আন্তর্জাতিক

দুর্বৃত্তদের গুলিতে নিজের বাসভবনে নিহত হয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেন মোস (৫৩)। বুধবার (৭ জুলাই) এখবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ২০১৭ থেকে হাইতির ক্ষমতায় ছিলেন জোভেন মোস।

প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লাউড জোসেফ এক বিবৃতিতে বলেছেন, স্থানীয় সময় আনুমানিক রাত একটায় পোর্ট-অ-প্রিন্সে প্রেসিডেন্টের বাসভবনে অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা হামলা করে। প্রেসিডেন্ট নিহত হয়েছেন এবং ফার্স্ট লেডি গুরুতর আহত হয়েছেন। রাষ্ট্রের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আন্তর্জাতিক

দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন হওয়ার পর মন্ত্রিসভায় প্রথম বড় ধরনের রদবদল আনলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ৪৩ জন মন্ত্রী শপথ নিয়েছেন। এর মধ্যে নতুন মুখ রয়েছেন ৩৬ জন।

এদের কেউ নতুন মন্ত্রী হচ্ছেন। আবার কেউ প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। পূর্ণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী মিলিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হচ্ছেন ৭৭ জন।

বড় এ রদবদলের আগে বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এবং শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কসহ মন্ত্রিসভার ১২ সদস্য পদত্যাগ করেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

উত্তর প্রদেশসহ গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে নির্বাচনের আগে করোনাভাইরাস মহামারী মোকাবেলা এবং অর্থনৈতিক বিপর্যয়ের সমালোচনার মধ্যে মন্ত্রিসভায় রদবদলের এ পদক্ষেপ এল।

বুধবার যারা শপথ নিয়েছেন তাদের মধ্যে আছেন, গতবছর দলবদল করে বিজেপি-তে যোগ দেওয়া সাবেক বিরোধীদলীয় এমপি জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়াল এবং সাবেক সংগ্রেস পার্টি নেতা নারায়ন রানে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছিল, এবারের মন্ত্রিসভার রদবদল এমনভাবে করা হবে যাতে ভারতের সব অংশের, সব সম্প্রদায়ের তাতে প্রতিনিধিত্ব থাকে। সে নীতিরই প্রতিফলন ঘটিয়ে পশ্চিমবঙ্গ থেকে দুইয়ের জায়গায় চারজনকে প্রতিমন্ত্রী করা হয়েছে।

বিবিসি জানায়, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে উত্তর প্রদেশের কথা মাথায় রেখে মন্ত্রিসভায় নেওয়া হয়েছে অন্তত ছয় মন্ত্রীকে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আগামী বছরে উত্তর প্রদেশে ফের দখল ফিরে পেতে চায়। কারণ, সেখানে পরাজয় হলে তা হবে মোদীর জন্য বিব্রতকর।

তাছাড়া, নতুন মন্ত্রিসভায় আগের চেয়ে বেশি নারী সদস্যও রাখা হচ্ছে। আগের মন্ত্রিসভায় ছিল মাত্র ৪ নারী মন্ত্রী। কিন্তু এবারের মন্ত্রিসভায় সেই সংখ্যা বেড়ে হয়েছে ১১। এর মধ্যে ৭ জনই নতুন।

আন্তর্জাতিক

স্লোভাকিয়ায় একটি প্রোটোটাইপ উড়ন্ত গাড়ির পরীক্ষামূলক উড্ডয়ন সফল হয়েছে। সোমবার (২৮ জুন) নিত্রা ও ব্রাটিসলাভা বিমানবন্দরের মধ্যে ৩৫ মিনিটের একটি ফ্লাইট সম্পন্ন করে গাড়িটি। এই হাইব্রিড কার-এয়ারক্রাফটে ব্যবহৃত হয়েছে বিএমডব্লিউ ইঞ্জিন এবং সাধারণ গাড়ির তেল। বুধবার (৩০ জুন) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, গাড়িটির প্রস্তুতকারক প্রফেসর স্টেফান ক্লিন জানিয়েছেন, গাড়িটি এক হাজার কিলোমিটার দূরত্ব উড়ে পার করতে পারে। এসময় আট হাজার ২০০ ফুট উচ্চতায় পৌঁছানোর সক্ষমতা আছে এই যানের। এখন পর্যন্ত ৪০ ঘন্টা ওড়া গাড়িটি সাধারণ অবস্থা থেকে উড়ন্ত যানে পরিণত হতে সময় নেয় দুই মিনিট ১৫ সেকেন্ড।

স্লোভাকিয়ায় ৩৫ মিনিটের পরীক্ষামূলক উড্ডয়নে সফল উড়ন্ত গাড়িসোমবারের উড্ডয়নের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন প্রফেসর ক্লিন। তিনি জানান, বাতাসে গাড়িটির ক্রুজিং স্পিড ছিল ১৭০ প্রতি ঘণ্টায় কিলোমিটার। গাড়িটিতে দুইজন বসতে পারে। তবে সর্বোচ্চ ২০০ কেজি ওজন নিতে পারে এই উড়ন্ত যান। তবে আকাশে ওড়া ও নামার জন্য রানওয়ে দরকার পড়ে গাড়িটির।
আন্তর্জাতিক

করোনা ভাইরাসের বিস্তার রোধে ১ জুলাই সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ প‌রি‌প্রেক্ষি‌তে ভারতীয় ভিসা সেন্টারগু‌লো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হ‌য়ে‌ছে।

বুধবার (৩০ জুন) ঢাকার ভারতীয় হাইক‌মিশন তা‌দের ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে এক বার্তায় এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

হাইক‌মিশন জানায়, বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের প্রেক্ষিতে বাংলাদেশের সকল ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র ১ জুলাই ২০২১ থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

তবে জরুরি ভ্রমণের আবেদনসমূহ লকডাউনের সময়ও বিবেচিত হবে। জরুরি ভ্রমণ, বিশেষত চিকিৎসা সংক্রান্ত ভ্রমণের জন্য যে কোনও জিজ্ঞাসায় যোগাযোগ: [email protected], ০৯৬১২৩৩৩৬৬৬, ০৯৬১৪৩৩৩৬৬৬।

আন্তর্জাতিক

চীন ও রাশিয়ার নেতৃবৃন্দ তাদের ২০ বছরের পুরনো বন্ধুত্ব চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক এবং তাদের সম্পর্কের ‘স্থিতিশীল ভূমিকার’ প্রশংসা করেছেন দেশ দুইটির শীর্ষ নেতা।

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, চুক্তিটি স্বাক্ষরের দুই দশক উপলক্ষে সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ভার্চুয়াল বৈঠকের প্রেক্ষাপটে রাশিয়া ও চীন একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের সাথে এই দুই বিশ্বশক্তির অভিন্ন টানাপোড়নের প্রেক্ষিতে গত বেশ কয়েক বছর ধরে মস্কো ও বেইজিং নিবিড় সহযোগিতার বন্ধনে আবদ্ধ রয়েছে। এ দুই দেশ অর্থনৈতিক, সামরিক ও জ্বালানি খাতসহ বিভিন্ন বিষয়ে সম্পর্কেও উন্নয়ন ঘটিয়েছে।

ওই বৈঠকে পুতিন বলেন, এই বন্ধুত্ব চুক্তি সম্পর্ককে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছে। চুক্তির মেয়াদ ২০২২ সালের ফেব্রুয়ারিতে আরো পাঁচ বছরের জন্য বাড়ানো হবে। তিনি চুক্তিটির প্রশংসা করে বলেন, বৈশ্বিক বিষয়ে এ চুক্তি চীন ও রাশিয়ার সহযোগিতার ক্ষেত্রে স্থিতিশীল ভূমিকা পালন করছে।

ক্রেমলিন থেকে প্রকাশিত ওই বিবৃতিতে শি বলেন, অশান্তি ও পরিবর্তনের মধ্যদিয়ে যাওয়া এ বিশ্বে মানবতা নানা ধরনের ঝুঁকি মোকাবেলা করছে। চীন ও রাশিয়ার সহযোগিতা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক শক্তির যোগান দিচ্ছে। তিনি আরো বলেন, চীন রাশিয়ার বন্ধুত্ব নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্কেও ক্ষেত্রে একটি উদাহরণ হিসেবে কাজ করছে।

আন্তর্জাতিক

করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ রোধে বাংলাদেশসহ ছয় দেশ থেকে সরাসরি ফ্লাইট ও ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে তুরস্ক। অন্য দেশগুলো হলো ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা।

সোমবার তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ছয় দেশ থেকে সরাসরি ফ্লাইট চলাচল নিষিদ্ধ থাকবে।

তবে, বাংলাদেশসহ এই ছয় দেশের নাগরিকদের জন্য তৃতীয় কোনো দেশে ১৪ দিন অবস্থানের পর তুরস্কে প্রবেশের সুযোগ রাখা হয়েছে।

আন্তর্জাতিক

বছরের শেষ সুপারমুন বৃহস্পতিবার (২৪ জুন) রাত ১১টা ১৫ মিনিট থেকে দেখা যাবে। এ দিন চাঁদ লালচে বর্ণ ধারণ করবে।

অন্য দিনের তুলনায় এ দিন প্রায় ১২ শতাংশ বড় দেখাবে চাঁদ। জুন মাসের পূর্ণাঙ্গ চাঁদ ‘স্ট্রবেরি মুন’ হিসেবে পরিচিত। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব আকাশে তাকালে দেখা মিলবে এ চাঁদের। চাঁদ যখন পূর্ণ পূর্ণিমায় থাকে এবং বার্ষিক প্রদক্ষিণের সময় পৃথিবীর কাছাকাছি চলে আসে তখন তাকে সুপারমুন বলা হয়। পৃথিবীর কাছাকাছি আসায় এই চাঁদকে স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়।

পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ৪ লাখ ১০ হাজার কিলোমিটার। কিন্তু সুপারমুনের ক্ষেত্রে এই দূরত্ব কমে ৩ লাখ ৫৬ হাজার ৭০০ কিলোমিটারে নেমে আসে। চাঁদ পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে। কক্ষের মাঝামাঝি চলে এলে চাঁদের দূরত্ব কমে যায়। তখন চাঁদ বড় দেখায়। স্বাভাবিক অবস্থার চেয়ে সুপারমুনের সময় চাঁদকে ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়।

পৃথিবীর ছায়ায় যখন চাঁদ পুরোপুরি ঢাকা পড়লে হয় চন্দ্রগ্রহণ। এসময় সূর্যের সাত রঙের মধ্যে থাকা লাল রঙের তরঙ্গ পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চাঁদে পৌঁছায়। তাই পূর্ণ গ্রহণের সময় লাল রঙের দেখায় চাঁদ। তবে, এ দিন গ্রহণ না থাকলেও লালচে চাঁদ দেখা যাবে। তাই এটি নিয়ে মানুষের আগ্রহও বেশি। তবে ভারতীয় উপমহাদেশ থেকে ‘স্ট্রবেরি মুন’ দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টা ১৫ মিনিট থেকে দেখা যাবে স্ট্রবেরি মুন। চলবে রাত ২টা ৩৫ মিনিট পর্যন্ত। মার্কিন আদিবাসী সম্প্রদায় কৃষিকাজ শুরুর এই মৌসুমে স্ট্রবেরি চাষ করে থাকে। সে কারণে এসময়ের সুপারমুনকে তারা ‘স্ট্রবেরি মুন’ বলে আখ্যা দেয়। পৃথিবীর বিভিন্ন জায়গাতেই এই সুপারমুনের ভিন্ন ভিন্ন নাম রয়েছে।

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি)-র মিশন পরিচালক ডেরিক এস. ব্রাউন বলেছেন, ‘বাংলাদেশ একটি সত্যিকারের সফলতার গল্প যা জীবন পরিবর্তনকারী ও জীবন রক্ষাকারী সাফল্য অর্জন করেছে, এটি শুধু আমার কথা নয়। আমি আশা করি, ইউএসএআইডি প্রকাশিত ‘সোনার বাংলা’ বাংলাদেশ কেন বিশ্বের কাছে দৃষ্টান্ত সেটা আলোকচিত্রের মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরতে পেরেছে।’

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ছবির মাধ্যমে তুলে ধরতে ‘গোল্ডেন বেঙ্গল’ বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি-র মিশন পরিচালক ডেরিক এস. ব্রাউন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর যুগ্মসচিব কবির আহমেদ উপস্থিত ছিলেন। ‘সোনার বাংলার সুবর্ণজয়ন্তী’ শীর্ষক এই বইয়ে বাংলাদেশের স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি, দুর্যোগে প্রস্তুতি ও সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধি, কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের পাঁচ দশকের অগ্রগতির বিশালতা তুলে ধরা হয়েছে। এই বইয়ে আলোকচিত্রের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণ করা হয়েছে এবং এই দেশের অনেক অর্জনের ও সাফল্যের পথ পরিক্রমা আলোকচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত আর্ল আর. মিলার বলেছেন, গত পাঁচ দশকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যে সম্পর্ক তা ‘গোল্ডেন বেঙ্গল’ বইটির মধ্যদিয়ে ফুটিয়ে তুলা হয়েছে। দু’দেশের স্থায়ী অংশীদারিত্বে ইউএসএআইডি যে অবদান রেখেছে তার একটি অপূর্ব প্রতিচ্ছবি।

যুক্তরাষ্ট্রের সরকার ইউএসএআইডি-র মাধ্যমে স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে ৮ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের সরকার বাংলাদেশের কোভিড-১৯ মোকাবেলা প্রচেষ্টাকে সহায়তা করতে একাধিক সংস্থার মাধ্যমে ৮৪ মিলিয়ন ডলার সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ। শুধু ২০২০ সালে ইউএসএআইডি একাই বাংলাদেশের জনগণের জীবনমান উন্নত করার লক্ষ্যে খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগের সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও চর্চা বাড়ানো, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনে সহনশীলতা বাড়াতে ২০০ মিলিয়ন ডলারের বেশি সহায়তা করেছে।

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচনে ইতিহাস গড়তে যাচ্ছেন দুই বাংলাদেশি নারী। সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৯ থেকে ডেমোক্রেটিক প্রাইমারিতে ‘র‌্যাঙ্কড চয়েজ ভোটে জয়ের পথে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ। অন্যদিকে, নিউইয়র্ক সিটির কুইন্স সিভিল কোর্টের বিচারক পদে প্রাইমারিতে এগিয়ে রয়েছেন বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি সোমা সাঈদ। এখন শুধু চূড়ান্ত ফল প্রকাশের অপেক্ষা।

বড় কোনো ‘অঘটন’ না ঘটলে শাহানা হানিফই হবেন প্রথম বাংলাদেশি, যিনি ডেমোক্রেটিক শহর নিউইয়র্কের সিটি কাউন্সিলে জায়গা করে নেবেন। ফলে আগামী ২ নভেম্বর সাধারণ বা চূড়ান্ত নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। সে নির্বাচনে শাহানা হানিফের বিজয় হবে আনুষ্ঠানিকতা মাত্র। কারণ প্রাইমারিতে জিতলে নিউইয়র্ক সিটির সাধারণ নির্বাচনে জয় নিয়ে সংশয়ের আর কোনো কারণ থাকে না।

এদিকে সিভিল কোর্টের বিচারক পদে প্রাইমারি নির্বাচনে জয়ের অনেকটা দ্বারপ্রান্তে রয়েছেন অ্যাটর্নি সোমা সাঈদ। তিনি নির্বাচিত হলেও শুধু নিউইয়র্কে নয়, গোটা আমেরিকায় ইতিহাস গড়বেন। সোমা সাঈদ হবেন যুক্তরাষ্ট্রের কোনো আদালতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারক।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নিউইয়র্ক সিটির প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত চলে আগাম ও মেইল ভোট। এ নির্বাচনে সিটির ৫টি বরোর মধ্যে তিনটি বরো থেকে ১৩ জন বাংলাদেশি-আমেরিকান বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ৬টি কাউন্সিল ডিস্ট্রিক্ট থেকে ১১ জন, কাউন্টি বিচারক পদে একজন এবং ফিমেল ডিস্ট্রিক্ট লিডার পদে আরও একজন অংশ নেন।

তবে মঙ্গলবার রাত ৯টার পর ফল গণনায় দেখা যায়, সিটি কাউন্সিল নির্বাচনে একমাত্র শাহানা হানিফ এগিয়ে রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিস্ট্রিক্ট ৩৯-এ সরাসরি ভোটে (ইন-পারসন) ৯৯ শতাংশ ভোটের মধ্যে ৩২ দশমিক ৪২ শতাংশ ভোট পেয়েছেন শাহানা হানিফ। তিনি মোট ভোট পেয়েছেন ১০ হাজার ৬৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রেনডন ওয়েস্ট পেয়েছেন ২২ দশমিক ৫২ শতাংশ, অর্থাৎ ৭ হাজার ৪২৭ ভোট। এখানে মুল প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ভোটের ব্যবধান প্রায় তিন হাজার। এই ডিস্ট্রিক্টে আরেক বাংলাদেশি প্রার্থী মামনুন হক পেয়েছেন এক হাজার ৩৫৪ ভোট।

র‌্যাঙ্কড চয়েজ ভোটের হিসাবে বিজয়ী প্রার্থীকে শতকরা ৫১ শতাংশ ভোট পেতে হবে। তা না পেলে ‘র‌্যাঙ্কড চয়েজ’ ভোটের সমীকরণ খুবই কঠিন হয়ে দাঁড়াবে। কারণ যেসব প্রার্থী কম ভোট পেয়েছেন তাদের ভোট ভাগাভাগি হবে। তবে সেদিক থেকে শাহানা হানিফের কোনো ঝুঁকি নেই বলে জানা গেছে।

অন্যদিকে কুইন্স সিভিল কোর্টের বিচারক পদে অ্যাটর্নি সোমা সাঈদের একমাত্র প্রতিদ্বন্দ্বী মাইকেল গোল্ডম্যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট ভোটের ৯৫ দশমিক ৪৫ শতাংশ ভোট গোনা হয়েছে। এরমধ্যে সোমা পেয়েছেন ৭৪ হাজার ৪৮৭ ভোট। অর্থাৎ তিনি মোট ভোটের ৫০ দশমিক ৯২ শতাংশ পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী গোল্ডম্যান পেয়েছেন ৭০ হাজার ৭১৪ ভোট, যা মোট ভোটের ৪৮ দশমিক ৩৭ শতাংশ। অবশিষ্ট ভোটের জন্য অপেক্ষা করতে হতে পারে আগামী ২৯ জুন পর্যন্ত।

এদিকে নিউইয়র্ক সিটির মেয়র পদের দৌঁড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন বর্তমান ব্রুকলিন বরো প্রেসিডেন্ট ও সাবেক পুলিশ ক্যাপ্টেন এরিক অ্যাডামস। তিনি ৯৬ দশমিক ৬২ শতাংশ ভোটের ৩১ দশমিক ৬৬ শতাংশ পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মায়া উইলি পেয়েছেন ২২ দশমিক ২২ শতাংশ ভোট। এ পর্যন্ত ফলাফল পর্যবেক্ষণ করে জানা গেছে, এরিক অ্যাডামই হতে যাচ্ছেন নিউইয়র্ক সিটির পরবর্তী নগর পিতা। কারণ প্রাইমারিতে প্রার্থী তিনিই নির্বাচিত হবেন।

আন্তর্জাতিক

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় চলতি বছর হজের অনুমতি পাওয়া ৬০ হাজার ব্যক্তির বাছাই প্রক্রিয়া শুরু করেছে।

গতকাল আল আরাবিয়া, খালিজ টাইমস ও আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় বলছে, করোনাকালের সীমিত হজে অংশগ্রহণে অনলাইন নিবন্ধন শেষ হয়েছে। শেষদিন পর্যন্ত সৌদিতে অবস্থানরত ৫ লাখ ৫৮ হাজার ২৭০ জন হজের আবেদন করেন।

গতকাল শুক্রবার থেকে বাছাই প্রক্রিয়া শুরু হয়। যারা করোনা টিকা নিয়েছেন এবং আগে হজে অংশ নেননি এমন সবাইকে এবারের হজে প্রাধান্য দেওয়া হবে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে। তাছাড়া হজে অংশগ্রহণে ইচ্ছুক সবাইকে নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে।

আল আরাবিয়ার খবরে জানা যায়, এই বছর হজের জন্য আবেদনকারীদের ৫৯ শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী। আবেদনকারীদের অধিকাংশের বয়স ৪০ বছরের কম। মন্ত্রণালয় আরো জানায় যে, চলতি বছর হজের জন্য নির্বাচিত হাজিরা বুকিং এবং পছন্দের প্যাকেজ বেছে নিতে পারবেন। করোনা ভাইরাস সৃষ্ট পরিস্থিতির কারণে শর্ত ছিল, হজ করতে হলে সৌদি আরবের নাগরিক হতে হবে অথবা সে দেশে বসবাস করতে হবে।

বাংলাদেশকে থেকে কেউ এবার হজে যেতে পারবে না, চাইলে টাকা তুলে নেয়া যাবে – BBC News বাংলা

সৌদি হজ মন্ত্রণালয় আগেই জানিয়েছিল যে, ১৮ বছর থেকে ৬৫ বছর বয়সিদের মধ্যে যারা জটিল রোগে আক্রান্ত নন এবং করোনা ভাইরাসের টিকা নেওয়া আছে, তারাই কেবল হজের সুযোগ পাবেন।