আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো ভারত সফরে আসছেন। আগামী সেপ্টেম্বরে ভারত সফরে আসার কথা রয়েছে তার। বাইডেনের সফর ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া মাত্রা যোগ করবে বলে আশাবাদী হোয়াইট হাউস।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ‘জি২০ লিডার্স সামিট’-এর আসরে হাজির থাকতে ভারত আসছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শনিবার এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।

ঝানু এই মার্কিন কর্মকর্তার মতে, ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কে নয়া যুগের সূচনা করতে চলেছে ২০২৩ সাল। তারই প্রথম প্রকাশ ঘটতে পারে সেপ্টেম্বরে জি২০ লিডার্স সামিটে। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর পাশাপাশি একই মঞ্চে উপস্থিত থাকতে চলেছেন বাইডেন।

এ বিষয়ে ডোনাল্ড লু আরও বলেন, আমি জানি, আমাদের প্রেসিডেন্ট সেপ্টেম্বরে ভারত সফরে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। জি২০ লিডার্স সামিটে অংশ নেওয়ার মাধ্যমে এটাই তার প্রথম ভারত সফর হতে চলেছে।

আগামী দিনের দ্বিপাক্ষিক সম্পর্কে যা হতে যাচ্ছে, সেটা ভেবে আমরা এখনই রোমাঞ্চ অনুভব করছি বলেও মন্তব্য করেন মার্কিন কূটনীতিক ডোনাল্ড লু।

আন্তর্জাতিক

আত্মসমর্পণের আগে গুরুদ্বারে বসে ভাষণ দেন খালিস্তানি নেতা অমৃতপাল সিং। জ্বালাময়ী বক্তৃতার পর নিজেই ধরা দেন পুলিশের কাছে। তার পর পুলিশ তাকে গ্রেফতার করে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গ্রেফতারের আগে পুলিশকে অমৃতপাল বলেছেন, ‘এখানেই শেষ নয়।’

ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, রোববার ভোরে পাঞ্জাবের মোগা জেলার রোডে গ্রামের একটি গুরুদ্বারের সামনে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন অমৃতপাল। এর আগে শনিবার রাতেই মোগায় চলে এসেছিলেন তিনি। সেই সঙ্গে অমৃতপাল নিজের তার আসার খবর পুলিশকে জানান।

খবরে বলা হয়েছে, এর পর রোববার ভোরে গুরুদ্বারে হাজির হন পলাতক নেতা। সেখানে তাকে দেখতে জড়ো হয়েছিলেন অনেকে। সকলের সামনে গুরুদ্বারে বসেই ভাষণ দেন অমৃতপাল। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ভিডিও দেখা যায়, গুরুদ্বারের আসনে বসে মাইকে কথা বলছেন অমৃতপাল সিং। তবে তিনি কী বলেছেন, ভিডিও তা শোনা যায়নি।

এই ভাষণের পরই পুলিশ অমৃতপালকে গ্রেফতার করে। তাকে মোগা থেকে নিয়ে যাওয়া হয় অমৃতসরে। ভাতিন্ডা বিমানবন্দরে অমৃতপালের স্বাস্থ্যপরীক্ষা করানোর পর সেখান থেকে খালিস্তানপন্থি নেতাকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় আসামে। সেখানকার ডিব্রুগড় জেলেই আপাতত থাকছেন অমৃতপাল। যেখানে রয়েছেন তার দলের আরও অন্তত আট সদস্য।

অমৃতপালের গ্রেফতারের খবর টুইট করে জানিয়েছে পাঞ্জাব পুলিশ। সেই সঙ্গে রাজ্যবাসীর কাছে শান্তি-শৃঙ্খলা বজার রাখার অনুরোধও জানিয়েছে তারা। কোনো রকম ভুয়া খবর না ছড়ানোর অনুরোধ জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

খবরে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা আইনে অমৃতপালকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন জাতির মধ্যে বৈষম্য ছড়ানো, খুনের চেষ্টা, পুলিশকে আক্রমণ এবং পুলিশের কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, অমৃতসরের কাছে অঞ্জলা থানার লকআপে বন্দি সঙ্গীকে ছাড়ানোর জন্য কয়েক শ অনুসারীকে নিয়ে গত ১৮ মার্চ হামলা চালান অমৃতপাল এবং তার ঘনিষ্ঠ সঙ্গী পপ্পলপ্রীত সিং। ওই ঘটনার পর থেকেই দুই জন পলাতক ছিলেন। তবে গত ১০ এপ্রিল পপ্পলপ্রীতকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ ৩৬ দিন পর অবশেষে পুলিশের কাছে ধরা দিলেন অমৃতপাল।

আন্তর্জাতিক

একমেরু শাসন থেকে ছিটকে পড়ছে বিশ্বরাজনীতি। চলছে পালাবদলের খেলা। পশ্চিমা আধিপত্যকে ডিঙিয়ে নিজের অস্তিত্ব প্রচারে ফিরছেন বিরোধী বলয়ের রাজারাও।

বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে রাশিয়ার এ পদক্ষেপ ছিল আগে থেকেই। আর ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই ভাব-গাম্ভীর্য, শৌর্যবীর্যের ঝাণ্ডা তুলছে আঞ্চলিক ‘মুরুব্বিরাও’।

যুদ্ধ বন্ধের শামিয়ানা হাতে প্রথমেই শামুকের মতো ধীরে ধীরে পা খুলেছে তুরস্ক। তবে সবচেয়ে বড় চমক দেখাল চীন। প্রযুক্তি ও বাণিজ্যিক বিশ্বে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। যুদ্ধের ডামাডোলে শান্তির ডানা মেলে উড়ে গিয়ে জুড়ে বসল যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের চেয়ারে। শত্রুর ছাউনি থেকে মিত্রের তাঁবুতে বসাল মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি ইরান-সৌদি আরবকে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের পর রুশ-ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাব দেয় চীনও। বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ১২ দফা ওই শান্তিপ্রস্তাব শুধু ইউক্রেন যুদ্ধের সমাপ্তিই নয় বরং মার্কিন মদদপুষ্ট পশ্চিমা শক্তির বিরুদ্ধে দূতালির বেশে চীনের শক্ত অবস্থানের জানানও বটে।

বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়নের সঙ্গে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আলোচনায় এই দুই নেতা শি জিনপিংকে যুদ্ধ শেষ করতে মস্কোর ওপর চাপ প্রয়োগের আলোচনার ওপর জোর দেন।

ব্রুকিংস ইনস্টিটিউশনের চীনের পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞ কিম মনে করেন, চীন রাশিয়াকে একটি উল্লেখযোগ্য মিত্র হিসাবে দেখার কারণ পুতিনকে পশ্চিমকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা ধ্বংসে সক্ষম মনে করা। আর এ কারণেই রাশিয়ার সাথে কৌশলগত অংশীদারত্বকে দ্বিগুণ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি।

মধ্যপ্রাচ্যের সাথে চীনের সম্পর্ক বাণিজ্য, অর্থনীতি ও বিনিয়োগকে ঘিরে। তবে গত কয়েক বছরে চীন তার রাজনৈতিক সম্পর্ক সম্প্রসারণে কূটনৈতিক এজেন্ডাকেও শক্তিশালী করতে ক্রমবর্ধমান আগ্রহ প্রকাশ করছে।

সৌদি আরব ও ইরানে সম্পর্ক উন্নয়নে বেইজিংয়ে চীনের মধ্যস্থতায় বৈঠকের পর শুক্রবার সৌদির রাজনৈতিক বিশ্লেষক সালমান আল-আনসারি আরব নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে উপসাগরীয় অঞ্চলগুলোতে চীনের নতুন ভূমিকার কথা উল্লেখ করেন। শুধু সৌদি ইরান নয়, ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতেও ভূমিকা রাখতে আগ্রহী চীন।

আল আনসারির মতে, চীন মধ্যপ্রাচ্যকে তিনটি কারণে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসাবে বিবেচনা করে। প্রথমত, চীনের জ্বালানি আমদানির ৪০ শতাংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। দ্বিতীয়ত, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সৌদি আরব ও ইরানের মধ্য দিয়ে যাবে। এ ছাড়া এসব শান্তি আলোচনার মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেকে শক্তিশালী হিসাবে নিজেকে প্রদর্শন করতে পারবে দেশটি।

আন্তর্জাতিক

জেরুজালেমের আল-আকসা মসজিদে রাতের অন্ধকারে ইসরায়েলি সেনাদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। সংস্থাটি বলেছে, এই মসজিদ মুসলিমদের ইবাদতের একটি বিশেষায়িত স্থান।

ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা শনিবার (৮ এপ্রিল) সংস্থাটির কার্যনির্বাহী কমিটির একটি জরুরি বৈঠকে এসব কথা বলেন।

আল-আকসা মসজিদে অব্যাহতভাবে ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলার বিষয়ে করণীয় ঠিক করতে এ বৈঠকের আয়োজন করা হয়।

তাহা বলেন, জেরুজালেম আল-কুদস হচ্ছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অঙ্গ। এটি ফিলিস্তিনের রাজধানী। এই শহরে অবস্থিত আল-আকসা মসজিদও। পুরোটা ফিলিস্তিনের অংশ ও মুসলমানদের ইবাদতের জন্য একটি বিশেষায়িত স্থান।

তিনি আল আকসায় রমজান মাসের ইবাদতরত মুসল্লিদের ওপর ইসরাইলি সেনাদের হামলার তীব্র নিন্দা জানান। বলেন, এই হামলা ছিল ধর্মীয় স্থানগুলোর পবিত্রতা ও ইবাদতের স্বাধীনতার পাশাপাশি জেনেভা কনভেনশন এবং জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাবগুলোর সুস্পষ্ট স্পষ্ট লঙ্ঘন।

গত সপ্তাহে ইসরাইলি সেনারা পশ্চিম তীরের আল-আকসা মসজিদে নামাজরত ফিলিস্তিনি মুসল্লিদের ওপর চড়াও হয়। তারা মুসল্লিদের বেধড়ক মারপিট করে ও বহু ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায়।

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ থামাতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সহযোগিতা চেয়েছেন। খবর বিবিসি।

চীনের প্রেসিডেন্টকে তিনি বলেন, রাশিয়াকে জ্ঞানে ফেরাতে এবং সবাইকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার ক্ষেত্রে আমি আপনার ওপর নির্ভর করতে পারি।

শি বলেছেন, বিশ্বশান্তি রক্ষায় তাদের দুই দেশেরই সক্ষমতা ও দায়িত্ব রয়েছে।

এদিকে ক্রেমলিন বলেছে, শান্তিপূর্ণ নিষ্পত্তির কোনো সম্ভাবনা এখনো নেই। আক্রমণ চলবেই।

ফ্রান্সের প্রেসিডেন্ট এখন চীন সফরে রয়েছেন। পশ্চিমাদের সঙ্গে গত কয়েক বছর ধরেই চীনের সম্পর্কের অবনতি হচ্ছে। চীন ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানাতে অস্বীকৃতি জানানো একটি দেশ।

ম্যাক্রোঁ অবশ্য চীনের সঙ্গে অর্থনৈতিক বন্ধনও জোরালো করতে চাইছে। ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লিয়েনের সঙ্গে তিনি চীনা নেতৃত্বের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়ে সে দেশে গিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে ম্যাক্রোঁ বেইজিংয়ে এক সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করেন। এর পরই তিনি শি জিনপিংয়ের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন। চীন ও ফ্রান্সের কর্মকর্তারা অবশ্য এই বৈঠককে খোলাখুলি ও বন্ধুত্বপূর্ণ বলছেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শি বলেন, চীন শান্তি আলোচনার জন্য সমর্থন দেয় এবং এর রাজনৈতিক সমাধান চায়। পাশাপাশি চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যৌক্তিক সংযমের আহ্বান জানাচ্ছে।

সংঘাতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার করা উচিত নয় বলেও নিজের মত পুনর্ব্যক্ত করেন শি জিনপিং। রাশিয়া চলতি সপ্তাহের শুরুর দিকে বলেছিল, বেলারুশে ন্যাটো দেশগুলোর মিত্রের পশ্চিম সীমান্তের কাছে তারা পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে।

ম্যাক্রোঁ বলেন, যতদিন ইউক্রেন কারো দখলে থাকবে ততদিন ইউরোপ নিরাপদ ও স্থিতিশীল হবে না। এটি অগ্রহণযোগ্য যে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি দেশ সংস্থাটিরই সনদ লঙ্ঘন করছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট সৌহার্দ্যপূর্ণ ও কখনো কখনো উষ্ণ কণ্ঠে কথা বলছিলেন। তার কোনো প্রশ্ন করেননি। ধীরে ভন ডার লিয়েনের সঙ্গে আলোচনা করতে চলে যান।

এই সফরের শুরুতেই ম্যাক্রোঁ সাংবাদিকদের বলছিলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ করার ক্ষেত্রে বেইজিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কয়েকদিন আগেই ইউক্রেনে শান্তি ফেরাতে চীন ১২ দফা প্রস্তাব দেয়। সম্প্রতি রাশিয়া সফরে গিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট।

আন্তর্জাতিক

কোটা পূরণ না হওয়ায় অষ্টমবারের মতো বাড়লো হজের নিবন্ধনের সময়। বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

সর্বশেষ বাড়ানো সময় অনুযায়ী, বুধবার হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হয়। কিন্তু এখনও কোটা পূরণে প্রায় ৮ হাজার হজযাত্রীর নিবন্ধন বাকি আছে। এমতাবস্থায় নতুন করে বাড়ানো হলো হজের জন্য নিবন্ধনের সময়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১১ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো। নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে। উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ আছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

আন্তর্জাতিক

সাবেক পর্ন তারকাকে মুখ বন্ধ রাখতে অর্থ দেওয়ার মামলায় অভিযুক্ত যুক্তরাষ্ট্রের এই সাবেক প্রেসিডেন্ট ম্যানহ্যাটনের ফৌজদারি আদালতে হাজির হওয়ার পর গ্রেপ্তার হলেন।

সাবেক পর্ন তারকাকে মুখ বন্ধ রাখতে অর্থ দেওয়ার মামলায় অভিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কে ম্যানহ্যাটনের ফৌজদারি আদালতে হাজির হওয়ার পর যথাযথ প্রক্রিয়ায় প্রথমেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্রাম্পকে হাতকড়া পরানো না হলেও তার আঙুলের ছাপ নেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে আদালতকক্ষে যাওয়ার আগে তিনি আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার হয়েছেন এবং পুলিশ কাস্টডিতে আছেন।

এর আগে তাকে বহন করা গাড়ি বহর যেনো নির্বিঘ্নে আদালতে পৌঁছাতে পারে তাই নিউ ইয়র্কের ব্যস্ত সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট, ‍যিনি আদালতে বিবাদীর কাঠগড়ায় দাঁড়াতে চলেছেন।

তার আগে ট্রাম্পকে অপরাধীর মতো দাঁড়িয়ে মুখচ্ছবি তোলার জন্য পোজ দিতে হবে কিনা সেটি এখনও স্পষ্ট জানা যাচ্ছে না বলে জানিয়েছে বিবিসি।

তবে গত সোমবার ট্রাম্পের এটর্নি অ্যালিনা হাব্বা সিএনএন কে বলেছিলেন, যেহেতু ট্রাম্প ‘বিশ্বে সবচেয়ে পরিচিত মুখ’ তাই তার মুখচ্ছবি (মাগশট) নেওয়া উচিত নয়। তাছাড়া, এরকম ছবি নেওয়া হয় পরিচিতির জন্যই।

ওদিকে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের মুখচ্ছবি তোলার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার প্রয়োজন নেই বলেই সিদ্ধান্ত নিয়েছেন ম্যানহ্যাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আলভিন ব্র্যাগ।

গত ৩০ মার্চ নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের গ্র্যান্ড জুরি আদালত ট্রাম্পকে অভিযুক্ত করে। ট্রাম্পের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের মূলে রয়েছেন স্টর্মি ড্যানিয়ালস নামে একজন সাবেক পর্ন তারকা।

যিনি অভিযোগ করেছেন, ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল এব ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে ট্রাম্প গোপনে তার আইনজীবীর মাধ্যমে তাকে মোটা অংকের অর্থ প্রদান করেন।

আন্তর্জাতিক

ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি মামলায় দায়ের হওয়া ২ বছরের সাজা স্থগিত করেছেন আদালত। পাশাপাশি এই মামলায় তাকে জামিন দিয়েছেন বিচারক। আপিল শুনানির দিন ঠিক হয়েছে ১৩ এপ্রিল। শুনানির পর তার সাজার বিষয়ে সিদ্ধান্ত হবে।

সোমবার দুপুরে গুজরাটের সুরাটের ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্ট এ আদেশ দেন। ১৩ এপ্রিল আপিল শুনানি শুরু হবে।

এদিন রাহুলের সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেসের নেতারা। তাদের মধ্যে ছিলেন কংগ্রেসশাসিত তিন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ভূপেশ বাঘেল ও সুখবিন্দর সিং সুখু।

বোন ও কংগ্রেস নেতাদের নিয়ে রাহুলের সুরাটে যাওয়ার ঘটনাকে বিচারব্যবস্থার ওপর চাপ প্রয়োগের ‘শিশুসুলভ প্রচেষ্টা’ বলে সমালোচনা করেছে বিজেপি।

‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে গত ২৩ মার্চ ৫২ বছর বয়সি রাহুলকে দুই বছরের সাজা দেন গুজরাটের একটি আদালত।

এ রায় ঘোষণার মাত্র এক দিন পরই লোকসভায় রাহুলকে অযোগ্য ঘোষণা করা হয়। এর ফলে লোকসভায় তার সদস্য পদ খারিজ হয়ে যায়।

রাহুলের বিরুদ্ধে মানহানির মামলাটি হয়েছিল ২০১৯ সালে। ওই সময় লোকসভা নির্বাচনের প্রচারণায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে বলেছিলেন, ‘চৌকিদার চোর হ্যায়।’ তিনি আরও বলেছিলেন, ‘সব মোদি কেন চোর হয়। সব চোরের পদবি কিভাবে মোদি হয়।’

রাহুলকে সাজা দেওয়ার পরদিন ১৪টি রাজনৈতিক দল যৌথভাবে সুপ্রিমকোর্টে একটি পিটিশন করে। এতে বলা হয়, বিরোধী রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর উদ্দেশ্যপ্রণোদিত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আদালত ৫ এপ্রিল আবেদনের বিষয়ে শুনানি করতে সম্মতি দিয়েছেন।

রাহুলের সংসদ সদস্য পদ খারিজের সিদ্ধান্ত বিরোধীদের বেশ কিছুটা কাছাকাছি এনে দিয়েছে। ‘গণতন্ত্র রক্ষার আন্দোলনে’ বিরোধী ঐক্য স্থাপনে ২৭ মার্চ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকে আরও ১৬টি দলের নেতারা যোগ দেন।

আন্তর্জাতিক

সাবেক এক পর্ন তারকার সঙ্গে সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে অর্থ দেওয়ার মামলায় অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য আদালতে উপস্থিত হতে সোমবার নিউ ইয়র্কে পৌঁছেছেন ট্রাম্প।

গত বৃহস্পতিবার ম্যানহাটনের গ্র্যান্ড জুরি আদালত ট্রাম্পকে অভিযুক্ত করে।

সাবেক এ প্রেসিডেন্ট মঙ্গলবার দুপুরে (স্থানীয় সময় সোয়া দুইটায়) ম্যানহ্যাটনের আদালতে বিচারক জন মারচেনের সামনে হাজির হবেন। তার আগে ম্যানহ্যাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ে তার আত্মসমর্পণ করার কথা রয়েছে। বিচারকের সামনে হাজির হওয়ার আগে তার আঙ্গুলের ছাপ নেওয়া হতে পারে। খবর বিবিসির।

বিবিসির ওয়াশিংটন সংবাদদাতা অ্যান্টনি যারকার বলছেন, যখন সাবেক প্রেসিডেন্টের আঙুলের ছাপ নেয়া হবে এবং আদালতে তা নথিভুক্ত করার প্রক্রিয়া শেষ হবে, তখন এর অর্থ দাঁড়াবে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি হেফাজতে রয়েছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক বা বর্তমান প্রেসিডেন্টদের মধ্যে ট্রাম্প (৭৬) হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন।

ম্যানহটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এলভিন ব্র্যাগের দফতর জানিয়েছিল, নিয়ম অনুযায়ী ট্রাম্পকে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করতে হবে আর আদালতে হাজির না হলে তাকে গ্রেফতার করা হতে পারে।

তার আত্মসমর্পণ ঘিরে ব্যাপক অস্থিরতা দেখা দিতে পারে আশঙ্কায় পুলিশ একদিন আগে থেকেই ম্যানহ্যাটন আদালত ও এর আশেপাশের এলাকাগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। ধাতব ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে ট্রাম্প টাওয়ার। বন্ধ করে দেওয়া হয়েছে আদালত প্রাঙ্গণের সামনের রাস্তা।

ইয়াহু নিউজ জানিয়েছে, ব্যবসায়িক রেকর্ড নিয়ে মিথ্যাচার করার জন্য ট্রাম্প ৩৪টি অভিযোগের মুখোমুখি হতে পারেন। ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনোটিই একটি অপরাধের চেয়ে কম গুরুতর বিবেচিত হয়নি বলে বিষয়টি সম্পর্কে জ্ঞাত একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ইয়াহু।

আদালতে হাজির হওয়ার সময় ভিডিও, ছবি তোলা বা রেডিও সম্প্রচারের বিরোধিতা করেছেন ট্রাম্পের আইনজীবীরা।

আন্তর্জাতিক

স্কটল্যান্ডের ক্ষমতাসীন দল এসএনপি পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসুফকে দলের প্রধান হিসেবে নির্বাচন করেছে। দলীয় প্রধান হিসেবে তিনিই হবেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। অর্থাৎ পূর্বসূরী নিকোলা স্টারজনের স্থলাভিষিক্ত হবেন হামজা।

আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার স্কটিশ আইনপ্রণেতাদের এসএনপি দলের নতুন নেতাকে প্রধানমন্ত্রী (ফার্স্ট মিনিস্টার) হিসেবে নিশ্চিত করার কথা রয়েছে।

খবরে বলা হয়েছে, বিগত পাঁচ সপ্তাহের টানাপোড়েনের পর হামজা ইউসুফকে নতুন নেতা নির্বাচিত করেছে এনএনপি। বিশেষ করে, স্কটিশ ক্ষমতাসীন দলটির মধ্যে স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে ব্যাপক বিভক্তির মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে, হামজা ইউসুফ স্কটিশ ন্যাশনাল পার্টিকে সাবেক ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজনের উত্তরসূরি হিসেবে নেতৃত্ব দেবেন। এর আগে আট বছর পার্টির নেতা এবং স্কটল্যান্ডের আধা-স্বায়ত্তশাসিত সরকারের দায়িত্ব পালনের পর গত মাসে অপ্রত্যাশিতভাবে পদত্যাগ করেন স্টারজেন।

৩৭ বছর বয়সি পাকিস্তানি বংশোদ্ভূত হামজা স্কটিশ নেতৃত্বের দৌড়ে জয়ের জন্য ফেভারিট ছিলেন। সম্প্রতি করোনভাইরাসের মহামারি চলাকালীন সংকটকবলিত জাতীয় স্বাস্থ্য পরিষেবার (এনএইচএস) প্রধান তথা স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।

নিজের দক্ষিণ এশীয় বংশধারার কথা উল্লেখ করে এক আবেগপূর্ণ বিজয়ী ভাষণে হামজা ইউসুফ বলেন, ‘পাঞ্জাব থেকে সংসদ পর্যন্ত, আমাদের প্রজন্মের একটি যাত্রা রয়েছে।’

ইউসুফ আরও বলেছেন যে, স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য তার আবেগ রয়েছে। কারণ আজকের দিনের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের বিকশিত ক্ষমতার সর্বোত্তম ব্যবহারের প্রয়োজন রয়েছে।

‘আমি নিশ্চিত করতে চাই যে, স্বাধীনতার জন্য আমাদের প্রচারাভিযান পঞ্চম পর্যায়ে রয়েছে। স্কটল্যান্ডের জনগণের স্বাধীনতা এখন আগের চেয়ে বেশি প্রয়োজন,’ বলেন স্কটল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী।