আন্তর্জাতিক

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৃহস্পতিবার ন্যাটোর শীর্ষ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন জোটের প্রধান জেনস স্টলটেনবার্গ।

ওই সম্মেলনে স্টলটেনবার্গ কোন কোন বিষয় নিয়ে কথা বলেছেন এক নজরে দেখা দেওয়া যাক।

ইউক্রেনে রাশিয়ার হামলা ‘এই সময়ের সবচেয়ে বড় নিরাপত্তা সংকট’ বলে অভিহিত করেন স্টলটেনবার্গ। জোটের সদস্য ও জনগণকে নিরাপদ রাখতে ঐক্যবদ্ধ হওয়াও আহ্বান জানান তিনি।

স্টলটেনবার্গ বলেন, রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় ৪০,০০০ সৈন্যকে ইউরোপের পূর্ব দিকে সরিয়ে নিয়ে তাদের প্রতিরক্ষা শক্তিশালী করতে সম্মত হয়েছে ন্যাটো  জোটের সদস্যরা।

স্লোভাকিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া ও রোমানিয়ায় চারটি যোদ্ধাদের দল পাঠানোর খবর নিশ্চিত করেছেন তিনি।

স্টলটেনবার্গ আরও বলেন,  সাইবার প্রতিরক্ষা জোরদার করা হচ্ছে এবং ন্যাটো ইউক্রেনকে ‘জৈবিক, রাসায়নিক, রেডিওলজিক্যাল এবং পারমাণবিক হুমকি’ থেকে রক্ষা করতে সহায়তা করবে বলেও আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য হবে এবং ইউক্রেন ‘যুদ্ধের ধরন পুরোপুরি বদলে দেবে’। রাসায়নিক অস্ত্রের ব্যবহার আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনে রুশ আগ্রাসন দীর্ঘমেয়াদে আমাদের নিরাপত্তা পরিবেশকে বদলে দিয়েছে এবং ন্যাটো ‘দীর্ঘ যাত্রার’ জন্য প্রস্তুত বলেও জানান তিনি।

আন্তর্জাতিক

পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে  শুক্রবার দেশটির পার্লামেন্টে তোলা হচ্ছে অনাস্থা প্রস্তাব। ফলে তার গদিতে টিকে থাকা নিয়ে দেখা দিয়েছে সংকট। এই পরিস্থিতিতে বুধবার পদত্যাগ নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, ‘যাই ঘটুক না কেন’ তিনি পদত্যাগ করবেন না। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।

সাবেক এই ক্রিকেট তারকা শেষ বল পর্যন্ত দেখবেন জানিয়ে সাংবাদিকদের বলেন, যাই ঘটুক আমি পদত্যাগ করব না। আমি শেষ বল পর্যন্ত খেলা চালিয়ে যাব। এবং আমি তাদের একদিন আগে অবাক করে দেব কারণ তারা এখনও চাপের মধ্যে রয়েছে।

তবে নিজের কর্ম পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।

ইমরান খান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আমার তুরুপের তাস হলো আমি এখনও আমার কোনো তাস হাতে রাখিনি।

তিনি জোর দিয়ে বলেন, আমি ঘরে বসে থাকব এমন মিথ্যা ধারণার মধ্যে কারও থাকা উচিত নয়। আমি পদত্যাগ করব না। আমি কেন পদত্যাগ করব? চোরদের চাপের কারণে আমি কি পদত্যাগ করব?

তার দল তেহরিক-ই-ইনসাফের জনপ্রিয়তা বাড়ছে বলেও দাবি করেন ইমরান খান।

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ন্যাটো আশঙ্কা করছে, রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধে যে কোনো সময় যোগ দেবে বেলারুশ। গণমাধ্যম সিএনএনকে ন্যাটোর এক কর্মকর্তা জানিয়েছেন, ইতিমধ্যেই ইউক্রেনে সেনা পাঠানোর কার্যক্রম শুরু করেছে বেলারুশ।

সোমবার ন্যাটোর ওই কর্মকর্তা জানান, এই দ্বন্দ্বে বেলারুশের যোগ দেওয়ার সম্ভাবনা বাড়ছে।

ওই কর্মকর্তার ভাষ্য, পুতিনের সহযোগিতা প্রয়োজন, যে দিক দিয়েই সম্ভব। ফলে ইউক্রেনে সাফল্য পেতে এখন বেলারুশের সেনাদেরই কাজে লাগাতে পারেন তিনি।

বেলারুশের একটি সূত্র জানিয়েছে, যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য বেলারুশের সেনারা তৈরি আছেন। ইউক্রেনে কয়েকদিনের মধ্যে প্রবেশ করতে পারেন তারা।

ন্যাটোর আরেকজন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনে হামলা করার জন্য অজুহাত তৈরির চেষ্টা করছে বেলারুশ। সেই অজুহাতের সূত্র ধরে তারা ইউক্রেনের ওপর হামলে পড়বে।

এদিকে এখনো বেলারুশের সেনারা ইউক্রেনে প্রবেশ না করলেও রুশ সেনাদের তারা সহযোগিতা করছে।

রাশিয়ার সেনাদের একটি অংশ বেলারুশ হয়ে ইউক্রেনে এসেছে। তাদের রশদ পাঠানো ছাড়াও বিভিন্নভাবে সহায়তা করছে বেলারুশের সেনারা। এখন তারা যে কোনো সময় সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারেন।

আন্তর্জাতিক

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকবার্তাটি মঙ্গলবার পাঠানো হয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘দক্ষিণ চীনে ১৩২ যাত্রী নিয়ে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাচ্ছি, তারা আমাদের প্রার্থনায় আছেন।’

বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকেও দুর্ঘটনাকবলিতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান শেখ হাসিনা।

চীনকে বাংলাদেশের ‘বিশ্বস্ত ও কৌশলগত অংশীদার’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই কষ্টের সময়ে সাহস ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা চীন সরকার এবং জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি।’

উল্লেখ্য, গতকাল (সোমবার) ১২৩ যাত্রী ও ৯ জন ক্রু নিয়ে ইউনান প্রদেশের কুনমিং শহর থেকে উড্ডয়ন করে বোয়িং-৭৩৭ বিমানটি (ফ্লাইট এমইউ-৫৭৩৫) গুয়ানসি অঞ্চলের উঝোউ শহরের প্রত্যন্ত অঞ্চলে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পরই প্রেসিডেন্ট শি জিনপিং ঘটনার তদন্তসহ আরোহীদের উদ্ধারে সব ধরনের তৎপরতা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টদের। বিধ্বস্ত হওয়া বিমানের কোনো আরোহীর আর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে মনে করছে কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক

রাশিয়ার সেনারা সামনের সপ্তাহগুলোতে রাজধানী কিয়েভকে ঘিরে ফেলার বিষয়টিকে প্রাধান্য দেবে। সোমবার গোয়েন্দাদের বরাতে এমন খবর জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ ব্যাপারে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যদিও রাশিয়া এগিয়ে যেতে পারেনি। কিন্তু কিয়েভ এখনো তাদের প্রধান লক্ষ্য। কিয়েভের উত্তরদিকে প্রচণ্ড যুদ্ধ চলমান আছে।

উত্তর-পূর্ব দিক থেকে দিকে রাশিয়ার যে বহরটি রাজধানী কিয়েভের এগিয়ে আসছিল সেটি এখনো থেমে আছে। কিন্তু হসতোমেলের দিক থেকে কিয়েভে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা। তবে এদিক দিয়ে ইউক্রেনের সেনাদের বাধার মুখে পড়ছে রুশ সেনারা।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাশিয়ার বিশাল বহরটি রাজধানী কিয়েভের কেন্দ্র থেকে ২৫ কিলোমিটার দূরে রয়েছে।
এদিকে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রথমদিন থেকেই রাজধানী কিয়েভ দখল করার চেষ্টা চালাচ্ছে রুশ সেনারা। তবে কিয়েভকে রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে ইউক্রেনের সেনারা। তারা কিয়েভকে ঘিরে কঠোর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। ফলে চার সপ্তাহ পার হলেও এখনো কিয়েভের দখল নিতে পারেনি রাশিয়া।

আন্তর্জাতিক

দক্ষিণ-পূর্ব চীনের পার্বত্য এলাকায় দেশটির বেসরকারি বিমান পরিবহণ সংস্থা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

১৩৩ আরোহী নিয়ে যাত্রীবাহী বিমানটি সোমবার সকালের দিকে দেশটির গুয়াংশি অঞ্চলের পাহাড়ে বিধ্বস্ত হয়েছে। খবর সিসিটিভির।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে— এ দুর্ঘটনায় কারও বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর সেটিতে আগুন ধরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিওতে দেখা যায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পরই সেটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উড়তে দেখা গেছে।

আন্তর্জাতিক

ইউক্রেইন যুদ্ধ বাধিয়ে গোটা বিশ্বের মনযোগ নিজের দিকে টেনে নেওয়া ভ্লাদিমির পুতিনকে নিয়ে ধন্দে পড়ে গেছেন পশ্চিমা গোয়েন্দারা।

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহেই ইউক্রেন সফরে যেতে পারেন বলে কানাঘুষা শোনা যাচ্ছিল। এ ব্যাপারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সপ্তাহে ইউক্রেন সফরের জন্য ‘কোনো পরিকল্পনা নেই’। তবে তিনি একটি জরুরি শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইউরোপে যাচ্ছেন।

জেন সাকি এক টুইট বার্তায় জানান, ইউক্রেনের জনগণের প্রতি বিশ্বের সমর্থন ও ইউক্রেনে পুতিনের আগ্রাসন নিয়েই বাইডেনের এই সফর। তবে তার ইউক্রেন সফরের কোনো পরিকল্পনা নেই।

এর আগে সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড চলতি সপ্তাহে বাইডেনের ইউক্রেন সফরের সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছিলেন, আমার জানা মতে এটা তার সফরসূচিতে নেই।

এর আগে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো শনিবার সিএনএনকে বলেছিলেন, ইউক্রেনে বাইডেনের সফর হবে ‘আমাদের সংহতির প্রতীক’।

বাইডেন ‘আমার খুব ভাল বন্ধু এবং ইউক্রেনের খুব ভাল বন্ধু’ উল্লেখ করে তিনি বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্টের সফর হবে ‘রাশিয়ার বিরুদ্ধে পুরো বিশ্ব আমাদের সঙ্গে একত্রিত হয়েছে তা প্রদর্শনের জন্য একটি অত্যন্ত সঠিক পদক্ষেপ’।

আন্তর্জাতিক

মুখ ফসকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ‘ফার্স্ট লেডি’ সম্বোধন করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই নতুন আলোচনার জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় মঞ্চে তার স্ত্রী জিল বাইডেনও উপস্থিত ছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ মার্চ) হোয়াইট হাউসে ‘ইক্যুয়াল পে ডে’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ভুল করেন বাইডেন। তবে স্বামী ডগ এমহফ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না কমলা হ্যারিস।

সামাজিক মাধ্যম টুইটারে আসা একটি ভিডিওতে বাইডেনকে বলতে শোনা যায়, মঞ্চে আসন বিন্যাসে কিছু বদল আনতে হয়েছে। কারণ আমাদের ফার্স্ট লেডির স্বামী কোভিডে আক্রান্ত হয়েছেন।

প্রেসিডেন্ট বাইডেন এ কথা বলতেই অস্বস্তিতে পড়ে যান দর্শকরা। ভিডিওতে দেখা গেছে, দর্শকের আসন থেকে এক ব্যক্তি প্রেসিডেন্টকে ভুল ধরিয়ে দেন। এরপর হাসির রোল পড়ে যায় রুমের ভেতর।

ঘটনাচক্রে এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন। তবে মুহূর্তেই অস্বস্তি কাটিয়ে ওঠেন প্রেসিডেন্ট। ভুল স্বীকার করে নিজের মুখ ফসকানো রোগ নিয়ে মজা করতে দেখা যায় তাকে।

প্রসঙ্গত, মঙ্গলবার কোভিডে আক্রান্ত হয়েছেন হ্যারিসের স্বামী ডগ। তবে ভাইস প্রেসিডেন্টের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক

ইউক্রেনের সমর্থনে পতাকা নিয়ে ঢাকার ১৩টি দেশের রাষ্ট্রদূত শোডাউন করেছেন।

বুধবার (১৬ মার্চ) ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন এ সংক্রান্ত একটি ছবি প্রকাশ করেছে।

যুক্তরাজ্য হাইকমিশনের ছবিতে দেখা যায় ১৩টি দেশের রাষ্ট্রদূত ইউক্রেনের পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। হাইকমিশনের বার্তায় উল্লেখ করা হয়, ‘পৃথিবীর ১৪১ দেশ, যারা জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার অবৈধ ও উস্কানিবিহীন আগ্রাসনের প্রতি নিন্দা জানিয়ে ভোট দিয়েছে। বাংলাদেশে অবস্থিত ১৩টি দেশের রাষ্ট্রদূত ইউক্রেনকে সমর্থন করে। ’

প্রসঙ্গত, ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে ভোটাভুটিতে বাংলাদেশ কোনো পক্ষেই ভোট দেয়নি।