আন্তর্জাতিক

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সেবা দিতে ঢাকায় এসেছে ভারতের একটি চিকিৎসক দল। বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এই বিশেষজ্ঞ চিকিৎসকরা ভারতের শীর্ষ রাম মনোহর লোহিয়া ও সফদারজং হাসপাতাল থেকে এসেছেন। পোড়া রোগীদের চিকিৎসায় যাদের বিশেষ সুনাম রয়েছে। প্রতিনিধিদলে রয়েছেন দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক ও দুইজন অভিজ্ঞ নার্স।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোগীদের অবস্থার ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা এবং প্রয়োজনে ভারতে নিয়ে গিয়ে বিশেষায়িত চিকিৎসার সুপারিশ করা হবে। তাদের প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনে ভারত থেকে আরও বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসতে পারে।

এর আগে, গতকাল মঙ্গলবার রাতে আহতদের চিকিৎসা দিতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. চোং সি জ্যাক ঢাকায় পৌঁছান।

এদিকে আজ বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত আইএসপিআরে অনুযায়ী যুদ্ধবিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৩২। আর আহত প্রায় দেড় শতাধিক। দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৮ জনের অবস্থা বেশি আশঙ্কাজনক।

আন্তর্জাতিক

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন রাজা নকভি।

বৈঠকের শুরুতেই মহসিন রাজা নকভি রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

পরে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়।

বৈঠকে ক্রীড়াক্ষেত্রে বিশেষ করে ক্রিকেট, হকি এবং কাবাডিতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও দুই দেশের যুব সমাজের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত প্রশিক্ষণ এবং কর্মসংস্থানমূলক উদ্যোগে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়।

উচ্চশিক্ষা, স্কলারশিপ কার্যক্রম এবং শিক্ষা ক্ষেত্রে অভিজ্ঞতা ও সুযোগ বিনিময়ের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

নবায়নযোগ্য শক্তির ব্যবহার, বিশেষ করে সৌর বিদ্যুৎ খাতে উদ্ভাবন এবং বাস্তব অভিজ্ঞতা বিনিময় নিয়ে দুই পক্ষের মধ্যে গুরুত্ব সহকারে মতবিনিময় হয়।

সাক্ষাতের একপর্যায়ে মহসিন রাজা নকভি উপদেষ্টাকে পাকিস্তান সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।

আন্তর্জাতিক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা দিনভর তাণ্ডব চালিয়েছেন জেলাটিতে।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে উঠে এসেছে গোপালগঞ্জের সহিংসতার এ ঘটনা। সেখানে সাংবাদিকরা এই সহিংসতার বিষয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা আমাদের অঞ্চলের সব ঘটনাপ্রবাহ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি এবং যা ঘটছে তা বিবেচনায় নিই।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের বিষয়েও ভারতের প্রতিক্রিয়া জানতে চান এক সাংবাদিক। ওই সাংবাদিক বলেন, বাংলাদেশে বিশ্বাসযোগ্য, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে ভারত বারবার বলেছে। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও একটি প্রধান রাজনৈতিক দল আগামী বছরের শুরু কিংবা ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন আয়োজনের বিষয়ে একমত হয়েছে। আপনি কী এটাকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক মনে করেন?

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার। আমরা বারবার বলেছি, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা এমন নির্বাচনকে স্বাগত জানাই; যা গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সকল পক্ষকে এতে অন্তর্ভুক্ত করে।

সংবাদ সম্মেলনে অপর এক সাংবাদিক গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে সহিংসতার ঘটনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চান। রণধীর জয়সওয়াল বলেন, আমরা আমাদের অঞ্চলের সব ঘটনাপ্রবাহ ঘনিষ্ঠভাবে অনুসরণ করি এবং যা ঘটছে তা বিবেচনায় নিই। প্রয়োজনে আমাদের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নিই।

বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ভারতের সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ, মেডিক্যাল ইমার্জেন্সি এবং শিক্ষাসহ বিভিন্ন উদ্দেশ্যে উল্লেখযোগ্যসংখ্যক ভিসা প্রদান অব্যাহত রেখেছে।

গত বছরের জুলাই-অগাস্ট থেকেই বাংলাদেশে ভারতের স্বাভাবিক ভিসা কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। ভারতের ভিসা পাওয়া যাচ্ছিল না বলে অনেক বাংলাদেশি নাগরিককে চরম দুর্ভোগে পড়তে হয়।

এই বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, আমরা বাংলাদেশে ভিসা দিচ্ছি। নানা কারণেই ভিসা দেওয়া হচ্ছে, উল্লেখযোগ্যসংখ্যক দেওয়া হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের ক্ষেত্রে আমরা বিভিন্ন কারণে ভিসা দিয়ে আসছি। যেমন, ভ্রমণ, চিকিৎসার জরুরি প্রয়োজনে, শিক্ষার্থীদের জন্য ইত্যাদি। আমরা উল্লেখযোগ্যসংখ্যক ভিসা প্রদান করছি।

তবে ভারত সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে, সেই নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, সঠিক সংখ্যাটি আপনাদের পরে জানাতে হবে। এটা আমাকে জেনে বলতে হবে।

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়ে ফিরেছে টাইগাররা। প্রথমবারের মতো তাদের মাটিতে কোনো সংস্করণে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

প্রেমাদাসায় সেই টি-টোয়েন্টি জয় এখনো তরতাজা। এবার সেই জয়ের স্কোয়াড নিয়েই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে লড়বে টাইগাররা।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল। দলে বদল আনা হয়নি একটিও। লিটন দাসের নেতৃত্বে শ্রীলঙ্কা জয়ী ১৬ সদস্যের সেই স্কোয়াডই খেলবে হাইভোল্টেজ এই সিরিজ।

আগামী ২০ জুলাই শুরু হবে সিরিজ। এরপর ২২ ও ২৪ জুলাই বাকি দুই ম্যাচ। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

একনজরে বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন।

আন্তর্জাতিক

সাবেক নোবেলজয়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা তাদের দাম্পত্য জীবন নিয়ে চলমান গুজব ও জল্পনার বিষয়ে মুখ খুলেছেন। সদ্য প্রকাশিত একটি পডকাস্টে ওবামা বলেন, একসময় আমাদের সম্পর্ক ‘টাচ অ্যান্ড গো’ ছিল, তবে মিশেল স্পষ্টভাবে জানিয়েছেন, আমার স্বামীকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবিনি।

পডকাস্ট ‘আএমও উইথ মিশেল ওবামা এন্ড ক্রেইগ রবিনসন’-এর এক নতুন পর্বে মিশেল বলেন—আমাদের দাম্পত্য জীবনে কঠিন সময় এসেছে, আবার আনন্দময় মুহূর্তও ছিল। কিন্তু এক মুহূর্তের জন্যও আমি আমার স্বামীকে ছেড়ে যাওয়ার কথা ভাবিনি। আমি এখন যেই মানুষ, তা হয়েছি এই পুরুষটির জন্য।

বারাক হেসে বলেন, সে আমাকে আবার গ্রহণ করেছিল! সময়টা কিছুটা টানাপোড়েনের ছিল।

এই প্রথম ওবামা দম্পতি তাদের বিয়েকে ঘিরে ছড়িয়ে পড়া বিবাহবিচ্ছেদের গুঞ্জনের বিষয়ে সরাসরি মন্তব্য করলেন।

গত কয়েক মাস ধরে মিশেল ওবামা বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন— যেমন ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ও প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়া। এ থেকেই সামাজিক মাধ্যমে জল্পনা ছড়িয়ে পড়ে যে, ওবামা দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।

মিশেল এই প্রসঙ্গে বলেন, এ বছর কিছু সিদ্ধান্ত আমি নিজের প্রয়োজন অনুযায়ী নিয়েছিলাম, যা নিয়ে মানুষ অযথা সমালোচনা করেছে। অনেকেই ধরে নিয়েছে, আমি বারাককে ছেড়ে যাচ্ছি। আসলে, আমি শুধু নিজের মতো করে সময় নিচ্ছিলাম।

মিশেল বলেন, আমরা এখন ৬০ বছর বয়সি মানুষ। আমাদের প্রতিটি মুহূর্ত ইনস্টাগ্রামে তুলে ধরতে হয় না। শুধু এটুকু না দেখেই মানুষ ধরে নিচ্ছে, আমাদের বিবাহ ভেঙে গেছে। এটা হাস্যকর।

তার ভাই ও সহ-পডকাস্ট উপস্থাপক ক্রেইগ রবিনসন বলেন, তোমাদের একসঙ্গে দেখে ভালো লাগছে।

উত্তরে মিশেল হেসে বলেন, হ্যাঁ, কারণ যখন আমরা একসঙ্গে থাকি না, তখন সবাই ভাবে আমাদের ডিভোর্স হয়ে গেছে!

১৯৯২ সালে বিবাহিত এই দম্পতি তাদের দুই কন্যা মালিয়া ও সাশাকে নিয়ে একটি স্থিতিশীল পারিবারিক জীবনযাপন করছেন।

মজার ছলে মিশেল আরও বলেন, ভালো হয়েছে, আমাদের ছেলে সন্তান হয়নি। ওটা হলে আরেকটা বারাক হয়ে যেত!

আন্তর্জাতিক

মিয়ানমারে দুটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান তীব্র সংঘর্ষের কারণে গত চার দিনে প্রায় ৪,০০০ মানুষ ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের কর্মকর্তারা। খবর এএফপির।

মিজোরামের স্বরাষ্ট্র সচিব ভানলালমাউইয়া বার্তা সংস্থা এএফপিকে জানান, এই শরণার্থীরা দীর্ঘ ঘন বনাঞ্চল পাড়ি দিয়ে মিয়ানমার থেকে ভারতে প্রবেশ করেছেন। অনেকের আত্মীয়স্বজন ভারতের মাটিতে থাকেন। তাই তারা তাদের কাছেই থাকছেন। অন্যদের কমিউনিটি হলগুলোতে আশ্রয় দেওয়া হয়েছে।

রাজ্যটি ইতিমধ্যেই মিয়ানমার থেকে পালিয়ে আসা ৩০,০০০-এর বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে। ২০২১ সালে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে।

মিজোরামের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত চার দিনে আনুমানিক ৪,০০০ মানুষ ভারতে ঢুকেছে।

পুলিশ জানায়, মিয়ানমারের যে দুটি চিন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে লড়াই চলছে, তারা উভয়েই সামরিক শাসনের বিরোধী। এই সংঘর্ষ মূলত ‘চিনল্যান্ড’ নামক এলাকার নিয়ন্ত্রণ নিয়ে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, সীমান্তের অন্য পাশে পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ, তাই আমরা তাদের ফিরে যেতে বলিনি।

এএফপি বলছে, ভারত সরকার চীনের প্রভাব মোকাবিলায় মিয়ানমারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী, ফলে তারা এখনো সরাসরি দেশটিতে সেনা অভ্যুত্থানের নিন্দা করেনি।

আন্তর্জাতিক

ইরান-ইসরাইলের মধ্যে ১২ দিনের যুদ্ধ চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানকে হত্যার চেষ্টা করেছিল ইসরাইল। এমন চাঞ্চল্যকর দাবি করেছেন ইরানের প্রেসিডেন্ট। মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব তাকার কারলসনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর এএফপির।

পেজেশকিয়ান বলেন, তারা চেষ্টা করেছিল। তারা সেই অনুযায়ী কাজ করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, এ হত্যাচেষ্টার পেছনে যুক্তরাষ্ট্র ছিল না। এটি ছিল ইসরাইল। আমি একটি বৈঠকে অংশ নিচ্ছিলাম। যেখানে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছিল, তারা সেই জায়গাটিতে বোমাবর্ষণের চেষ্টা করেছিল।

তবে তিনি এই হামলার নির্দিষ্ট সময় উল্লেখ করেননি। গত মাসে ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের যুদ্ধ সংঘটিত হয়।

ইরান-ইসরাইল সম্পর্ক বর্তমানে চরম উত্তেজনাপূর্ণ। এমন প্রেক্ষাপটে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এ বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এ যুদ্ধে ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তিকে হত্যা করেছে ইসরাইল। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকেও হত্যার কথা বলেছিল যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তবে শেষমেশ তাকে হত্যা করতে পারেনি।

আন্তর্জাতিক

তুরস্ক আবারও যুক্তরাষ্ট্রের এফ-৩৫ জয়েন্ট স্ট্রাইক ফাইটার প্রোগ্রামে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। আর এজন্য সম্ভবত রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে।

গত সপ্তাহে হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে আঙ্কারা জানায়, তারা আবারও এফ-৩৫ জেট প্রকল্পে যোগ দিতে ইচ্ছুক এবং যুক্তরাষ্ট্র এ ঘোষণায় ইতিবাচক সাড়া দিয়েছে। সম্মেলনে তুরস্ক তাদের বহুস্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘স্টিল ডোম’ সম্প্রসারণের ঘোষণা দিয়েছে যেখান থে কে বাদ পড়তে যাছে রাশিয়ান এস-৪০০ সিস্টেম।

সম্মেলন শেষে বিমানযাত্রায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ‘স্টিল ডোম’ একটি একক ব্যবস্থা নয়, বরং এটি একটি বহুস্তরবিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা যা ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলায় কার্যকর প্রতিরক্ষা দেবে।

যদিও ‘স্টিল ডোম’ বেশ কিছুদিন ধরেই পরিকল্পনায় রয়েছে, কিন্তু সম্প্রতি মে মাসে ভারত-পাকিস্তান যুদ্ধ এবং ইরান-ইসরায়েল যুদ্ধ আবারও দেখিয়ে দিয়েছে, একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি দেশের নিরাপত্তার জন্য কতটা গুরুত্বপূর্ণ।

তুরস্কের ‘স্টিল ডোম’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর, সম্পূর্ণ একীভূত নেটওয়ার্ক, যা দেশীয় অস্ত্র ও সেন্সরগুলোর মধ্যে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান নিশ্চিত করবে। তবে ২০১৯ সালে কেনা রাশিয়ান এস-৪০০ মিসাইল সিস্টেমটি এই ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করা হয়নি। বিশ্লেষকদের মতে, এস-৪০০ একটি বিদেশি প্রযুক্তি হওয়ায় এটি স্টিল ডোমের তথ্য বিনিময় প্রক্রিয়ায় অন্তরায় হতে পারে।

তবে তুরস্কের নতুন ‘স্টিল ডোম’ আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক থেকে ২.৫ বিলিয়ন ডলারের রুশ নির্মিত এস-৪০০ মিসাইল সিস্টেমকে বাদ দেওয়ার সিদ্ধান্তটিকে অনেকেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এফ-৩৫ ফাইটার জেট প্রোগ্রামে পুনরায় যুক্ত হওয়ার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন।

হেগে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, তুরস্ক এখনো এফ-৩৫ প্রকল্পে ফেরার আগ্রহ হারায়নি এবং এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। তিনি আরও জানান, সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও এই বিষয়ে ব্যক্তিগতভাবে আলোচনা হয়েছে।

২০১৯ সালে এফ-৩৫ প্রোগ্রাম থেকে তুরস্কের বহিষ্কারের পাঁচ বছর পরেও, তুরস্কের এ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (টুসাস) এখনও সংবেদনশীল এফ-৩৫ উৎপাদন সরঞ্জাম সংরক্ষণ করছে। বহিষ্কারের আগে, টুসাস এফ-৩৫ ফাইটারের ফিউজেলাজ বা মাঝের অংশ তৈরি করত, যার উৎপাদন ২০২২ পর্যন্ত চালু ছিল। ২০২৩ সালে, এফ-৩৫ ফাইটারের মূল প্রতিষ্ঠান নর্থরপ গ্রুম্যান জার্মানির রেইনমেটাল কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব করে জার্মানির উইজে শহরে একটি নতুন অ্যাসেম্বলি লাইন স্থাপন করছে যা ২০২৫ সালের মাঝামাঝি চালু হওয়ার কথা। তুরস্কের কোম্পানিগুলো আগে এফ-৩৫ এর ১,০০০-এর বেশি গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহ করত।

এদিকে, মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক ২৯ জুন জানান, এস-৪০০ কেনার কারণে তুরস্কের প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তা ২০২৫ সালের শেষ নাগাদ তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানেরা তাদের শীর্ষ কূটনীতিকদের বিষয়টি সমাধানের জন্য নির্দেশ দিয়েছেন।

সব কিছু বিবেচনায় দেখা যাচ্ছে তুরস্ক বছরের শেষ নাগাদ আবারও এফ-৩৫ প্রোগ্রামে যুক্ত হতে পারে, আর এস-৪০০ হয়তো কোনো তৃতীয় দেশকে বিক্রি করে দেওয়া হবে অথবা চিরতরে নিষ্ক্রিয় অবস্থায় তুরস্কে পড়ে থাকবে।

তুরস্কের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার নিশ্চিত করেছেন, এস-৪০০ এখনো সক্রিয় নয় এবং একটি অজ্ঞাত স্থানে সংরক্ষিত রয়েছে। সাবেক মন্ত্রী চাভিত চাগলার এই এস-৪০০ বিক্রি করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, যেখানে পাকিস্তান বা ভারতকে সম্ভাব্য ক্রেতা হিসেবে উল্লেখ করেন, যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়নি।

সবমিলিয়ে আঙ্কারা এখন নিজস্ব প্রযুক্তিনির্ভর, বহুস্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষা কৌশল বাস্তবায়নের পথে এগোচ্ছে, যেখানে এস-৪০০ এর ব্যবহার হচ্ছে না বলেই আভাস পাওয়া যাচ্ছে।

আন্তর্জাতিক

মাত্র এক টুকরো সিগারেটে তিন দিন জ্বলেছে গ্রিসের চিওস দ্বীপ। পুড়ে ছাই হয়ে গেছে ১০ হাজার একর জমি। রোববার শুরু হওয়া এ দাবানল গ্রাস করেছে বণভূমি, চারণভূমি, জীববৈচিত্র্যসহ এক বিস্তৃত অঞ্চল। বুধবার আগুন নিয়ন্ত্রণে এলেও অঞ্চলজুড়ে শত শত দমকলকর্মী আগুনের পুনঃপ্রজ্বালন ঠেকাতে কাজ করছেন। মঙ্গলবার রাতে আগুনের সূত্রপাত ঘটানোর সন্দেহে এক জর্জিয়ান নারীকে গ্রেফতার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তা জানিয়েছেন, প্রত্যক্ষদর্শীরা দেখেছেন, তিনি একটি সিগারেট ফেলে দেন, যা থেকেই আগুন ছড়িয়ে পড়ে। এদিকে এ ভয়াবহ পরিস্থিতি সামাল দিয়ে উঠতে না উঠতেই বুধবার বিকালে দেশটির আরেক দ্বীপেও ছড়িয়ে পড়ে ভয়াবহ দাবানল। বৃহস্পতিবার দেশটির দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা। একইভাবে পুড়ছে ইউরোপের আরেক দেশ স্পেনও। বিবিসি, রয়টার্স, দ্য গার্ডিয়ান, এপি।

ইউরোপজুড়ে গরমের তীব্রতা বেড়েছে। যার জেরে ছড়িয়ে পড়ছে দাবানল। বুধবার গ্রিসের জনপ্রিয় পর্যটন গন্তব্য ক্রিট দ্বীপে দাবানল ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সরিয়ে নেওয়া হয়। দাবানলে কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় তিন হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

গ্রিক দমকল পরিষেবা জানিয়েছে, ২৩০ জনের বেশি দমকলকর্মী ক্রিটের একাধিক স্থানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন। ৩৮টি ইঞ্জিন ও পানিবাহী ট্রাক নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এছাড়া গ্রিসের হালকিদিকি অঞ্চলেও নতুন একটি দাবানল দেখা গেছে। যেখানে ১৬০ জন দমকলকর্মী ও ৪৯টি ফায়ার ট্রাক আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শক্তিশালী ঝড়ো হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং নেভানোর কাজকে জটিল করে তুলছে। বিভিন্ন অংশে নিয়ন্ত্রণে আনার পরও আবার আগুন জ্বলে ওঠায় পরিস্থিতি সংকটজনক হয়ে পড়ে। দমকল বাহিনী জানিয়েছে, অতিরিক্ত সাহায্যবাহী দল ও বিমান রাজধানী এথেন্স থেকে পাঠানো হচ্ছে। এর আগে রোববার ভয়াবহ দাবানলের কবলে পড়ে গ্রিসের চিওস দ্বীপ। ইতোমধ্যে এ আগুনের সূত্রপাত ঘটানোর সন্দেহে এক জর্জিয়ান নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তা জানিয়েছেন, ওই নারী অনিচ্ছাকৃত অগ্নিসংযোগের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। প্রতিবছরই গ্রীষ্মকালে দাবানলের মুখোমুখি হয় দক্ষিণ ইউরোপের দেশ গ্রিস। তবে এবার জলবায়ু পরিবর্তনের ফলে আগুনের মাত্রা ও ধ্বংস অনেক বেশি মারাÍক হয়ে উঠেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দাবানলের প্রভাব শুধু গ্রিসেই সীমাবদ্ধ নয়। জার্মানির সাক্সনি রাজ্যেও একটি বনভূমিতে আগুন লেগেছে। এতে অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। রাজ্য থেকে শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনেও দাবানলের খবর পাওয়া গেছে। দেশটির কাতালোনিয়া অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে দুইজন কৃষকের মৃত্যু হয়েছে। পুড়ে ছাই হয়ে গেছে ১৬ হাজার একর জমি।

এপির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই দাবানলের সূচনা হয় এবং বুধবার তা আরও ভয়াবহ রূপ নেয়। আগুনের কারণে আকাশে ছড়িয়ে পড়ে ১৪ হাজার মিটার (৪৫ হাজার ফুট) উচ্চতার ছাই ও ধোঁয়ার একটি বিশাল কুণ্ডলী। এটি কাতালোনিয়ায় রেকর্ড করা অন্যতম বৃহৎ দাবানল বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। এ বছর তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপের জনজীবন।

আন্তর্জাতিক

আগামী সপ্তাহের যেকোনো সময় গাজায় যুদ্ধবিরতি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, সামনের সপ্তাহে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে গাজা ও ইরানে আমরা যে অসাধারণ সাফল্য পেয়েছি সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা জিম্মিদের ফেরত পেতে চাই। খবর আল-জাজিরার।

গাজা যুদ্ধের অবসানে মার্কিন প্রচেষ্টার মাঝে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে ৭ জুলাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

খবরটি এমন সময় এলো যখন ইসরাইলের জন্য ৫১০ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র চুক্তির অনুমোদন দিল ট্রাম্প প্রশাসন।

ইরানের সঙ্গে ১২ দিনের প্রাণঘাতী যুদ্ধের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। ওয়াশিংটন সফরের তথ্য নিশ্চিত করে নেতানিয়াহু বলেছেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর ওইদিন থেকেই গাজায় বর্বরতা শুরু করে ইসরাইল। আড়াই বছর ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন লাখ লাখ মানুষ। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন হাজার হাজার ফিলিস্তিনি। ইসরাইলি সেনাদের অব্যাহত হামলার কারণে স্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধার করা যায়নি।