আন্তর্জাতিক

ঢাকা-গুয়াহাটির মধ্যে সরাসরি বিমান যোগাযোগ এবং সিলেট-শিলচরের মধ্যে সরাসরি বাস সার্ভিস চালু করার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে এসব বিষয়ে জোর দেন আবদুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। মোমেন গত ১-৩ ডিসেম্বর আসামে শিলচর-সিলেট ফেস্টিভ্যালে অংশ নেওয়ার কথা উল্লেখ করে ভারত সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদার করার জন্য উভয় দেশের প্রধানমন্ত্রী অনেক সময় বোঝাপড়া ও সহযোগিতার জন্য অভিন্ন প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর জোর দিয়েছেন বলেও উল্লেখ করে উভয়পক্ষ।

পররাষ্ট্রমন্ত্রী ভারতের জি-২০ সভাপতির মেয়াদে ‘অতিথি দেশ’ হিসেবে বাংলাদেশকে জি-২০ বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এটি আঞ্চলিক যোগাযোগ স্থাপনে আমাদের ভাবমূর্তি বজায় রাখবে।

পররাষ্ট্রমন্ত্রী কোভিড-১৯, ইউরোপের সংকট, জলবায়ু এবং এসডিজি বাস্তবায়ন অর্থায়নের সম্মিলিত চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করার আহ্বান জানান।

আন্তর্জাতিক

দীর্ঘদিনের বৈরিতা ভুলে সম্পর্ক এগিয়ে নিতে চায় মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান ও সৌদি আরব।

কিন্তু এর মধ্যেই ইরানের পরমাণু অস্ত্র অর্জন নিয়ে বেশ চিন্তায় পড়েছে সৌদি আরব।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করলে ‘সব বাজি শেষ’ হয়ে যাবে। রোববার তিনি এই মন্তব্য করেন। খবর রয়টার্সের।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেহরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে ইরানের উপসাগরীয় আরব প্রতিবেশীরা তাদের নিরাপত্তা জোরদারে কাজ করবে।

২০১৫ সালে বিশ্বের ছয় পরাশক্তির সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষর করে ইরান। এর ফলে পামাণবিক বোমা প্রস্তুতের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম মজুতের ক্ষেত্রে রাশ টানতে বাধ্য হয় তৎকালীন প্রেসিডেন্ট রুহানির প্রশাসন। এছাড়া ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি না করে, সে দিকেও নজর রাখে জাতিসংঘ।

কিন্তু ২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ত্রুটিপূর্ণ’, ‘একপেশে’, ‘এর কোনো ভবিষ্যৎ নেই’ অভিযোগ তুলে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান।

যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর চুক্তির শর্তগুলো মেনে চলার ব্যাপারে ইরানও উদাসীন হয়ে পড়ে। তারপর থেকেই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।

সম্প্রতি জাতিসংঘের পরমাণুপ্রধান তেহরানের সাম্প্রতিক ঘোষণায় উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষমতা বাড়িয়েছে।

এই পরিস্থিতিতে রোববার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ওয়ার্ল্ড পলিসি কনফারেন্সে একটি সাক্ষাৎকার দেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল।

এতে তিনি বলেন, ‘ইরান যদি একটি অপারেশনাল পারমাণবিক অস্ত্র পেয়েই যায়, তাহলে সব বাজি শেষ হয়ে যাবে।’

তিনি আরও বলেন, আমরা এই অঞ্চলে খুব বিপজ্জনক জায়গায় আছি। আঞ্চলিক রাষ্ট্রগুলো অবশ্যই তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দিকে নজর দেবে, আপনি এটা প্রত্যাশা করতেই পারেন।

আন্তর্জাতিক

ফিলিস্তিনের পশ্চিমতীরে জেনিন শহরে সোমবার ইসরাইলি সেনারা ১৬ বছরের এক কিশোরীকে মাথায় গুলি করে হত্যা করেছে।

সোমবার শহরটিতে ইসরাইলি সেনাবাহিনী ধরপাকড় চালাতে গেলে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়ে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। খবর ইয়েনি সাফাকের।

এতে ফিলিস্তিনের আরও তিন শিশু গুলিবিদ্ধ হয়েছে। তাদের গুরুতর আহতাবস্থায় জেনিন শহরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জানা মাজদি ইসাম জাকারনা নামে এক কিশোরী তার বাড়ির ছাদে হাঁটাহাঁট করছিল। এ সময় ইসরাইলি সেনারা তার মাথায় গুলি করে হত্যা করেছে।

আন্তর্জাতিক

রাশিয়া পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে রাশিয়াকে সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এই সতর্ক বার্তা দিয়েছেন। খবর রয়টার্সের।

তিনি জানান, নতুন অস্ত্র তৈরির পাশাপাশি পুরোনো বিভিন্ন অস্ত্রেরও আধুনিকায়ন করছে দেশটি।

গোয়েন্দা সূত্রে এই তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে উল্লেখ করে শুক্রবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর পেন্টাগনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘আমাদের হাতে থাকা তথ্যানুযায়ী, রাশিয়া একদিকে নতুন পারমাণবিক অস্ত্র তৈরি করছে, অন্যদিকে পুরোনা অস্ত্রগুলোর আধুনিকায়ন করছে।’

তিনি আরও বলেন, মস্কোর এই অস্ত্রভাণ্ডার সমৃদ্ধকরণ কর্মসূচির মূল উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনে রুশ বাহিনী যে নিষ্ঠুর আগ্রাসন চালাচ্ছে, তা বন্ধের কোনো পরিকল্পনা ক্রেমলিনের নেই।

বিশ্বের পারমাণবিক অস্ত্রধারী বিভিন্ন দেশের মধ্যে রাশিয়ার অস্ত্রভাণ্ডার সবচেয়ে সমৃদ্ধ। সরকারি তথ্য অনুযায়ী, দেশটির সংগ্রহে প্রায় ছয় হাজার পারমাণবিক অস্ত্র আছে।

পৃথিবীতে বর্তমানে যত পারমাণবিক বোমা আছে, তার ৯০ শতাংশই আছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রে। এই দুই দেশের সংগ্রহে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে, সেসব দিয়ে বেশ কয়েকবার পৃথিবীকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা সম্ভব।

আন্তর্জাতিক

ভারতের তামিলনাড়ুতে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মানদৌস’। ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ কিলোমিটার বেগে ভারতের তামিলনাড়ু ও পুদুচেরি উপকূলে আঘাত হানে এটি। এ অবস্থায় চেন্নাই বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাত হয়েছে।

দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে পার্ক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকানপাট। খবর জি নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মধ্যরাতে ভারতের তামিলনাড়ুতে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় মানদৌস। ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ কিলোমিটার বেগে তামিলনাড়ুর পুদুচেরি ও তামিলনাড়ুর শ্রীহরিকোটার মাঝামাঝি মহাবলীপুরমের উপকূলে আঘাত হানে ঝড়টি। ঝড়ের প্রভাবে এরই মধ্যে উপকূলের পানির উচ্চতা বেড়ে গেছে। তামিলনাড়ুর বিভিন্ন জেলায় ভারি বৃষ্টিপাতে দুর্ভোগে পড়েন বাসিন্দারা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘মানদৌসে’র তাণ্ডবের শিকার ভারতের চেন্নাই। রাজ্যের বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভেঙে গেছে শতাধিক গাছ। লণ্ডভণ্ড হয়ে গেছে মেরিনা বিচও। বেশ কিছু এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। ভেঙে পড়েছে দেয়াল ও বৈদ্যুতিক খুঁটি। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার রাত সাড়ে ১০টায় বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ে। রাত দেড়টা নাগাদ তামিলনাড়ুর মহাবলীপুরমের ওপর দিয়ে অতিক্রম করে মানদৌস।

এ ছাড়া রাজ্যটির অন্তত ১২ জেলায় ভারি বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এ অবস্থায় তামিলনাড়ুর ওই জেলাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, ঘূর্ণিঝড় মোকাবিলায় নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। স্থানীয়দের শুকনো খাবার ও বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় জিনিসপত্র কাছে রাখার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। পাঁচ হাজারের বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলেও জানিয়েছে প্রশাসন।

দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট একটি লঘুচাপ থেকে এ ঘূর্ণিঝড়ের উৎপত্তি। শনিবারের মধ্যেই তা ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দফতর।

আন্তর্জাতিক

বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার প্রশংসা করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একসঙ্গে এগিয়ে চলার পথে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছে।

বেলজিয়ামের ব্রাসেলসে শুক্রবার (বেলজিয়াম সময় ৮ ডিসেম্বর) বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে অষ্টম আন্তঃসংসদীয় বৈঠকে (আইপিএম) এ প্রশংসা করা হয়।

ইউরোপীয় পার্লামেন্টের ডেলিগেশন ফর রিলেশনস উইথ কান্ট্রিস অব সাউথ এশিয়ার (ডিএসএএস) আমন্ত্রণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এবং ইউরোপীয় পক্ষের নেতৃত্ব দেন মেম্বার অব ইউরোপিয়ান পার্লামেন্ট (এমইপি) অউসরা মালদেইকিন।

এছাড়া বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলে মো. আবদুস সালাম মুর্শেদী এমপি, রানা মোহাম্মদ সোহেল এমপি, অপরাজিতা হক এমপি ও শফিউল ইসলাম এমপি অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জাতীয় সংসদ এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা বাংলাদেশ ও ইইউ’র মধ্যে গত পঞ্চাশ বছরের সফল অংশীদারিত্বের প্রশংসা করে একসঙ্গে এগিয়ে চলার পথে পারস্পরিক সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ এবং ইইউ’র মধ্যে সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করার বিষয়ে আলোচনা করে। জলবায়ু পরিবর্তন, বাণিজ্যের বহুমুখীকরণ, রোহিঙ্গা প্রত্যাবাসন, ইউক্রেনের পরিস্থিতি বিবেচনায় মানবাধিকার, খাদ্য ও জ্বালানি সংকটের পাশাপাশি বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়ন নিয়ে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দল রাশিয়া-ইউক্রেন সংঘাতের ফলে বৈশ্বিক অনিশ্চয়তা, সংকট ও জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কথা উল্লেখ করে অবিলম্বে সংঘাতের সমাপ্তির আহ্বান জানায়।

বৈঠকে ইইউ বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রার প্রশংসা করে। স্বাধীনতার পর থেকে অদ্যাবধি এবং কোভিড মহামারিকালীন বাংলাদেশের অগ্রযাত্রায় ইইউ’র সহযোগিতামূলক ভূমিকার জন্য বাংলাদেশ প্রতিনিধি দল কৃতজ্ঞতা প্রকাশ করে।

এ সময় বাণিজ্য বহুমুখীকরণ ও আধুনিকায়নে বাংলাদেশ সরকারের গৃহীত যুগোপযোগী পদক্ষেপ, বাংলাদেশের শ্রম খাতে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সর্বোত্তম অনুশীলন এবং সরকার কর্তৃক গৃহীত জনকেন্দ্রিক নীতি সম্পর্কে ইইউকে অবহিত করে বাংলাদেশের প্রতিনিধি দল। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ আয়োজিত পরবর্তী আইপিএম-এ যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানায় বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দল।

সফররত সংসদীয় প্রতিনিধি দল বেলজিয়াম পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির সভাপতি মিসেস এলস ভ্যান হুফের সঙ্গেও সাক্ষাৎ করে। উভয়পক্ষ উভয় সংসদে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন বিষয়ে একমত পোষণ করে এবং এর মাধ্যমে বাংলাদেশ-বেলজিয়াম সম্পর্কের সম্ভাবনা আরও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করে।

বাংলাদেশ বেলজিয়াম থেকে আরও বিনিয়োগের আমন্ত্রণ জানায়। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বেলজিয়ামের সমর্থন কামনা করে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দল।

বৈঠকে বেলজিয়াম ও ইইউতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ এবং সংসদ সচিবালয় ও ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক

আন্দামান সাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ১৫৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে ভিয়েতনামি একটি নৌযান। পরে তাদেরকে মিয়ানমারের নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার ভিয়েতনামের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ভিটিসি নিউজ এ তথ্য দিয়েছে। খবর রয়টার্স।

ভিটিসি নিউজের বরাতে খবরে বলা হয়, বুধবার মিয়ানমার উপকূল থেকে ২৮৫ মাইল দক্ষিণে ভিয়েতনামি নৌযান হাই ডুয়ং ২৯ রোহিঙ্গাবোঝাই ওই নৌকাটি দেখতে পায়। ইঞ্জিন বিকল হয়ে তখন নৌকাটির ভেতরে ফুটো দিয়ে পানি ঢুকছিল। পরে ডুবন্ত ওই নৌকা থেকে ১৫৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ৪০ জন নারী ও ৩১ জন শিশু ছিল। পরদিন বৃহস্পতিবার উদ্ধার রোহিঙ্গাদের মিয়ানমারের নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

পরে ওই রোহিঙ্গাদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি। এ বিষয়ে কথা বলতে তাৎক্ষণিকভাবে মিয়ানমার জান্তার মুখপাত্রের সঙ্গেও যোগাযোগ করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

এছাড়া ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভিয়েতনামি নৌযানটির মালিক হাই ডুয়ং পেট্রলিয়াম অ্যান্ড মেরিন কর্পোরেশনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তাদেরও সাড়া পাওয়া যায়নি।

আন্তর্জাতিক

ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে করা একটি মামলা খারিজ করা হয়েছে।

মঙ্গলবার মামলাটি খারিজ করেন ওয়াশিংটনের বিচারক জন বেটস। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের ২ অক্টোবর খাসোগিকে তুরস্কের ইস্তানবুলে সৌদি আরবের কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেন তার বাগদত্তা হেতিজে চেঙ্গিস। মামলায় অভিযোগ করা হয়— সৌদি নেতৃত্ব ও দেশটির কর্মকর্তারা খাসোগিকে আটকে রেখে মাদক প্রয়োগ ও নির্যাতন করে হত্যা করেছেন।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের তথ্যমতে, এ হত্যাকাণ্ডের পর থেকেই সন্দেহের তীর ছিল সৌদি যুবরাজ সালমানের দিকে। কারণ সালমানসহ সৌদি আরবের শাসকগোষ্ঠীর কঠোর সমালোচক ছিলেন খাসোগি। যুবরাজের আদেশে ওই হত্যাকাণ্ড হয়েছিল।

তবে গত সেপ্টেম্বরে সৌদি আরবের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন যুবরাজ সালমান। এর পর গত ১৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির আদালতকে জানান, একটি বিদেশি সরকারের বর্তমান প্রধান হিসেবে সৌদি যুবরাজ মার্কিন আদালতের বিচারের আওতা থেকে রেহাই পাবেন।

সালমানকে নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই অবস্থানের ভিত্তিতেই হত্যা মামলাটি খারিজ করেছেন বিচারক জন বেটস। তিনি বলেন, মামলা থেকে যুবরাজ সালমানকে দায়মুক্তি দিয়ে যুক্তরাষ্ট্র সরকারের ঘোষণা প্রত্যাখ্যান করার কোনো ক্ষমতা তার নেই।

জন বেটস বলেন, সৌদি আরবসহ বিদেশি বিভিন্ন বিষয় দেখভালের দায়িত্ব যুক্তরাষ্ট্র সরকারের। এখন যদি আদালত সৌদি যুবরাজের দায়মুক্তির বিষয়ে বিপরীত কোনো সিদ্ধান্ত দেয়, তা সরকারের ওই দায়িত্ব পালনে হস্তক্ষেপ হবে। তাই এ মামলা নিয়ে ভিন্ন কোনো সিদ্ধান্ত দেওয়ার উপায় তার ক্ষমতার বাইরে।

আন্তর্জাতিক

টানা ১৫ বছর মিউনিসিপাল কর্পোরেশন দখলে রাখা বিজেপি এবার আড়ইশটি ওয়ার্ডের মধ্যে জিতেছে ১০৪টিতে, আম আদমি পার্টি পেয়েছে ১৩৪টি। কংগ্রেস জিতেছে মাত্র ৯টিতে।

বুথফেরত জরিপে আম আদমি পার্টি বিপুল ভোটে জয়ী হচ্ছে বলে ধারণা মিললেও দিল্লির পৌর নির্বাচনে বিজেপি অতটা খারাপও করেনি।

তবে টানা ১৫ বছর মিউনিসিপাল কর্পোরেশন দখলে রাখা দলটিকে এবার মর্যাদাপূর্ণ এ স্থানীয় নির্বাচনে হার মানতেই হয়েছে; আড়াইশ ওয়ার্ডের মধ্যে তারা জিততে পেরেছে ১০৪টিতে।

বিজেপিকে ক্ষমতাচ্যুত করা আম আদমি পার্টি (এএপি) জিতেছে ১৩৪টি। কমতে কমতে কংগ্রেসের আসন এবার দাঁড়িয়েছে ৯-এ।

২০১৭ সালে দিল্লির পৌর নির্বাচনে ২৭২টি ওয়ার্ডের মধ্যে বিজেপি জিতেছিল ১৮১টিতে, এএপি জোটাতে পেরেছিল কেবল ৪৮টি। কংগ্রেস ব্যাগে ভরেছিল ৩০টি ওয়ার্ড।

এবারের নির্বাচনে বিজেপি তাদের প্রচারের মুখ করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, তাতেও অবশ্য হার এড়াতে পারেনি তারা।

ফল ঘোষণার দিন বুধবার সকাল থেকেই সমর্থকরা আম আদমির কার্যালয়ে উৎসবের মেজাজ দেখা গেছে। বেলুন, পোস্টার আগে থেকেই ছিল, সমর্থকরা নিয়ে এসেছিলেন ঢোল বাদ্য, উপস্থিত অনেক শিশুকে দেখা গেছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সাজে।

বুথফেরত জরিপে তারা সহজে জিতবে বলে ধারণা মিলেছিল; তবে শেষ পর্যন্ত অতটা সহজ জয় পাননি আম আদমির প্রার্থীরা। অনেক জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই করেই বিজেপির প্রার্থীকে হারাতে হয়েছে তাদের।

এবারই প্রথম আম আদমি পার্টি কোনো নির্বাচনে বিজেপিকে হারালো। দিল্লিতে তাদের আগের জয়গুলো ছিল হয় কংগ্রেসকে হারিয়ে, নতুবা তাদের বিরুদ্ধে আনা অনাস্থার বিরুদ্ধে। চলতি বছরের শুরুর দিকে পাঞ্জাবেও তাদের জয় এসেছে কংগ্রেসকে হটিয়ে।

“বিজেপি সবসময় বলে এসেছে, এএপি কেবল কংগ্রেসকেই হারাতে পারে। আজ, অরবিন্দ কেজরিওয়াল তাদের একটা উত্তর দিয়েছেন,” পৌর নির্বাচনের ফল পাওয়ার বলেছেন আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং।

দিল্লিতে সর্বশেষ ২৪ বছর সরকার গঠন করতে না পারলেও দেড় দশক মিউনিসিপাল কর্পোরেশন নিজেদের দখলে রেখেছিল বিজেপি। সর্বশেষ ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে আম আদমি ৭০টির মধ্যে ৬৭টি আসন জিতলেও দুই বছর পর হওয়া পৌর নির্বাচনে বিজেপির সঙ্গে তেমন সুবিধা করতে পারেনি।

এক দল কেন্দ্রে ক্ষমতায়, আরেকদল দিল্লির বিধানসভার নিয়ন্ত্রক; তাই দুই দলের কাছেই এবারের পৌর নির্বাচন ছিল ‘মর্যাদার’।

দশককাল আগে দিল্লির মিউনিসিপাল কর্পোরেশনকে এলাকা অনুযায়ী তিনভাগে ভাগ করা হয়েছিল। চলতি বছরের শুরুতে বিজেপির সর্বশেষ মেয়াদ শেষে ওেই তিনভাগকে পুনরেকত্রীকরণ করে নতুন করে ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। এবারের ভোটে এক হাজার তিনশর বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নির্বাচনী প্রচারে বিজেপি সর্বশক্তি নিয়োগ করেছিল, প্রধানমন্ত্রী মোদীকে দিয়ে বস্তিবাসীদের পুনর্বাসিত করা কিছু ফ্ল্যাটের চাবিও হস্তান্তর করিয়েছে তারা। প্রচারে নামিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী, অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীকেও।

আম আদমি পার্টিও কেজরিওয়ালকে সামনে রেখেই প্রচারে নেমেছিল। তারা অবশ্য গত বছর থেকেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে।

অন্যদিকে কংগ্রেসের প্রচারেই ছিল সবচেয়ে দুর্বল। ২০১৪ সাল থেকেই রাজধানীতে তাদের অবস্থার অবনতি হতে শুরু হয়, ২০১৯ সালে শীলা দীক্ষিতের মৃত্যু তা আরও ত্বরান্বিত করে।

এবার দিল্লির পৌর নির্বাচনের চেয়েও তাদের নেতৃত্বের কাছে বেশি গুরুত্ব পেয়েছে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রা, যা এখন রাজস্থানে অবস্থান করছে।

আন্তর্জাতিক

ইউক্রেন এবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে রাশিয়ার বিরুদ্ধে। রুশ সেনার হাতে বন্দি বহু ইউক্রেনীয় নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।

এ পরিস্থিতিতে ইউক্রেনের ‘ফার্স্টলেডি’ ওলেনা জেলেনস্কা দাবি করেছেন, ইউক্রেনীয় নারীদের ধর্ষণ করতে রুশ সেনাদের স্ত্রীরাই উৎসাহিত করছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজের খবরে বলা হয়েছে, সম্প্রতি লন্ডনে একটি আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য রাখেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা। ওই সেমিনারে আলোচ্য বিষয় ছিল ‘যুদ্ধের হাতিয়ার ধর্ষণ’।

আলোচনায় ইউক্রেনে রুশ হামলার প্রসঙ্গ টেনে ৪৪ বছরের ওলেনা বলেন, কারও ওপর ক্ষমতা প্রদর্শনের সবচেয়ে বর্বর ও খারাপ পন্থা হচ্ছে ধর্ষণ। যুদ্ধের সময় যারা এ ধরনের হামলার শিকার হন, তারা নিরাপত্তার খাতিরেই মুখ খোলেন না।

রুশ বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে তিনি আরও বলেন, রুশ বাহিনী ইউক্রেনীয় মেয়েদের ধর্ষণ করতে বলছেন তাদের স্ত্রীরাই। যুদ্ধের হাতিয়ার হিসেবে ধর্ষণকে ব্যবহার করছে তারা। আর এ নিয়ে কোনো রাখঢাকও করছেন না রাশিয়ার সেনারা।

উল্লেখ্য, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার মাস দুয়েক পরেই একটি অডিও ক্লিপ শেয়ার করেছিল ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। শিরোনাম ছিল— ‘সিকিউরিটি সার্ভিসে ধরা পড়ল: ইউক্রেনীয় নারীদের ধর্ষণের জন্য তাদের স্বামীদের ছাড়পত্র দিয়েছে রাশিয়ান আক্রমণকারীদের স্ত্রীরা।’ যদিও ৩০ সেকেন্ডের ওই বিস্ফোরক অডিও ক্লিপের সত্যতা যাচাই করা হয়নি। ১২ এপ্রিল ওই অডিও ক্লিপটি প্রকাশ্যে আনে রেডিও লিবার্টি নামের এক সংস্থা।

প্রসঙ্গত, বুচা শহরের গণহত্যা নিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। ইউক্রেনের তরফে জানানো হয়েছিল, বহু মহিলাকেই বুচা বেসমেন্টে আটক করে রেখেছিল রুশ বাহিনী। তাদের মধ্যে অনেকেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সমর বিশেষজ্ঞদের মতে, রাজধানী কিয়েভের দখল নিতে না পেরেই নির্বিচারে পাশের শহরগুলোতে ধ্বংসলীলা চালিয়েছে রুশ সেনা।