্জাতিক

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও এক হাজার ৯৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে এক হাজার ৯৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ৭৩৮ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ২৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট এক হাজার ৬৪৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৬৬২ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৯৮৬ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মৃত আটজন ঢাকা সিটিতে এবং পাঁচ জন সারা দেশে (ঢাকা সিটি ব্যতিত) মারা যান।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৩৫১ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ১১৫ জন মারা যান।

চলতি বছরের ১৯ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৯৭ হাজার ৮৬০ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৪৭ হাজার ৬৭১ জন ও সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ৫০ হাজার ১৮৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ৮৯ হাজার ৪৯৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৪৩ হাজার ৬২৯ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতাল ৪৫ হাজার ৮৭০ জন ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে সারা দেশে মোট সাত হাজার ৮৯৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকা সিটিতে তিন হাজার ৬৯১ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) চার হাজার ২০৪ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।

এতে আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯১ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার ৮ শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

আন্তর্জাতিক

পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে সোমবার শপথ নিয়েছেন আনোয়ার উল হক কাকার।

দেশটির ৮ম তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসাবে শপথ নেওয়ার পরপরই নতুন মন্ত্রিসভা গঠনে উদ্যোগী হয়েছেন তিনি।

মঙ্গলবার জিইও নিউজের খবরে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠনের বিষয়ে এরই মধ্যে আলাপ-আলোচনা শুরু করেছেন প্রধানমন্ত্রী কাকার। তবে মন্ত্রিসভার আকার বড় করতে চান না পাকিস্তানের নতুন সরকারপ্রধান।

সম্ভাব্য প্রার্থীদের খুঁটিনাটি তথ্য তিনি ব্যক্তিগতভাবেই পর্যালোচনা করে দেখছেন।

সূত্র জানিয়েছে, আনোয়ার উল হক কাকার তার বন্ধুদের বলেছেন, অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা দেশের ওপর আমি আর বোঝা বাড়াতে চাই না। কাকারের বিবেচনাধীন কয়েকজন তত্ত্বাবধায়ক মন্ত্রীর নামও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

তাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব জলিল আব্বাস জিলানি, সাবেক আমলা শোয়েব সাডল, সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের (এসসিবিএ) সাবেক সভাপতি আহসান ভুন, সাবেক সিনেটর সরফরাজ আহমেদ বুগতি এবং পুলিশের সাবেক আইজি ও খ্যাতনামা কলামিস্ট জুলফিকার আহমেদ চিমা।

অন্তর্বর্তীকালীন সরকারে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী দুররানিকে।

আন্তর্জাতিক

বোমা হামলার আশঙ্কায় রয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার। তাই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এর তিনটি তলা ও সামনের চত্বর খালি করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বোমা হামলার আশঙ্কা থাকায় শনিবার (১২ আগস্ট) নিরাপত্তা সতর্কতা হিসেবে আইফেল টাওয়ারের তিনটি তলা ও সামনের চত্বর খালি কয়ে দিয়েছে প্যারিস কর্তৃপক্ষ। পুরো এলাকায় তল্লাশি চালিয়েছে বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরা।

আইফেল টাওয়ারের পরিচালনা সংস্থা সেতেও এ তথ্য নিশ্চিত করেছে। তাদের বিবৃতি অনুযায়ী, পুলিশ টাওয়ারের একটি তলায় অবস্থিত রেস্তোরাঁসহ পুরো এলাকায় তল্লাশি চালিয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞরাও তাদের সঙ্গে কাজ চালিয়ে গেছে।

খবরে আরও বলা হয়, স্থানীয় সময় শনিবার দুপুর দেড়টার পর আইফেল টাওয়ারের স্মৃতিস্তম্ভের নিচ থেকে দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়। টাওয়ারের তিনটি তলায়ও লোকজন ছিল। তাদেরও সরিয়ে নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন।

ঘোষণায় গারল্যান্ড জানান, ডেলাওয়্যার অঙ্গরাজ্যের শীর্ষ আইন কর্মকর্তা ডেভিড ওয়েইস এই তদন্ত পরিচালনা করবেন। তদন্ত কাজের সুবিধার্থে তার কিছু অতিরিক্ত ক্ষমতা প্রদানসহ ‘বিশেষ কৌঁসুলি’র পদমর্যাদা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছেন গারল্যান্ড।

অ্যাটর্নি জেনারেল বলেন, তদন্ত শেষে এ সংক্রান্ত প্রতিবেদন যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ে জমা দেবেন ওয়েইস। তার সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেবে মন্ত্রণালয়। জো বাইডেনের বড় ছেলে হান্টার বাইডেন একজন ব্যবসায়ী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটির ভাইস-প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।

হান্টারের বিরুদ্ধে অভিযোগ, ওই আট বছর চীন, ইউক্রেনসহ বিভিন্ন দেশে ব্যবসায়িক নানা চুক্তি ও লেনদেনের ক্ষেত্রে বাবার ভাইস-প্রেসিডেন্ট পদের প্রভাব খাটিয়েছেন তিনি। অভিযোগে বলা হয়েছে, বিদেশি অংশীদারদের সঙ্গে টেলিফোনে আলাপচারিতার সময় অধিকাংশ ক্ষেত্রেই বাবাকে সঙ্গে রাখতেন হান্টার, মাঝে মাঝে অংশীদারদের সঙ্গে টেলিফোনে কথাও বলতেন যুক্তরাষ্ট্রের তৎকালীন ভাইস-প্রেসিডেন্ট।

আন্তর্জাতিক

১৯৭৬ সালের পর এই প্রথম চাঁদের উদ্দেশে মহাকাশযান পাঠাল রাশিয়া। রুশ মহাকাশযান লুনা-২৫ এর লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরুতে গিয়ে অবতরণ করা।

এই দৌড়ে ভারতের চন্দ্রযান-৩ কে টক্কর দেবে যানটি।

শুক্রবার মহাকাশের উদ্দেশে পাড়ি দেয় রাশিয়ার লুনা ২৫। রাশিয়ার ভোস্টোচনি মহাকাশ লঞ্চপ্যাড থেকে এটি উৎক্ষেপণ করা হয়।

এই পরিস্থিতিতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পক্ষ থেকে এক টুইট বার্তায় রুশ মহাকাশ সংস্থা রসকসমসকে অভিনন্দন জানানো হয়েছে। এতে লেখা হয়, আমাদের মহাকাশ যাত্রায় আরও একটি মিটিং পয়েন্ট পাওয়ায় আমরা আনন্দিত। চন্দ্রযান-৩ ও লুনা-২৫ যাতে তাদের লক্ষ্য পূরণে সফল হয়।

জানা যাচ্ছে, চাঁদের বলয়ে পৌঁছাতে রুশ মহাকাশযানটির লাগবে প্রায় পাঁচদিন। এরপর মহাকাশযানটি প্রায় পাঁচ থেকে সাত দিন চাঁদকে প্রদক্ষিণ করে কক্ষপথে নিচে নামতে থাকবে।

২৩ আগস্ট এই মহাকাশযানের চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার কথা। সেই একই দিনে ভারতের চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ও রোভারেরও চাঁদের মাটিতে পা রাখার কথা। লুনা ২৫ এর চারপায়া ল্যান্ডারের ওজন প্রায় ৮০০ কেজি।

রসকসমস বলছে, মডিউলটি এক বছরের জন্য কাজ করবে। মাটির নমুনা গ্রহণ, বিশ্লেষণ করবে এবং চন্দ্রপৃষ্ঠের উপাদান ও বায়ুমণ্ডলের ওপর দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবে।

সর্বশেষ ১৯৭৬ সালের আগস্টে চাঁদে মহাকাশযান পাঠিয়েছিল মস্কো। তখন রাশিয়া নামে কোনো দেশ ছিল না। সাবেক সোভিয়েত ইউনিয়ন এ অভিযান পরিচালনা করেছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর রাশিয়ার প্রথম চাঁদে অভিযান এটি।