জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে। কোনো কিছু নিশ্চিতভাবে হবে কিংবা ঘটবে তা বলে না।
রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।
পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।
মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে ভালোবাসার ছলনা সমস্ত সময় আপনাকে আবদ্ধ করে রাখবে। শুধুমাত্র সুখ অনুভব করুন। শরীর রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে। অন্যথায় ক্লান্তি আপনার মধ্যে হতাশার সৃষ্টি করবে। সপ্তাহের মাঝদিকে ব্যবসা ক্ষেত্রে পরিধি বৃদ্ধির সাথে সাথে শক্রুও বৃদ্ধি পেতে পারে। বিবাহ-ইচ্ছুক তরুণ তরুণীদের বৈবাহিক শুভ ফল পাওয়ার সম্ভাবনা। সপ্তাহের শেষদিকে অনেক সমস্যার মুখোমুখিতে আতঙ্কিত বোধ করতে পারেন। তবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, শেষ পর্যন্ত জয় আপনারই হবে।
বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে বন্ধু বান্ধবদের সাথে সময় যাপন অত্যন্ত আমোদজনক ও আনন্দময় হবে। প্রেম ইন্দ্রিয়ের সীমা অতিক্রম করে যায় তবে আপনার ইন্দ্রিয় ভালোবাসার উচ্ছাসের অভিজ্ঞতা লাভ করবে। সপ্তাহের মাঝদিকে অসাবধানতা আপনাকে অসুস্থ করতে পারে। শরীরে শক্তি ফেরাতে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে, অন্যথায় ক্লান্তি আপনার মধ্যে হতাশা সৃষ্টি করবে। সপ্তাহের শেষদিকে প্রেম, চুম্বন, আলিঙ্গন এবং মজা – এই সময় সঙ্গীর সঙ্গে রোমান্স করার সঠিক সময়। নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ করার জন্য ভালো সময়।
মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে ব্যবসায়ের কোনো ভ্রমণ ফলপ্রসু হতে পারে। চিন্তাভাবনা করে অগ্রসর হন। ঘরে উচিত হবে অন্যদের অসন্তুষ্ট না করা। আর পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া। সপ্তাহের মাঝদিকে টিভিতে সিনেমা দেখা ও কাছের প্রিয়জনদের সাথে গল্প করার চেয়ে ভালো আর কি হতে পারে। সপ্তাহের শেষ দিকে ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে। এই চাপ সমামলাতে আকর্ষণীয় কিছু করার মাধ্যমে মানসিক ব্যয়ামে নিজেকে জড়িয়ে রাখুন।
কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে আর্থিক দিক থেকে শুভ হওয়ার কারণে সঞ্চয় যোগ প্রবল। কোনো ব্যবসায়িক / আইনি কাগজপত্র ভালোভাবে না পড়ে সই করবেন না। যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে। সপ্তাহের মাঝদিকে বাড়ির সমস্যায় তাৎক্ষণিক মনযোগ দেওয়া দরকার। পরিবারের জন্য মহান ও উপযুক্ত ঝুঁকি নিন। সপ্তাহের শেষদিকে ভালোবাসার সঙ্গীর সাথে প্রেমের সমুদ্র মন্থন করবেন আর প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন।
সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে মনের শক্তি ধৈর্য্য ও সহিষ্ণুতা কোনো উদ্দেশ্য সিদ্ধির অনকূলে হতে পারে। নিষ্ঠা ও কঠোর শ্রম দৃষ্টিগোচর হবে আর আর্থিক পুরস্কার নিয়ে আসতে পারে। সপ্তাহের মাঝদিকে নিকটজনের কোনো শুভ খবর বিশেষভাবে আনন্দিত হতে পারেন। এমন জায়গায় সময় কাটাতে পারেন যেখানে দুর্দান্ত লোকদের সঙ্গে দেখা করার সুযোগ যথেষ্ট। সপ্তাহের শেষদিকে বন্ধুরা এখন খুব সহায়ক, তবে এরজন্য দ্রুত প্রতিদান দিতে হতে পারে। বন্ধুদের সঙ্গে দুর্দান্ত সময় কাটাবেন।
কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে ব্যয় বাহুল্যের ফলে সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। অতীত উদ্যোগুলো থেকে আসা সাফল্য আপনার প্রত্যয় বাড়িয়ে তুলবে। প্রেমিক প্রেমিকাদের মাঝে ভুল বোঝাবুঝির অবসান। সপ্তাহের মাঝদিকে অভিভাবকের সম্প্রসারিত সহায়তার সাথে সাথে আর্থিক ঝঞ্ঝাট পার হয়ে যেতে পারে। রক্ষণশীল বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন। সপ্তাহের শেষদিকে জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের দেখা পেতে পারেন। সাংবাদিকদের ব্যস্ততা বৃদ্ধি পাবে। যদি ভ্রমণ করেন তাহলে জরুরি কাগজপত্র নিয়েছেন কিনা লক্ষ রাখুন। ভ্রমণেই প্রেমের যোগাযোগ আসতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে ফেলে রাখা কাজের পরও প্রেম ও সামাজিকতা মনে প্রভাব বিস্তার করবে। অর্থ তখনই কাজে আসে যখন অতিরিক্ত অর্থ ব্যয় থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। সপ্তাহের মাঝদিকে দায়িত্ববান স্বাবলম্বী ও বুদ্ধিমান হয়ে উঠতে পারেন। সপ্তাহের শেষদিকে সম্ভবত অনেক বিনিয়োগ করে মুনাফা এনে দিতে পারে। আর্থিক বিনিয়োগের সময় কোনো দ্রুত সিদ্ধান্ত নিবেন না।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে আইটি পেশাদাররা তাদের সাহস প্রমাণ করার জন্য সুযোগ পাবেন। সামাজিক ও ভালোবাসা-ময় জীবনে অনেক উৎসাহ পাবেন। রাজনীতিবিদরা, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রভাবশালী ব্যক্তিরা সবার নজরে পড়তে পারেন। সপ্তাহের মাঝদিকে আর্থিক সমস্যা চিন্তা সামর্থ্যকে বিনষ্ট করতে পারে। সতর্ক থাকুন। কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পরে। সপ্তাহের শেষদিকে জীবনকে উপভোগ করার চাহিদা কতটা দেখে নিন। আর কঠোরভাবে সেই চেষ্টা করুন। নিশ্চিতভাবেই আপনি সৌভাগ্যবান, কারণ সময়টি আপনার জন্য অনুকূল।
ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে বিদেশি আমদানী রপ্তানি বাণিজ্যের সাথে যুক্ত যারা অপ্রত্যাশিত ফলাফল পাবেন বলে আশা করা যায়। কর্মকর্তারা কর্মক্ষেত্রে মেধার পুরো ব্যবহার করতে পারেন। সপ্তাহের মাঝদিকে আশা আকঙ্ক্ষা একটি সুন্দর কোমল সুগন্ধি ও উজ্জ্বল ফুলের মতো প্রস্ফূটিত হবে। রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে। সপ্তাহের শেষদিকে অর্থের অভাব পরিবারে মতবিরোধের কারণ হতে পারে। এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তা করুন।
মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে সাবধানে থাকুন, শক্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। একটি প্রতিবেশী রাষ্ট্রে সংক্ষিপ্ত ভ্রমণ চূড়ান্ত আকারে দেবেন। সফর করা আনন্দদায়ক হবে আর অত্যন্ত লাভদায়ক হবে। সপ্তাহের মাঝদিকে ব্যাংকিং ক্ষেত্রে কাজ করার পেশাদাররা কোনো সুখবর পাবেন। কারও জন্য পদোন্নতির সুযোগ অত্যন্ত সম্ভাব্য। আনন্দ দ্বিগুন করার জন্য আপনার খুশি সহকর্মীদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। ধ্যান ও আধ্যাত্মিকতা যোগব্যায়াম মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে শারীরিক অন্তরঙ্গতা সঙ্গীর সঙ্গে শ্রেষ্ঠ সময়ে পৌঁছাবে। বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে এ সময় বিষয়গুলোকে সত্যিই অবিশ্বাস্য দেখাবে। মানসিক স্বচ্ছতা ব্যবসায়ে অন্য প্রতিযোগীদের থেকে আপনাকে একক প্রাধান্য প্রদান করবে। তুচ্ছ বিষয়গুলো নিয়ে তর্ক বা ভুল ধারণা থাকতে পারে তবে সহজেই এড়ানোর চেষ্টা করুন। সপ্তাহের মাঝদিকে কোনো বিদেশি আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করে তুলবে। ভ্রমণ বিনোদন আনন্দদাক হবে ও কর্মসূচীতে থাকবে। সপ্তাহের শেষদিকে পেশার ক্ষেত্রে পছন্দসই ফলাফল পেতে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে। সাফল্য ও স্বীকৃতি আসবে যদি নিজেকে কাজেই কেন্দ্রীভূত থাকেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে কিছু অনিবার্য পরিস্থিতি আপনাকে কিছুটা অস্বস্তি দিতে পারে। শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে সময়টি বিবাহতি জীবনে সেরা সময় হতে পারে। ব্যবসায়ে এটি একটি অনুকূল সময় হবে। সপ্তাহের মাঝদিকে রাস্তায় থাকার সময় বেপরোয়া গাড়ি চালানো ও ঝুঁকি নেওয়া উচিত নয়। রুক্ষ্ম মেজাজ কিছুটা ঝামেলায় ফেলতে পারে। সপ্তাহের শেষদিকে আরও ভালো পেশার সম্ভাবনায় গৃহীত সফর বাস্তবায়িত হতে পারে। বিদেশে শিক্ষার্থীরা বিজ্ঞান বা অর্থনীতি-বিষয়ক শিক্ষার ব্যাপারে অনুকূল অবস্থা পেতে পারে। গবেষণাকারীরা গবেষণায় সাফল্য পেতে পারেন।