খেলাধুলা

এশিয়া কাপের পর্দা উঠছে আজ। পাকিস্তানের মুলতানে নেপাল মুখোমুখি হবে স্বাগতিকরা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে খেলাটি। সেই ম্যাচেরই একাদশ আগের রাতে ঘোষণা করে দিয়েছেন বাবর আজমরা।

নেপাল ছাড়া বাকি পাঁচ দলের জন্যই এবারের এশিয়া কাপ আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পোশাকি মহড়া। বিশ্বকাপে চোখ রেখে আজ শুরু এশিয়া কাপে যে ধাঁধার উত্তর খুঁজবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান।

বাংলাদেশ

একাদশে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের মতো দুজন কার্যকর অলরাউন্ডার থাকায় একজন অতিরিক্ত ব্যাটার বা বোলার খেলানোর সুযোগ আছে বাংলাদেশের। সাবেক অধিনায়ক তামিম ইকবালের অভিমত, অতিরিক্ত বোলার দলের বোলিং আক্রমণের জন্য নিরাপত্তার নিশ্চয়তা হতে পারে। অন্যদিকে আট ব্যাটার খেলানো হলে থাকে বাড়তি রানের হাতছানি।

সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ম্যাচে অতিরিক্ত ব্যাটার খেলানোর সুফল পেয়েছে বাংলাদেশ। গত বছর ডিসেম্বরে ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচে আটে নেমে ৩৮* ও ১০০* রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন মিরাজ। কিন্তু ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে হারা ওয়ানডে সিরিজে একই কম্বিনেশন তেমন কার্যকর হয়নি। অনেকের ধারণা, একজন বিশেষজ্ঞ ব্যাটার কম খেলানো হলে শীর্ষ সাত ব্যাটার আরও দায়িত্বশীল হবেন এবং মিরাজের ব্যাটিং দক্ষতা বাড়বে। বিশ্বকাপে বাংলাদেশ শেষ পর্যন্ত সাত নাকি আট ব্যাটার খেলাবে, এশিয়া কাপের ফলই সেটা নির্ধারণ করে দিতে পারে।

ভারত

সম্ভাব্য সেরা দলটি এশিয়া কাপে খেলাচ্ছে ভারত। হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজা একাদশে থাকায় ভারতের আর এমন কোনো ব্যাটার প্রয়োজন নেই, যিনি বোলিংও পারেন। ভারতের মাথাব্যথার বড় কারণ এখন তাদের মূল চার বোলারের কেউ ব্যাট হাতে তেমন কার্যকর নন। জাসপ্রিত বুমরা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজের মতো মোহাম্মদ শামিও ছক্কা হাঁকাতে পারদর্শী নন। এতে শীর্ষ সাত ব্যাটার সর্বোচ্চ ঝুঁকি নিতে পারেন না। এজন্যই শার্দুল ঠাকুর ও অক্ষর প্যাটেলকে অন্তর্ভুক্ত করা হয়েছে দলে। কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনা করে তাদের যে কোনো একজনকে সম্ভবত আটে খেলানো হবে। তবে এশিয়া কাপের বড় ম্যাচে ভারত দেখে নিতে চাইবে চারজন ১১ নম্বরকে নিয়ে তাদের ব্যাটাররা কীভাবে পরিস্থিতি সামাল দেন। বিশ্বকাপে ভারতের এমন বোলার প্রয়োজন, যিনি টুকটাক ব্যাটিংও পারেন।

পাকিস্তান

২০১৯ বিশ্বকাপের পর এখন পর্যন্ত মাত্র ৩১টি ওয়ানডে খেলেছে পাকিস্তান। যার অধিকাংশই তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে। ছয় ম্যাচ খেলেছে এমন সব দলের বিপক্ষে, যারা এবারের বিশ্বকাপে নেই। এছাড়া নেদারল্যান্ডসের সঙ্গে খেলেছে তিনটি ওয়ানডে। এশিয়া কাপের আগে তিন ম্যাচের সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে পাকিস্তান এখন ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে। তবে গত চার বছরে ৩১ ওয়ানডের ২২টি জিতলেও শীর্ষ সারির দলগুলোর বিপক্ষে কম খেলায় পাকিস্তানের অপেক্ষায় অগ্নিপরীক্ষা। বড় দলগুলোর বিপক্ষে তাদের সামর্থ্যরে পরীক্ষা হবে এশিয়া কাপে।

শ্রীলংকা

বিশ্বকাপে ভালো করতে হলে এশিয়া কাপে ব্যাটিং সামর্থ্যরে পরীক্ষায় উতরাতে হবে শ্রীলংকাকে। এ বছর দুবার ওয়ানডেতে ৮০ রানের নিচে অলআউট হয়েছে তারা। বিশ্বকাপ বাছাইপর্বে লংকানদের ২৪৫ রানে আটকে দিয়েছিল স্কটল্যান্ড। এছাড়া নেদারল্যান্ডসের বিপক্ষে তারা দুবার অলআউট হয়েছে যথাক্রমে ২১৩ ও ২৩৩ রানে। বোলারদের সৌজন্যে শেষ পর্যন্ত তিনটি ম্যাচই জেতে শ্রীলংকা। নড়বড়ে ব্যাটিং ঠিক না হলে এশিয়া কাপ ও বিশ্বকাপে বিপদে পড়বে তারা। ভারত, পাকিস্তান বা বাংলাদেশের বিপক্ষে শুধু ভালো বোলিং দিয়ে হয়তো শেষ রক্ষা হবে না তাদের।

আফগানিস্তান

আফগানিস্তানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন সম্ভাবনাকে সাফল্যে অনূদিত করা। দারুণ সব প্রতিভার কারণে আফগান ক্রিকেটের অগ্রযাত্রায় কখনো ছেদ পড়েনি। প্রতিটি সিরিজ ও টুর্নামেন্টে নিজেদের ছাপিয়ে যাওয়ার প্রতিশ্রুতি থাকে তাদের পারফরম্যান্সে। কিন্তু রশিদ, মুজিব, গুরবাজ, নবী, শাহিদিরা এখনো দলকে পরের ধাপে নিয়ে যেতে পারেননি। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় আসরে সম্ভাবনা জাগিয়ে বারবার ব্যর্থ হয়েছে আফগানিস্তান। এবার এশিয়া কাপে সেই গেরো খুলতে পারলে বিশ্বকাপে উদিত শক্তি থেকে পরাশক্তি হয়ে উঠতে পারে আফগানরা।

খেলাধুলা

এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল দেশ ছেড়েছে রোববার দুপুরে। শুরুতে বাংলাদেশ দলের গন্তব্য ছিল শ্রীলঙ্কার কলম্বো।

স্থানীয় সময় চারটার দিকে সাকিব আল হাসানরা পৌঁছেছেন সেখানে। বিসিবির লজিস্টিকের দায়িত্বে থাকা ওয়াসিম খান তার ফেসবুকে শ্রীলঙ্কায় পৌঁছানোর কথা জানান।
জাতীয় দলের সঙ্গে একই ফ্লাইটে যেতে পারেননি এবাদত হোসেনের চোটে শেষ মুহূর্তে দলে জায়গা পাওয়া তানজিম হাসান সাকিব। জ্বর থাকায় দলের সঙ্গী হতে পারেননি লিটন দাসও। সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

কলম্বো থেকে বাংলাদেশ যাবে ক্যান্ডিতে। সেখানে পাল্লেকেলেতে ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামবেন সাকিব আল হাসানরা। এরপর নিজেদের পরের ম্যাচে ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ওই ম্যাচটি হবে পাকিস্তানের লাহোরে।

খেলাধুলা

নারী ফুটবল বিশ্বকাপ জেতার পর স্পেনের ফরোয়ার্ড জেনিফার হারমোসাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খেয়েছিলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান লুইস রুবিয়ালেস। এই ঘটনা নিয়ে বিতর্ক বেড়েই চলেছে।

সমালোচনার মুখে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছিলেন রুবিয়ালেস। কিন্তু তাতেও ক্ষোভ প্রশমিত হয়নি। বরং চুমু-বিতর্কে মুখ খুলেছিলেন খোদ স্পেনের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। দেশটির সরকারের কয়েকজন মন্ত্রী রুবিয়ালেসের পদত্যাগও দাবি করেছেন। এবার রুবিয়ালেসের শাস্তি দাবি করেছেন হারমোসা নিজেই।

হারমোসার পক্ষে রুবিয়ালেসের উদ্দেশে কড়া বার্তা দিয়েছে তার অ্যাজেন্সি ও খেলোয়াড়দের সংগঠন ‘ফুটপ্রো’। এক যৌথ বিবৃতিতে হারমোসা বলেন, ‘আমার ইউনিয়ন ফুটপ্রো ও আমার অ্যাজেন্সি টিএমজে আমার স্বার্থ রক্ষা করবে এবং এ ব্যাপারে আলোচনা চালিয়ে যাবে। ‘

এদিকে বিবৃতিতে ‘ফুটপ্রো’ বলেছে, ‘এ ধরনের আচরণ যেন শাস্তি এড়িয়ে যেতে না পারে তা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা এধরনের আচরণকে অগ্রহণযোগ্য মনে করি এবং নারী ফুটবলারদের রক্ষায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। ‘

ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে নারী ফুটবল বিশ্বকাপ জেতার পর পুরস্কার বিতরণী মঞ্চে স্পেনের প্রত্যেক ফুটবলারকে জড়িয়ে ধরে চুমু খান রুবিয়ালিস। তবে হারমোসাকে তিনি শুধু জড়িয়েই ধরেননি, আচমকা তার ঠোঁটে চুমু খেয়ে বসেন। যা নিয়ে তোলপাড় শুরু হয় স্প্যানিশ ফুটবলে। বিষয়টি ভালোভাবে নেননি হারমোসাও। ড্রেসিংরুমে ফিরে তিনি জানান, রুবিয়ালেসের আচরণ ভালো লাগেনি তার। এরপর থেকেই মূলত বিতর্ক ডালপালা মেলতে শুরু করে।

রুবিয়ালেসের বিরুদ্ধে স্পেনে বিক্ষোভ শুরু হয়েছে। তার পদত্যাগের দাবির পাশাপাশি কঠোর শাস্তি দাবি করছেন অনেকে। যদিও নিজের অমন আচরণের কারণ হিসেবে বিশ্বকাপে জেতার পর মুহূর্তের উত্তেজনাকে দায়ী করেছিলেন রুবিয়ালেস। দোষ স্বীকার করে ক্ষমাও চান তিনি। কিন্তু তার যুক্তি ধোপে টেকেনি।

রুবিয়ালেসের মন্তব্যকে যথেষ্ট মনে করেননি স্পেনের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। তবে স্প্যানিশ ফুটবলের প্রধানকে বরখাস্ত করার এখতিয়ার নেই তার। কিন্তু তিনি জানিয়ে দেন, এ ধরনের আচরণ কিছুতেই বরদাস্ত করা হবে না। স্পেনের সেকেন্ড ডেপুটি প্রাইম মিনিস্টার ইয়োলান্দা দিয়াজ থেকে শুরু করে স্প্যানিশ নারী শীর্ষ লিগ লিগা-এফ এর কর্তারাও রুবিয়ালেসের পদত্যাগ দাবি করেছেন।

ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো ফিফার আইন অনুযায়ী রুবিয়ালেসের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আগামীকাল শুক্রবার জরুরি বৈঠক ডেকেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ধারণা করা হচ্ছে, ওই বৈঠকেই রুবিয়ালেসকে পদত্যাগে বাধ্য করা হবে।

গোল করে স্পেনকে বিশ্বকাপ জেতানোর পর পেলেন বাবার মৃত্যুর খবর

ওলগা

নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেল স্পেন।

রোববার অস্ট্রেলিয়ার সিডনি স্টেডিয়ামে স্পেনের ঐতিহাসিক জয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক ওলগা কারমনা।

কিন্তু বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সেই উচ্ছ্বাসের আবহের স্পেনের অধিনায়ক পেলেন হৃদয়ভাঙার খবর। ম্যাচের আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তার বাবা।

মৃত্যুশয্যায় ওলগার বাবার পাশে পরিবারের কেউ-ই থাকতে পারেননি। ওলগার মাসহ পরিবারের সদস্যরা সবাই বিশ্বকাপ ফাইনাল দেখতে স্পেন থেকে অস্ট্রেলিয়ায় চলে আসেন। সেই সময় ওলগার বাবার মৃত্যু হয়।

ওলগার পরিবারের সদস্যরা বিশ্বকাপ ফাইনালের আগেই খবর পান। কিন্তু তারা ওলগাকে কিছু জানাননি। ম্যাচ শেষ হওয়ার পর তারা এ খবর দেন।

বিশ্বকাপ ফাইনালের পর রোববার স্পেনের ফুটবল ফেডারেশন সামাজিক মাধ্যমে জানায় কারমনার বাবার মৃত্যুর খবর। সেখানে বলা হয়, রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে, ওলগা কারমনার বাবার মৃত্যুর খবর। বিশ্বকাপ ফাইনালের পর খবরটি জানতে পেরেছেন এ ফুটবলার। এই গভীর দুঃখের সময়ে ওলগা ও তার পরিবারকে আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমরা তোমাকে ভালোবাসি ওলগা, স্পেনের ফুটবলে তুমি ইতিহাস।

সোশ্যাল মিডিয়ায় ওলগা জানিয়েছেন, আমি জানতাম না, বিশ্বকাপ ফাইনাল শুরু হওয়ার আগেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। আমি জানি, বাবা আমাকে অনন্য কিছু অর্জন করার শক্তি দিয়েছেন। আমি জানি, তুমি আমার খেলা দেখছিলে। তুমি আমার জন্য গর্বিত। শান্তিতে বিশ্রাম নাও বাবা।

খেলাধুলা

গাঁজা সেবনের দায়ে দুই বছর আগে মাদক পরীক্ষায় ধরা পড়ে নিষিদ্ধ হয়েছিলেন শা’কারি রিচার্ডসন। ফলে ২০২০ টোকিও অলিম্পিকে (করোনার কারণে ২০২১ সালে অনুষ্ঠিত) যুক্তরাষ্ট্রের দল থেকে বাদ পড়েন তিনি। ট্রায়ালে ব্যর্থ হয়ে ২০২২ সালে নিজেদের ঘরের মাটির বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের দল থেকেও বাদ পড়েছিলেন। বছর ঘুরে সেই শা’কারি ঠিকই নিজের রাজত্ব প্রতিষ্ঠান করলেন বিশ্বের দ্রুততম মানবী হয়ে।

উসাইন বোল্টের বিদায়ী টুর্নামেন্ট (২০১৭ লন্ডন অ্যাথলেটিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপ) পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে যুক্তরাষ্ট্রের রাজত্ব প্রতিষ্ঠিত। তবে মেয়েদের ১০০ মিটারে জ্যামাইকার রাজত্বটা ধরে রেখেছিলেন শেলি অ্যান ফ্রেসার-প্রাইস, শেরিকা জ্যাকসনরা। কিন্তু হাঙ্গেরিয়ার বুদাপেস্তে চলমান বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে জ্যামাইকার সেই রাজত্বেরও অবসান। পুরুষ ও নারীদের ১০০ মিটার, দুই বিভাগেই যুক্তরাষ্ট্রের রাজত্ব প্রতিষ্ঠিত। আগের দিন পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস। তাকে অনুসরণ করে পরশু রাতে মেয়েদের ১০০ মিটারেও সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার শা’কারি রিচার্ডসন। সেই শা’কারি রিচার্ডসন, যিনি গাঁজা সেবন করে নিষিদ্ধ হয়েছিলেন।

গাঁজা সেবনের দায়ে দুই বছর আগে মাদক পরীক্ষায় ধরা খেয়ে নিষিদ্ধ হয়েছিলেন শা’কারি রিচার্ডসন। ফলে ২০২০ টোকিও অলিম্পিকে (করোনার কারণে ২০২১ সালে অনুষ্ঠিত) যুক্তরাষ্ট্রের দল থেকে বাদ পড়েন তিনি। ট্রায়ালে ব্যর্থ হয়ে ২০২২ সালে নিজেদের ঘরের মাটির বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের দল থেকেও বাদ পড়েছিলেন। বছর ঘুরে সেই শা’কারি ঠিকই নিজের রাজত্ব প্রতিষ্ঠান করলেন বিশ্বের দ্রুততম মানবী হয়ে। বুদাপেস্তে মেয়েদের ১০০ মিটারে তিনি দ্রুততম মানবী হয়েছেন আবার রেকর্ড গড়ে। দৌড় শেষ করতে তিনি সময় নিয়েছেন ১০.৬৫ সেকেন্ড। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এটাই মেয়েদের ১০০ মিটারে সবচেয়ে কম সময়ে দৌড় শেষ করার রেকর্ড। এতদিন এই রেকর্ডটা ছিল জ্যামাইকান স্প্রিন্টার শেলি অ্যান ফ্রেসার-প্রাইসের দখলে। গত বছর (২০২২ সালে) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে পঞ্চম বারের মতো সোনা জয়ের পথে রেকর্ডটা গড়েছিলেন শেলি অ্যান ফ্রেসার-প্রাইস, সময় করেছিলেন ১০.৬৭ সেকেন্ড।

সেই শেলি অ্যান ফ্রেসার-প্রাইস এবারও ছিলেন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারও ফেভারিট ছিলেন তিনিই। তার সঙ্গে তার স্বদেশি শেরিকা জ্যাকসনও ছিলেন ফেভারিট তালিকায়। কিন্তু দুই জ্যামাইকানকে পেছনে ফেলে বাজিমাত করেছেন ২৩ বছর বয়সী শা’কারি রিচার্ডসন।

১০.৭২ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন (রুপা জয়) শেরিকা জ্যাকসন, ১০.৭৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন (ব্রোঞ্জ জয়) ষষ্ঠ সোনার জয়ের আশায় ট্র্যাকে নামা শেলি অ্যান ফ্রেসার-প্রাইস।

খেলাধুলা

এবারের ওয়ানডে বিশ্বকাপ গড়াচ্ছে ভারতের মাটিতে। আসরটি উপলক্ষে ২৫ আগস্ট থেকে শুরু হবে টিকিট বিক্রি।

দর্শকদের জন্য সুখবর হচ্ছে, অনলাইনে কেনা যাবে এই আসরের টিকিট। ইতোমধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ব্যাপারটি এবারের আসর থেকেই শুরু হয়েছে। আয়োজক দেশের ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির যৌথ সিদ্ধান্তে এই প্রক্রিয়া চালু করা হয়েছে। যারা টিকিট ক্রয় করবে, তাদেরকে প্রথমেই পেরোতে হবে রেজিস্ট্রেশন ধাপ। এরপরই চূড়ান্ত টিকিট ক্রয় করতে পারবেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, ৭ দফায় কেনা যাবে বিশ্বকাপের টিকিট। কোন ম্যাচের টিকিট কখন কেনা যাবে তা অবশ্য আগেই পরিস্কার করেছে আইসিসি। ২৫ আগস্ট থেকে শুরু হবে টিকিট বিক্রয়। তবে এদিন কেনা যাবে ভারত ব্যতিত ওয়ার্ম আপ ও মূল পর্বে অন্যান্য দেশের সব ম্যাচের টিকিট।

সেমিফাইনাল ও ফাইনালের টিকিট কেনা যাবে ১৫ সেপ্টেম্বর থেকে। ভারতের গ্রুপ পর্বের যে ৯টি ম্যাচ, এই টিকিটগুলো ৫ দিনে বিক্রি করা হবে। অনলাইনে টিকিট কিনলেও দর্শকদের হার্ডকপি সংরক্ষণ করতে স্টেডিয়ামের বুথে যেতে হবে। ৭-৮টি বুথ থেকে এই হার্ডকপি পাওয়া যাবে।

একনজরে দেখে নিন কবে পাবেন কোন ম্যাচের টিকিট –
২৫ আগস্ট:  ভারতের ম্যাচ বাদে সব প্রস্তুতি ম্যাচ এবং মূল পর্বের ম্যাচ
৩০ আগস্ট: গুয়াহাটি ও তিরুবনন্তপুরমে ভারতের প্রস্তুতি ম্যাচের টিকিট
৩১ আগস্ট: চেন্নাই, দিল্লি ও পুনেতে ভারতের ম্যাচগুলোর টিকিট
১ সেপ্টেম্বর: লখনউ, ধর্মশালা ও মুম্বাইয়ে ভারতের ম্যাচের টিকিট
২ সেপ্টেম্বর: বেঙ্গালুরু ও কলকাতায় ভারতের ম্যাচের টিকিট
৩ সেপ্টেম্বর: আহমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট
১৫ সেপ্টেম্বর: সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট

খেলাধুলা

নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেল স্পেন।

বিশ্ব ফুটবল ইতিহাসে স্পেনই একমাত্র দেশ, যাদের নারী ও পুরুষ উভয় দল বিশ্বকাপ জিতেছে।

রোববার অস্ট্রেলিয়ার সিডনি স্টেডিয়ামে প্রায় ৭৬ হাজার দর্শকের উপস্থিতিতে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্পেনের ঐতিহাসিক জয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক ওলগা কারমনা।

২০১৫ সালে কানাডায় বিশ্বকাপে অভিষেক হয়েছিল স্পেনের। প্রথমবার বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকেই। ফ্রান্সে অনুষ্ঠিত পরের আসরে নকআউট পর্বে উঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল স্পেনের মেয়েরা। নিজেদের তৃতীয় আসরে অংশ নিয়েই বিশ্বকাপ জিতল স্পেন।

গত ২০ জুলাই নিউজিল্যান্ডের ইডেনপার্কে নরওয়ের বিপক্ষে স্বাগতিকদের ম্যাচ দিয়ে শুরু হয় নারী বিশ্বকাপ ফুটবল। দীর্ঘ একমাস লড়াই শেষে রোববার ফাইনালের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় পর্দা নামে।

খেলাধুলা

চলতি সিরিজেই প্রথম মুখোমুখি হওয়া দুই দলের। দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাসই গড়ে ফেলেছে সংযুক্ত আরব আমিরাত।

যেকোনো ফরম্যাটে কিউইদের বিপক্ষে প্রথম জয় তাদের। একই সঙ্গে একমাত্র টেস্ট খেলুড়ে দেশ হিসেবে কোনো সহযোগী সদস্য দেশের কাছে না হারার রেকর্ড খুঁইয়েছে নিউজিল্যান্ড।

দুবাইয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান করে কিউইরা। জবাব দিতে নেমে ২৬ বল হাতে রেখে জয় পায় আমিরাত।

খেলাধুলা

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে প্রথমবারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের শিরোপা জিতলো আল নাসর। ১২০ মিনিটের ম্যাচে ২-১ গোলে আল হিলালকে হারিয়েছে রোনালদোর আল নাসর।

শনিবার রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে পিছিয়ে পড়ার পাশাপাশি এক খেলোয়াড়কেও হারায় আল নাসর। কিন্তু রোনালদোর জোড়া গোলে ভর করে ক্লাবটি শিরোপার স্বাদ পেলো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠে লড়াই। গোল শূন্য সমতাতেই প্রথমার্ধ শেষ করে দুই দল। বিরতির পর এগিয়ে যায় আল হিলাল। ৫১ মিনিটে ম্যালকমের বাড়ানো বলকে হেডারে গোলে পরিণত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাইকেল রিচার্ড।

পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টায় মাতে আল নাসের। একের পর এক আক্রমণ করেও আল হিলালের রক্ষণ ভাঙা সম্ভব হয়নি তাদের।

এরমধ্যে ম্যাচের ৭১ মিনিটে আল হিলালের ফরোয়ার্ড ম্যালকমকে ফাউল করে বসেন আল নাসেরের আবদুল্লাহ আল আমরি। বাজে ট্র্যাকেল হওয়ায় লাল কার্ড আবেদন করে আল হিলাল। ভিএআর চেক করে আবদুল্লাহকে লাল কার্ড দেখান রেফারি। তাতে কিছুটা ব্যাকফুটে হয়ে যায় আল নাসর।

তবে, তিন মিনিট পরই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন রোনালদো। সমতায় ফেরান দলকে। সুলতান আল গানামে পাস থেকে বল জালে পাঠান এই ফরোয়ার্ড। কিন্তু ৪ মিনিট পর আবারও লাল কার্ড দেখে আল নাসরের আরেক ফুটবলার। তবে, নাসরের ভাগ্য ভালো, সাইড বেঞ্চে থাকা নাওয়াফ বাউশাল লাল কার্ড দেখেন।

৮৫ মিনিটে ফের আল হিলালের জালে বল পাঠান পর্তুগিজ কিংবদন্তি। তবে অফসাইডের ফাঁদে পড়ায় সে যাত্রায় রক্ষা পায় আল হিলাল। এরপর নির্ধারিত সময়ে আর গোল না হলে অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের ৮ মিনিটে দুর্দান্ত হেডারে আল নাসেরকে লিড এনে দেন সিআরসেভেন। ম্যাচের ১১৫তম মিনিটে পায়ে আঘাত পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন রোনালদো। পরে ম্যাচে ফেরার চেষ্টা করেও সফল হয়নি আল হিলাল। আর তাতে শেষ হাসি হাসে রোনালদোর দলই।

খেলাধুলা

বিশ্বকাপের গত আসরে স্বপ্নের মতো কেটেছে সাকিব আল হাসানের। ২০১৯ সালের বিশ্বকাপে ৯ ম্যাচে ২ সেঞ্চুরিতে ৬০৬ রান করার পাশাপাশি ১১ উইকেট শিকার করেন সাকিব।

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পর দেশে ফিরে মাত্র ৩ মাসের ব্যবধানে ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করায় দুই বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব।

সাকিবের সেই দুর্দিনে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন দেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

তিনি লিখেছিলেন- ‘দীর্ঘ ১৩ বছরের সহযোদ্ধার আজকের ঘটনায় নিশ্চিতভাবেই কিছু বিনিদ্র রাত কাটবে আমার। তবে কিছুদিন পর এটা ভেবেও শান্তিতে ঘুমাতে পারব যে, তার নেতৃত্বেই ২০২৩ সালে আমরা বিশ্বকাপের ফাইনালে খেলব। কারণ নামটি তো সাকিব আল হাসান…!!!’

মাশরাফির সেই ভবিষ্যদ্বাণীই সত্যি হলো। গত ৩ আগস্ট ওয়ানডে দলের নেতৃত্ব ছেড়ে দেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

৩০ আগস্ট পাকিস্তানে শুরু হতে যাওয়া এশিয়া কাপ এবং ৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। তার নেতৃত্বে ভারত বিশ্বকাপে খেলতে যাবে বাংলাদেশ দল। চার বছর আগে এমন ভবিষ্যদ্বাণীই করেছিলেন মাশরাফি।

খেলাধুলা

সাকিব আল হাসান ক্যারিয়ারের পুরো সময়টাই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মাঠের পারফরম্যান্সের কারণে তো অবশ্যই; আলোচনায় ছিলেন মাঠের বাইরের নানা কারণেও।

কখনও দর্শক পিটিয়ে, ড্রেসিং রুমে অশ্লীল অঙ্গভঙ্গিতে; কখনো আবার বোর্ডের অনুমতি না নিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে।

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও নিষিদ্ধ করেছিল তাকে। গত কয়েক বছর ধরে ক্রিকেটের প্রতি সাকিবের নিবেদন কতটা এ নিয়েও প্রশ্ন ছিল অনেকের। এর মধ্যে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

শুক্রবার নিজের বাসায় সাকিবকে ওয়ানডে অধিনায়ক হিসেবে ঘোষণা করেন পাপন। এরপর সাকিবের ক্রিকেটের প্রতি সিরিয়াসনেস নিয়েও কথা বলেন তিনি। পাপন জানালেন, আগে সন্দেহ থাকলেও এখন সাকিবকেই সবচেয়ে বেশি সিরিয়াস মনে হচ্ছে তার।

তিনি বলেন, ‘ওর প্রতিভা নিয়ে তো কোনো সন্দেহ নাই। একটা জিনিস আমার খুব ভালো লাগছে এখন, গত এক বছর ধরে প্রায় আমি দেখছি। সাকিবের ব্যাপারে যে সন্দেহটা সবসময় আমার মধ্যে ছিল, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, মনে হতো- আসলে ও কতটুকু সিরিয়াস, কোন খেলাটা খেলবে, খেলবে না। এখন দেখছি ক্রিকেট নিয়ে ওর চেয়ে সিরিয়াস কেউ নেই। ’

‘আমাদের যে পরিমাণ খেলা, সেগুলো তো খেলছে। ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে। কানাডায় গেল, এখন আবার শ্রীলঙ্কায় গেল। এই যে এখন আবার বিশ্বকাপ, অধিনায়কত্বের দায়িত্ব, আমার কাছে মনে হচ্ছে সে এখন ক্রিকেটে পুরোপুরি মনোযোগী। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। তার সামর্থ্য বা প্রতিভা নিয়ে কখনোই কারো সন্দেহ থাকার প্রশ্নই আসে না। ’

সাকিব আল হাসান এখন তিন ফরম্যাটেই দলের অধিনায়ক। আগে থেকেই টেস্ট ও টি-টোয়েন্টির দায়িত্বে ছিলেন, এখন পেলেন ওয়ানডেও। যদিও সব ফরম্যাটে নেতৃত্ব দেবেন কি না, এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান বিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘আমি মনে করি, তার (সাকিব) জন্য তিন সংস্করণে একসঙ্গে অধিনায়কত্ব করা কঠিন। এটা তার সঙ্গে কথা বলে ঠিক করতে হবে। সে কোন সংস্করণে করতে চায়, কোনটা রাখতে চায়, যদি এক-দুই সংস্করণ চায়, তাহলে একরকম, আবার ও যদি বলে তিন সংস্করণেই করতে চাই, তাহলে তো সমস্যাই নেই। তো এই ব্যাপারটা জেনে তারপরে বোর্ড সিদ্ধান্ত নেবে। ’

১৭ জনের স্কোয়াডে নেই আফিফ-রিয়াদ

এ বছর ইংল্যান্ড সিরিজের পর আর ওয়ানডে খেলেননি মাহমুদউল্লাহ রিয়াদ। তবুও এশিয়া কাপ ও বিশ্বকাপের আলোচনায় বেশ ভালোভাবেই ছিলেন তিনি।

এ মাসের শুরু থেকে হওয়া এশিয়া কাপ ও বিশ্বকাপের ক্যাম্পেও দেখা যায় তাকে। তবে তাকে যে স্কোয়াডে রাখা হচ্ছে না, একরকম জানিয়েই দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার সাকিব আল হাসানকে ওয়ানডে অধিনায়ক ঘোষণা করা হয়। লম্বা সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি। এ সময় তার কাছে এশিয়া কাপের স্কোয়াড নিয়েও জানতে চাওয়া হয়। বিস্তারিতভাবে স্কোয়াডের ব্যাখা দেন পাপন। কখনো জানান নিজের ব্যক্তিগত মতামত, কখনো আবার বলেন প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত।

তিনি বলেন, ‘আমার ধারণা এটা মনে হয় মোটামুটি ক্লোজ (এশিয়া কাপের স্কোয়াড) হয়ে গেছে। অন্তত চারটা পেসার নিয়ে যাবে। আমাদের পাঁচজন থেকে যেকোনো চারজন যাবে। আবার এমনও হতে পারে পাঁচজন নেবে। নিতে হবে কিন্তু ১৭ জন। বিশ্বকাপে নিশ্চিত পাঁচটা নিয়ে যাবো পেসার, মানে আমার ধারণা। যে ধরনের উইকেটে খেলা হবে, তাই করবে। তারপরও ধরছি চারজন নেবে। ’

‘স্পিনার আমাদের সাকিব আছে, মিরাজ আছে; তারপর একটা অতিরিক্ত স্পিনার নিতে হবে অবশ্যই। তাইজুল আর নাসুম আছে। সংক্ষিপ্ত ফরম্যাটে আমার ধারণা নাসুমের সম্ভাবনাই বেশি। এখানে আরেকটা চলে গেলো। পাঁচটা চলে গেলো। এদের ছাড়া, আমি মিরাজ ও সাকিবের নাম বলেছি; তাহলে সাতজন হয়ে গেলো। আমার একটা ওপেনার বাকি, তাওহী হৃদয়-শান্ত-মুশফিক বাকি আছে। এদেরকে বাদ দিয়ে তো আর করা যাবে না। ’

স্কোয়াডে খুব বেশি জায়গা দেখেন না জানিয়ে পাপন আরও বলেন, ‘আসলে আপনারা যত অপশন দেখেন, আমি কিন্তু এরকম অপশন কিছু দেখি না। এটা খামাখা একটা দ্বিধা তৈরি করা বা মন খারাপ বোর্ডের সঙ্গে প্লেয়ারদের। এগুলো করার কোনো কারণ দেখি না। অতিরিক্ত প্লেয়ার কাকে নেবো এটা জিজ্ঞেস করতে পারেন। আমি মনে করি এখানে আফিফ আছে, মাহমুদউল্লাহ রিয়াদ আছে, শামীম পাটোয়ারী আছে। ’

তিন ক্রিকেটারের নাম বলার পর এক সাংবাদিক জানতে চান তারা কি ১৫ জনের স্কোয়াডে নেই? জবাবে পাপন বলেন, ‘১৭জন। আমার তো ১৭ শেষ আগেই তারপরও আপনাদেরকে বলছি। আপনারা যে কাকে বাদ দিচ্ছেন আমি এখনও জানি না। বুঝি না কেন বলেন। ধরেন আমার এদেরকে ঢুকাতে হতে পারে। ইভেন মোসাদ্দেকও হতে পারে। ’

‘আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি আমি মেইন স্কোয়াডে না খেলাই, তাহলে এক সিদ্ধান্ত। যে আমি নিয়ে যাবো কিন্তু খেলাবো না। কিন্তু কিছু খেলোয়াড় আছে যাদেরকে নিলে খেলাতে হবে। তাহলে বাদটা দেবে কাকে। আমি বলছি সিদ্ধান্ত এত সহজ না। এটাকে এত জটিল করার কিছু নাই। ’