আন্তর্জাতিক

পুরনো দায়িত্বে আফগানিস্তান ক্রিকেট বোর্ডে (এসিবি) ফিরলেন আজিজউল্লাহ ফজলি। তালেবানদের সঙ্গে বোর্ড কর্তাদের সভার পর তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে এসিবি।

তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটির ক্রিকেটে এটাই প্রথম ও বড় পরিবর্তন। রোববার তাদের সঙ্গে ক্রিকেট বোর্ডের সভা হয়। এরপরই আসে এই ঘোষণা।

২০১৮ সালের সেপ্টেম্বরে আতিফ মশালের পদত্যাগের পর এসিবির চেয়ারম্যানের দায়িত্ব পান ফজলি। ২০১৯ বিশ্বকাপে আফগানদের বাজে পারফরম্যান্সের পরই জুলাইয়ে তাকে সরিয়ে দেওয়া হয় এই পদ থেকে।

দুই বছর পর আবারও চেয়ারম্যান হিসেবে বোর্ডে ফিরলেন ফজলি। ফারহান ইউসুফজাইয়ের স্থলাভিষিক্ত হলেন তিনি।

গত দুই দশক ধরেই আফগানিস্তান ক্রিকেটের সঙ্গে জড়িত ফজলি। দেশটিতে ক্রিকেট প্রতিষ্ঠা করা দলের সদস্য ছিলেন তিনি। কাজ করেছেন এসিবির ভাইস-চেয়ারম্যান ও উপদেষ্টা হিসেবে। ঘরোয়া ও আঞ্চলিক ক্রিকেটেও সম্পৃক্ত তিনি।

দায়িত্বের শুরুতেই চ্যালেঞ্জের মুখে পড়েছেন ফজলি। অসংখ্য বাধার সামনে থাকা আফগানিস্তান-পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজকে আলোর মুখ দেখানো এখন তার প্রথম কাজ। সিরিজটি ঝুলছে অনিশ্চয়তার সুতোয়।

তালেবানদের কাবুল নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই বন্ধ বিমান চলাচল। এসিবি পরিকল্পনা করছে, স্থলপথে পাকিস্তান যাবে তারা। এরপর সেখান থেকে উড়াল দেবে শ্রীলঙ্কার উদ্দেশে।

কিন্তু সেখানেও বিপত্তি। সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা থাকা সিরিজটি আইপিএলের জন্য সরিয়ে নেওয়া হয় শ্রীলঙ্কায়। এখন করোনাভাইরাস হানা দিয়েছে দ্বীপ দেশটিতে। ১০ দিনের লকডাউনের ঘোষণা দিয়েছে লঙ্কান সরকার।

আন্তর্জাতিক

চাপ দেওয়ার বদলে বিশ্বের উচিত তালেবানদের সমর্থন করা- এমন মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৃহস্পতিবার (১৯ আগস্ট) ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডমিনিক র‍্যাবের সঙ্গে ফোনালাপে চীনামন্ত্রী এসব বলেছেন বলে উল্লেখ করেছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ওয়াং বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এটিকে আরো চাপ প্রয়োগ না করে ইতিবাচক দিক নির্দেশনা দেওয়া। আফগানিস্তানকে ভূ -রাজনৈতিক যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করা উচিত নয় বরং তার স্বাধীনতা এবং জনগণের ইচ্ছাকে সম্মান করা উচিত।

চীন এখনো আনুষ্ঠানিকভাবে তালেবানকে স্বীকৃতি দেয়নি। তবে গত মাসে সংগঠনটির রাজনৈতিক অফিসের প্রধান মোল্লা বারাদারের সঙ্গে একটি বৈঠক করেছিলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। তিয়ানজিনে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে তিনি বলেছিলেন, আফগানিস্তানের শান্তি ও পুনর্গঠন প্রক্রিয়ায় তালেবানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

আন্তর্জাতিক

মালয়েশিয়ার নবম প্রধানমন্ত্রী হিসেবে সাবেক উপ-প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবকে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ।

শুক্রবার (২০ আগস্ট) বিকেলে ইস্তানা নেগারা থেকে স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মালয়েশিয়ার সুলতান আবদুল্লাহ আহমদ শাহের আয়োজনে দুই ঘণ্টার আলোচনার পর শুক্রবার এ বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, শনিবার (২১ আগস্ট) দুপুরে আড়াইটায় দেশটির নবম প্রধানমন্ত্রী হিসেবে ইসমাইল সাবরি ইয়াকুব শপথ নেবেন।

এর আগে দেশটির ৮ম প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য রাজার আহ্বানে সংসদ সদস্যের মধ্যে ভোটের আয়োজন করেন।

এতে সাবেক উপ-প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবের পক্ষে ১১৪টি ভোট পড়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিম পেয়েছেন ৯৯ ভোট। তখনই ইসমাইল সাবরি ইয়াকুবের প্রধানমন্ত্রী হওয়া নিশ্চিত হয়ে যায়। কেবল বাকি ছিল রাজার ঘোষণা। মহিউদ্দিন ইয়াসিন ক্ষমতায় ছিলেন ১৭ মাস।

ইসমাইল সাবরি ইয়াকুব এখন করোনা মোকাবিলায় মনোনিবেশ করবেন, যা পূর্ববর্তী পেরিকাতান ন্যাশনাল প্রশাসনের সময় রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে বেড়েছে।

রয়্যাল হাউসহোল্ডের নিয়ন্ত্রক দাতুক আহমদ ফাদিল শামসুদ্দীন নিয়োগ প্রসঙ্গে বলেন, সরকারকে অবশ্যই স্বাস্থ্য সংকট মোকাবিলায় প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

তিনি আশা প্রকাশ করেন যে এটি অবিলম্বে দেশের রাজনৈতিক ঝামেলার অবসান ঘটাবে। “মহামান্য এও আশা করেন যেসব সংসদ সদস্যরা তাদের রাজনৈতিক এজেন্ডা সরিয়ে রাখবেন এবং মহামারি মোকাবিলায় ঐক্যবদ্ধ হবেন, দেশ ও জাতির স্বার্থে।

‘রাজা তার মতামত পুনর্ব্যক্ত করলেন যে দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকটের কারণে জনগণকে বোঝা যাবে না। আইন প্রণেতাদের অগ্রাধিকার দিয়ে এবং জনগণকে তাদের সেবা ও প্রতিশ্রুতি দেওয়ার মাধ্যমে সংহতি প্রদর্শন করার জন্য স্মরণ করিয়ে দেওয়া হয়। ’

ফাদিল নিশ্চিত করেছেন যে ইসমাইল সাবরি দেওয়ান রকিয়তে সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়েছেন ১১৪ এমপি তার কোণে, যা সরকার গঠনের জন্য যথেষ্ট।

আগং এই সপ্তাহে সব আইন প্রণেতাদের বুধবার বিকেল ৪টার মধ্যে তাদের প্রধানমন্ত্রীর পছন্দের বিষয়ে বিধিবদ্ধ ঘোষণা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বাদশাহ ১১৪ জন সংসদ সদস্যকে ইসমাইল সাবরির পক্ষে সমর্থন নিশ্চিত করার জন্য দর্শকদের অনুমতি দেন।

এটা বোঝা যায় যে গুয়া মুসাং সংসদ সদস্য তান শ্রী টেংকু রাজালিঘ হামজা একমাত্র উমনো আইনপ্রণেতা যিনি ইসমাইল সাবরির প্রধানমন্ত্রী হিসেবে পিছিয়ে নেই।

পিকেআর সভাপতি দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের ১০৫ বিরোধী সংসদ সদস্যের সমর্থন আছে বলে মনে করা হয়।

নতুন প্রধানমন্ত্রী নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে, এখন মনোনিবেশ করা হয়েছে তিনি কাকে তার ডেপুটি হিসেবে বেছে নেবেন, সেই সঙ্গে তার মন্ত্রিসভাও বেছে নেবেন।

জল্পনা চলছে যে দেশটির ২ নম্বর পদ বেরসাতুতে যাবে, দাতুক সেরি হামজা জয়নুদ্দিন, দাতুক সেরি মোহাম্মদ আজমিন আলী এবং দাতুক সেরি মোহাম্মদ রেডজুয়ান মো ইউসুফ দৌঁড়ের মধ্যে রয়েছেন।

ইসমাইল সাবরি আশা করছেন যে প্রধানমন্ত্রী হিসেবে তার বৈধতা শিগগিরই সংসদে পরীক্ষা করা হবে, যেমনটি আগোং এর আগে ঘোষণা করেছিলেন।

আন্তর্জাতিক

আফগানিস্তানের অপর একটি বিনোদন পার্কে আগুন ধরিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ওই বিনোদন পার্কে স্ট্যাচু থাকায় তালেবান সদস্যরা সেখানে আগুন ধরিয়ে দেয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

আফগানিস্তানের শেবারগান প্রদেশের বেঘায় বোখদি বিনোদন পার্কে এই ঘটনা ঘটে।

ইহতেশাম আফগান নামে এক টুইটার ব্যবহারকারী ওই ঘটনার ভিডিও শেয়ার করলে তা ভাইরাল হয়। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, বোখদি বিনোদন পার্কে তালেবান সদস্যরা আগুন ধরিয়ে দিয়েছেন। ওই পার্কে স্ট্যাটু ছিল। যেকোনো ধরনের মূর্তি ইসলামে নিষিদ্ধ।

দুইদিন আগে বিনোদন পার্কে শিশুদের খেলনা ঘোড়া আর বাম্পার কারে চড়ার ভিডিও ভাইরাল হওয়ার একদিন পরই এ খবর সামনে এলো।

দীর্ঘ দুই দশক পর ফের আফগানিস্তানের শাসন ক্ষমতায় এসেছে তালেবান। রক্ষণশীল সংগঠনটি তাদের কঠোর মনোভাব থেকে অনেকটাই সরে এসেছে বলে দাবি করেছে।

এদিকে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর তালেবান যোদ্ধাদের কাবুলের রাস্তায় আইসক্রিম খাওয়া, জিমে কসরৎ আর বিনোদন পার্কে রাইড উপভোগসহ বেশ কয়েকটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

আন্তর্জাতিক

আফগানিস্তানের জাতীয় পতাকা প্রতিস্থাপন করতে চায় তালেবানরা। তাদের প্রস্তাবিত পতাকার মাঝের সাদা অংশে লেখা থাকবে মুসলিম ধর্মের কালিমায়ে তাইয়েবা ‘লা ইলাহা ইল্লালাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ’ যার অর্থ আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নেই, মুহাম্মদ সা. আল্লাহর প্রেরিত রাসুল। তালেবানের এই সাদা পতাকা উড়ছে রাজধানী কাবুলের মসনদে।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, এই প্রথমবার আফগানিস্তানের পতাকা বদল হল না। ১০০ বছর আগে ব্রিটিশদের হাত থেকে সম্পূর্ণ স্বাধীন হওয়ার মুহূর্ত থেকে এখন পর্যন্ত অন্তত ১৮ বার বদলেছে এই পতাকা।

১৯৯৬ সালে আফগানিস্তানে তালেবানের-শাসন শুরু হয়। রব্বানির সময় মুজাহিদিনদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। ধীরে ধীরে কাবুলের দখল নেয় তালেবান। সাদা কাপড়ের মাঝে কালো হরফে কালেমা শাহদাৎ লেখা পতাকা ওঠে কাবুলে।

আফগান পতাকা অপসারণের সময় কমপক্ষে দুটি আফগান শহরে বিক্ষোভের সূত্রপাত হয়। নিজেদের পতাকা উড্ডয়ন করলেও আফগান জনগণের ওপর কোনও প্রতিশোধ না নেওয়ার ঘোষণা দিয়েছে তালেবান। পাশাপাশি নারী অধিকার ও শিক্ষার অধিকারের প্রতি সম্মান দেখানোর অঙ্গীকার করেছে দলটি।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে দেশটির জাতীয় পতাকা পরিবর্তন না করার দাবিতে রাস্তায় মানুষ বিক্ষোভ করেছে। এ বিক্ষোভের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভের সময় গুলিতে ৩ জন প্রাণ হারান।

আন্তর্জাতিক

আফগানিস্তান দখলের পর কাবুলে প্রথম সংবাদ সম্মেলন করেছে তালেবান। মঙ্গলবার (১৭ আগস্ট) এখানে সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ গণমাধ্যমের নানা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন। এসব উত্তর থেকে আগামীতে আফগানিস্তান কীভাবে চলবে তার ইঙ্গিত পাওয়া গেছে। পাঠকদের জন্য তুলে ধরা হলো এই সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্রের মূল বক্তব্য।

তালেবানের পরিবর্তন: বিশ বছর আগেও আমাদের দেশ মুসলিম রাষ্ট্র ছিল। আজও আছে। কিন্তু অভিজ্ঞতা, পরিপক্কতা এবং দৃষ্টিভঙ্গির বিচারে বিশ বছর আগের তালেবানের সাথে আজকের তালেবানের বিশাল তফাত রয়েছে। আমরা এখন যেসব পদক্ষেপ নেব তার সাথে সেসময়কার তফাত রয়েছে। এটা বিবর্তনের ফসল।

নারী অধিকার: আমরা নারীদের বাইরে কাজ করার এবং পড়াশোনার অনুমতি দেব, তবে সেটা হতে হবে আমাদের কাঠামোর মধ্যে। শরিয়া আইনের অধীনে নারীর অধিকার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নারীরা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আন্তর্জাতিক সম্প্রদায়েকে আমরা এই আশ্বাস দিতে চাই যে নারীদের প্রতি কোন বৈষম্য করা হবে না।

শান্তির বার্তা: বিশ বছরের সংগ্রামের পর আমরা (দেশকে) মুক্ত করেছি এবং বিদেশিদের বহিষ্কার করেছি। গোটা জাতির জন্য এটা গর্বের মুহূর্ত। আফগানিস্তান যাতে একটা যুদ্ধ ক্ষেত্র বা সংঘাতের দেশ না হয় সেটা আমরা নিশ্চিত করতে চাই। আমাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, তাদের সবাইকে আমরা ক্ষমা করেছি। আমরা শত্রুতার অবসান চাই। আমরা ঘরে ও বাইরে কোথাও কোন শত্রু চাই না।

সরকার গঠন: আমাদের যোদ্ধা, আমাদের জনগণ, সব পক্ষ, সব উপদল, সবার অন্তর্ভুক্তি আমরা নিশ্চিত করব। সরকার গঠনের পর আমরা সিদ্ধান্ত নেব এবং দেশের জনগণকে জানাব দেশ কোন আইনে চলবে। আমি স্পষ্ট বলতে চাই সরকার গঠনের বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে আমরা কাজ করছি। আমাদের কাজ সম্পূর্ণ হলে আমরা এ বিষয়ে ঘোষণা দেব।

গণমাধ্যমের স্বাধীনতা: আমি মিডিয়াকে আশ্বস্ত করতে চাই এই বলে যে, আমরা চাইব আমাদের সাংস্কৃতিক কাঠামোর মধ্যে থেকে মিডিয়া কাজ করবে। বেসরকারি মিডিয়া স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারবে। মিডিয়ায় ইসলামী মূল্যবোধের পরিপন্থী কিছুই প্রচার করা যাবে না। আমাদের যেখানে ঘাটতি থাকবে, দেশের কল্যাণে সেই ঘাটতি আপনারা পূরণ করবেন। কিন্তু মিডিয়াকে আমাদের বিরুদ্ধে কাজ করতে দেওয়া হবে না।

দেশত্যাগীদের উদ্দেশ্যে: আমরা চাই না কেউ দেশ ছেড়ে যাক। সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। কোনরকম শত্রুতা বা প্রতিশোধ নেওয়া হবে না। কারোর প্রতি প্রতিশোধ নেয়া হবে না। যারা এদেশে বড় হয়ে উঠেছেন তারা এদেশেরই সন্তান। আমরা চাই না তারা চলে যাক। তারা আমাদের সম্পদ। কেউ কারোর বাসার দরজায় টোকা মেরে জিজ্ঞেস করবে না ‘আপনি কাদের সাথে কাজ করতেন? তারা নিরাপদ থাকবে। কাউকে জিজ্ঞাসাবাদ করা হবে না, কাউকে হয়রানি করা হবে না।

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী একটি দোতলা বাস খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জন নারী, পাঁচজন শিশু ও তিনজন পুরুষ।

এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এসএবিসি নিউজ।

দেশটির প্রাদেশিক পরিবহন দপ্তর সূত্রের বরাতে গণমাধ্যমটি জানায়, সোমবার বাসটি  ৬০ জনের মতো যাত্রী নিয়ে কেপটাউন থেকে মথাথা নামক এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে ইস্টার্নকেপ এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হয়।

দেশটির পরিবহন দপ্তরের প্রাদেশিক মুখপাত্র উনাথি বিনকোস বলেন, ‘ভয়াবহ এ দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। স্বজন ও প্রিয়জন হারানোদের প্রতি সমবেদনা জানাচ্ছি। মৃতদের শনাক্ত করতে পরিবারের সহযোগিতা চাচ্ছি। শনাক্ত হলেই মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হবে।’

আন্তর্জাতিক

ভারত থেকে ৪০টি ওয়াগনে আমদানি করা হয়েছে বড় বড় বোল্ডার পাথর। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ৪০টি ওয়াগনে ভারতের হলদিবাড়ি হয়ে নীলফামারীর চিলাহাটি রেলস্টেশনে পৌঁছায় দুই হাজার ৩০৭.০২ মেট্রিক টন বোল্ডার পাথর।

চিলাহাটি স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বলেন, আমদানিকারকরা এ নিয়ে চতুর্থ দফায় ভারত থেকে পাথর আমদানি করল। বড় বোল্ডার পাথরগুলো আমদানি করেছে রাজশাহীর সিঅ্যান্ডএফ এজেন্ট শুভ এন্টারপ্রাইজ। এসব পাথরের ওয়াগন ফরিদপুরের মধুখালী স্টেশনে নিয়ে খালাস করা হবে।

তিনি জানান, এর আগে ১ আগস্ট বিকেলে এ রেলপথে প্রথমবারের মতো ভারত থেকে ৪০টি ওয়াগনে দুই হাজার ২৮৫.২০ মেট্রিক টন ও ৫ আগস্ট ১৯ ওয়াগনে এক হাজার ১২২ মেট্রিক সাদা নুরী পাথর দুই দফায় আমদানি করেছিল দিনাজপুর হিলির খান অ্যান্ড সন্স। যা যশোরের নোয়াপাড়া ও নীলফামারীর সৈয়দপুরে খালাস করা হয়। ১০ আগস্ট তৃতীয় দফায় ভারত থেকে ৩০ ওয়াগনে এক হাজার ৭০২ মেট্রিক টন কালো পাথর আমদানি করে রাজশাহীর সিঅ্যান্ডএফ এজেন্ট শুভ এন্টারপ্রাইজ। এবার শুভ এন্টারপ্রাইজ বড় দুই হাজার ৩০৭.০২ মেট্রিক টন বোল্ডার পাথর আমদানি করল।

চিলাহাটি-হলদিবাড়ি রেল সংযোগ ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর বন্ধ হয়ে হয়ে যায়। দীর্ঘ ৫৬ বছর পর চলতি বছরের পহেলা আগস্ট এ ব্রডগেজ লাইনে পণ্য আমদানি শুরু হয়। যা বাংলাদেশ-ভারতের বাণিজ্যিক সম্পর্কের আরও একটি নতুন দিগন্ত উন্মোচিত করেছে।

এ রেলপথটি গত বছরের ১৭ ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন।

আন্তর্জাতিক

আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা দখল করছে তালেবান। দেশটির অর্ধেকেরও বেশি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ এখন তালেবানদের হাতে। তারা রাজধানী কাবুলের দিকে এগিয়ে আসছে। কাবুল থেকে প্রায় ১১ কিলোমিটার (৭ মাইল) দূরে অবস্থান করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম খবর প্রকাশ করেছে।

এর আগে ১৯৯৬ সালে কাবুল দখল করে নেয় তালেবানরা। দীর্ঘ চার বছর গৃহযুদ্ধের পর তারা আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। বিদ্রোহীরা কাবুল শহরের নিয়ন্ত্রণ দখল নেয়। সরকারি অফিস থেকে উড়ানো হয় তালেবানের পতাকা। তারপর তারা নিজেদের মতো করে শহর পরিচালনা করে।

কাবুল দখলের পর দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নজিবুল্লাহকে প্রকাশ্যে হত্যা করে তালেবান। পরে তাদের নিয়ম অনুযায়ী কাবুলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। নারীদের চাকরি করতে নিষেধ, মেয়েদের স্কুলে যেতে দেওয়া হতো না সেসময়। নারীদের মুখও ঢেকে রাখতে হতো। এছাড়াও নারীরা ঘরের বাইরে বের হলে তাদের সঙ্গে যেতো হতো কোনো পুরুষ সদস্য। পাথর মেরে মৃত্যুদণ্ড, অঙ্গ কেটে ফেলার মতো শাস্তি চালু করেছিল তালেবান।

এদিকে, তালেবান এখন উত্তর আফগানিস্তানের অধিকাংশ এবং আঞ্চলিক রাজধানীগুলোর অর্ধেকের বেশি দখল করে নিয়েছে। মার্কিন নিরাপত্তা সংস্থাগুলো অবশ্য তাদের সবশেষ মূল্যায়নে বলছে, তালেবান আগামী ৩০ দিনের মধ্যে কাবুলের দিকে এগুনোর চেষ্টা করতে পারে। তবে তারা এখন মাত্র ১১ কিলোমিটার অবস্থান করছে।

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে এক বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত হয়েছেন।

ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্লিমাউথ সিটিতে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

শুক্রবার সকালে ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশ এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার এ ঘটনায় দুই নারী ও দুই পুরুষ ঘটনাস্থলেই মারা যান। বাকি এক নারীর মৃত্যু হয় হাসপাতালে।

পুলিশ বিবৃতিতে আরও জানায়, সবাই গুলির আঘাতে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এটি সন্ত্রাস-সংক্রান্ত ঘটনা নয়। পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে এবং তদন্ত চলছে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, ঘটনাস্থলে সন্দেহভাজন এক বন্দুকধারীও নিহত হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য লুক পোলার্ড বলেন, নিহতদের মধ্যে একজন তরুণীও ছিল।

এ ঘটনাকে পোলার্ড ‘অবর্ণনীয় বেদানাদায়ক’ ঘটনা হিসেবে উল্লেখ করেন।

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এ ঘটনাকে ‘জঘন্য’ হিসেবে উল্লেখ করে নাগরিকদের পুলিশের পরামর্শ মেনে চলার অনুরোধ জানান।

বন্দুকের মালিকানা নিয়ে যুক্তরাজ্যের আইন অত্যন্ত কঠোর। ফলে দেশটিতে বন্দুক হামলার ঘটনা ঘটে না বললেই চলে। দীর্ঘদিন পর নির্বিচারে গুলির ঘটনা ঘটল দেশটিতে।