আন্তর্জাতিক

গত ২৪ ঘণ্টায় তালেবান বিভিন্ন প্রদেশের তিনটি জেলাসহ তাজিকিস্তানের সঙ্গে আফগানিস্তানের প্রধান সীমান্ত ‘শির খান বন্দর’ দখল করে নিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এই ঘটনাকে গত দুই মাসের মধ্যে তালেবানের সর্বোচ্চ অর্জন হিসেবে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার ঘোষণা দেয়ার পর দেশজুড়ে তালেবান যোদ্ধারা আক্রমণ বাড়িয়েছে। তালেবানের এমন আক্রমণে আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত দেবরাহ লিওনস সতর্ক করে বলেছে, ইতোমধ্যে আফগানিস্তানের ৩৭০টি জেলার মধ্যে তালেবান ৫০ অধিক জেলা দখল করে নিয়েছে। তালেবানের এই অগ্রগতি নিকট ভবিষ্যতে অনেক দেশের জন্য হুমকিস্বরুপ।

তবে আফগানিস্তানের স্বরাষ্ট্র নিরাপত্তাকৌশল বিষয়ক উপমন্ত্রীসহ সরকারি কর্মকর্তারা-তালেবানের এই সামরিক অগ্রযাত্রা ক্ষণস্থায়ী বলে মন্তব্য করছেন। তাদের দাবি, আফগান বাহিনী দ্রুত তালেবান যোদ্ধাদের হটিয়ে দেবে।

আফগান স্বরাষ্ট্র উপমন্ত্রী নকিবুল্লাহ ফায়েক তালেবানের অগ্রগতিতে সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, এক মাসের মধ্যে তালেবান এত শক্তি কোথা থেকে পেল! তারা কিভাবে এত অল্প সময়ে মাজার-ই শরিফ, ফারিয়াব এবং তাকহারে অগ্রসর হলো? এটাকে প্রোপাগাণ্ডা উল্লেখ করে তিনি বলেন, এটা সাময়িক, তালেবান নিজেরাই বিশ্বাস করে না যে, তারা এসব এলাকায় পৌঁছাতে পেরেছে।

আলি আবাদ জেলার গভর্নর মোহাম্মদ হায়কল বলেন, আমাদের নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের ব্যাপক শক্তি আছে। বেদখল জেলাগুলো দখল করার সাহস তাদের আছে। জোর প্রকাশ করে এই জেলা গভর্নর বলেন, তালেবান কখনও আলি আবাদ জেলার দখল নিতে সক্ষম হবে না।

এদিকে, তাজিকিস্তান কর্তৃপক্ষ বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ১৩০ জন আফগান সেনা সীমান্ত পার হয়ে তাদের দেশে আশ্রয় নিয়েছে।

আফগানিস্তানের প্রভাবশালী সংসদ সদস্য সাদিক কাদেরি বলেছেন, কোনো কোনো এলাকা একদম প্রতিরোধ ছাড়াই তালেবানের কাছে ছেড়ে দেওয়া হচ্ছে। আফগানিস্তানের এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম তালেবান ব্যবহার করছে। কেন বিনা লড়াইয়ে হঠাৎ করে এই সমস্ত এলাকা তালেবানের কাছে ছেড়ে দেয়া হলো তা অবশ্যই খতিয়ে দেখতে হবে।

মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত দেবরাহ লিয়ন্স বলেন, তালেবানের দখলে যাওয়া জেলাগুলো আফগানিস্তানের প্রাদেশিক রাজধানীগুলোর পার্শ্ববর্তী এলাকা। তালোবান গোষ্ঠী সেখানে নিজেদের যোদ্ধাদের মোতায়েন রাখছে। বিদেশি সেনা পুরোপুরি প্রত্যাহার করে নেওয়ার পর তারা বাকি এলাকাগুলোও দখল করবে।

আন্তর্জাতিক

অ্যান্টিভাইরাসের আবিষ্কারক জন ম্যাকাফিকে বার্সেলোনার একটি কারাগারে মৃত অবস্থায় পাওয়া গেছে।

বুধবার (২৩ জুন) স্পেনের একটি আদালত তাকে কর ফাঁকি দেওয়ার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণ করতে রাজি হওয়ার কয়েক ঘণ্টা পর তার মরদেহ মিলল।

গত বছরের অক্টোবরে স্পেনে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন অ্যান্টিভাইরাস সফটওয়্যারের নির্মাতা প্রযুক্তিপ্রেমীদের কাছের এই ব্যক্তি।

কাতালান বিচার বিভাগ বলেছে, কারাগারের চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। এক বিবৃতিতে তারা বলেছেন,  ‘সবকিছুই ইঙ্গিত করে’ ম্যাকাফি নিজেকে নিজেই শেষ করে (আত্মহত্যা) দিয়েছেন।

এতে আরও বলা হয়, জুডিসিয়াল কর্রকর্তাদের কারাগারে পাঠানো হয়েছে এবং তার মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে।

তবে ম্যাকাফির আইনজীবী রয়টার্সকে বলেছেন, ৭৫ বছর বয়সী ম্যাকাফি কারাগারে তার কক্ষে নিজেকে ফাঁসিতে ঝুলিয়েছেন।

ব্রিটিশ-অ্যামেরিকান আলোচিত ও সমালোচিত এই সফটওয়্যার নির্মাতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ট্যাক্স ফাঁকির অভিযোগে পরোয়ানা জারি ছিল। সেই মামলার জেরে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে স্পেন পুলিশ। স্পেন কর্তৃপক্ষ তাকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে চেয়েছিল।

জন ম্যাকাফির বিরুদ্ধে উদ্ভট সব কাণ্ডের কারণে তার বিরুদ্ধে বহু অভিযোগ ছিল। প্রতিবেশীকে খুন, রিয়েল এস্টেটের ব্যবসার আড়ালে ট্যাক্স ফাঁকি, ক্রিপ্টোকারেন্সিসহ বহু স্ক্যান্ডাল কাণ্ডে তিনি কিছুদিন পরপর আলোচনায় আসেন। গ্রেফতার এড়াতে তিনি বহুদিন নিজেকে আড়ালও করে রাখেন। মুখে যথাযথ মাস্ক না পরার দায়ে নরওয়ে পুলিশের হাতেও ধরা পড়েছিলেন তিনি। বিভিন্ন দেশে ২২ বারের মতো গ্রেফতার হন এ সফটওয়্যার গুরু।

১৯৪৫ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন ব্রিটিশ-অ্যামেরিকান কম্পিউটার প্রোগ্রামার ও সফটওয়্যার নির্মাতা জন ম্যাকাফি। ম্যাকাফি ইনকর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে ব্যাপক জনপ্রিয় ছিলেন। শৈশবকাল ভার্জিনিয়ার সালেমে অতিবাহিত করেন। ১৯৬৭ সালে রোয়ানোক কলেজ থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।

আন্তর্জাতিক

পাকিস্তানে ধর্ষণ বৃদ্ধির জন্য নারীদের ‘স্বল্পবসন’কে দায়ি করে সমালোচনার মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

সম্প্রতি একটি আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেলকে সঙ্গে একটি সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ”যদি নারীরা স্বল্পবসন পরেন, তাহলে পুরুষরা রোবট না হলে সেটা তাদের উপর প্রভাব ফেলে। এ খবুই সাধারণ ব্যাপার।”

ইরমান খানের এই মন্তব্যেই বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এই মন্তব্যের সমালোচনায় মুখর হয়েছে বিরোধী রাজনৈতিক দলের নেতারা। পাকিস্তানের সাংবাদিকরাও দেশের প্রধানমন্ত্রীর মন্তব্যের নিন্দা করেছেন।

এর মাস খানেক আগেও পাকিস্তানে বাড়তে থাকা ধর্ষণের ঘটনার কারণ হিসেবে অশালীনতাকে দায়ী করেছিলেন ইমরান। এপ্রিলে ইমরানের সেই মন্তব্যের প্রতিবাদে লিখিত ভাবে তার ক্ষমা প্রার্থনা করেছিল পাক নাগরিকরদের একটি অংশ।

পাকিস্তানের প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে প্রতি ২৪ ঘণ্টায় অন্তত ১১টি ধর্ষণের ঘটনা ঘটে। গত ছ’বছরে এ জাতীয় ২২ হাজারটি মামলা দায়ের করা হয়েছে। তবে পাকিস্তানে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার হার অত্যন্ত কম। পরিসংখ্যান বলছে মোট ঘটনার ০.৩ শতাংশকে দোষী সাব্যস্ত করা হয়ে থাকে, যা অস্বাভাবিক।

গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভী নারী ও শিশু নির্যাতন মামলার বিচারের জন্য বিশেষ আদালত গঠনের অনুমোদন করেছিলেন। এছাড়াও ধর্ষণবিরোধী অর্ডিন্যান্স ২০২০ ও অনুমোদন হয়েছিল । সেই আইন অনুযায়ী এই জাতীয় মামলা চার মাসের মধ্যে যথাযোগ্যভাবে শুনানি ও সম্পন্ন করার আইনি আদেশ দেয়।

আন্তর্জাতিক

মিয়ানমারে ষষ্ঠ দফায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। নতুন ঘোষিত নিষেধাজ্ঞাগুলো ‘সেনাবাহিনী কর্তৃক বৈধভাবে গঠিত’ স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল (এসএসি) তথা সামরিক প্রশাসনের অর্থনৈতিক স্বার্থকে খর্ব করবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব সোমবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

নতুন এই নিষেধাজ্ঞা মিয়ানমারের রাষ্ট্রীয় মালিকানাধীন দুই প্রতিষ্ঠান টিম্বার এন্টারপ্রাইজ ও মিয়ানমার পার্ল এন্টারপ্রাইজের ওপর আরোপ করা হবে। প্রতিষ্ঠান দুটোর যুক্তরাজ্যে থাকা সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এই দুই প্রতিষ্ঠান থেকে মিয়ানমারের সামরিক শাসক লাখ লাখ রাজস্ব আয় করে।

যুক্তরাজ্য সামরিক অভ্যুত্থনের মাধ্যমে ক্ষমতায় আসা মিয়ানমারের সামরিক জান্তা শাসককে যে কোনো ধরনের অর্থনৈতিক সহযোগিতা করবে না নতুন এই নিষেধাজ্ঞা সে ব্যাপারেই পরিস্কার বার্তা দিল।

এর আগে সেনা অভ্যুত্থানে যুক্ত মিয়ানমারের সেনা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য। এছাড়া মিয়ানমারের সেনাবাহিনী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্রিটিশ কোম্পানিগুলো আর ব্যবসা করবে না বলেও জানিয়েছিল দেশটি।

আন্তর্জাতিক

দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেইর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায় ইসরায়েল। বৃহস্পতিবার (১৭ জুন) এক সাক্ষাৎকারে এ আগ্রহের কথা জানিয়েছেন সিঙ্গাপুরে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত সাগি কারনি। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে গত মাসে ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ১১ দিন হামলা চালিয়েছিল ইসরায়েল। এতে নারী-শিশুসহ আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছেন। হামাসের হামলায় ১৩ ইসরায়েলি নাগরিকও নিহত হয়েছেন। এ ঘটনায় ইহুদী রাষ্ট্রটির তীব্র নিন্দা জানিয়েছিল এই তিনটি মুসলিম দেশ। ঘটনাটিকে ‘ফিলিস্তিনি জনগণের ওপর আগ্রাসন’ উল্লেখ করেছিল তারা।

তিন মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায় ইসরায়েল

ইসরায়েলের সঙ্গে দেশ তিনটি আনুষ্ঠানিকভাবে কোনো সম্পর্ক স্থাপন করেনি এবং ভবিষ্যতেও করবে না বলে প্রায় সময়ই তারা জানিয়েছে। ফিলিস্তিন-ইসরায়েল সংকট নিরসনে ‘দুই রাষ্ট্রভিত্তিক’ সমাধান চায় তারা।

এ বিষয়ে ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন, মুসলিমপ্রধান দেশ তিনটির নেতারা সংঘাতের প্রকৃত ধরন উপলব্ধি করতে না পেরেই সমালোচনা করেছেন। এটা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নয়, বরং ইসরায়েল ও হামাসের সংঘাত।

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেইয়ের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, তাদের জন্য আলোচনার দরজা উন্মুক্ত আছে এবং আমরা সবসময় প্রস্তুত। সুসম্পর্ক স্থাপনের পথ খুব একটা কঠিন হবে বলে মনে করি না।

আন্তর্জাতিক

ঢাকা: আন্তর্জাতিক শ্রম সংস্থার এক কর্মকর্তার ছিনতাই করা মালপত্র উদ্ধার করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহকে প্রশংসাপত্র দিয়েছে জাতিসংঘ বাংলাদেশ অফিস।

বৃহস্পতিবার (১৭ জুন) তেজগাঁও বিভাগের ডিসিকে এ প্রশংসাপত্র পাঠায় জাতিসংঘ বাংলাদেশ অফিসের নিরাপত্তা বিভাগ।

দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি মো. শহীদুল্লাহকে এ প্রশংসাপত্র দেওয়া হয়।

তেজগাঁওয়ের ডিসির কাছে পাঠানো ‘লেটার অব অ্যাপ্রিসিয়েশন’ এ জাতিসংঘ বাংলাদেশ অফিসের নিরাপত্তা বিভাগের উপদেষ্টা রমেশ চন্দ্র সিং উল্লেখ করেন, গত ৪ জুন রাত নয়টায় ধানমন্ডি ফুটওভার ব্রিজ ক্রসিংয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থায় কর্মরত প্রতীক রঞ্জন বিশীর মোবাইলফোন, স্মার্ট ঘড়ি ও সোনার আংটি ছিনতাই হয়। বিষয়টি তাৎক্ষিণকভাবে শেরে-বাংলা নগর থানা পুলিশকে অবহিত করা হয়। শেরে-বাংলা নগর থানা পুলিশ অতি দ্রুত ছিনতাই করা মূল্যবান সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ভারতে ২০ বছর ধরে পুলিশ সার্ভিসে নিয়োজিত থাকার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, ছিনতাই হওয়া মালপত্র মালামাল উদ্ধার করাটা অত্যন্ত চ্যালেঞ্জিং ও কষ্টসাধ্য বিষয়। তেজগাঁও বিভাগের শেরে-বাংলা নগর থানা সেই কাজটিই করে দেখিয়েছে। এটা সম্ভব হয়েছে তাদের আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টায়।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের ডিসি মো. শহীদুল্লাহ জানান, গত ৪ জুন জাতিসংঘ অফিসের একজন কর্মকর্তা ধানমন্ডি ৪ নম্বর সড়কের ফুটওভার ব্রিজের রোড ক্রসিংয়ের সময় ছিনতাইয়ের কবলে পড়েন। তাৎক্ষণিক বিষয়টি শেরে-বাংলা নগর থানা পুলিশকে জানানো হলে আমরা অনুসন্ধান শুরু করি।

পরে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে লক্ষ্মীপুর থেকে গ্রেফতার করে তার কাছ থেকে ছিনতাই করা কিছু মালপত্র উদ্ধার করি। এই সময়ে ছিনতাইয়ে ব্যবহৃত চাকু উদ্ধার করে পুলিশ।

জাতিসংঘ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, ছিনতাইয়ে অংশ নেওয়া তিন সদস্যেদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং সব মালপত্র উদ্ধার করি। গ্রেফতার তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আন্তর্জাতিক

গাজা থেকে আগুন বেলুন ছোঁড়ার অভিযোগ তুলে সেখানে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, ‘গাজা উপত্যকায় জায়নিস্ট বোমা হামলা আমাদের জনগণের সংহতি ও প্রতিরোধ বন্ধ করার ব্যর্থ প্রচেষ্টা।’ বুধবার (১৬ জুন) এসব জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। হামাসের মুখপাত্র দাবি করেন, সম্প্রতি পূর্ব জেরুজালেমে কট্টরপন্থী ইসরায়েলিদের পতাকা মার্চের ঘটনা আড়াল করতেই এই হামলা হয়েছে।

এর আগে, অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে মঙ্গলবার পতাকা নিয়ে পদযাত্রা করেছে কট্টরপন্থী ইসরায়েলিরা। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের স্মরণে পতাকা হাতে পদযাত্রার মাধ্যমে দিনটি উদযাপন করে ইহুদিরা। পদযাত্রাকে কেন্দ্র করে ইসরায়েলি পুলিশ দামেস্ক গেটের দিকে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। যাতে করে ফিলিস্তিনিরা সেখানে যেতে না পারে।

এরই মধ্যে ১৭ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। আটকদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসরায়েলি বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করেছে। এতে ইসরায়েলে দুই কর্মকর্তা আহত হয়েছেন।

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই জেনেভায় দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হতে যাচ্ছে আজ বুধবার (১৬ জুন)। জেনেভায় বাইডেন ও পুতিনের মধ্যকার বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে, তার কিছুটা আভাস উভয় পক্ষ থেকে পাওয়া গেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম থেকে এসব জানা গেছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হবে। এসব গুরুত্বপূর্ণ ইস্যুর মধ্যে রয়েছে সাইবার হামলা, মানবাধিকার, ইউক্রেন, বেলারুশ প্রভৃতি প্রসঙ্গ।

বাইডেন-পুতিন বৈঠক: যেসব বিষয়ে আলোচনা হবে

ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে উভয় দেশের প্রেসিডেন্ট আলোচনা করবেন। তারা আলোচনা করবেন কৌশলগত স্থিতিশীলতার বিভিন্ন ইস্যু নিয়ে। বিভিন্ন আঞ্চলিক দ্বন্দ্ব-সংঘাত নিরসনের উপায় নিয়ে তারা কথা বলবেন। করোনা মহামারি মোকাবিলাসহ আন্তর্জাতিক সমস্যা নিয়ে তারা বৈঠকে আলাপ করবেন।

নির্বাচনে হস্তক্ষেপের শাস্তিস্বরূপ গত এপ্রিলে রাশিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা দিয়েছে বাইডেন প্রশাসন। মস্কোর বিরুদ্ধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সাইবার হামলার অভিযোগ করে আসছে ওয়াশিংটন। বর্তমানে দুই জন সাবেক মার্কিন মেরিন সেনা রুশ কারাগারে বন্দি। এত কিছুর পরও দুই দেশের প্রেসিডেন্ট আজ প্রথমবারের মতো মুখোমুখি হবেন।

আন্তর্জাতিক

সদ্যই শেষ হওয়া জি-৭ সম্মেলনের দেশগুলো চীনের প্রভাব ঠেকাতে একাট্টা হওয়ার পর এবার সামরিক জোট নেটোর সদস্য রাষ্ট্রগুলোকে চীনের উত্থান মোকাবেলা করার ডাক দিয়েছেন নেটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ।

আন্তর্জাতিক

চলতি বছরে অনুষ্ঠিতব্য হজ উপলক্ষে তিনটি নতুন প্যাকেজ ঘোষণা করেছে সৌদি সরকার। এর মধ্যে অন্যতম হলো পুরুষ অভিভাবক ছাড়াই হজের জন্য নারীদের নিবন্ধনের অনুমতি দিয়েছে সৌদআরব।

আরব নিউজের বরাতে জানা যায়, সম্প্রতি চলতি বছরে হাজিদের জন্য তিনটি প্যাকেজ অনুমোদন করেছে সৌদি সরকার। রোববার স্থানীয় সময় দুপুর ১টা থেকে থেকে হজের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এর আগেই দেশটির সরকার জানিয়ে দেয়, শুধুমাত্র সৌদি নাগরিক ও বাসিন্দারাই এবারের হজে অংশ নিতে পারবেন।

আগামী ২৩ জুন রাত ১০টা পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। তবে আগে আবেদন করা প্রার্থীরা কোনো বিশেষ সুবিধা পাবেন না। হজের জন্য তিনটি প্যাকেজ নির্ধারণ করেছে সৌদি সরকার। এর মধ্যে একটি প্যাকেজের মূল্য ধরা হয়েছে ১৬ হাজার ৫৬০ রিয়াল। অন্যটি ১৪ হাজার ৩৮১ রিয়াল এবং শেষ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ১২ হাজার ১১৩.৯৫ রিয়াল। এই তিনটি প্যাকেজের সঙ্গে যোগ হবে ভ্যাট।

আবেদনকারী জটিল রোগে ভুগছেন না, এমনকি করোনায় আক্রান্ত নন দিতে হবে এমন স্বীকারোক্তিও। এছাড়াও আবেদনের জন্য গত ৫ বছরের মধ্যে হজ করেননি অবশ্যই এমন স্বীকারোক্তি দিতে হবে আবেদনকারীকে।

এ বছর হজ করতে পারবেন ৬০ হাজার মুসলিম নর-নারী। তবে তা সীমাবদ্ধ থাকবে শুধু সৌদি আরবের নাগরিক এবং সেখানকার বাসিন্দাদের জন্য। হাজি নির্বাচন করার প্রক্রিয়া শুরু হবে আগামী ২৫ জুন থেকে এবং নির্বাচিত হওয়ার তিন ঘণ্টার মধ্যেই হাজিদেরকে তাদের প্যাকেজের মূল্য পরিশোধ করতে হবে।